User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
অলোকপুরীর ডাক স্মৃতি ভদ্র স্মৃতির বই "অলোকপুরীর ডাক" এর প্রচ্ছদ ইতিমধ্যেই সবাই দেখেছেন। আমার মতো আপনাদেরও কি প্রচ্ছদ দেখে একধরণের প্রশান্তি বোধ হয়নি? মনে হয়নি, বইটার মধ্যে গল্পগুলো হবে খুব গভীর জীবনবোধের? "অলোকপুরীর ডাক" বইটি পেন্সিল জাগৃতি প্রতিভা অন্বেষণ পুরস্কার প্রাপ্ত। স্মৃতি আমাকে দুইটা গল্প পড়ার সুযোগ দিয়েছে। গল্প দুটো পড়ে আমার কেমন লাগলো বলতে ইচ্ছা হচ্ছে। প্রথম গল্পটির নাম "সূর্যসন্তান"। গল্পের মূল চরিত্র আরশির জীবনের সত্য প্রকাশের ফলে বদলে গেলো তার চারপাশ। এমন সত্য বদলানো যা...See More
"ফিরতে হবে?" শেখ মুকিতুল ইসলাম কবিতা সংকলন আমি কবিতা বুঝি না। কোনোদিন বুঝিনি। আমার মনে হয় কবিরা কঠিন কঠিন শব্দ দিয়ে ধাঁধা বানিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই কবিতা থেকে দূরেই থাকি। কিন্তু যখন জানলাম পেন্সিল জাগৃতি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় শুধুমাত্র একটি কবিতার বই নির্বাচিত হয়েছে, তখন কৌতূহলী হলাম; কি এমন আছে এই কবিতা গুলোতে জানার ইচ্ছাতে পুরস্কার বিজয়ী কবিতাগুলো পড়লাম, যদি পাঠোদ্ধার করতে পারি -এই আশায়। বিজয়ী কবি মুকিতুল ইসলামকে আমি ব্যক্তিগত ভাবে চিনিনা। ...See More
আড়াল- দেবদ্যুতি রায় পেন্সিল-জাগৃতি প্রতিভা অন্বেষণ পুরস্কারপ্রাপ্ত গল্পগ্রন্থ। দেবদ্যুতির "আড়াল" গল্প গ্রন্থের "নুপুর" গল্পটা পড়ে পাঠপ্রতিক্রিয়া জানাতে এলাম। ভাবতে পারেন, "ভালোই তো বলবেন, পুরস্কারপ্রাপ্ত বই .............." একদম ঠিক, পুরস্কারপ্রাপ্ত হয়েছে দেবদ্যুতির লেখা, কারণ তার লেখা সত্যিই পুরস্কার পাওয়ার যোগ্য। নুপুর গল্পে নাহার নাম মেয়েটি পরম মমতায় অপেক্ষা করে তার ভালোবাসার মানুষের যে তার থেকে দূরে থাকে, কর্মসূত্রে। আমরা দেখলাম নাহার কিভাবে পরিপাটি করে সাজালো নিজেকে, কি ভাবনা চলছ...See More
আচ্ছা, আপনার কয়টা মুখোশ আছে? আয়নায় যে মানুষটাকে দেখতে পান তার মুখের উপর কি কোনো মুখোশ দেখেন? অফিসের ভদ্র বড়সাহেব যখন পাঁচ টাকার জন্য রিকশাওয়ালার মুখে কষিয়ে চড় বসিয়ে দেন কিংবা ছোট্ট বাবুর বাবা যখন ওষুধের বোতলে বিষ ভরে আরেক শিশুর বাবার কাছে মুনাফায় বিক্রি করে তখন কোন ধরণের মুখোশ পরতে হয়? সেই মুখোশ কোথায় কিনতে পাওয়া যায়? আর কিনতে পাওয়া গেলে তার দাম কত হতে পারে? এমন সব অদ্ভুত প্রশ্ন তুলে এনেছেন লেখক ইমরান নিলয় তার পেন্সিল জাগৃতি প্রতিভা অন্বেষণ পুরস্কারপ্রাপ্ত বই "ইঙ্গিত" এর গল্প "মৎস্যবৃদ্ধ ও মু...See More
It will be a great book for children.
