User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By sohel rana

      23 Jul 2017 06:49 PM

      Was this review helpful to you?

      or

      খুব একটা দরকারি বই বলে আমার কাছে মনে হল না ।

      By Asive Chowdhury

      25 Mar 2015 11:11 AM

      Was this review helpful to you?

      or

      আমরা যে/যারা মুক্ত সফটওয়্যার নিয়ে কাজ করছি তাদের জন্য সূচনা হিসাবে বইটি বেশ উপকারী তথ্য দেওয়া আছে। বইটি প্রকাশ হওয়ার শুরুতে মেলা থেকে একসাথে ১৪ পিস বই সংগ্রহ করেছিলাম গণ বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের কিছু উৎসাহী তরুণদের জন্য, যারা মুক্ত সফটওয়্যারে কাজ করে যাচ্ছে অনেক দিন এবং এই আন্দোলনের এক একজন সচেতন কর্মী। সবার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ লেখককে।

      By Foysal Hossain

      06 Apr 2014 08:40 PM

      Was this review helpful to you?

      or

      Very well.

      By zazafee

      14 Apr 2013 11:31 AM

      Was this review helpful to you?

      or

      ইদানিং টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে। নিয়মিত নেটে বসতে পারছিনা। নেটে বসতে হলেতো নেট চালু রাখতে হবে আর নেট চালু করতে গেলে লাগবে টাকা। ওটাইতো নেই। অথচ কত কত সাইট থেকে নিয়মিত নোট তৈরির জন্য কত তথ্য ডাউনলোড করতে হয়। কথা গুলো বলছিল আমার বন্ধু ফাহিম। ওর একমাত্র ছোট বোন মিফরা তখন ওর পাশে বসা। ব্যস সব সমাধান করে দিল সে। এই দেখ ভাইয়া এই বইটাতে তোমার সমস্যার সমাধান আছে। আমরা দুজন বইটা নিয়ে দেখি বইয়ের নাম"নানা কাজে মুক্ত সফটওয়্যার" বইয়ের একটা পাতা ও বের করে আমাদের চোখের সামতে মেলে ধরলো। সেখানে একটা সফটওয়্যারের কথা বলা হয়েছে নাম"এইচটিট্র্যাক"। কি কাজ এই সফটওয়্যার দিয়ে? পড়ে দেখার পর আমরা আনন্দে আত্মহারা। বিশেষ করে আমার বন্ধু ফাহিম। এই সফটওয়্যারটা দিয়ে যে কোন ওয়েবসাইট পুরো ডাউনলোড করে রাখা যায়। তার মানে নেট না থাকলেও ওই সাইটের সব দেখা যাবে। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। লিংক কপি করো। নতুন কোন ডাউনলোড সফটওয়্যার ইন্সটল দাও তারপর ভিডিও নামাও। কত ঝামেলা ছিল। সেটাও মিটে গেল এই বইটা থেকে। মজিলা ফায়ারফক্স অ্যাডন দিয়ে কোন সফটওয়্যার ছাড়াই যে কোন ইউটিউব ভিডিও নামানো যায়। আমার ছোটবোন মাইশা বললো ভাইয়া এই পেজটা পিডিএফ বানাতে হবে কিংন্ত কিভাবে একটা ওয়েব পেজকে পিডিএফ বানাবো এরকম কোন সফটওয়্যারকি কোথাও আছে? আমি বললাম আছে মানে এই বইটা পড়ে দেখ। বইটা পড়ে একটা অ্যাডঅন নামিয়ে নিল। েএখন মাইশা ওর ইচ্ছে মত যে কোন ওয়েব পেজ পিডিএফ করতে পারে সেকেন্ডের মধ্যে। ও কেবল অলটার ত্রি চাপে আর সাথে সাথে পিডিএফ হয়ে যায়। এরকম অনেক অনেক মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে "নানা কাজে মুক্ত সফটওয়্যার " বইটিতে। বইয়ের লেখক নুরুনন্নবী চৌধুরী আমাদের জন্য যে বইটি উপজার দিলেন তা আসলে শুধু বই নয় যেন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ কিংবা বলা চলে হাতের মুঠোয় সব কিছু।

      By Nusrat Jahan

      21 Feb 2013 09:47 PM

      Was this review helpful to you?

      or

      এক বইতে অনেকগুলো মুক্ত সফটওয়্যারের বিস্তারিত পেলাম বইটিতে। ভালো লাগলো। বেশি ভালো লাগলো লেখক আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো নিয়েই বইটি লিখেছেন। শুভকামনা।

      By Al Sahriar Hridoy

      06 May 2014 07:18 PM

      Was this review helpful to you?

      or

      তথ্যপ্রযুক্তির এই যুগে সবধরণের কাজেই অবাকযন্ত্র কম্পিউটার পটু হয়ে উঠায় বাড়ছে নানাবিধ সফটওয়্যার এর চাহিদা ও ব্যবহার। শুধু কি তাই? নানা ধরণের সফটওয়ার নিয়ে মানুষের এক বিরাট কর্মক্ষেত্র এখন দুনিয়াজুড়ে। উদাহরণ হিসাবে ইন্টারনেটের কথায় বলা যায়। ইন্টারনেটের প্রাণ হলো সফটওয়্যার, বিশেষত ফ্রি সসফটওয়্যার; যেমন: ডিএনএস সফটওয়্যারটি www.bdson.org লিখলে সেটিকে সংশ্লিষ্ট আইপি ঠিকানায় পরিণত করে। ইন্টারনেটের ৯০% এই ঠিকানা পরিবর্তনের কাজ করে BIND নামের একটি ফ্রি সফটওয়্যার! তাহলে বুঝুন- সফটওয়্যার মামা কি না করতে পারে!!! তবে, সমস্যা হলো, অধিকাংশ ক্ষেত্রেই কাজের সফটওয়্যারগুলো ফ্রি পাওয়া যায় না, বরং অনেক টাকা লাগে ঐ সফটওয়্যারগুলো কিনতে! তাই এ নিয়ে কম্পিউটার তথা সফটওয়্যার নির্ভর সব পেশার মানুষ বিশেষত বলতে গেলে ছাত্রদের এক মহামুশকিলে পড়তে হয়। কিন্তু, মুশকিলে পড়লেই তো আর থেমে গেলে হবেনা! ভিন্ন কোন উপায় বের করতে হবে, সে উপায় দিয়েই এগিয়ে যেতে হবে। এখানে এমনই একটি কার্যক্রম হাতে নিয়েছেন তথ্যপ্রযুক্তিবিদ, লেখক,সাংবাদিক নুরুন্নবী হাছিব। লিখেছেন "নানা কাজের মুক্ত সফটওয়্যার" বইটি। এতে দিকনির্দেশনা দিয়েছেন- পরিচিতি দিয়েছেন অনেক সহজলভ্য ফ্রি সফটওয়্যারের। বর্তমানে কাজের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করা যায় ফ্রি সফটওয়্যার। নির্দিষ্টভাবে পুরো অপরেটিং সিস্টেম ছাড়ায় বেশ কিছু জনপ্রিয় ফ্রি সফটওয়্যার রয়েছে, যা যে কেউ ব্যবহার করতে পারেন। বিভিন্ন সুবিধার ফ্রি সফটওয়্যার নিজের ভাষায়ও ব্যবহার করা যায়। নানা কাজের এ ধরনের ফ্রি সফটওয়্যারগুলোর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এই বইটিতে। শুধুমাত্র নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নয়, সফটওয়্যারগুলো প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে। এ বইটিতে পাবেন মুক্ত সফটওয়্যার আন্দোলন সম্পর্কে ধারণা। আছে বিভন্ন মুক্ত সফটওয়্যার যেমন:- - উবুন্টু, এর কাজ, সুবিধা। - উবুন্টুতে বাংলা লেখার পদ্ধতিও - উবুন্টুতে ফন্ট ইনস্টল - ওপেন অফিস ডট অর্গ (OpenOffice.org) - ওপেন অফিসের নানা সুবিধা - জিম্প - ফায়ারফক্স - মজিলার জনপ্রিয় কিছু অ্যড-অন্স - স্ক্রিনশট নেয়ার অ্যাড-অন্স - ফেসবুক থেকে ভিডিও ফাইল আপলোড - ডাইনলোড ম্যানেজার। - ইউটিউবে ভিডিও ও লিরিক লেখা। - থিম পরিবর্তন। - মাউস ছাড়া ফায়ারফক্স ব্রাউজ - ক্রিকেট স্কোর দেখা - ওয়েব ব্রাউজারে পিডিএফ - ফায়ারফক্সে টিভি দেখা। - ফায়ারফক্সের কিছু প্রয়োজনীয় টিপস - ফায়ারফক্সের স্পিড বাড়ানোর কৌশল - ফায়ারফক্সের কিছু শর্টকার্ট - ভিএলসি - সংবার্ড - অ্যামারক - বানসী - মিডিয়া প্লেয়ার ক্লাসিক - পিজিন - থান্ডারবার্ড - থান্ডারবার্ডের নানা সুবিধা - জুমলা - জুমলার এক্সটেনশন - ওয়ার্ডপ্রেস - জিএনইউ ক্যাশ - সিকুয়েল লেজার - জেনকার্ট - লিব্রে অফিস - সেভেন জিপ - ইঙ্কস্কেপ - ব্লেন্ডার - ই-গ্রুপওয়্যার - অডাসিটি - ক্ল্যামউইন - পার্টেড ম্যাজিক - অ্যাজুরস - আরএসএস আউল - পেইন্ট ডট নেট - জিপার্টেড - এছাড়া আরো কিছু মুক্ত সফটওয়্যার সম্পর্কে জানা যাবে। বইটির শেষাংশে লেখক নুরুন্নবী হাছিব পাঠকদের সুবিধার্থে মুক্ত সফটওয়্যার সাইটের একটি দীর্ঘ তালিকাও যুক্ত করেছেন।

