User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: “কষ্টিপাথর”। লেখক: সুজিত দেব রায় । পাওয়া যাচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলায় “জসিম বুকস হাউজ” স্টলে। রিভিউ:- যেহেতু আমি সাহিত্যের ছাত্র; বই পড়ার একটা আলাদা আকাঙ্ক্ষা সবসময়ই কাজ করে। সেই সূত্রেই সুজিত ভাইয়ের ১ম উপন্যাসটি হাতে নেয়া। উপন্যাসটি যখন পড়া শুরু করলাম, একটানে শেষ করতে বাধ্য হলাম! প্রত্যেক শিল্পীর শিল্পকর্মে তার অভিজ্ঞতার ছাঁপ স্পষ্ট। বইটি প্রমাণ করে লেখকের অভিজ্ঞতা প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত বিদ্যমান। উপন্যাসটি যেন প্রতিটা মানুষের করুণ জীবনের বাস্তব দলিল। উপন্যাসের রাহাত যেন ৭১ পরবর্তী প্রতিটা দশকের নায়ক। কত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় ওই ছেলে-মেয়েদের, যাদের পরিবারের সুখ-দু:খ প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে জড়িত কৃষির সাথে অথবা যাদের পরিচয় ‘মধ্যবিত্ত শ্রেণি’। ঝলক যখন সাদেক ভাইয়ের কথা অস্বীকার করে বলে, “পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য নারী না, শিশুর খেলা করা” তখন আমিও ঝলকের সাথে একাত্মতা ঘোষণা না করে পারি না। ভালো লাগে যখন রাহাত জুঁইকে প্রথম দেখেই ভালোবাসতে চায়, যেভাবে চার্লস ডিকেন্সের কলমে সিডনী কার্টন ভালোবাসে লুসিকে। আবার লক্ষ্য করি, জুঁই কে সে কথা বলতে না পারার সহজ সীকারোক্তি। শেষ পর্যন্ত কি হয়েছিল সেটার জন্য তো উপন্যাসটি পড়তেই হবে। ভাই-বোনকে নিয়ে লেখা প্রতিটা মুহুর্ত চরমভাবে অনুভব করেছি, অনুভব করেছি বন্ধুত্বের মুহুর্তগুলো। উপন্যাসটির ভুমিকা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনাট্যকার ও পরিচালক রিয়াজুল রিজু। উনার সাথেই তাল মিলিয়ে বলতে চাই, “কখনো মনে হয় এ যেন প্রতিটা মানুষের জীবনের গল্প। আবার কখনো, অন্যকিছু।” এই ধরনের একটা গল্প প্রতিটা মানুষের অন্তত একবার পড়া উচিত। নতুন বই হওয়া সত্ত্বেও, ১ম দিন থেকেই বইটির বিক্রি প্রমাণ করছে এর চাহিদা! আমি আশা করি দ্রুত সবাই বইমেলা থেকে সংগ্রহ করবেন। একুশে বইমেলা, ঢাকা: স্টল: ‘বাংলার কবিতাপত্র’, লিটল ম্যাগাজিন চত্বর(স্টল নং-৬৮), বাংলা একাডেমী প্রাঙ্গণ । স্টল: ‘বাংলার প্রকাশন’, সোহরাওয়ার্দী উদ্যান(স্টল নং- ৬৮১) বই কিনুন। বই পড়ুন। বই উপহার দিন। মো. কাওছারবিন খালেদ বাংলা ভাষা ও সাহিত্য, স্নাতক(সম্মান) ৩য় বর্ষ ।
Was this review helpful to you?
or
খুব ভালো বই।
Was this review helpful to you?
or
Nice Book