User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
চেতনায় ঘুন ধরে না, সঠিক!
বইটি অসাধারণ। ৯৬ পৃষ্ঠার বইটি গণজারণ মঞ্চের আন্দোলনের খুঁটিনাটি অনেক বিষয় তুলে ধরেছে। ব্লগ ফেইসবুক এবং বিভিন্ন দৈনিক পত্রিকা গুলোতে কলাম লিখার জন্য রেফারেন্স হিসেবে বইটি বিশেষ ভূমিকা পালন করবে। সুন্দর একটি বই সৃষ্টির জন্য লেখক কে আন্তরিক ধন্যবাদ.......... জয় বাংলা। ।
Md sanowar hossain
মোঃ সানোয়ার হোসেন, জন্ম ১৯৮৮ সালের ৯ই মার্চ। এক সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ির ময়মন্তপুর গ্রামে নানা বাড়িতে। বাবা আব্দুল কুদ্দুস সরকার পেশায় একজন ব্যাংকার, মা শিমু বেগম গৃহিনী। অনুপমা তাঁর প্রথম উপন্যাস। প্রকাশিত হয় একুশে বইমেলা ২০১৪ সালে।
তারুণ্যের জাগরণ
ইতিহাসের পাঠ, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাসের এ পাঠ অধিকাংশের ক্ষেত্রে প্রযোজ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম সন্দেহ নেই। ব্যতিক্রমী পাঠের অনন্য নজির শাহবাগে গর্জে ওঠা তারুণ্যের আন্দোলন; গণজাগরণ আন্দোলন। শহীদ জননী যে শুরু করেছিলেন চেতনার অবিনশ্বর শিখা হয়ে তা ধরে রাখছে এই প্রজন্ম এবং ধারণ করে যাবে পরবর্তী প্রজন্মগুলো অনাদিকাল! একাত্তর বাংলাদেশে প্রমাণ করেছিল এখানে থাকতে হলে দেশপ্রেমিক বাঙালি হিসেবেই থাকবে হবে। ধর্ম যার যার দেশ সবার- এই আপ্তবাক্য বুকে ধারন করে দীর্ঘ মুক্তিসংগ্রাম এবং...See More
Upannash
Shesher Kobita ekti oshadharon upannash.protita coritra bislaysan onuvab poribesh khub valo hoyese.eta porar por amar shilong jete isse hoyase. Rabindranath Thakur ekhane khub sunder vabe fasion and style er bakkha diyesen.Somporker tanaporen, valobasar bicitrata oshadharon. Rabindranath Thakur er vashar proyog ebong dialog oshadharon.ami muluto rabindranath pori dialog er jonno.ekta coto kotha ek shathe onek kisu bole dei. Protita para te shei parar bakkha diyesen,kobitar baboher valo ...See More
স্বর্ণযুগের স্বাক্ষী
এপার বাংলার আমাদের গর্বের সাহিত্যিক ও চিত্রশিল্পীদের নিবিড় সাহচর্যে কাটানো সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হকের অনবদ্য স্মৃতিকথা 'তিন পয়সার জ্যোছনা'।তাঁর কাব্যময় ভাষায় লেখা এ বই সকল বাঙালী সাহিত্যপ্রেমীদের জ্ন্য অবশ্য পাঠ্য।
আমার চোখে 'এনিম্যান'
এ বইমেলায় আমার খুব একটা প্রিয় বই সময় থেকে বের হওয়া মুহম্মদ জাফর ইকবালের বই "এনিম্যান"। এনিম্যান একটা সায়েন্স ফিকসান, কিন্তু স্যারের অন্য সায়েন্স ফিকসানের মতো এই বইটিতেও মানবিক দিক আছে। বইটি আমার কয়েকটি কারণে খুব ভাল লেগেছে। যেমন ধরুন, ১। বইয়ে সাদা চামড়াদের চালাকি করে পচানো হয়েছে, সাদা চামড়াদের পচালে আমার ভাল লাগে। ২। বইটিতে এশিয়া আর আফ্রিকার গরীব মহিলাদের কষ্টের কথা বলা হয়েছে, তাদের যে কত সহজে exploit করা যায় সেই কথাটি বলা হয়েছে। বলা হয়েছে কিছু দুষ্টু NGOর কথা যারা এসব মহিলাদের দুষ্টু কাজ...See More
পার্থিব - যুক্তিনিষ্ঠ অসামান্য একটি বই
পার্থিব নামের এই ছোট্ট বইটা আসলেই ক্ষুরধার একটা বই। আমার খুব প্রিয় বইগুলার একটি। চারটি অনন্ত এবং সৈকতের চারটি প্রবন্ধ নিয়ে বইটি সংকলিত করা হয়েছে। - 'মহাপ্লাবনের বাস্তবতা', - 'মিরাকল ১৯ এর উনিশ বিশ, - ভগবদগীতায় বিজ্ঞান অন্বেষণ এবং অন্যান্য এবং - 'ঈশ্বর ও ধর্ম প্রসঙ্গ : সংশয়বাদী দৃষ্টিকোণ থেকে' সবগুলো প্রবন্ধ যদি বাদও দেই, 'মিরাকল ১৯ এর উনিশ বিশ' প্রবন্ধটির জন্যই বইটি চিরঞ্জীব হয়ে থাকবে। রাশাদ খলিফার বানানো এই উনিশের অলৌকিকতার খণ্ডন আমরাও করেছিলাম আমাদের a href="http://www.rokomari.c...See More
Buy
HAZI BARI co/ Badsha Alomgir. house no #5 road #4 G.L ROY ROAD, MAYAMOYE SOROK , ASOD GOLI , RANGPUR.
গবেষণালব্ধ দলিল, আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ধারণকারী এক গতিময় কাব্যব্যঞ্জনা
এই উপন্যাসে পুন্ড্রসভ্যতার পাশাপাশি আছেন গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, রাণী ভবানী, অষ্টম শতাব্দীর জয়াপীড় এবং কমলা নাম্নী প্রাচীন এক নর্তকী চরিত্র! সিকরীর মান-বাঈয়ের দাসী মোহিনীর সাথে কমলার যোগসূত্র ছাড়াও গবেষকের মতো অত্যন্ত সংগতভাবে ২৫ কোটি বছর আগে থেকে ভারতবর্ষের জাতিসত্তার উত্থান প্রসংগও তুলে আনা হয়েছে জটিল বুঁনন অথচ গতিময় কাব্যিক ভাষার ‘ত্রিমোহিনী’র বিশাল ক্যানভাসে। অসংখ্য ঐতিহাসিক চরিত্রের সাথে এক ডজন শক্তিশালী প্রধান চরিত্রের কর্ম-সমারোহে কাজী রাফি এমন এক বিস্তৃত এবং মোহাচ্ছন্ন জগত তৈরী করেছেন য...See More