User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'তুমি এক মুঠো শব্দ, যেখানে এক পুকুর দুঃখ থাকে।' রাফাত নূরের করা চমৎকার প্রচ্ছদ পেরিয়ে বইয়ের ফ্ল্যাপ পর্যন্ত যেতে পারলাম না, তার আগেই এক রাশ মুগ্ধতা ঘিরে ধরলো, কি ভীষণ সুন্দর উপমা! ইমরান নিলয়ের লেখার সাথে পরিচয় বেশ আগ থেকে। এই মানুষটির শব্দ চয়ন সবসময়ই আমাকে বেশ মুগ্ধ করে। তার থেকেও বেশি মুগ্ধ করে তার লেখার আলাদা ভঙ্গী। যেন একজন শিল্পী রঙ তুলি আর ক্যানভাস নিয়ে বসে একটার পর একটা স্ট্রোক দিয়ে যাচ্ছেন, আর চমৎকার একটা দৃষ্কল্প চোখের সামনে উঠছে ভেসে। 'ইঙ্গিত' লেখকের প্রকাশিত প্রথম গল্প সংকলন। মোট ১৫টি ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। সূচীপত্রে গল্প গুলোর নাম দেখেই বইটি একটানে পড়ে ফেলার ইচ্ছে জাগে মনে। বেশ কিছু গল্পই প্রথম পুরুষে লেখা। যার কারণে গল্প পড়তে পড়তে কখন যেন সেই গল্পেরই সঙ্গী হয়ে যাচ্ছিলাম নিজেও জানিনা। এমনিতেই ছোট গল্পের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর এই বই এর প্রতিটি গল্প সত্যিকার অর্থে শক্তিশালী। 'বৃত্তবন্দী' পড়ার পর নিজের মায়ের মুখটা চোখে ভেসে উঠবে সব পাঠকের, এই কথাটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি! 'ব্যর্থতা' গল্পটি মনে করিয়ে দিবে মধ্যবিত্ত আমাদের দৈনন্দিন জীবনের কথা। এই সংকলনে আমার সবথেকে প্রিয় গল্পটির নাম 'মৎস্যবৃদ্ধ ও মুখোশ' , কি সাবলীল অথচ কি ভীষণ দৃঢ় প্রতিটি লাইন! নতুন করে ভাবতে শেখায় সাজানো শব্দ গুলো! খুব ছোট্ট একটা কথা দিয়ে শেষ করি, ২০১৮ এর বইমেলায় বাংলা সাহিত্যের জগত খুব অসাধারণ একজন লেখক কে পেলো। তার নিয়মিত লেখার প্রতীক্ষায় এবং শুভকামনায়!
Was this review helpful to you?
or
আচ্ছা, আপনার কয়টা মুখোশ আছে? আয়নায় যে মানুষটাকে দেখতে পান তার মুখের উপর কি কোনো মুখোশ দেখেন? অফিসের ভদ্র বড়সাহেব যখন পাঁচ টাকার জন্য রিকশাওয়ালার মুখে কষিয়ে চড় বসিয়ে দেন কিংবা ছোট্ট বাবুর বাবা যখন ওষুধের বোতলে বিষ ভরে আরেক শিশুর বাবার কাছে মুনাফায় বিক্রি করে তখন কোন ধরণের মুখোশ পরতে হয়? সেই মুখোশ কোথায় কিনতে পাওয়া যায়? আর কিনতে পাওয়া গেলে তার দাম কত হতে পারে? এমন সব অদ্ভুত প্রশ্ন তুলে এনেছেন লেখক ইমরান নিলয় তার পেন্সিল জাগৃতি প্রতিভা অন্বেষণ পুরস্কারপ্রাপ্ত বই "ইঙ্গিত" এর গল্প "মৎস্যবৃদ্ধ ও মুখোশ" এ। বইটার এই গল্প পড়ার সৌভাগ্য হয়েছে আমার। কি অদ্ভুত ভাবে মানুষের ভেতরের নোংরা রূপটা তুলে ধরেছেন লেখক! গল্পের উন্মোচন করেছেন দারুন সব বর্ণনা দিয়ে, আমি যেন দেখতে পাচ্ছিলাম মৎস্যবৃদ্ধকে, তার পাশে রাখা রহস্যময় কাঠের নীল বাক্সটাকে। আমার খুব জানতে ইচ্ছা করছিলো কি আছে সেই নীল বাক্সে। আমার ভালো লেগেছে গল্পটা । বিশ্বাস করি, বাকি গল্পগুলোতেও নানা চমক আছে। লেখকের অনুমতি নিয়ে বইয়ের ভেতরে ফ্ল্যাপের লেখাটা উল্লেখ করছি- "তুমি একমুঠো শব্দ, যেখানে একপুকুর দুঃখ থাকে।" মানুষ শব্দের তৈরী। একটি শিশু যখন প্রথমবারের মতো চিৎকার করে, কাঁদে- ঠিক তখন থেকেই তার জীবন হাঁটতে শুরু করে। সময়ের সাথে তার চারপাশে যোগ হয় আরো নানান শব্দ। এবং এটা চলতে থাকে গলায় আধখানা কথা বা ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে সে একাকী মারা যাবার আগপর্যন্ত। অথচ মানুষ পৃথিবীতে শুধু শূন্যতা নিয়ে আসে। আর কোনো পরিচয় থাকে না তার। ধীরে ধীরে তার ওপর আরোপ হতে থাকে নিত্যনতুন পরিচয়- নাম, লিঙ্গ, পরিবার, সমাজ, ধর্ম, দেশ। আর সে গড়ে উঠতে থাকে একেবারে ভিন্ন এক মানুষ হিসেবে- যা সে নয়, ছিলো না কখনো। এবং ভাগ্য খারাপ হলে, আর কখনোই খুঁজে পায় না নিজেকে। হারিয়ে যায় মানুষের ভীড়ে। নিজেকে ভুলে গেলেও ভেতরের শূন্যতাটুকু আমরা কখনোই ভুলতে পারি না। এটাই আমাদের মাঝরাতে জাগিয়ে তোলে কিংবা আয়নার দিকে তাকিয়ে চট করে দেখে নিতে সাহায্য করে যে সবকিছু ঠিকঠাক আছে। এবং এই শূন্যতাই আমাদের জীবনের ভিন্ন ভিন্ন শব্দগুলোকে কাছাকাছি ছাঁচে ফেলে আবারো একসাথে জড়ো করে। তাই প্রতিটি মানুষের জীবনে আনন্দ-দুঃখ আলাদা। কিন্তু শূন্যতা এক; গল্পগুলো এক।