User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা নেই এবং হতে চান যারা তাদের জন্য এককথায় অসাধারণ
বইটা নেওয়ার উদ্দেশ্য ছিলো আমার ক্লাস নাইনে পড়ুয়া ছোটভাইয়ের জন্য কিছু সাজেশন নেওয়া। একরাতে তাকে ডেকে এনে ক্ল্যায়েন্টের জন্য দু'পেজের একটা পিএসডি ফাইল এইচটিএমএলফাইভে কনভার্ট করলাম তার সামনে। এবং সকালে পেমেন্টের খবর। তার আগ্রহ দেখে ভাবলাম কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইন দরকার তার। আর বইটা তাকে দেওয়ার আগে আমার পড়া শেষ করে যা বুঝলাম- নাহ! ওর জন্য সত্যিকার অর্থে ভালো একটা রিসোর্স পেয়েছি আমি। ধন্যবাদ লেখককে।
Kather Shorir - awesome soul of art
(y) (y) (y) (y) I am truly blessed to get such an amazing and very meaningful book from writer Kingkor Ahsan. I hope to get more work done by this amazing writer. best of luck.
কাঠের শরীরে কিঙ্কর আহ্সান
পড়ে শেষ করলাম কিঙ্কর আহ্সান এর গল্প গ্রন্থ ‘কাঠের শরীর’। বইয়ের প্রথম গল্পের নাম ‘জীবন-চিত্রনাট্য-খসড়া’। প্রকৃতি এবং নিয়তির মেলবন্ধনে ব্যক্তি বিশেষে আনন্দ-বেদনা, সুখ দুঃখ, হাসি কান্না আর অপার্থিব বাস্তবতাকে পাশাপাশি এক ফ্রেমের চিত্রনাট্যে তুলে ধরেছেন গল্পকার। গল্পের শেষে এসেও পাঠকের গতানুগতিক অনুমানকে ভুল প্রমান করে জীবনের চিত্রনাট্যকে প্রকৃতির নির্মমতায় থেমে যেতে দেননি বরং বয়ে চলার সুযোগ দিয়েছেন। আমার কাছে এই গ্রন্থের সেরা গল্প ‘ছায়ালোকে মায়া’। নিজ আত্মার পাপ আর অপরাধগুলোর কাছে ক্ষুদ্র মানুষ যে ...See More
লিখতে হলে শিখতে হবে। শিখতে হলে এ বইটি আপনার জন্য...
লেখালেখির উদ্দেশ্য, উপযুক্ত শব্দচয়ন, বানানের শুদ্ধতা, বাক্যের সরলতা ও সৈন্দর্য ইত্যাদি বিষয়গুলো খুব চমৎকারভাবে লেখক উপস্থাপন করেছেন। নবীনদের জন্য পথ দেখাবে লেখালেখির ক্ষেত্রে। লেখককে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য। এরকম আরো বই চাই।
সাম্ভালা ট্রিলজি "সাম্ভালা শেষ যাত্রা"
শুরু করছি প্রকাশকের কিছু কথা দিয়েঃ "বাংলাসাহিত্যে এরকম ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার থৃলার এর আগে কেউ লিখেছে বলে জানা নেই।... রীতিমতো বিষয়টির উপর পড়াশোনা করে একটি প্লট দাঁড় করিয়েছেন তিনি। সেই সাথে যোগ করেছেন নিজস্ব সৃজনশীলতা, আর কল্পনাশক্তি যা বিশুদ্ধ থৃলারের জন্য অপরিহায্য..." আমি "সাম্ভালা" এবং "সাম্ভালা দ্বিতীয় যাত্রা" পড়েছি, পড়ে মুগ্ধ হয়েছি, অপেক্ষায় ছিলাম তৃতীয় পর্বে কী চমক নিয়ে হাজির হন লেখক, "সাম্ভালা শেষ যাত্রা" পড়ে আমি মুগ্ধ, এক কথায় অসাধারন। বিস্তৃত একটি প্লট, অসাধারন লেখনী, সাহিত্য, ইতি...See More