      By Mohammad Salman

      10 Jul 2012 04:17 PM

      Was this review helpful to you?

      or

      যদি অল্প কথায় বইটিকে মূল্যায়ন করতে চাই তবে বলতে হবে,বইটাকে আরও ভালো ও সমৃদ্ধ করা সুযোগ ছিল লেখকের। সৈয়দ মিফতাহুন নূর ভাইয়ের সাথে আমিও একমত যে,সফটওয়্যার গুলোর বিবরন আরেকটু বিস্তারিত লিখলে পাঠকদের বুঝতে সুবিধা হত।শেষের পাতায় যে সব সফটওয়্যারের লিঙ্ক দেওয়া হয়েছে,সেগুলোর ক্ষেত্রে বিবরন দেওয়াটা আবশ্যক ছিল।তবে বইটি অনায়েসে নিজের সংগ্রহে রাখার মত।আর বইটি থেকে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে জানতেও পারবেন।

      By Syed Miftahun Nur

      10 Jun 2012 11:12 AM

      Was this review helpful to you?

      or

      boi a shob gulo softwarer biboron o kajer dhoroner bornona aro bistarito howa uchit chilo.

      By আবরার জাহিন

      29 Apr 2012 02:06 AM

      Was this review helpful to you?

      or

      মুক্ত সফটওয়্যার এর মূল সুবিধাটা হচ্ছে এর প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত। তবে এটা হচ্ছে প্রোগ্রামারদের কথা। আমি প্রোগ্রামারও ও নই, প্রোগ্রামিং বুঝিও না। তাহলে মুক্ত সফটওয়্যার নিয়ে আমার আগ্রহের কারণটা কি ?? কারণ হল মুক্ত সফটওয়্যার গুলো (সবগুলো নাকি জানি না) বিনামূল্যে পাওয়া যায় !! আপনি যদি আমার মত ইন্টারনেট ব্যবহারকারী হন তবে আপনার জন্য চমৎকার একটি বই 'নানা কাজের মুক্ত সফটওয়্যার'। বইটিতে প্রয়োজনীয় এবং চমৎকার কিছু মুক্ত সফটওয়্যার এর নাম, বর্ণনা এবং ডাউনলোড লিংক একসাথে দেয়া আছে ফলে কষ্ট করে সফটওয়্যারটি আর খুজতে হবে না। এক বইতে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো সংকলিত করার জন্য লেখককে ধন্যবাদ তবে বইটিতে অনেক মুদ্রণ ত্রুটি আছে যা কিছুটা বিরক্তির সৃষ্টি করে।

      By Alam Kabir

      15 Feb 2012 02:22 PM

      Was this review helpful to you?

      or

      এবারের বইমেলায় নানা ধরনের বই দেখলাম। পছন্দসই কয়েকটা কিনলাম। সফটওয়্যারের উপর আমার আগ্রহ একটু বেশিই। তাই কিনলাম 'নানা কাজের মুক্ত সফটওয়্যার' বইটি। পুরো পড়তে পারিনি তবে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিনে প্রকাশনা বিভাগে প্রকাশিত 'মুক্ত সফটওয়্যার নিয়ে বই' (http://www.prothom-alo.com/detail/date/2012-02-13/news/224198) শিরোনামে বইটির বিস্তারিত পড়ে ভালো লাগলো। মনে হলো ভালো এবং কাজেরই একটা বই কিনলাম..ধন্যবাদ বইয়ের লেখক নুরুন্নবী হাছিব-কে..

      By Nurunnaby Chowdhury

      10 Feb 2012 08:41 PM

      Was this review helpful to you?

      or

      বর্তমানে কাজের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করা যায় মুক্ত সফটওয়্যার। নির্দিষ্ট ভাবে পুরো অপারেটিং সিস্টেম ছাড়াই বেশ কিছু জনপ্রিয় মুক্ত সফটওয়্যার রয়েছে যা যে কেউ ব্যবহার করতে পারেন। বিভিন্ন সুবিধার মুক্ত সফটওয়্যার নিজের ভাষায়ও ব্যবহার করা যায়। নানা কাজের এ ধরনের মুক্ত সফটওয়্যারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এ বইতে। শুধুমাত্র নির্দিষ্ট মুক্ত অপারেটিং সিস্টেমগুলোর জন্য নয় সফটওয়্যারগুলো প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে। এ ধরনের কাজের একগুচ্ছ মুক্ত সফটওয়্যার নিয়েই ‘নানা কাজের মুক্ত সফটওয়্যার’ বইটি।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!