User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নারীর স্বাস্থ্য নিয়ে তথ্যবহুল একটি বই। অসাধারণ বইটি।
Was this review helpful to you?
or
নারীদের বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে এই বই।
Was this review helpful to you?
or
সহজভাবে চিকিৎসা পদ্ধতি বলা হয়েছে। সবাই উপকৃত হবে
Was this review helpful to you?
or
নারী ও পুরুষের উভয়ের জন্য জরুরি একটি গ্রন্থ- বিভিন্ন যৌনরোগ সম্পর্কে এদেশের অধিকাংশ মানুষ অজ্ঞ, তাছাড়া স্ত্রী ও পুরুষের যৌনাঙ্গের রোগ তাঁরা অনেক সময় লজ্জায় চেপে রাখেন। তাই “নারীর সুখে অসুখে” বইটিতে স্ত্রী-যৌন ব্যাধি ও তার সঙ্গে সঙ্গে পুরুষ যৌন-রোগ, উৎস ও চিকিৎসার বর্ণনা দেওয়া হলো। সাধারণের জন্য এ বইটি অনেক উপকারে আসবে। সাধারণ পাঠক, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীসহ সবার জন্যই এই গ্রন্থটি একান্ত প্রয়োজনীয় হিসেবে প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
অসাধারণ সমৃদ্ধ বই। সংগ্রহ করলে পাঠক উপকৃত হবে এ আমার বিশ্বাস। প্রতিভা প্রকাশ এর বই মানেই নির্বাচিত বই।
Was this review helpful to you?
or
চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে বাংলা ভাষায় গ্রন্থ রচনা করা ও প্রকাশ করা অনেক প্রয়োজনীয়, যা আজ সর্বজনবিদিত, শুধু সাধারণ পাঠকবর্গই নয়, নার্স, কম্পাউন্ডার থেকে ডিএইচএমএস, বিএইচএমএস, বিএএমএস, বিইউএমএস, এমবিবিএস, ছাত্র-ছাত্রী সকলেই এর দ্বারা বিপুলভাবে উপকৃত হতে পারেন, তবে এসব গ্রন্থ রচিত হওয়া উচিত নিখুঁতভাবে, সেদিকে সজাগ দৃষ্টি রেখেই আমরা একটির পর একটি গ্রন্থ প্রকাশ করতে সক্ষম হয়েছি। বিভিন্ন যৌনরোগ সম্পর্কে এদেশের অধিকাংশ মানুষ অজ্ঞ, তাছাড়া স্ত্রী ও পুরুষের যৌনাঙ্গের রোগ তাঁরা অনেক সময় লজ্জায় চেপে রাখেন। তাই “নারীর সুখে অসুখে” বইটিতে স্ত্রী-যৌন ব্যাধি ও তার সঙ্গে সঙ্গে পুরুষ যৌন-রোগ, উৎস ও চিকিৎসা দেওয়া হলো। সাধারণ জন সাধারণের এটি অনেক উপকারে আসবে। br সাধারণ পাঠক, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীসহ সবার জন্যই এই গ্রন্থটি একান্ত প্রয়োজনীয় হিসেবে প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
দুশ্চিন্তা আপনাকে কুরে কুরে খায়। আপনার জীবনকে নিরস আনন্দহীন নরকতুল্য, যন্ত্রণাময় করে তােলে। অথচ আপনি এই পৃথিবীতে এসেছেন সুন্দরভাবে বেঁচে থাকতে। আপনি জীবনটাকে উপভোগ করতে চান। চান আরামে থাকতে, সুখ ভোগ করতে বিলাসিতার মধ্য দিন কাটাতে। কিন্তু অশান্তি আর উদ্বেগ, দুশ্চিন্তা আর ভীতি আপনার চলার পথে দুর্লগ্ন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কেন? এ প্রশ্নের উত্তর দেবার আগে আসুন, দুশ্চিন্তা কাকে বলে তা নিয়ে আমরা সংক্ষেপে কিছুটা আলোচনা সেরে নেই। প্রথমেই আপনার জেনে রাখা দরকার দুশ্চিন্তা বোকামীর ফসল, বুদ্ধিমতী মেয়ে কখনো দুশ্চিন্তায় ভোগে না। দুশ্চিন্তা কি ক্ষতি করে তা পরিষ্কার জানার পরই শুধু আপনি এর প্রকৃত চেহারা সম্পর্কে জ্ঞাত হতে পারেন। দুশ্চিন্তার সবচেয়ে বড় আঘাত হলো সে আপনার জীবনটাকে নীরস, অশান্তিকর, যন্ত্রণাকর, এবং অসহনীয় করে তুলছে। অথচ আপনি সুখ চান, আরাম চান, চান জীবনটাকে উপভোগ করতে। কি প্রমাণ হচ্ছে তা হলে? প্রমাণ হচ্ছে, দুশ্চিন্তাই আপনার জীবনের বড় শত্ৰু, ঠিক? না, ঠিক নয়। দুশ্চিন্তা বোকাদের জন্যে সত্যি জীবনের পরম শক্রই বটে! কিন্তু বুদ্ধিমতী যারা তাদের জন্যে দুশ্চিন্তা বা উদ্বেগ অথবা ভীতি-শক্রি নয়। বরং পরম বন্ধু হিসেবে স্বীকৃতি পায়, কিভাবে? “নারীর সুখে অসুখে” বইটিতে স্ত্রী-যৌন ব্যাধি ও তার সঙ্গে সঙ্গে পুরুষ যৌন-রোগ, উৎস ও চিকিৎসা দেওয়া হলো। সাধারণ জন সাধারণের এটি অনেক উপকারে আসবে। সাধারণ পাঠক, চিকিৎসা বিজ্ঞানের ছাত্ৰ-ছাত্রীসহ সবার জন্যই এই গ্রন্থটি একান্ত প্রয়োজনীয় হিসেবে প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস ।