User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

    • Was this review helpful to you?

      or

      ছোটগল্প! আকারে ছোট। গল্প বিস্তার কম...কথা সহজ সরল আর একটা কাহিনী। তাই তো? সাহিত্যের সবচেয়ে পঠিত শাখা এটি। কিন্তু আমরা যারা রিভিউ লিখি তাদের জন্য সবচেয়ে কঠিন অংশ এটাই। আকারে ছোট যেহেতু, আরো ছোট করে লিখলে ক্ষুদ্র হওয়ার ভয় থাকে। বড় হলে স্পয়লারের ভয় থাকে। সে যাই হোক। পাঠক তার থোরাই পরোয়া করে! যাহোক মোট আটটা গল্পের সংকলন এটি। নিচে সবগুলো থেকে একটু একটু লিখছি... #গল্প_০১___হ্যালো_নাম্বার_প্লিজ... বেশ বড়লোক পরিবারের ছেলে রাইমান। তাদের কোনো কিছুর কমতি নেই। শুধু একটাই সমস্যা রাইমানের বাচ্চাসুলভ আচরণ সেখানে গ্রহণযোগ্য না। নতুন টেলিফোন লাগানো হয়েছে তাদের বাসায়। সেটার প্রতি তার প্রচন্ড আগ্রহ। কিন্তু মায়ের সাফ মানা। কিন্তু একদিন সেই যন্ত্রটাই তাকে এক অদ্ভুত আর মজার বন্ধু উপহার দিল। কাহিনীর মোড় বদলে গেল। কিন্তু হলটা কি?.... গল্পটাকে আমার বিচারে ৪/৫ #গল্প_০২_নিলামে_পাঁচটি_শব্দ বইটার নাম গল্প এটি। শুরুটা একজন বর্তমান ভাবধারার একজন যুবকের মাধ্যমে। বিয়ে নিয়ে যার ধারনা আমার আপনার মতোই সাধারণ। কিন্তু অল্প পরিসরের গল্পে এমন এক মানসিকতার আগমন ঘটে তা পুরো সমাজের ঘুণেধরা নিয়মগুলোকে পাল্টা প্রশ্ন করে। তবে কিই বা সেই নিলাম আর কিই বা সেই পাঁচটি শব্দ? গল্পটার রেটিং : ৩/৫ #গল্প_০৩___এক_সন্ধ্যা বর্তমান যুবা সমাজের জন্যে পতিতা বা ডার্ক ওয়ার্ল্ডটা একটা মোটামুটি ফ্যান্টাসি হয়ে গেছে। সেই ট্র্যান্ডটাকে বেশ একটা ভরিক্কি চালে মিইয়ে দেয়া হয়েছে। সেই পতিতা মেয়েটিও অবাক..কেন? রেটিং : ৩/৫ #গল্প_০৪___সাদা_শাড়ি_লাল_লিপস্টিক_কালো_সব গল্পের নায়িকা শেলীর, দেখতে বেশ সাধারণ তবে বেশ সুন্দরী। প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে পাত্রপক্ষ। কিন্তু বিয়ের আগের দিন কি এমন ঘটে যে তা বদলে দেয় সবকিছু?.... রেটিং : ৩.৫/৫ #গল্প_০৫____পাগলী একটা তরতাজা খবর। পাগলিটা মারা গেছে। বনু পাগলি। মজার ব্যাপার হলো একদিন তার পরিবার পরিজন, ঘর-বাড়ি সব ছিল। স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল সে । কিন্তু একদিন সে পাগল হয়ে যায়, সাথে যোগ হয় সামাজিকতা নামের ব্যামো আর কিছু নিরব দর্শক। তারপরের ঘটনা নাহয় বইটাতে.... রেটিং :৩.৫/৫ #গল্প__০৬____তাও_লিখছি এটা ঠিক গল্প না। একটা কাল্পনিক চিঠি। বেশ মায়াভরা হাতে বেস্ট ফ্রেন্ডকে লেখা এক চিঠি। কি ছিল চিঠিটাতে? রেটিং: ৩/৫ #গল্প__০৭____২৭৫_টাকা_৫০_পয়সা লন্ডন থেকে বন্ধু ইমরানের জন্মদিন পালন করতে আসে রাহাত। প্রতিটা পদক্ষেপে তার মনে পড়তে থাকে সেই সোনালী অতীত। সুখ-দুঃখ দেখেই একসাথে বেড়ে ওঠা দুইজনের মাঝে ঠিক কি হয়েছিল যা ২৭৫ টাকা ৫০ পয়সার জন্য ইমরানকে আজো কাঁদায়? রেটিং: ৪.৫/৫ (বইটাতে আমার প্রিয় গল্প) #গল্প__০৮____রাশিফল সর্বশেষ গল্পটাতে লেখক একটু কমেডি রাখতে চেয়েছেন। শুরুটা নিখাদ হাস্যরসাত্মক, কিন্তু আস্তে আস্তে টপিকটা গুরুগম্ভীর হয়েছে। অবিবাহিত তরুণ ওয়াসিরের জীবনের সেই রাশিফলটা ঠিক কি ছিল? বলব! ভারি অলস তো ভায়া আপনি...বই আছে কি করতে শুনি!!! হুম.....? রেটিং: ৩/৫ #বইটার_ভালো_লাগা_ বইটার গল্পগুলো বেশ বিভিন্ন স্বাদের। তবে সবগুলোতেই লেখকের ছাপ স্পষ্ট। প্রতিটা গল্পের ইন্ডিং এ টুইস্ট রাখা হয়েছে সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ২৭৫ টাকা ৫০ পয়সা গল্পটা সব থেকে বেশি ভালো লেগেছে... গল্পের চরিত্রগুলো বেশ স্ট্রং। #বইটার_ভালো_না_লাগা কেন ভাইয়া! কেন সবগুলার ইন্ডিং এ মন খারাপ করে দিয়েছেন? গল্পগুলো ভালো ছিল তবে প্রবাহ আরেকটু স্মুথ হলে ভালো লাগত। তাও লিখছি নামের চিঠিটা ভালো লাগেনি তেমন। আর শেষ গল্পে উনি যে রম্য ভাবটা রাখতে চেয়েছেন সেটার সাথে এন্ডিংটা তেমন খাপ খায়নি, :/ সে যাই হোক মনন ভাইয়া শাস্তি স্বরুপ আপনি জলদিই একটা রম্য গল্প সংকলন উপহার দিবেন!!!!

