User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বইয়ের কোয়ালিটি খুবই ভালো। ধন্যবাদ রকমারি।
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই। ??
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
মায়বতী
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
best book..
Was this review helpful to you?
or
nc
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ খুবই সচেতন লেখক/রচনাকারী ছিলেন। তিনি অনেক আবেগী লেখা লিখেছেন এবং তিনি নিজেও অনেক আবেগ প্রবণ ছিলেন। 'একজন মায়াবতী' গল্পে তিনি এর ব্যবহারে দক্ষতা দেখিয়েছেন। বইটা পড়তে অনেক জায়গায় জাহানারার প্রতি পরদুঃখকাতরতা অনুভব করেছি! কিন্তু মনজুর এতটুকুও কাতরতা অনূভব করেনি কেন(?) কে জানে। আর বইয়ে কোনো রকম সমস্যা পাইনি। সব মিলিয়ে একদম ঠিকঠাক।
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় উপন্যাস, একজন বারবার বলায় পড়া, লেখকের প্রতি যথেষ্ঠ সম্মান রেখেই বলছি- এই উপন্যাসটি আসলে আমার জন্য না। কেমন যেন দৈনন্দিন মনে হয়েছে। তাছাড়া সব ঠিক ঠাক। চরিত্রায়ন খুবই অন্য রকম ছিলো। বিশেষ করে জাহানারা চরিত্রটি খুব ভালো লেগেছে। উপন্যাস শেষ হয়াটা ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
এই বইটি সম্পর্কে আর কি বলবো..! একটি অসাধারন বই। আসলেই বইয়ের নামের সাথে কাহিনির মিল রয়েছে। কাহিনিটি সত্যিই একজন মায়াবতীর..!!
Was this review helpful to you?
or
এই বইটা আমি ওর্ডার করেছিলাম কিন্তু পেলাম না এখনো
Was this review helpful to you?
or
" একজন মায়াবতী - হুমায়ূন আহমেদ " লেখকের লেখার ভেতর যে কতটা মায়া থাকে তার উৎকৃষ্ট উদাহরণ একজন মায়াবতী। এ যেন লেখকের লেখার মায়া! বইটি মানব প্রকৃতি এবং সম্পর্কের বেড়াজাল নিয়ে শব্দের রং তুলিতে আঁকা জীবনের গল্প। জটিল মানব মনের জটিল ভাবাবেগ তুলে ধরা হয়েছে গল্পটিতে। আধুনিক ধারার লোক দেখানো আর চাটুকারিতা ছাপিয়ে ভালোবাসাকে একটা নতুন মাত্রা দেওয়া হয়েছে। যে ভালোবাসা ধরা যায় না,ছোঁয়া যায় না। শুধু অন্তর দিয়ে অনুভব করতে হয়। কিডনি সমস্যায় আক্রান্ত মনজুর। তার চিকিৎসার জন্য তোড়জোড় চলছে........ বাবার ক্যান্সার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। বাবার ধারনা বিদেশে চিকিৎসা হলে তিনি ঠিক হয়ে যাবেন। আমাকে সবসময় বলতেন টাকার কথা।কিন্তু কাছে কোন টাকা ছিলো না। আমি আমার একটি কিডনি বিক্রি করে বাবার হাতে টাকা দিলাম। টাকা হাতে পাওয়ার দু দিনের মাথায় বাবা মারা যায়। মা-বাবা-ভাই-বোন কেও নেই মনজুরের।ভালোবাসা হীন পৃথিবীতে মানুষ হয়েছে সে।এই প্রথম ভালোবাসা পাবে সে।সে জানে না ভালোবাসার মানে কি।কি করে ভালোবাসবতে হয় ! এই ভালোবাসাহীন পৃথিবীতে মীরাই তাকে শেখাবে ভালোবাসার মানে! ভালো কি করে ভাসতে হয়! অতি বুদ্ধিমতী মেয়ে মীরা কি তা পেরেছিলো? গল্পের প্রয়োজনে, কাহিনী - সংলাপে আরো অনেক চরিত্র স্থান পেয়েছে উপন্যাসে। জীবন্ত সেই সব চরিত্র যেন আমাদের ভেতর খেলা করে সবসময়। আমাদের চারপাশে ঘুরে বেড়ায় চরিত্র গুলো। আমাদের জীবনের গল্পগুলো কেমন হয়? চারপাশের মানব প্রকৃতির উৎকৃষ্ট উদাহরণ জানতে হলে পড়তে হবে হুমায়ূন আহমেদের একজন মায়াবতী। বই: একজন মায়াবতী। লেখক: হুমায়ূন আহমেদ। প্রকাশনী: অন্যপ্রকাশ। মূল্য: দুইশো পঁচিশ টাকা।
Was this review helpful to you?