বিধান রিবেরুর শাহবাগ ভাবনা
…ধর্মকে ব্যবহার করিয়া স্বার্থসিদ্ধি বা সাম্প্রদায়িকতা ছড়ানোর কুৎসা মতলবটা-পুনর্পাঠের প্রয়োজনীয়তা অনুভব করি। যাহাতে ইতিহাসের বিভিন্ন সময়ের মতলববাজদের চরিত্রের সঙ্গে আজিকার মতলববাজদের চেহারা মিলাইয়া লওয়া যায়, যাহাতে ইতিহাসের করুণ দিকটার সঙ্গে আজিকার অগ্রগতিকেও কটাক্ষ করা যায়… ধর্মকে রাজনীতিতে ব্যবহার প্রসঙ্গে তুলে বিধান রিবেরু তার “শাহবাগ রাজনীতি। ধর্ম। চেতনা” বইয়ে এভাবে সাম্প্রদায়িকতার নিয়ে বয়ান দেন। বিধান রিবেরু বেশ সূক্ষভাবেই ইতিহাস পাঠ করেছেন বলে মনে হয়। তা না হলে রাজনীতিতে ধর্ম ও সাম্প্...See More
জালিয়াত
" জালিয়াতি করা দোষের হবে না যদি ধরা পড়ার কোন ঝুঁকি না থাকে । আপনি কোটি কোটি টাকা কামাতে পারেন জালিয়াতি করে , অথচ তা এমনভাবে কেউ জানতেও পারবে না , রয়ে যাবেন সবার ধরা ছোঁয়ার বাহিরে, এমন একটা কাজে ঢুকে পড়লো এক যুবক তারপর...........................? কাহিনীর নায়ক এক চৌকস যুবক । লোভ ওকে কোথায় নিয়ে গেল ? নিজের বোকামির জন্য বিপদে পড়ল ? নাকি সবই ওর নিয়তি ?
আত্মা
১) আত্মা একটা বাড়ি অনেকদিন খালি পড়ে থাকলে তাতে অতৃপ্ত আত্মারা এসে বসবাস করতে থাকে। শহর থেকে আধাঘণ্টা দুরত্বের ছোট এক নিরিবিলি শান্ত গ্রাম। এই গ্রামেরই প্রচুর শালগাছ, ডেঁয়োফল আর হাবিজাবি হরেক পদের গাছ দ্বারা পরিবেষ্টিত একটি দোতলা প্রাচীন বাড়ি। হলুদ রং করা হয়েছিল বোধ হয় এই বাড়ির। কিন্তু এখন সেই রং জ্বলে গিয়ে বুড়ো মানুষের দাঁতের মতো ফ্যাকাসে হলদে সাদা একটা আজগুবি রং হয়ে গেছে। বাড়ির সাথে একটা ছোট পুকুরও আছে। সে বাড়িতেই থাকতে এসেছেন একটি ওষুধ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা জামিল। সাথে এসেছেন তার...See More
আল্লাহ কতৃক সৎকর্মের আদেষ
তোমরা সতকর্মের আদেষ _ দিবে এব্ং অসৎকর্মকে _ নিষেধ করবে আর আল্লাহর উপর _ ঈমান রাখবে , তোমরা সবসময় _ সৎকর্মের প্রতিজগিতা করবে _ কেননা আল্লাহ _সৎকর্মকারিকে ভালবাসেন ।
কবে পাবো কাজ?
আসসালামু আলাইকুম, ভাইয়া, আমি রকমারী ডটকম থেকে আপনার 'আউটসোর্সিং' বইটি কিনে Odesk সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। আপনার বই পড়ে যথেষ্ট উপকার হয়েছে। আমি আমার চেষ্টায় আমার প্রোফাইল ৮০২% করেছি। কিন্তু কোন কাজ পাইনি। কবে কাজ পাবো জানি না। তবে ধৈর্য্য হারায়নি। এখন আপনার এই বইটি কেনার জন্য সিদ্ধান্ত নিলাম। আশা করি কাজ করতে পারবো।