      By Adib Zaman

      15 Nov 2018 01:16 PM

      Was this review helpful to you?

      or

      নিলামে পাঁচটি শব্দ ইয়াসির মননের দ্বিতীয় গ্রন্থ।আমাকে তিনি,তার দুইটা বই গিফট দিয়েছেন। আমি দ্বিতীয় দিয়ে শুরু করেছি।কারন,অনেকে বলেছে তার লেখা নাকি খাপছাড়া।খাপছাড়া প্রথম বইতে হওয়া স্বাভাবিক কিন্তু দ্বিতীয় গ্রন্থে হওয়া অতটা যুক্তিযুক্ত না।তাই দ্বিতীয়টা দিয়ে শুরু করেছি এবং এক বসায় শেষ করেছি।সত্যি বলতে কি,নতুন লেখকদের বই পড়তে আমার ভালো লাগে।আর অনুগল্প হলে তো কথাই নেই!ইয়াসির মনন তার দ্বিতীয় বইয়ে আটটি ছোট ছোট গল্প দিয়ে সাজিয়েছেন।প্রিভিউ অনুযায়ী তিনি আসোলেই মানুষের নানান দিক সম্পর্কে তুলে ধরতে চেষ্টা করেছেন। প্রথম গল্প,হ্যালো,নাম্বার প্লিস:গল্পটা একটা ধনী পরিবারের ক্লাসে ওয়ানে পড়া ছেলে এবং টেলিফোন নিয়ে।এবং দিত্বীয় বিশ্বযুদ্ধের সময়কার।পিচ্চি রাইমানের বাবা ব্যাবসায়ের কারনে বিদেশে থাকে আর তার মা সারাদিন বন্ধুবান্ধবদের সাথে বাইরে ঘুরে বেড়ায়।রাইমানের সাথে থাকে চার-পাচটা কাজের লোক।নি:সঙ্গ শিশু।যেমনটা আমরা বর্তমানে শহর এলাকার দিকে দেখে থাকি।তো,তাদের বাসায় একটা টেলিফোন আছে।টেলিফোনের রিসিভার ওঠালে, ওপাশ থেকে একটা নারী কন্ঠ এসে বলে,হ্যালো,নাম্বার প্লিস।রাইয়ান টেলিফোন হাত দেয় না কারন তার মা বলেছে হাত দিলে যদি নস্ট হয়ে যায় তাইলে বাবার সাথে আর কথা বলবে না।একদিন রাইমানের মা নেই।পেন্সিল কাটতে গিয়ে তার হাত সামান্য কেটে গিয়েছে।তার মা এসে যদি দেখে এই অবস্থা তাহোলে নিশ্চিত তাকে বকবে। তাই সে কি করবে ভাবতে লাগলো এবং কি মনে করে রিসভার ওঠালো,ওপাশ থেকে বলল,হ্যালো,নাম্বার প্লিস।রাইমান বলল,আমার হাত কেটে গেছে কি করবো আমি?সেই থেকে পরিচয় বন্ধুত্ব।লেখক কিন্তু বন্ধুত্বটাকে চালিয়ে নিয়ে যাননি হুফ করে দশ বছর পরের ঘটনায় নিয়ে গেছেন।যাই হোক, ১০ বছর পর কি হয় জানতে হলে বইটা পড়তে হবে! দ্বিতীয়,নিলামে পাঁচটি শব্দ:বইয়ের নামে নাম।গল্পটা সিয়ামের।ট্রেনে করে মা,র কাছে যাচ্ছে।একটা কারন তার বিয়ে।অবশ্য বিয়ে করবে না সেই প্রস্তুতি নিয়েই যাচ্ছে।২৮ টা বাহানা মোটামুটি রেডি করেই রেখেছে।ট্রেনে আর এক সদস্য ওঠে, মেয়ে।নাম তামান্না।তামান্না কে বিয়ে দিতে চাই তবে সে বাসা থেকে পালিয়ে আসে।দুইজন ট্রেন যাত্রীর কথপকথন।আর সেটা বিয়ে নে।একজন মেয়ে যে বিয়ের কারনে কতটা নি:সঙ্গ হতে পারে,বিয়ের কারনে স্বপ্ন ভাঙতে পারে লেখক তা দেখিয়েছেন।যাই হোক,শেষ পর্যন্ত সিয়াম আর তামান্নার কি হয় জানতে হলে বইটা পড়তে হবে! তৃতীয়, এক সন্ধ্যা:গল্পটা একটা পতিতালয়ের।সেইখানে একটা মেয়ের নাম, রীনা।কি তার পরিচয়?তার বাবা,মমা,পরিবার কোন কিচ্ছু সম্পর্কেই সে জানেনা।কারন সে ছোটবেলা থেকেই এখানে!একদিন চাল কিনতে যেয়ে রাস্তায় হঠাৎ চাল পড়ে যাওয়াতে অনেকে সাহায্য করতে আসে তাকে!সেই সময় তাকে সাহায্য করতে আসে আরও একটা ছেলে।নাম অনিক।ছেলেটার সাথে পরিচয় হয়েই বদলে গেলো রীনার জীবন।কিভাবে?তাহোলে পড়তে হবে বইটা! চতুর্থ,সাদা শাড়ী,লাল লিপস্টিক,কালো সব:গল্পটা সাদামাটা নারী শেলীর।সারাজীবনই সাদামাটা জীবনযাপন করে এসেছে সে।