or
এখনো পর্যন্ত স্যারের কোনো বইকে খারাপ বলা গেল না।
Was this review helpful to you?
or
thank you rokomari কথা দিয়ে কথা রাখার জন্য ? love you take my lots of love❤? আমি খুব satisfy আপনাদের service এ। thank you
Was this review helpful to you?
or
আপনি যখন 'একজন মায়াবতি' বইটি পড়বেন তখন আপনিও লেখকের লেখার মায়ায় ডুবে যাবেন৷ হুমায়ুনআহমেদ এর লেখার জাদু দিয়ে সাজানো একজন মায়াবতি' বইটি। লেখক অতি মায়ার সাথে এই মায়া ভরা বইটি লিখেছেন। গল্পের শুরু হয় মনজুর কে দিয়ে। মনজুর যে খুবই শক্ত মনের মানুষ আর তার ভেতর যে ভালবাসা নেই তা গল্প সামনের দিকে এগিয়ে যেতে থাকলে বোঝা যায়। বেচারার মা-বাবা, ভাই বোন নেই। এই পৃথীবিতে একা সে। ভালবাসা কি তা জানানোর মতো কেউ নেই তার। তবে ঘটনা প্রবাহে তার দেখা হয় মিরার সাথে। মিরা তাকে ভালবাসা শেখাবে। গল্প খুব সাধাসিধে মনে হলেও বইটির লেখক তো হুমায়ুন আহমেদ। তার সাধাসিধে লেখনিতেও এক প্রকার জাদু আছে। যে জাদু পাঠকে শেষ পর্যন্ত ধরে রাখে। আর বইয়ের নামই যখন মায়াবতী তখন বইয়ে মায়া তো আছেই। খুব সাধাসিধে কিন্তু অসাধারণ বই পড়তে চাইলে 'একজন মায়াবতি' বইটি পড়ে ফেলুন। গল্পের চরিত্র গুলো খুবি সুন্দর ভাবে সাজানো। মনজুর চরিত্রকে প্রথমে রসকষহীন মনে হলেও তার জন্য এক সময় মায়া হয়। আর মিরা চরিত্রটিও ইন্টারেস্টিং। ১৯১ টাকার মায়া ভরা বইটি হতে পারে আপনার এক মায়াময় সন্ধ্যার সঙ্গী।
Was this review helpful to you?
or
দুনিয়ার সব কিছুই মায়া
Was this review helpful to you?
or
বইটি হুমায়ূন আহমেদ কতোটা মায়া নিয়ে লিখেছেন, তা না পড়লে কখনোই বোঝা যাবে না। একজন লেখক হিসেবে হুমায়ূন স্যারের সার্থকতার শত নিদর্শনের একটি বুঝি 'এই মায়াবতী' ! কিডনি রোগে আক্রান্ত মনজুরের সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় মীরার। ভালোবাসা বলতে গতানুগতিক ধারায় যা বোঝায়, তা মনজুরের কাছ থেকে কখনোই পায়নি মীরা। মীরার মনে হয়তো সবসময়ই লেগে থাকতো বালিকা বয়সের রাজকুমার মইনের স্মৃতি। এদিকে, মনজুরের সেবা-শুশ্রূষার জন্য সবসময় আঠার মত লেগে থাকে জাহানারা। সে মনজুরের কলিগ। মনজুরের জন্য কিডনির ব্যবস্থা করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে। গল্পের এই পর্যন্তই থাক। পাঠকের কিউরিসিটি নষ্ট করেই বা লাভ কি !