বাংলাদেশে কিশোর উপন্যাসের অনেক ঘাটতি আছে। লেখককে ধন্যবাদ কিশোর উপন্যাস লেখার জন্য। আমার কাছে দুলাল এই উপন্যাসের নায়ক। অনেক যত্ন দিয়ে লেখক এই চরিত্রকে তৈরি করেছেন। দস্যিপনায় মেতে থেকেও কিভাবে একটি আন্দোলনের নেতৃত্ব দেয়া যায় তা চমৎকারভাবে ফুটে উঠেছে। কিশোর বয়সের প্রেম ও ভাবনাগুলো পড়ে নস্টালজিক হচ্ছিলাম। লেখাটি আরও বড় হলে বেশি ভালো লাগত। হঠাৎ করে শেষ হয়েছে এমন লাগলো। একটা আইডিয়া- গান্ধী স্যারের ধারাবাহিক লেখা যেতে পারে। আরও কিশোর উপন্যাস নিয়ে লেখক হাজির হবেন এই কামনা রইলো।
সত্যিই অসাধারণ একটি বই। ঝংকার মাহবুব ভাইয়ের প্রোগ্রামিং এর বলদ to বস এবং হাবলুদের জন্য প্রোগ্রামিং বই ২ টাও আমি নিয়েছি। এটিও নিলাম আবার আগামী ১০ ফেব্রুয়ারি যে বইটি আসবে সেটার জন্য অপেক্ষা করছি :) ঝংকার ভাইয়ের বই পড়ে আনন্দের সাথে প্রোগ্রামিং শিখেছি। আর এই বইটাও যতটুকু পড়েছি দারুণ। ধন্যবাদ ঝংকার ভাইকে এমন একটা বই প্রকাশ করার জন্য। অনেক অনেক ভালোবাসা ভাইয়ের জন্য। ❤❤❤
বইটি এক কথায় অসাধারণ!!
বই: “কষ্টিপাথর”। লেখক: সুজিত দেব রায় । পাওয়া যাচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলায় “জসিম বুকস হাউজ” স্টলে। রিভিউ:- যেহেতু আমি সাহিত্যের ছাত্র; বই পড়ার একটা আলাদা আকাঙ্ক্ষা সবসময়ই কাজ করে। সেই সূত্রেই সুজিত ভাইয়ের ১ম উপন্যাসটি হাতে নেয়া। উপন্যাসটি যখন পড়া শুরু করলাম, একটানে শেষ করতে বাধ্য হলাম! প্রত্যেক শিল্পীর শিল্পকর্মে তার অভিজ্ঞতার ছাঁপ স্পষ্ট। বইটি প্রমাণ করে লেখকের অভিজ্ঞতা প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত বিদ্যমান। উপন্যাসটি যেন প্রতিটা মানুষের করুণ জীবনের বাস্তব দলিল। উপন্যাসে...See More
ম্যাডাম, সালাম নিবেন। তাজউদ্দিন পিতা ও নেতা বইটি পড়েছি। অসাধারণ বই। পড়ে অনেক ভাল লাগলো। এতদিন জানতাম আপনার বাবা শুধু একজন একজন মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ কালীন প্রধানমন্ত্রী। কিন্তু আজ জানতে পারলাম তিনি একজন মহা নায়ক এবং মুক্তিযুদ্ধের অতন্দ্র প্রহরী। বঙ্গবন্ধুর চেয়ে ত্যাগী নেতা। তাই তাজ উদ্দিন সাহেবের কৃতিত্ব তার সন্তান হিসেবে জনগণের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব আপনাদের। কারও গোলামী করার জন্য নয় সঠিক ইতিহাস জানার জন্য।কারন কারও একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি।