User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ-১৪ ভাবনার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন সব সময় ঘটে না, কদাচিৎ ঘটে। কিন্তু সবার সার্মথ্য থাকে না সেই অভিজ্ঞতা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার। শুধু যে ছড়িয়ে দেওয়া তা নয়। শব্দবন্ধনের অভাবনীয় শৈলী দিয়ে কেউ যদি তা চিত্রিত করেন গদ্যের অবয়বে তবে তো নিঃসন্দেহে বলা যায় তাতে মন না ডুবিয়ে উপায় থাকে না পাঠকের। তেমনি এক মায়াঞ্জন বুলিয়ে যাওয়া বই এই সোয়াজিল্যান্ড। লেখকের ভাবনার শুরু বন্ধুদের এক আড্ডায় - সমাজতন্ত্র ও গণতন্ত্র আছে এমন সব দেশের সমাজব্যবস্থা সর্ম্পকে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকলেও, রাজতন্ত্র দেখার সুযোগ হয়ে উঠেনি তাঁর। তাই লেখক বন্ধুদের থেকে খবর নিয়ে যান রাজতন্ত্র শাসিত শহর সোয়াজিল্যান্ডে। ২০ টি পর্বে বিন্যস্ত এই বইয়ের প্রতিটি পর্বে রয়েছে চমকপ্রদ তথ্য আর লেখক বর্ণিত ভ্রমণ চিত্রের সমাহার। বইটা পড়তে পড়তে আমি চলে গেছিলাম সেই সোয়াজিল্যান্ডে। এই শহরে গিয়ে লেখককে মাঝেমাঝে মুখোমুখি হতে হয়েছে বিব্রতকর পরিস্থিতির। সেসব উঠে এসেছে এ বইয়ে। একই সঙ্গে এ বইয়ে আরো আছে সোয়াজিল্যান্ডের মানুষের লোকবিশ্বাস, সংস্কৃতি, খাদ্যাভাসের বাস্তব চিত্র। যেমন : ' বটল ট্রির' কথা ধরা যাক। এখানকার ' পর্যটকদের মাঝে প্রচলিত সংস্কার হচ্ছে বিচিত্র এই বৃক্ষ দর্শনে ভাগ্য প্রসন্ন, চলার পথে জোটে যথাসময়ে অন্ন'। এভাবে প্রতিদিনই বিভিন্ন জায়গায় লেখক ছুটে গেছেন আর নোট লিখেছেন। আর সেসবের বর্ণনার প্রাণবন্ত প্রয়াসে মাঝেমাঝে আশ্রয় নিয়েছেন উপমা- উৎপ্রেক্ষার। আর ভাষার শিল্পিত কারুকাজ তো আছেই। একটা উদাহরণ দেওয়া যায়: " ল্যাম্পপোস্টএর আলোয় তার হাসিকে শোকেসে রাখা স্যাফায়ার পাথরের গয়নার মত দুতিময় দেখায়। " তখন পাঠকের মনের মধ্যে সেটার বাস্তব চিত্র যেন ফুটে উঠে। সবশেষে বলব, বইটি শুধু নির্দিষ্ট ভ্রমণকাহিনী জানার জন্য নয়, বরং ভ্রমণ করার জন্য এবং ভ্রমণকাহিনী কিভাবে লিখতে হয় সে ব্যাপারেও উজ্জীবিত করবে পাঠককে। #বইয়ের_নাম : সোয়াজিল্যান্ড: রাজা প্রজা পর্যটক লেখক : মঈনুস সুলতান দাম : ৩৬০ টাকা
Was this review helpful to you?
or
মঈনুস সুলতান মানেই অসাধারন ভ্রমন কাহিনী লেখক। অনেকে দ্বিমত করলেও আমার কাছে সে-ই বর্তমানে বাংলাদেশের ভ্রমন বিষয়ক সেরা লেখক। আর এই বইওয়ের বিষয়ে বলব বরাবরই অসাধারন। মনে হয়েছে লেখক নয় আমিই সোয়াজিল্যান্ড ঘুরে এলাম। তার একেকটি বই পরলে নিজেরই মনে হয় ব্যাকপ্যাক নিয়ে এখনই বেরিয়ে পরি। আশা করি সকলেরই বইটি ভালো লাগবে।