User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কে এই বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী বিমল মিত্র? তিনি বাংলা কথাসাহিত্যের নায়ক। শুধু কি নায়ক? না, তিনি কথাসাহিত্যের মহানায়ক। তাঁর উপন্যাসের সংখ্যা কতো? কেউ কেউ বলেন দুইশ। হয়তো একটু বাড়িয়ে বলেন। কিন্তু একশ তো হতে পারে। মনে রাখতে হবে, তাঁর সময়ের কথা। তখন না ছিল কম্পিউটার, না ছিল এতো উন্নত প্রযুক্তি। হাজার হাজার পৃষ্ঠা হাতে লিখতে হতো। তিনি হাতে লেখার কালের মানুষ। বাংলার ঘবে ঘরে বিমল মিত্রের বই পাঠকেরা পড়তেন। কতো কতো বই- কড়ি দিয়ে কিনলাম, চার চোখের খেলা, সাহেব বিবি গোলাম, আসামী হাজির, এর নাম সংসার,...See More
Its an excellent Islamic book those who can learn the history, unknowing things and above all everybody can learn a different subjects through out this book. I wish this book will be a different kind which not comparable to others.
বইটা সম্ভবতঃ সবার শেষে পড়লাম। এটার অগনিত রিভিউ দেখেছি কিন্তু কেন যেন পড়ার আগ্রহ হয়নি। আমার এই রোগ আছে। অনেক বিখ্যাত বই; যেগুলো সবাই পড়ে; সেগুলো কেন যেন পড়তে ইচ্ছা হয় না। কিন্তু মাঝেমধ্যে বই কেনার নেশা উঠলে নিজেকে সামলানো যায় না। তখন পকেটে টাকা না থাকলে কম দামি বই কিনি। সেই সুবাদে ক্লিওপেট্রা কেনা। কেনার পরেও ফেলে রাখছি প্রায় ২০ দিন। বর্তমানে আমার বই পড়ার সবচেয়ে ভালো স্থান হচ্ছে লোকাল বাস। দুই ঘন্টা ট্রাফিক জ্যামে বসে যথেষ্ট আরামে বই পড়া যায়। বরাবরের মত কালকেও পড়লাম। বইটা কয়েক পৃষ্ঠা পড়েছিলাম...See More
valo and gucano....akti boi
আমার কাছে বই যত মোটা হয়, পড়ে তত মজা পাই। বিশেষ কারন না থাকলে পাতলা বই কেনা হয় না। আর ছোট গল্প? ওটা ফেসবুকের হোম পেজে পড়তেই ভালো লাগে। টাকা দিয়ে ছোট গল্পের বই কেনা আমার কাছে অপচয় মনে হত। এই সব ধারনাকে ধুলায় মিশিয়ে দিলো যেই বইটা সেটা নিয়ে কিছু কথা বলি। বলছিলাম ইয়াসির মনন ভাইয়ের "নিলামে পাঁচটি শব্দ" বইয়ের কথা। ৮০ পৃষ্ঠার একটা বইতে আটটা গল্প। বইটাও পকেট সাইজের। তারমানে গল্পগুলো কতটুকু হতে পারে সেটা সবাই বুঝতে পারবেন। ট্রাফিক জ্যামে বসে সময় কাটানোর জন্য বইটা ব্যাগে নিয়েছিলাম। বাসে উঠে পড়া শুরু ক...See More
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ-১৪ ভাবনার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন সব সময় ঘটে না, কদাচিৎ ঘটে। কিন্তু সবার সার্মথ্য থাকে না সেই অভিজ্ঞতা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার। শুধু যে ছড়িয়ে দেওয়া তা নয়। শব্দবন্ধনের অভাবনীয় শৈলী দিয়ে কেউ যদি তা চিত্রিত করেন গদ্যের অবয়বে তবে তো নিঃসন্দেহে বলা যায় তাতে মন না ডুবিয়ে উপায় থাকে না পাঠকের। তেমনি এক মায়াঞ্জন বুলিয়ে যাওয়া বই এই সোয়াজিল্যান্ড। লেখকের ভাবনার শুরু বন্ধুদের এক আড্ডায় - সমাজতন্ত্র ও গণতন্ত্র আছে এমন সব দেশের সমাজব্যবস্থা সর্ম্পকে প্রত্...See More
ভদ্রলোকের নাম বুদ্ধদেব। স্ত্রী মনোরমা, তিন ছেলে, দুই মেয়ে আর নাতী-নাতনীদের নিয়ে তার বসবাস। তেইশ বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। এরপর দশ বছর করেছেন ব্যবসায়। বর্তমানে বুদ্ধদেব বাবুর বয়স বিরাশি বছর। স্ত্রী মনোরমার সাথে দীর্ঘ ছাপান্ন বছরের সংসার বুদ্ধদেব বাবুর। উনিশ বছরর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছেন মনোরমা। দেখতে দেখতে এতগুলা বছর কেটে গেলো। একে একে জন্ম হয়ছে ছেলেপুলেদের। বড় ছেলে শুদ্ধদেব। এখনও বিয়েথা করে নি। করবেও না। মেয়েদের ব্যাপারে তার খুব ভয়। একটা স্কুলে মাস্টারি করে বেশ আছে সে। মেঝো ছেলে ...See More
সহজ ভাষায় জঠিল সংখ্যা। অনেক দিন থেকে আমার একটা প্রশ্ন ছিল কেন? Y অক্ষকেই ইমাজিনারি রেখা বলা হয়, তার উত্তর আছে এখানে ।
জাভা শিখতে আগ্রহীদের অবশ্যই পড়া উচিত। জাভার জন্য আমার দেখা সবচেয়ে ভালো বাংলা বই। বিষয়বস্তুর সহজ উপস্থাপন ও উদাহরণগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে আমি জাভার প্রেমে পড়েছি এই বই পড়েই।
অর্থনীতি মানব জীবনে একটি মৌলিক ওগুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ায় জীবন যাপনের জন্য প্রয়োজনীয সামগ্রী আহরণ, সর্বশ্রেণী মানুষের মধ্যে উহার সুষম বন্টন এবং সমাজ ও রাষ্ট্রের ক্রমবর্ধমান চাহিদা মিটানোর জন্য প্রয়োজন একটি বলিষ্ঠ অর্থনীতি। তাই সোনালী যুগে ইলামের সমাজ ও রাষ্ট্রনীতির সঙ্গে সঙ্গে ইহার অর্থনীতিও গণ-মানুষকে মুক্তি ও কল্যাণের পথ-নির্দেশ করিয়াছে। রাসূলে করীম (স) ও খুলাফায়ে রাশেদীন মানুষের সামনে ইসলামী অর্থনীতির বাস্তব নমুনা তুলিয়া ধরিয়াছেন অত্যন্ত সতর্কভাবে। কিন্তু সোনালী যুগের পর ইসলামের সমাজ ও রাষ্...See More