আর আজ তার বিয়ে।বিয়ের সময় তার ভবিষৎে হওয়া স্বামীর কাছে একটা জিনিসই চাই,বিয়েতে যেন তাকে সাদা শাড়ি পড়তে দেয়া হয়।সায়েমেও সেই সুযোগে শর্ত দেয় যে তাকে সারাজীবন সে ঠোটে লাল লিপস্টিক দেয়া অবস্থায় দেখতে চায়!বিয়ের রাতে, সায়েম আর তার ভাইয়েরা মিলে মজা করতে থাকে।এমন মজা শেলী তার জীবনে কোনদিন করেনি।হাসতে হাসতে সে মারা যাবার মতোন হয়!!কিন্তু এই হাসিই যে কেড়ে নেবে সব তাকি শেলী জানত?হাসতে হাসতে ইস্কোমিয়ায় আক্রান্ত হয় শেলী।দুটো চোখই অন্ধ হয়ে যায় তার!তারপর কি হবে?নব্য বিবাহিত বউকে কি শশুড়-শাশুড়ি মেনে নেবে?সায়েম?সে কি মেনে নেবে?কি হবে এরপর শেলীর?জানতে হলে পড়তে হবে বইটা! পঞ্চম,পাগলী:গল্পটা বনু পাগলীর।আর সবার মতো তারও ছিলো একটা সংসার,ছেলে-পুলে,স্বামী।আর সবার মতো সেও স্বাভাবিক জীবন যাপন করছিলো।কিন্তু একদিন হঠাৎ পালটে যায় সব।বনু হঠাৎ করেই পাগল হয়ে যায়। এটা একটা পাগলকে নিয়ে গল্প।শেষ পর্যন্ত বনু পাগলীর কি হয় তা জানতে হলে আপনাকে বইটা পড়তে হবে! ষষ্ঠ,তাও লিখছি:একটা চিঠি।বেদনা ভরা একটা চিঠি নিয়েই এই গল্প।পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক দুই বন্ধুর জীবন। একজন বন্ধু হারিয়ে গেলে অন্যদের কেমন লাগে তা তারাই ভালো বলতে পারবেন।যাদের সাথে এমন হয়েছে আমি নিশ্চিত তারা এই গল্পটা পড়ে চোখ দিয়ে পানি ফেলবেন।এমন একটা নাম ঠিকানাবিহীন চিঠি পড়তে চাইলে অবশ্যই বইটা পড়তে হবে! সপ্তম:২৭৫ টাকা ৫০ পয়সা:এই গল্পটাও দুই বন্ধুর।কোন না কোনভাবে এক বন্ধু আর এক বন্ধুর কাছ থেকে ২৭৫ টাকা ৫০ পয়সা নিয়ে নেয়।এবং সেই টাকা নিতেই বন্ধু চলে আসে সুদূর দুবাই থেকে!!অবাক হচ্ছেন না?ভাবছেন এ আবার কেমন বন্ধু?কিন্তু এটাই একটা প্রকৃত বন্ধুর উদাহরন।যেটা দেয়ার চেষ্টা করেছেন লেখক তার লেখনীর মাধ্যমে।কিন্তু আদৌ কি বন্ধুটা তার টাকা ফেরত পাবে?জানতে হলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে! অষ্টম,রাশিফল:গল্পটা, একটা প্রিন্টিং অ্যাপেরাল প্রিন্টিং ফ্যাক্টারিতে চাকরী করা ওয়াসির।এবং শুরুটা খুব হাসির।লুঙ্গি খুলে নিয়ে যায় তার ভাগীনা রায়ান!! না না,ইচ্ছা করে নেয় না।ঘুম থেকে ওয়াসিকে তুলতে যায় রায়ান,তো কাথা তুলতে গেয়ে ওয়াসির লুঙ্গিটাও তুলে নিয়ে যায়!!আর এটাই ছিলো ওয়াসির প্রথম লুঙ্গি পড়া!তো অফিসে যেয়ে তার কলিগ মাহমুদ ভাইয়ের সাথে দেখা। মাহমুদ ভাইয়ের সাথে ওয়াসির সারাদিন ঝগ্রা করে।মধুর ঝগ্রা।যেটাকে মজা বলাই ভালো।মাহমুদ ভাইকে গভীর আগ্রহে প্যাপের পড়তে দেখে ওয়াসির ছুটে যায়।যেয়ে দেখে মাহমুদ ভাই রাশিফল পড়ছে।ওয়াসির রাশিফলে লেখা,যাতায়াত শুভ,অর্থ লাভ হতে পারে।এখন রাশিফলটা কি ওয়াসির জন্য ফলে যাবে?একদম ঠিক ঠিক তাইই হবে?জানতে হলে আপনাকে বইটা পড়তে হবে। খাপছাড়া বিষয়টাই আসি।সত্যি কথা বলতে খাপছাড়া যে ছিলো না তা না।ছিলো।কিন্তু কম।এখন প্রথম বইটা পড়বো।(প্রশ্ন তারও কমন পড়েছিলো)সেটা আর এই বইটা মিলে দেখব খাপছাড়া কোনটাতে বেশি।যদি প্রথম বইটাতে বেশি এবং দিত্বীয় বইয়ে কম হয় তবেই বলতে হবে লেখকের হাতে কলম ফলছে!! পড়ার আমন্ত্রন রইলো।

    • Was this review helpful to you?

      or

      #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই :নিলামে পাঁচটি শব্দ। লেখক :ইয়াসির মনন। ধরণ :সমকালীন গল্প। প্রকাশনী :পাললিক সৌরভ। মূল্য :১৮০ (১০৮ রকমারিতে ) আমার কাছে অনেক কিছুই কঠিন, কিন্তুু ভালো লেগে গেলে সেটা করার চেষ্টা করি সেটা হোউক কিংবা না হোউক তেমনি একটি হচ্ছে বইয়ের রিভিউ। যাইহোক উপরের বইটির বিষয় কিছু লিখছি,বইটির নাম আমাকে মুগ্ধ করেছে এবং বইটি পড়ার জন্য আলাদাভাবে উৎসাহিত করেছে। এটি একটি গল্প সংকলন যেখানে রয়েছে আটটি ভিন্নধর্মী গল্প। যেখানে স্থান পেয়েছে সম সাময়িক কিছু বিষয়, আমাদের আশেপাশে সাদা চোখে দেখার গল্প। বইয়ের আটটি গল্পের নামগুলো ভালোই রেখেছে লেখক। একটি সন্ধ্যা, ২৭৫ টাকা ৫০ পয়সা, সাদা শাড়ি, লাল লিপস্টিক, কালো সব, রাশিফল ইত্যাদি। একটি সন্ধ্যায় এই গল্পে লেখক একজন পতিত আর ভার্সিটি পড়ুয়া ছাত্রের চমৎকার গল্প এঁকেছেন যা পাঠকের খারাপ লাগবে না। একজন বন্ধু ভ্রমন কালে আরেক বন্ধুটিকে নিয়ে স্মৃতিচারণ করছে কিন্তুু গল্পের শেষে আসে পাঠক জানতে পারবে প্রিয়বন্ধু আর পৃথিবীতে বেঁচে নেই। বইটি যে জিনিসটি পাঠকদের মুগ্ধ করবে তাহলে উক্ত নামের একটি গল্প আছে যেখানে গ্রাম বাংলা চিরচেনা কাহিনী তুলে ধরেছেন এবং সেখানেই আমার মতো বইটির নামকরণের সার্থকতা প্রকাশ পেয়েছে। বইটি ভেতর রাশিফল নামের একটি রম্যগল্প ও রয়েছে। মোটামুটি ভাবে বলা যায় বইটির ভেতর আটটি ভিন্ন স্বাদের গল্প পাবে পাঠক। নিজেস্ব মতামত :: বইটির তিনটি গল্প আমার কাছে খুব ভালোলেগেছে। বাকিগুলো তেমন মন ছুঁতে পারেনি। গল্পে নামগুলো যতটুকু আগ্রহ জন্মিয়েছে ততটুকু ফুটে ওঠেনি। সব পাঠক সব গল্প একভাবে নিবে তা কিন্তুু নয় একেকজন একেক ভাবে নিবে তবে পাঠক কোন না কোন গল্পে আনন্দে রস ঠিকই পাবে আর সেখানেই লেখকের সার্থকতা। লেখকের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা আগামীতে আপনি আরো ভালোভাল গল্প উপহার দিতে।

