User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ছোটদের জন্য ভালোই।
Was this review helpful to you?
or
like it
Was this review helpful to you?
or
মজার একটি বই
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো ছিল
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো। যে কেউই বইটি পড়ে আনন্দ পাবে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
খুবই মজার বই। ছোটবেলায় অনেকবার পড়েছি। এখন আমার বাচ্চার জন্য নিয়েছি।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
বইটা মজার
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ মানেই ভালোবাসা
Was this review helpful to you?
or
Just awesome
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
এই বইটি একেবারে অসাধারণ ?
Was this review helpful to you?
or
ছোটদের জন্য খুব ভালো বই
Was this review helpful to you?
or
motamuti
Was this review helpful to you?
or
ছোট বোনকে উপহার হিসেবে দিয়েছিলাম বইটি। তার খুব পছন্দ হয়েছে।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
ছোটদের জন্য বেশ ভাল একটা বই?
Was this review helpful to you?
or
অনেক সুন্দর বই।
Was this review helpful to you?
or
অনেক ভালো লাগলো
Was this review helpful to you?
or
ছোটদের জন্য সত্যিই অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
অনেক আগে ফুপির বাড়ি গিয়ে বইটা পড়েছিলাম কিন্তু বড় হওয়ার পর কাহিনী আধো আধো মনে ছিলো... ছোট বোনকে জন্মদিনের উপহার দেওয়ার পর নিজেও আরেকবার চোখ বুলিয়ে নিলাম!আহা পুরনো দিনগুলি। ভালো লেগেছে। আর রকমারির ডেলিভারিও সময়মতো ছিলো। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
খুবই আকর্ষণীয় একটি মজার ভূতের গল্প ?
Was this review helpful to you?
or
অসাধারণ???
Was this review helpful to you?
or
yes
Was this review helpful to you?
or
gd book
Was this review helpful to you?
or
বই টা আমার দারুন লাগে। আজকে মাত্র শেষ করলাম।এত ভালো একটা বই পড়া শেষ বলে দুঃখও হচ্ছে ?।বইটা এখন আমার ভালো ভালোবাসার একটা বই হয়ে গেছে।আমি ১০ম শ্রেণীতে পড়ি।আমার মত কিশোর কিশোরী দের জন্য বইটা বেস্ট বলে আমি মনে করি
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
ভালো ছিল!
Was this review helpful to you?
or
wonderful book.
Was this review helpful to you?
or
"এই হুমায়ুন, ভূত পুষবি?" আমি আকাশ থেকে পড়লাম। বলে কি!ভূত পুষব মানে? ভূত কি কুকুর ছানা নাকি? আলোচনা করছি ১৯৮৯ সালে প্রকাশিত হুমায়ুন আহমেদের শিশু-কিশোরদের জন্য লেখা বই "বোতল ভূত " নিয়ে। স্কুল পড়ুয়া ছেলে হুমায়ুনের জীবনে আগমন ঘটে এক ভূতের বাচ্চার। ফলে পাল্টে যায় তার জীবন। কীভাবে এল এই বোতল ভূত? কী ঘটেছিল কিশোর হুমায়ুনের জীবনে? কী হলো বোতল ভূতের শেষ পরিণতি? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে পড়তে হবে "বোতল ভূত" বইটি। মূলত শিশু-কিশোরদের জন্য লেখা হলেও আমি মনে করি বড়রাও বইটি পড়ে আনন্দ লাভ করবে। *ব্যক্তিগত রেটিং- ৫\৫ হুমায়ুন স্যার আজ আমাদের মাঝে নেই কিন্তু তাঁর সাহিত্যকর্ম আমাদের আজও মুগ্ধ করে। বইটি পড়ার পর থেকে মাঝে মাঝে একান্ত নিরিবিলি পরিবেশে মনে হয়," ইশ! আমার কাছে যদি একটা বোতল ভূত থাকত!!!"
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
ছোটদের পড়ার জন্য বইটি অসাধারণ। শুরুটা যেমন দারুণ, শেষটা তার থেকেও বেশি চমতকার বই টা পড়লেই সেটা বুজতে পারবেন
Was this review helpful to you?
or
A wonderful book.Childhood is very Cute.Which published humayan Ahamed by This book
Was this review helpful to you?
or
অসাধারন ছিল?
Was this review helpful to you?
or
আমি এই বই টির নাম কোনো এক বির্তকে শুনেছি।আর শুনেই পরতে ইচ্ছে করল। ৬-১০ম শ্রেনির জন্য দারুন বই।তবে বড়রা যদি পরতে চান বইএর টেস্ট টা অ্যাভারেজ পাবেন। যদি ও আমি বড় , আমার ভালই লাগলো।
Was this review helpful to you?
or
faltu
Was this review helpful to you?
or
আমার ছোটবেলার বোতল ভূত!
Was this review helpful to you?
or
ঐ সময় এ বইটা আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছিল, এর প্রধান কারন সম্ভবত এর পরিবেশের সাথে নিজের পরিবেশপর মিল, এর ঘটনা প্রবাহগুলো পড়লে মনে হয় যেন এগুলো আমাদেরই ঘটনা, পরিবারের বড়দের কঠোরতা, খেলাধুলা ; পার্থক্য একটাই এগুলো আমরা চাইতাম কিন্তু বাস্তবায়ন হত না কিন্তু বোতল ভূত সেগুলো বাস্তবায়ন করত, তবে শেষে বোতল ভূতের কি হয়েছিল তা যানা যায়নি।
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ এর আরেকটি অসাধারণ বই।আমার অনেক ভালো লেগেছে বইটি।কিশোর ছেলে একটি বোতলে ভূত আছে এবং সেই ভূতটি তাদের কাজকর্মে সাহায্য করছে,এরকম একটা অবস্থার কথা উল্লেখ করা আছে।বইটি আমি পড়ার পর আমার ছোট ভাইকে উপহার দিয়েছি।
Was this review helpful to you?
or
This book was extremely enjoyable for my 9-year-old self. After reading this, I began collecting empty bottles of homeopathic medicine so that I could someday capture a ghost and have my own "Botol Bhoot". The author wrote this amazingly enough to make me believe- or, rather, hope - that it was possible! This book takes you on a journey to the borderland between truth and fiction - which will you believe? The author spun a wonderful tale about seemingly impossible incidents that establishes the existence of altruistic ghosts. Then the author destroys that faith himself. However you might interpret the open ending, without any solid conclusions from the author himself, you can nonetheless enjoy the adventures with the li'l ghost!
Was this review helpful to you?
or
'বোতল ভুত' আমার জীবনের প্রথম পড়া হুমায়ুনআহমেদ এর বই। এখনো মনে পড়ে বাবা বই মেলা থেকে কিনে দিয়েছিলেন। তারপর বইটা আমার আরও কাজিনদের ধার দিয়েছিলাম পড়তে। খুব মজা লাগতো বইটা পড়তে। আপনার যদি স্কুলে পড়ে ছোটবাচ্চা দের কোন বই উপহার দেয়ার ইচ্ছে থাকে তাহলে 'বোতল ভুত' বই টি দিতে পারেন। গল্প শুরু হয় মুনির নামক এক ছেলেকে নিয়ে। যে কিনা কথা বলে না। স্যার রা কিছু জিজ্ঞেস করলে চোখ পিটপিট করে। এরপর ঘটনাচক্রে এক লোকের কাছ থেকে ছেলেরা বোতল ভুত পায় । আসলে লোকটা দাবি করে শিশিতে ভুত আছে। ছেলেরাও তা বিশ্বাস করে এবং বোতল ভুতএর কাছ থেকে অনেক কিছুচায়। এবং সেগুলো পুরুণ হয়। নানা রকম আবদার একের পর এক বোতল ভুত পুরণ করে। কিন্তু আসলেই কি বোতলে ভুত আছে? এটা জানতে হলে বোতল ভুতের গল্প পড়তে হবে। আর ফিরে যেতে হবে সেই ছোট বেলায়। যা হারিগেছে। মাত্র ৯০ টাকা মুল্যের ' বোতল ভুত' কিনে ফেলুন। আর ভাবুন যদি আপনারও একরা বোতল ভুত থাকতো ??
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদের কিশোরদের জন্য লেখা সেরা একটি বই এটি।এখানে এক ছেলেকে একজন লোক একটি ছোট শিশি দেন যেখানে বোতল ভূত আছে বলে তিনি দাবি করেন।ছেলেটিও সরল বিশ্বাসে সেটি নেয় ও বোতল ভূত থেকে নানান জিনিস আবদার করতে থাকে এমনকি সেগুলো সে পেয়েও যায়।আসলে এখানে যে বোতল ভূতের কোনো হাত নেই,এগুলো সব কাকতালীয় ভাবে হচ্ছে তা ছেলেটি বুঝে না।পরে অবশ্য বোতল ভূত দেয়া লোকটিও তার এ পাগলামি থেকে বেরিয়ে আসে ও সেই ছেলেদেরকে তাদের ভুল বোঝায়।ছোটদের জন্য লেখা হুমায়ুন স্যারের সেরা বই এটি।
Was this review helpful to you?
