User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
একটি বই, কিছু বিতর্ক এবং আমার পর্যবেক্ষণ পূর্ব-কথা গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত মাসুদ শরীফের অনুবাদ করা বই 'বি স্মার্ট উইথ মুহাম্মাদ' নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দেখেছি। উসামা ভাই দুই পর্বে পর্যালোচনা লেখেছেন। সেখানে অনেক কথা উঠে এসেছে। এবার নিজেই তা পর্যবেক্ষণ করার নিয়ত করলাম। সে নিয়তে বইটা কেনা ও পড়া। অনুবাদকের পরামর্শ অনুসারে আমি বইটা অতিরিক্ত গভীরে না গিয়ে সাধারণ সচেতনতার মাত্রার ভেতর থেকেই পড়ার চেষ্টা করেছি। সাধারণ অধ্যয়নের ভেতর দিয়েই আমার সামনে যা পরিস্ফুট হয়েছে তা আমি নিচে তুলে ধরব...See More
সায়েম সোলায়মানের অনুবাদ নিঃসন্দেহে দারুণ হয়। গোয়েন্দা কাহিনীর ব্যাপারে এলার্জি আছে আমার। কিন্তু এই বইটা খুব ভাল লেগেছে।
ডিউক জনের অনুবাদ করা জুল ভার্ণের দক্ষিণের যাত্রী পড়ে খুব হতাশ হয়েছিলাম। তারপর থেকে এই অনুবাদকের বই শুরু করার আগে প্রত্যাশা কম করতাম। কোনান দ্য সিমেরিয়ান শুরু করার আগে তাই মনে হচ্ছিল। কিন্তু বইটা পড়তে গিয়ে ধারণা পাল্টেছে। দারুণ লেগেছে বইটা।
If you are a Bangladeshi; then, it's a must read for you.
খুবই ভালো একটি বই, অনুবাদ করা হয়েছে খুব ভালো ভাবে। বই হাতে পাবার প্রথম দিন ই পুরো বই শেষ করে ফেলেছি। কুখ্যাত কারাগারের অনেক অজানা কাাহিনি জানতে পারবেন, শিহরিত হবেন প্রতিটি পাতায়।
খুব মজার একটি বই । ছোট ভাইয়ের জন্য কিনেছিলাম, কিন্তু অামিও সম্পূর্ণটা পড়ে ফেলেছি । ছোটদের ভালো কাজ ও পড়াশুনার জন্য বেশ উৎসাহমূলক বই ।
সময়ের মূল্য বুঝতেন যাঁরা
عبد الفتاح ابؤغدة শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
টাইম ম্যানেজমেন্ট এর উপর অনেক বই আছে যা মুলত ইসলামী সংস্কৃতির বিপরীতে লেখা। এগুলো যখন পাঠক পড়ে তখন ইসলামী আদর্শ দেখতে পায়না। আমাদের দরকার এমন বই যা মুসলিম হিসাবে দায়িত্ব ও কর্তব্য তুলে ধরবে ও পৃথিবীর জীবন কে সুন্দর করার নীতি বলে দিবে।এদিক থেকে বরেণ্য ইসলামী লেখক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ এর ''সময়ের মূল্য বুঝতেন যাঁরা'' বইটি আমাদেরকে সঠিক পথের দিশা দিতে পারে।
চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে বাংলা ভাষায় গ্রন্থ রচনা করা ও প্রকাশ করা অনেক প্রয়োজনীয়, যা আজ সর্বজনবিদিত, শুধু সাধারণ পাঠকবর্গই নয়, নার্স, কম্পাউন্ডার থেকে ডিএইচএমএস, বিএইচএমএস, বিএএমএস, বিইউএমএস, এমবিবিএস, ছাত্র-ছাত্রী সকলেই এর দ্বারা বিপুলভাবে উপকৃত হতে পারেন, তবে এসব গ্রন্থ রচিত হওয়া উচিত নিখুঁতভাবে, সেদিকে সজাগ দৃষ্টি রেখেই আমরা একটির পর একটি গ্রন্থ প্রকাশ করতে সক্ষম হয়েছি। বিভিন্ন যৌনরোগ সম্পর্কে এদেশের অধিকাংশ মানুষ অজ্ঞ, তাছাড়া স্ত্রী ও পুরুষের যৌনাঙ্গের রোগ তাঁরা অনেক সময় লজ্জায় চে...See More
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #ডিসেম্বরঃ ২২ বইঃ বোতল ভূত লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনীঃ প্রতীক প্রকাশনা সংস্থা ধরণঃ শিশুতোষ উপন্যাস প্রচ্ছদঃ ধ্রুব এষ পৃষ্ঠাঃ ৬৪ রকমারি মূল্যঃ ৯০টাকা . হুমায়ূন আহমেদ একাধারে ঔপন্যাসিক,ছোটগল্পকার,নাট্যকার এবং গীতিকার।তিনি সর্বজনীন লেখক ছিলেন।তাঁর সহজ সরল ভাষায় তিনি যেমন বড়দের জন্য বই লিখেছেন,ঠিক তেমনি ছোটদের জন্যও লিখেছেন অসাধারণ কিছু বই।বোতল ভুত বইটি ঠিক তেমনি একটি শিশুতোষ বই।শিশু এবং কিশোরদের উপযোগী একটি অসাধারণ বই। . রিভিউঃ উত্তম পুরুষে রচিত এই উপন...See More
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #ডিসেম্বরঃ ২১ বইঃ কোথাও কেউ নেই লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনঃ কাকলী প্রকাশনী ধরণঃ সমকালীন পৃষ্ঠাঃ ২৫৩ রকমারি মূল্যঃ ২৫৫টাকা . বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল লেখক হুমায়ূন আহমেদ।তিনি বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম।তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়।সাবলীল ঘটনার বর্ণনা আর সহজ ভাষায় লেখার কারণে হুমায়ুন আহমেদের বই এর তুলনা নেই।কোথাও কেউ নেই হুমায়ূন আহমেদ এর জনপ্রিয় বইপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম।৯০দশকে এটি ন...See More