    • Was this review helpful to you?

      or

      গল্প সংকলনের রিভিউ লেখা আমার জন্য খুব কঠিন কাজ। যারা গ্রুপে নিয়মিত বিচরণ করেন তারা আমার অনেক রিভিউ পড়ে থাকবেন। খেয়াল করে দেখবেন ওখানে কোনো গল্প সংকলনের রিভিউ নেই। আজকে একটু চেষ্টা করে দেখা যাক। ছোট গল্প পড়তে আমার খুব ভালো লাগে। অবশ্য এর পিছনে মানিকদা আর হুমায়ূন আহমেদের পরোক্ষ হাত আছে। তাদের দুজনের ছোট গল্প পড়েই একসময় আমার মনে হয়েছিল আমিও ছোটগল্প লিখব। লিখেছিও বেশ কয়েকটা, বিভিন্ন সংকলনে ছাপাও হয়েছে। এই দেখুন, আরেকজনের বইয়ের রিভিউ লিখতে গিয়ে নিজের ঢোল পিটাচ্ছি। বাঙালি তো!! বইয়ের নামকরণটা আমার খুব ভালো লেগেছে। নিলামে পাঁচটি শব্দ। এই নামের পিছনের গল্পটাও দারুণ। এবং এই নামের গল্পটাও দারুণ। মোট আটটি ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। ৮০ পৃষ্ঠার বইটি পড়তেও তেমন সময় লাগেনি। আমি আলাদা করে প্রত্যেকটা গল্প নিয়ে লিখব নাকি একসাথে লিখে ফেলব বুঝতে পারছিনা। আচ্ছা একসাথেই লিখি, সেটাই ভাল হবে। প্রথম গল্প ‘হ্যালো, নাম্বার প্লিজ’ আমার খুব ভালো লেগেছে। এরকম একটা প্লট নিয়েও যে এত সুন্দর একটা গল্প হতে পারে আমার ধারণার বাইরে ছিল। ছোট্ট একটা বাচ্চা ছেলে আর একজন টেলিফোন এক্সচেঞ্জের এক মহিলার গল্প। এই গল্পটা আপনাদের ধাক্কা দিবে। বেশি ইমোশনাল হলে চোখ আদ্রও হতে পারে। পরের গল্পটা নিলামে পাঁচটি শব্দ। সবথেকে ভাল লেগেছে এই গল্পের নামকরণ। ছোটবেলায় নামকরণের সার্থকতা নিয়ে যেসব আর্টিকেল বা রচনা পড়েছি সেগুলোর উপর ভিত্তি করে বলা যায় এই নামটি সার্থক। বাংলাদেশে কনে দেখা নিয়ে যেভাবে নারীদের পন্য হিসেবে গণনা করা হচ্ছে সেসব নিয়েই এই গল্প। একজন পতিতা ও একজন ভার্সিটি পড়ুয়া ছেলের একটি সন্ধ্যা। সন্ধ্যাটা মোটেও সাধারণ কোনও সন্ধ্যা নয়। পতিতা মেয়েটার জন্য স্মরণীয় একটা সন্ধ্যা। গল্পের নাম ‘এক সন্ধ্যা’। সাদা শাড়ি, লাল লিপস্টিক, কালো সব। জ্বি এটাও একটা গল্পের নাম। তবে আমার কাছে এই গল্পটা অতটা ভালো লাগেনি। আমার মনে হয়েছে লেখক যা বোঝাতে চেয়েছেন তা বোঝাতে কিছুটা ব্যর্থ হয়েছেন। গল্পটা আরও একটু যত্ন নিয়ে লিখলে হয়তো আরও সুন্দর হত। পাগলী গল্পটাও আগেরটার মতনই। অতটা ভালো লাগেনি। এই গল্পের ক্ষেত্রেই একই কথা খাটে। আরও একটু যত্নশীল হওয়া উচিৎ ছিল লেখকের। আলসেমি করেছে বোঝাই যাচ্ছে। তাও লিখছি গল্পটা আসলে একটা চিঠি। কোনও এক বন্ধুকে লেখা আরেক বন্ধুর চিঠি। এই গল্পটা খুব ভালো লেগেছে। লেখক এখানে সফল। ছোট্ট একটা চিঠির মাধ্যমে চমৎকার একটা গল্প বলে গেছেন। ২৭৫ টাকা ৫০ পয়সা। জ্বি এটাও একটা গল্পের নাম। গল্পটাও সুন্দর। তবে কিছুটা প্রেডিক্টেবল। অন্তত আমার তাই মনে হয়েছে। প্রথম দিকে একটু পড়ার পরেই টের পেয়ে গেছি। লেখক অবশ্য বিভিন্ন আড্ডায় বিভিন্ন জোকস বলে আসলে এই গল্পের স্পয়লার দিয়েছেন আমাকে। আমিও শোধ নিব যথা সময়ে। শেষের গল্পটা রাশিফল। রম্য গল্প। তবে আমরা যারা লেখককে কাছ থেকে চিনি তারা জানি এটা আসলে গল্প না। লেখকের নিজের জীবনেরই ঘটনা। মানে লোকটাই এমন। যত আজব আজব সব ঘটনা তার সামনেই ঘটে। সেগুলো খুব সুন্দর করে লিখে উনি আবার বিভিন্ন সময়ে ফেসবুকে স্ট্যাটাসও দেন। সেগুলো যারা পড়েছেন তাদের কাছে এই গল্প নতুন কিছু মনে হবেনা। এবার একটু বদনাম করি। অভ্রতে লেখা। লেখার সাথে সাথে লাগানো ছিল বিরাম চিহ্নগুলো। যেকারণে পড়তে আমার বেশ বেগ পেতে হয়েছে। তাছাড়া ডায়লগ বা সংলাপের ক্ষেত্রে ইনভার্টেড কমা’র ব্যবহার ঠিকমত হয়নি। বইয়ের সাইজটা সুন্দর। কিন্তু সাইজ অনুযায়ী বাধাইটা আরও ভাল হলে ভাল হত। লেখকের লেখার হাত খুব ভাল। সব থেকে ভালো লেগেছে উনার প্লটগুলো। কিন্তু তিনি খুব আলসে। আর কোনো বদনাম করতে ইচ্ছা করছেনা। আশা করছি লেখক খুব শিঘ্রই আমাদের নতুন নতুন বই উপহার দিবেন।