or
বোতল ভূত হুমায়ূন আহমেদের লিখে যাওয়া কিছু ছোটদের বই এর মধ্যে উল্লেখযোগ্য। বইটি আমি আরো কয়েক বছর আগে পড়েছিলাম, আজ আবার পড়লাম। ঠিক যেনো আগের মত ভালো লাগলো। মাঝে মাঝে মনে হয়, ইস যদি একটা বোতল ভূত থাকতো! পরীক্ষায় এত কষ্ট করে পড়তে হতো না, সারাদিন আরাম করে ভূত টাকে নিয়ে ঘুরতাম!
Was this review helpful to you?
or
আমার খুব প্রিয় বইয়ের একটা "বোতল ভূত" ! কতবার যে পড়েছি, জানিনা ! হুমায়ূন স্যার এর লিখা খুব মিস করি
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #ডিসেম্বরঃ ২২ বইঃ বোতল ভূত লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনীঃ প্রতীক প্রকাশনা সংস্থা ধরণঃ শিশুতোষ উপন্যাস প্রচ্ছদঃ ধ্রুব এষ পৃষ্ঠাঃ ৬৪ রকমারি মূল্যঃ ৯০টাকা . হুমায়ূন আহমেদ একাধারে ঔপন্যাসিক,ছোটগল্পকার,নাট্যকার এবং গীতিকার।তিনি সর্বজনীন লেখক ছিলেন।তাঁর সহজ সরল ভাষায় তিনি যেমন বড়দের জন্য বই লিখেছেন,ঠিক তেমনি ছোটদের জন্যও লিখেছেন অসাধারণ কিছু বই।বোতল ভুত বইটি ঠিক তেমনি একটি শিশুতোষ বই।শিশু এবং কিশোরদের উপযোগী একটি অসাধারণ বই। . রিভিউঃ উত্তম পুরুষে রচিত এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক ছোট কিশোর,নাম হুমায়ূন।তার ক্লাসে মুনির নামের ছেলেটা বেশ অদ্ভুত ধরণের।কারো সঙ্গেই কথা বলে না।সে পেছনের বেঞ্চিতে বসে আর ক্লাসের সময় জানালার বাইরে তাকিয়ে থাকে।স্যার কিছু জিজ্ঞেস করলেই সে এমন ভাব করে তাকিয়ে থাকে দেখে মনে হয় একটা কথাও বুঝতে পারছেনা।এজন্য শিক্ষকদের কাছে তাকে অনেক প্রহার হতে হয়,কিন্তু কিছুতেই কিছু হয়না।তাই শিক্ষকরা সবাই মোটামুটি হাল ছেড়ে দিয়েছেন।একদিন অঙ্কের শিক্ষক একটা জটিল অঙ্ক করতে দেন ওদের,চৌবাচ্চার অঙ্ক।কারো মাথায় অঙ্কটার কিছুই ঢুকেনা,তাই কেউ সাহসা করতে পারেনা।কিন্তু হুমায়ূন অবাক হয়ে দেখে মুনির ফট করে অঙ্কটা করে ফেলে।মুনির পাশে বসা হুমায়ূনও তার কাছ থেকে দেখে অঙ্কটা করে ফেলে।তারপর নিয়ম অনুযায়ী ডান হাত উঁচু করে রাখে।কিন্তু কেউ হাত তুলছে না দেখে হুমায়ূন চট করে হাত নামিয়ে ফেলে,কারণ কেউ হাত না তুললে তাকেই অঙ্কটা স্যার বোর্ডে করতে বলবেন।এদিকে স্যার সেটা দেখে হুংকার দেন।অবশেষে মুনির ও হুমায়ূন দুজনের খাতায় অঙ্ক দেখে কে কার থেকে দেখেছে সেটা জিজ্ঞেস করেন।বশির নামের এক হাড় বজ্জাত ছেলে সত্যিটা বলে দেয়।মুনির কথা না বলার জন্য ও হুমায়ূন দেখে দেখে লেখার জন্য শাস্তি পায়।এই মুনির হঠাৎ করে হুমায়ূনের কাছে প্রস্তাব রাখে সে বোতল ভুত পুষবে কিনা।হুমায়ূন বোতল ভুত কি সেটা ভেবেই অবাক হয়!কৌতূহলবশতই হুমায়ূন মুনিরের সাথে বোতল ভুত আনতে যেতে রাজি হয়ে।গাছপালায় ঢাকা শেওলা পড়া দো'তলা বাড়িতে তারা উপস্থিত হয়। বাড়ির নাম শান্তিনিকেতন।দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসে সন্ন্যাসীর মতন চেহারার এক লোক।লোকটি দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতন।পরনে আলখাল্লার মত লম্বা পোশাক।লোকটি কবিতাও লেখে,তার লেখা একটা কবিতা তাদের পড়ে শোনায়।হুমায়ূনের কবিতাটা আগে কোথাও শুনেছে বলে মনে হয়,কিন্তু মনে পড়ে না।লোকটি বেশ অদ্ভুত।সেই অদ্ভুত লোকটিই ছোট্ট শিশিতে ভরে দিল ভুতের বাচ্চা।সেই ভুতের বাচ্চাকে সঙ্গে করে হুমায়ুন ঘরে নিয়ে আসার পর থেকেই ভূতের অদ্ভুত সব কর্মকাণ্ড শুরু হয়।কি সেই কাণ্ড?কিন্তু ভূত বলতে তো কিছু নেই তাহলে এই অদ্ভুত কর্মকাণ্ড ঘটালো কোন ভুত?আর শেষ পর্যন্ত ভূতেরই বা কি হয়েছে?ভুতের কার্যকলাপ কি শেষ পর্যন্ত বন্ধ হয়? . পাঠপ্রতিক্রিয়াঃ বইটি প্রথম পড়েছিলাম ক্লাস নাইনে থাকতে।তখন খুব ভালো লেগেছিলো।মজা পেয়েছিলাম খুব।তখন ভেবেছিলাম ইশ বোতল ভুত বলে সত্যি যদি কিছু থাকতো!লেখাপড়ায়-বিমুখ হুমায়ুনের বোতল ভুত নিয়ে কাণ্ড কারখানা মজা লেগেছে।এটা শিশু কিশোরদের বই হলেও বড়দেরও ভালো লাগবে আশা করি।ছোটখাটো একটা বই।এক বসাতেই শেষ করার মতো।যদি নিছক মজা পেতে চান তাহলে এই বইটি ভালো লাগবে। রেটিং: ৩.৫/৫
Was this review helpful to you?
or
বুক রিভিউ : বোতল ভূত
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ বোতল ভূত লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনীঃ প্রতীক প্রকাশনা সংস্থা প্রচ্ছদঃ ধ্রুব এষ পৃষ্ঠাঃ ৬৪ মুদ্রিত মুল্যঃ ১০০৳ #রিভিউঃ “বোতল ভূত” মূলত শিশু-কিশোরদের জন্যে রচিত উপন্যাস। মজার ভৌতিক গল্প বললেও ভুল হবে না। বইটি পড়ে আমার মনে হয়েছে তা বড়দেরও আনন্দ দিতে পারে। সুতারাং বড়-ছোট সকলে পড়তে পারেন এই বইটি। উপন্যাসে হুমায়ুন আহমেদ উত্তম পুরুষে কাহিনীর বর্ণনা দিয়ে যান। একদিন ক্লাসে এগারো বছর বয়সী লেখাপড়ায়-বিমুখ হুমায়ুন আহমেদকে তার বন্ধু মুনির অবাক করে দিয়ে বলল, “এই হুমায়ুন, ভূত পুষবি?” ভূত পুষবে মানে? ভূত কি কুকুর ছানা নাকি যা চাইলে সহজে পোষা যায়? এমন প্রশ্নগুলো হুমায়ুনের মনে কৌতূহল বাড়াতে থাকে। সাথে সাথে সে রাজি হয়ে রওনা দেয় ভুতের বাচ্চা আনতে। তখন সন্ধ্যাবেলা। গাছপালায় ঢাকা জঙ্গুলে জায়গায় শেওলা-ঢাকা দো’তলা বাড়িতে তারা উপস্থিত হয়। বাড়ির নাম শান্তিনিকেতন। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসে সন্ন্যাসীর মতন চেহারার একলোক। ঠিক যেন দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতন। পরনে আলখাল্লার মত লম্বা পোশাক। লোকটির আগে অন্য নাম ছিল, এখন অবশ্য সকলে রবিবাবু নামেই ডাকে। কি অদ্ভুত, তাই না? সেই অদ্ভুত লোকটিই ছোট্ট শিশিতে ভরে দিল ভুতের বাচ্চা। সেই ভুতের বাচ্চাকে সঙ্গে করে হুমায়ুন যখন ঘরে এলো তখন কি হল জানতে নিশ্চয় ইচ্ছে করছে? না থাক, আমি আর বলে গল্পের মজা নষ্ট করতে চাইনা। আপনারাই পড়ে ফেলুন এই ব্যতিক্রমধর্মী মজার ভৌতিক উপন্যাসটি। হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো বরাবরই সাহিত্যরস সমৃদ্ধ ও সুখপাঠ্য। আর ছোটোদের জন্যে “বোতল ভু্ত” ক্ষেত্রে এর ব্যততায় ঘটেনি। লেখায় মূলভাব প্রকাশে লেখক ছিলেন সহজ ও সাবলীল। যা ছোটদের জন্যে একেবারে পাঠের উপযোগী। বইটির রেটিং ১০ এ ১০ দিলেও কম হয়ে যায়। আপনার বাচ্চাকে গিফট করতে বা নিজের সংগ্রহে রাখতে আজই কিনে ফেলুন। রকমারি লিঙ্কঃ https://www.rokomari.com/book/1306/বোতল-ভূত
Was this review helpful to you?
or
শিশু এবং কিশোরদের উপযোগী একটি অসাধারণ বই। হুমায়ুন নামের এগারো বছর বয়সের ছেলের বোতলবন্দী একটি ভূত পাওয়া এবং তাকে ঘিরে জন্ম নেয়া অসংখ্য বিচিত্র ঘটনার মধ্যে দিয়ে গল্প এগিয়ে চলে।পড়া-শুনা বিমুখ হুমায়ুন ও তার স্বল্পভাষী বন্ধু মনিরের জীবনে ত্রাণকর্তা হিসেবে বোতল ভূতের আবির্ভাব শুধু ছোটদের মধ্যেই আলোড়ন সৃষ্টি করে না, বড়দের মধ্যেও সে নানা সংশয়ের জন্ম দেয়।ছোটদের জীবনে সাধারণত যেসকল সমস্যা পড়াশোনা বা খেলাধুলা জনিত, যা বড়দের কাছে আপাতঃভাবে তুচ্ছাতিতুচ্ছ, সেই সকল সমস্যা সমাধানের একমাত্র নাম বোতল ভূত।রয়েছে অত্যন্ত কঠিন চরিত্রের অংক শিক্ষক, যাকে ফাঁকি দেয়া প্রায় অসম্ভব।প্রকৃতপক্ষে ভুতের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে একধরনের সংশয় তৈরি হয়।ভুতের মালিক রহস্যময় বুড়ো ছাড়াও রয়েছে একান্নবর্তী পরিবারের মায়াময় এক সুন্দর ছবি।বিভিন্ন সময় ভূতের মালিকানার রদবদল এবং বিচিত্র ধরনের সমস্যা থেকে এই গল্পের চরিত্রদেরকে উদ্ধার করে বোতল ভূত তাদেরকে এক অসামান্য কৃতজ্ঞতা এবং ভালবাসার বন্ধনে আবদ্ধ করে।তারা তার প্রতি নির্ভরশীল হয়ে ওঠে।তারা তাদের এই ভালবাসা ও কৃতজ্ঞতার প্রকাশও ঘটায় বিচিত্র উপায়ে। এভাবেই এগিয়ে চলে বোতল ভূতের গল্প।ছোটদের গল্প হলেও এই গল্পের সারল্য বড়দেরকেও সমানভাবে বিনোদন দেওয়ার ক্ষমতা রাখে।---লেখক পরিচিতি: হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর।
Was this review helpful to you?
or
'বোতল ভূত' হুমায়ুন আহমেদের লেখা শিশু-কিশোরদের উপযোগি উপন্যাস। হুমায়ুন আহমেদের যে কোন লেখাই অত্যন্ত সাবলীল। কিন্তু আসলেই যে একটা লেখা কতটা সাবলীল হতে পারে তা বোঝা যাবে তাঁর শিশু-কিশোরদের জন্য লেখা এই গল্প উপন্যাসগুলো থেকেই। শিশু কিশোরদের জন্য এতটা দরদ দিয়ে লিখতে আমি আর মাত্র একজন বাংলাদেশী লেখককেই দেখেছি। তিনি মুহম্মদ জাফর ইকবাল। হুমায়ুন আহমেদ ভূতপ্রেত বিষয়ে বড়দের জন্য অনেক লেখা লিখেছেন। অধিকাংশ জায়গাতেই তিনি যুক্তি আর বিজ্ঞানের সহায়তায় দেখিয়েছেন যে ভূত জিনিসটা কেবলই মানুষের মস্তিষ্কপ্রসূত ভ্রম। খুবই সিরিয়াসভাবে যুক্তি এবং পাল্টা যুক্তির মাধ্যমে তিনি ভূতের অস্তিত্বকে অস্বীকার করেছেন। তাঁর এই প্রবণতা দেখা গিয়েছে ছোটদের জন্য লেখা ভূতের গল্প-উপন্যাসেও। ভূতদের নিয়ে অনেক মজা করে, তাদেরকে মানুষের উপকারী বন্ধু হিসেবে দেখিয়ে তিনি এমনভাবে একেকটা লেখা লিখেছেন ছোটদের জন্য যা পড়ে ভূতকে আর ভয় লাগে না, বরং মজার চরিত্র বলে মনে হয়। এসকম কারণে এমনিতেই হুমায়ুন আহমেদের ছোটদের জন্য লেখা ভূতের গল্প উপন্যাস ভূত বিষয়ক অন্যান্য লেখকদের তুলনায় অনেক আলাদা। পাশাপাশি এখানেও তিনি একটা সময়ে এসে আকারে ইঙ্গিতে খুদে পাঠকদের সামনে এই বিষয়টা তুলে ধরেছেন যে ভূতের অস্তিত্ব যতটা না আছে বাস্তবে, তারচেয়ে বেশি আছে মানুষের কল্পনায়। তাই যেসব নিন্দুক বলেন, কেন হুমায়ুন আহমেদ নিজে বিজ্ঞানের ছাত্র ও শিক্ষক হয়েও ছোটদের জন্য ভূত নিয়ে লেখা লিখে শিশুমনে ভূত বিষয়ক ভুল ধারণা ঢুকিয়ে দিতে চেয়েছেন, তাদের উচিৎ শুধু গল্প/উপন্যাসের টাইটেল নয়, আগে গোটা লেখাটাই পড়ে আসুন। যাইহোক, এই উপন্যাস রচিত হয়েছে উত্তম পুরুষের বিবরণে। উত্তম পুরুষ চরিত্রটির নাম হুমায়ুন। ক্লাসে বত্রিশ ছেলের মধ্যে তার অবস্থান বত্রিশ। একদিন সে তার বন্ধু মনিরের সাথে গেল 'শান্তিনিকেতন' নামের এক বাড়িতে যেখানে বাস করে রবীন্দ্রনাথ ঠাকুর সদৃশ এক বৃদ্ধ। বৃদ্ধ তাদেরকে একটা ওষুধের শিশিতে ভূত ভরে দিল। আসলেই যে তাতে ভূত আছে সেটা কেউ বিশ্বাস করে না। ছাত্রদের মধ্য থেকে ভূতের ভয় তাড়াতে হুমায়ুনদের অংক শিক্ষক খেয়ে ফেললেন ভূতটাকে। তারপর থেকেই একনাগাড়ে ঢেঁকুর উঠতে থাকল তাঁর। হুমায়ুন তাঁকে সেই বৃদ্ধার কাছে নিয়ে গেলে বৃদ্ধ তাঁর সমস্যার উপশম ঘটিয়ে দিল। এরপর থেকে বিভিন্ন ঘটনায় হুমায়ুন ভূতের সাহায্য চাইতে থাকল এবং ভূতটাও তাকে সাহায্য করতে থাকল। ভূতের সাহায্যে আগেভাগে এম কাঁঠালের ছুটি পেল তারা। ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হল। বড়চাচার অত্যাচার থেকে মুক্তি পেল। অরু আপার বিয়েও বন্ধ করা গেল। এরকমভাবেই ভূতের সাহায্যে আনন্দময় হয়ে উঠল হুমায়ুনের জীবন। একদিন সে ঐ বৃদ্ধের বাসায় গিয়ে দেখে বৃদ্ধ আর তাকে চিনতে পারছে না। এতদিন নাকি সে মানসিক সমস্যায় ভুগছিল এবং সেই সময়েই পাগলামি করে সে তাদেরকে ভূতের কথা বলেছে এবং ভূত উপহার দিয়েছে। আসলে নাকি ভূত বলে কিছু হয় না। সবটাই মনের কল্পনা আর ভূতের বদৌলতে যা যা হয়েছে সবই কাকতালীয় ঘটনা। তখন প্রথমবারের মত হুমায়ুনের মনে হতে থাকে আসলেই কি বোতলের মধ্যে কোন ভূত ছিল? ছোটদের উপযোগি দারুণ একটা উপন্যাস। ফিনিশিংটা আমার সবচেয়ে ভাল লেগেছে। একপেশে ভাবে যদি লেখক ভূতের অস্তিত্বকে পাকাপোক্ত করে কাহিনী শেষ করে দিতেন, তাহলে অনেক খুদে পাঠকদের মনে সেটা নেতিবাচক প্রভাব ফেলতে পারত। কিন্তু ভাগ্য ভাল, হুমায়ুন আহমেদ সেই কাজ করেন নি!
Was this review helpful to you?
or
Awesome Book For Children
Was this review helpful to you?
or
অনেক মজার একটি বই। পড়তে পড়তে কখন বইয়ের শেষ পর্যায়ে চলে গিয়েছি টেরই পাওয়া যায় না। ছোটদের জন্য অসম্ভব ভালো লাগার মত একটি বই। বড়রাও সমানভাবে উপভোগ করবে। উপভোগ্যতার দিক দিয়ে এই বইটিকে হুমায়ুন আহমেদ এর একটি 'must read' বলা চলে। কাহিনি সংক্ষেপ:- ঘটনাক্রমে বাচ্চা একটি ছেলের হাতে বোতলে ভরা একটি ভূত এসে পড়ে। ঘটতে থাকে নানান মজার মজার ঘটনা। কিন্তু বইয়ের শেষে রয়েছে টুইস্ট্। সত্যিই কি ঘটেছিল জানতে দেরি না করে বইটি পড়ে ফেলুন।
Was this review helpful to you?
or
Very good book for children.
Was this review helpful to you?
or
বাচ্চাদের জন্য ভালো
Was this review helpful to you?
or
ছোটোদের জন্য দারুণ একটি বই। ভুতের যদি সাহায্য করতো তাহলে কত কিছুই না হতো! এসব চিন্তা বইটি পড়তে পড়তে আনমনে ভেবেছি। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিলো পড়ার সময়। গল্পের কিছু প্রেক্ষাপট “দিপু নাম্বার টু” এর সঙ্গে মিলেছে, যদিও এটি কাকতালীয় ব্যাপার। গল্পের শেষ অংশটি আরও বেশি জোরদার হতে পারতো। সব মিলিয়ে বইটি দারুণ। ছোটোরা এই বইটি অবশ্যই পছন্দ করবে।
Was this review helpful to you?
or
onek mojar golpo. must try for new readers and children!!!!
Was this review helpful to you?
or
বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু ও মিসির আলি চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত গানগুলোও সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাঁর অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যা হুমায়ন নামের এক দুষ্ট ছেলেকে নিয়ে গল্প বোতল ভূত। হুমায়ূন ক্লাসে ভালো ছাত্র না। ক্লাশের ৩২ জনের মধ্যে ওর রোল ৩২। তবে ওদের ক্লাশে যে ছেলেটা একদম কথা বলে না- মুনির। ও কিন্তু খুব ভালো ছাত্র। গণ্ডারের ইংরেজি বলতে বললে চট করে বলে দিতে পারবে। শুদ্ধ বানানে। মুনির হূমায়ুনকে নিজে থেকেই জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? মুনির বললো, ওকে নাকি একজন ভূতের বাচ্চা দেবে। এই ভূতের বাচ্চা আর হুমায়ুনকে নিয়েই বোতল ভূত-এর গল্প।
Was this review helpful to you?
or
The story was larger than the size of the book.
Was this review helpful to you?
or
ছোটদের উপযোগি দারুণ একটা উপন্যাস। ফিনিশিংটা আমার সবচেয়ে ভাল লেগেছে। একপেশে ভাবে যদি লেখক ভূতের অস্তিত্বকে পাকাপোক্ত করে কাহিনী শেষ করে দিতেন, তাহলে অনেক খুদে পাঠকদের মনে সেটা নেতিবাচক প্রভাব ফেলতে পারত। কিন্তু ভাগ্য ভাল, হুমায়ুন আহমেদ সেই কাজ করেন নি! বোতল ভূত! এ আবার কেমন ভূত? এই ভূত দেখতে কেমন? হুমায়ূন ও তার বন্ধু মুনির যায় মুনিরের এক দূর সম্পর্কের নানার বাড়িতে ভূতের বাচ্চা আনতে, ভূতের বাচ্চা কিভাবে নেবে তারা? নানা একটা বোতল খুঁজে তার মধ্যে ভূতের বাচ্চা টা ভরে দেন আর এখান থেকেই ভূতের নাম হয় বোতল ভূত। এই ভুত কে নিয়েই এগিয়ে যায় বোতল ভূতের কাহিনী, বোতল ভূতের কাণ্ডকারখানা দেখে সবাই চমকে যায়, অনেক অসাধ্য সাধন করে বসে এই বোতল ভূত, হুমায়ূনের বড় বোনের বিয়ে আটকানো থেকে শুরু করে হুমায়ূন দের ফুটবল ম্যাচ জিতিয়ে দেয়া। কিন্তু হঠাৎ একদিন? বোতল ভূত হারিয়ে যায়! হুমায়ূনরা আর খুঁজে পায়না তাদের ভালোবাসার বোতল ভূতকে। © Aishu Rehman
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিও_প্রতিযোগিতা রিভিও__জুলাই/০৪ বই__বোতল ভূত লেখক__হুমায়ুন আহমেদ পৃষ্ঠা__৬৪ মুল্য__৯০৳ আমার হয়তো খুবই দরকার বোতল ভূত। ছোট হোমিওপ্যাথি বোতলে করে পকেটে নিয়ে ঘুরব। চাঁনি পসর রাতে যখন সবাই ঘুমাবে আমি চুপিচুপি বোতল ভূত নিয়ে ব্রহ্মপুত্রেরর বাধের পাশে হাঁটব। বলব, "ও বোতল ভূত, কাল তো এক্সাম । কিছু পারি না। হেল্প করো না। আরে বাবা বেশতো চাঁদের আলো খাওয়াব। নাহ্, প্রলাপ করছি না। যখন বাচ্চা ছিলাম তখন এই ভাবনটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল বইটি। ক্লাস সিক্সের এক ছাত্র হুমায়ুন। কাহিনীকার তাকে দিয়েছে একটা বোতল ভুত। সেই বোতল ভূতের কাছে করা আব্দার পুর্ন হয়। তারপর সেই ভূতের কারবারে চোখ ছানাবড়া। কিই না করেছে সে। হারানো ফুটবল ম্যাচও জিতিয়ে দিয়েছে, বোনের বিয়েও আটকে দিয়েছে। সেই সময় জয়জয়কার বোতল ভূতের। বোতল ভূতের কার্যকলাপের শেষ কোথায়??? ভারি অলস তো,। আমি কেন বলব। বই ই বলবে। রকমারি লিঙ্ক___ https://www.rokomari.com/book/1306/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4
Was this review helpful to you?
or
আমার পড়া প্রথম হুমায়ূন আহমেদ বই বোতল ভুত।এই বইটি সম্পর্কে আমি শুনেছি ১৯৯৩-৯৪ সালের বিতর্ক প্রতিযোগিতা থেকে যা বিটিবি তে প্রচারিত হয়েছিলো।আমি হুমায়ূন আহমেদের তেমন ভক্ত নই তবুও জানিনা কেন জানি নামটা শুনেই কেন জানি কিনতে ইচ্ছে হলো কিনে ফেললাম।তারপর বইটি পড়া শুরু করার পর আমি কোন ভাবেই বইটি রেখে উটতে পারছিলাম নাহ ।এক কথায় বলতে গেলে বইটি অসাধারণ ।
Was this review helpful to you?
or
আজ রিভিউ লিখতে বসে কেন যেন দম বন্ধ হয়ে আসছে! আমার প্রথম কেনা বোতল ভূত বইটি চুরি গিয়েছিল (নির্ঘাত কোনো শিখ্ক্ষিত চোরের কাজ)..মনে পরছেনা যদিও কোন সালের লেখা বইটি কিন্তু আমি এই বইটি হারাবার পর খুব কেদেছিলাম তাই মা আমাকে আরেকটি বোতল ভূত কিনে দিয়েছিল পরবর্তিতে সেটাও কোনো ভাবে চুরি যায়..খুব কড়া স্কুলে পড়েছি তাই স্বাধীনতার স্বপ্ন সারাক্ষনই মাথায় ঘুর ঘুর করতো..আমার কাছে বইটি ছিল স্বপ্ন পূরণের একটি রাস্তার মত..আমি যেন যা মন চায় তাই যদি করাতে পারতাম, আমার যদি একটা বোতল ভূত থাকত, পরীক্ষার পড়া যদি ভূত করে দিতো, ইচ্ছামত খেলতে পারতাম, কেউ বকা দিতে চাইলে ভুলিয়ে দিতে পারতাম..সবই স্বপ্নের মত ..আজ ও যেন তাই মনে হয় জীবন আরো জটিল হবার পর.বড় হবার পর .এখন মনে হয় বোতল ভূতের দরকারটা বড্ড বেশি.. হুমায়ুন সার কেমন করে মনের কথা পড়তেন আজও বুঝে উঠতে পারিনি!!!