      By Imam Abu Hanifa

      19 Oct 2017 11:19 AM

      Was this review helpful to you?

      or

      আমার কাছে বই যত মোটা হয়, পড়ে তত মজা পাই। বিশেষ কারন না থাকলে পাতলা বই কেনা হয় না। আর ছোট গল্প? ওটা ফেসবুকের হোম পেজে পড়তেই ভালো লাগে। টাকা দিয়ে ছোট গল্পের বই কেনা আমার কাছে অপচয় মনে হত। এই সব ধারনাকে ধুলায় মিশিয়ে দিলো যেই বইটা সেটা নিয়ে কিছু কথা বলি। বলছিলাম ইয়াসির মনন ভাইয়ের "নিলামে পাঁচটি শব্দ" বইয়ের কথা। ৮০ পৃষ্ঠার একটা বইতে আটটা গল্প। বইটাও পকেট সাইজের। তারমানে গল্পগুলো কতটুকু হতে পারে সেটা সবাই বুঝতে পারবেন। ট্রাফিক জ্যামে বসে সময় কাটানোর জন্য বইটা ব্যাগে নিয়েছিলাম। বাসে উঠে পড়া শুরু করলাম। প্রথম গল্পটা পড়েই কিছুক্ষণ বাসের জানাল দিয়ে উদাস হয়ে তাকিয়ে থাকলাম। ব্যস! ওই হলো! অনুভব করলাম যে, ছোটগল্প না পড়ে কত ভুল করেছি। আগেই বলেছি বইটাতে মোট আটটি গল্প। গল্পগুলো- ১/ হ্যালো, নাম্বার প্লিজ ২/ নিলামে পাঁচটি শব্দ ৩/ এক সন্ধ্যা ৪/ সাদা শাড়ি, লাল লিপস্টিক, কালো সব ৫/ পাগলী ৬/ তাও লিখছি ৭/ ২৭৫ টাকা ৫০ পয়সা ৮/ রাশিফল প্রথম গল্পটা নিয়ে কিছু বলবো না। ওটা আপনাদের জন্য চমক থাক। 'নিলামে পাঁচটি শব্দ' গল্পটা লেখা হয়েছে গ্রামীন সমাজে বিয়ের পাত্রী দেখাকে কেন্দ্র করে। নির্মম কিছু সত্য আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন লেখক। গ্রামীন পটভূমিতে লেখা হলেও শহরের পরিবেশও খুব ব্যতিক্রম নয়। 'এক সন্ধ্যা' গল্পটা একটা ছেলের এবং একটা মেয়ের। মেয়েটা একটা পতিতালয়ে জন্ম নিয়ে এখন সেখানেই পতিতাবৃত্তি করে। এক সন্ধ্যায় অল্প বয়সি এক ছেলের সাথে কাটানো কিছু সময়ের কথা উঠে এসেছে বইটাতে। 'পাগলী' গল্পটা আমাদের ভদ্র সমাজের গালে লেখকের চপেটাঘাতের মত। ভদ্রতার মুখোস পড়া আমাদের মত মানুষ কত নিকৃষ্ট হয় সেটা লেখক যেমন অনুভব করেছেন, তেমনি আপনাকেও করাবেন। গল্পের শেষে একটা ডাস্টবিনের কুকুরের সাথে এই মানুষ গুলোর তুলনা করে গল্পের সার্থকতা প্রমান করেছেন। হারিয়ে যাওয়া এক বন্ধুকে লেখা চিঠি 'তাও লিখছি'। এটা নিয়ে বেশি কিছু বলবো না। সব বলে দিলে আপনাদের জন্য মজাটা থাকবে কোথায়! আরও একটি হারিয়ে যাওয়া বন্ধুর গল্প '২৭৫ টাকা ৫০ পয়সা' এটা পড়ার পরে প্রথম গল্পটার থেকে বেশি সময় ঝিম মেরে ছিলাম। গল্পের অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি। তারপরেও অনুভব করছিলাম। এক কাপ চা খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে পরের গল্পটা শুরু করছি। লেখকের স্ত্রীর অভিযোগ, তার লেখার শেষ সব সময় মন খারাপ করা হয়। আমিও ভাবির সাথে একমত। তাই হয়ত ভাবির মন ভালো করতেই শেষের গল্পটা লেখা। 'রাশিফল' একটা রম্য গল্প। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়েই এই 'রাশিফল'। বইটা কেমন লেগেছে তার সামান্য নমুনা তো উপরেই দিয়েছি। লেখকের যেই ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো উনার পর্যবেক্ষণ করার ধরন। যে জিনিস গুলো আমরা প্রতিদিন দেখি সেগুলো তিনিও দেখেন, কিন্তু একটু ভিন্ন চোখে। মাত্র ৮০ পৃষ্ঠার ছোট্ট একটা বইতে জীবনের অনেক না বলা কথা বলে দিয়েছেন। সাধারনত বই পড়া হয়ে গেলে রেখে দেই। এটা মনে হচ্ছে ঘনঘন পড়তে হবে। লেখকের কাছে হাতজোড় করে অনুরোধ করবো ছোটগল্প লেখা চালিয়ে যেতে। লোকে খাপছাড়া বলুক, আপনি লেখেন। আর আমার ভুল ভেঙে দেওয়ার জন্য একরাশ কৃতজ্ঞতা।

      By Rimon Rayhan

      27 Apr 2017 01:20 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #বই_নিলামে_পাঁচটি_শব্দ #লেখক_ইয়াসির_মনন ধরন - সমকালীন গল্প প্রথম_প্রকাশ - ২০১৭ প্রচ্ছদ - আল নোমান প্রকাশনায় - পাবলিক সৌরভ মুদ্রিত মুল্য - ১৮০ টাকা রকমারি মুল্য - ১০৮ টাকা #উপমাঃ একটা বাচ্চা সিংহ কে যদি কোন মানুষ লালন-পালন করে বড় করে, সেই সিংহ টা হয়তো ভুলেই যায় যে সে হিংস্র একটা বন্য জন্তু। কারণ তাকে যা শেখানো হয় সে তাই শেখে। যদিও সে কখনো বুঝতে পাড়ে যে সে হিংস্র জন্তু তবুও তার আপন সত্তাকে প্রকাশিত করতে পারেনা। মালিক যা করতে বলবে সে তাই করবে, মালিক যা করতে নিষেধ করবে সে তা করা থেকে বিরত থাকবে। আর যদি কখন প্রতিবাদি হয় তখন তার স্থান আর মালিকের কাছে থাকেনা হয় তাকে হত্যা করা হয় না হয় তাকে বিভিন্ন অপবাদ দিয়ে জঙ্গলে ছেড়ে দেয়া হয়। পশু বলে হয়তো আমরা সবাই সমর্থন করি। মানুষের বেলাতেও কি করিনা? স্বয়ং বিবেচনা করুন। #বই_আলোচনা চায়ে কয় চামুচ চিনি নিবেন? সিহাম হাসি মুখে জিজ্ঞেস করলো তামান্নাকে। হ্যা নিলামে পাঁচটি শব্দ গল্পের প্রধান চরিত্র সিহাম এবং তামান্না। ছোট ছোট আটটি গল্পের সমন্বয়ে রচিত এই বইটি। সব গুলো গল্প নিয়ে আলোচনা সম্ভব নয়, তাই যে গল্পের নামে বইটি সেই গল্পটা নিয়ে কিছু কথা বলি। সিহামের মামা চট্টোগ্রাম থাকেন। মামা সিহামের জন্য পাত্রী ঠিক করেছেন, সেই মেয়েকেই দেখার জন্য ট্রেনে উঠেছে সিহাম। ট্রেনে সিহামের সাথে পরিচয় হয় তামান্নার। তারা যে কামরায় উঠেছে সেই কামরায় তারা দুজন ব্যতীত আর কেউ নেই। প্রথমে সংকচ বোধ করলেও পরবর্তীতে দুজনের মধ্যে আলাপ- চারিতা হয়ে যায়। কথা বলতে বলতে সিহাম তামান্না সম্পর্কে অনেক কথা জানতে পাড়ে। জীবনে অনেক বার তামান্না কে নিলামে উঠতে হয়েছে। রংপুরের গ্রামের একজন মেয়ে তামান্না, গ্রামে একটা প্রথা প্রচলিত আছে, মেয়ে বড় হলো কি বিয়ে দিয়ে বিপদ থকে রক্ষা পেতে হবে। তাই তাদের আর কোন স্বপ্ন দেখা হয় না। অনেকেই অনেক স্বপ্ন বুকের মধ্যে লালন করে বুকের মধ্যেই দাফন করে দেয়। কারণ বিয়ের জালে আবদ্ধ হয়ে তারা চলে যায় অন্যের ঘরে যেখানে নিজের স্বাধীনতা বলতে কিছু নেই। তামান্নাও বেশ কয়েকবার বিবাহের নিলামে চড়েছে। যেখানে তার অধিকার দেয়া হয়েছিলো শুধু মাত্র পাঁচটি শব্দ উচ্চারন করার, এর বেশি নয়। সিহামের হঠাৎ মনে হলো সেও তো সেই নিলামে বেশ কয়েকজন কে চরিয়েছে, আজ আবার যাচ্ছে সেই নিলামে অংশ গ্রহন করতে...............। এর পরেও কি সিহাম নিলামে যাবে? তামান্নার পাঁচটি শব্দই বা কি? সিহামের নিলামে যে থাকে সেই বা কয়টি শব্দ বলার অধিকার পায়? সিহাম আর তামান্নার সম্পর্কই বা কতদুর যাবে? সকল প্রশ্নের জবাব রয়েছে বইটিতে। তাই পড়ে দেখার অনুরোধ রইলো। #উপল্বধিঃ নিজের ইচ্ছ না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে নিলামের কাঠগড়ায় দাড়াতে হয় আমাদের দেশের অনেক মেয়েকেই। আদালতের কাঠ গড়ায় আসামী কে কথা বলার সুযোগ দেয়া হয় কিন্তু নিলামের কাঠগড়ায় আসামী না হয়েও আসামীর মত থাকতে হয় আর কথা বলার সুযোগ টা পর্যন্ত দেয়া হয়না। তামান্নার মত হতো অনেক মেয়ের জীবনে এই কাঠগড়ায় দাড়াতে হয়েছে। প্রকাশ্যে না বলতে পাড়লেও যারা এখনো জন্মেনি তাদের উদ্দেশ্যে আড়ালে থেকে শত সহস্র তামান্না হয়তো এই কথাই বলতে চায়, তোমরা মেয়ে হয়ে জন্ম নিয়োনা। এই সমাজে মেয়ে হয়ে জন্মানো মহা পাপ, মহা অন্যায়। নারী অধিকার নিয়ে আমরা তো অনেক কথাই বলি কিন্তু সত্যি কি মন থেকে নারীদের স্বাধীন হিসাবে স্বীকৃতি দিতে পেরেছি? আধুনিকতার খোলসে নিজেদের আবৃত করে রাখলেও মনকে আমরা এখনো আধুনিক রুপ দিতে পারিনি। এটাই সত্যি এটাই বাস্তব। #সমালোচনাঃ লেখক যে প্রেক্ষাপটে গল্পটা রচনা করেছেন সমাজের সেই অবস্থা আমাদের দেশের হাতে গোনা কিছু মফস্বল এলাকা ছাড়া এখন আর সেই পরিস্থিতি লক্ষ্য করা যায় না। নারীরা সেই রকম না হলেও অনেকটা স্বাধীন। আরো একটা বড় ব্যপার, ক্ষনিকের পরিচয়ে কখনো কি তামান্নার মত অপরিচিত ব্যক্তির নিকট নিজের মনের কথা গুলো কারো সাথে শেয়ার করে? সমস্তই আমার মতামত, এই কথা গুলো বিবেচনা করা যায় কিনা আমি জানিনা। এই কথা গুলোর পরেও লেখক যে বার্তা দিতে চেয়েছেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। #অন্যান্য_গল্প_সমূহঃ ১. হ্যালো, নাম্বার প্লিজ ২. নিলামে পাঁচটি শব্দ ৩. এক সন্ধ্যা ৪. সাদা শাড়ি, লাল লিপস্টিক, কালো সব ৫. পাগলী ৬. তাও লিখছি ৭. ২৭৫ টাকা ৫০ পয়সা ৮. রাশিফল বিঃ দ্রঃ বইটির আলোচনা সমূহ উপলব্ধির বিষয়............।

      By Jahidul Hasan

      26 Mar 2017 10:31 AM

      Was this review helpful to you?

      or

      সব গুলো গল্পও ভালো ছিল না। তবে ভালো হবে আসা করা যায়। পরের লেখা পড়বার জন্যে অপেক্ষায় রইলাম

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!