User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বিজ্ঞান বিষয়ে ড. মুহাম্মদ জাফর ইকবালের বেশ কিছু সুন্দর সুন্দর বই আছে। বইগুলো কিশোর তরুণদের উপযোগী করে লেখা। পদার্থ বিজ্ঞান, গণিত বা কোয়ান্টাম ফিজিক্সের বিষয়গুলো দেখলে যাদের তিতা করলার কথা মনে পড়ে, বা আমার মতো যারা স্কুল-কলেজে জোর করে এগুলো গিলেছেন স্যারের ওই বইগুলো তাদেরকে ভিন্ন স্বাদ দেয়। অত্যন্ত সহজ ভাষা ও সাবলীল উপস্থাপনা এসব বইয়ের অন্যতম প্রসাদগুণ। এবারের বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী সে ধারায় নতুন এক বই সংযোজন করেছে: ‘বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স’। মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে আদিমানবে...See More
Good for supplication. But need to mention Arabic Nokta in every letters
Valo akta boi
Amazing!
সাম্প্রতিক সময়ে দেখা যায় বাংলাদেশে 'মুক্তবুদ্ধি চর্চা' নামে ইসলামবিরোধী কথা প্রচারকারীদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। আসলে মূল কাজ যাই হোক না কেন নামের মোড়কে এবং বিজ্ঞান চর্চার মূলা দেখিয়েই এরা ইসলামের নামে আজেবাজে কথা ছাড়াচ্ছিল। কিছুদিন যাবার পর একেবারে দিনের আলোর মতই পরিস্কার হয়ে যায় যে তারা 'ইসলামের বিরুদ্ধে কথা বলাটাই মুক্তমনের চর্চা আর ইসলামের পক্ষে কথা বলাটাই মৌলবাদিতা' এই কথাটাই আসলে প্রচার করে যাচ্ছিল। কিন্তু ইসলামিক সোসাইটিতে এদের রিফিউট করে কাজ তেমন হচ্ছিলই না বলা চলে। এমন পরিস্থিতিতে আরিফ...See More
বাজে অনুবাদ
ভালো লেগেছে বইটা
ভিন্ন সুরে গাঁথা কবিতা সব। “আমার হৃদয় দিয়ে আমায় ভালবেসো তুমি” – “জাস্ট ট্রাই” কবির অপূর্ব সৃষ্টি। কবিতার আকুতি হৃদয় ছুঁয়ে যায়। “অনুরোধ” কবিতাটি পড়ে চোখে জল এসে গেলো।
বইটা পড়েই মনে হয়েছে লেখক প্রচুর পরিশ্রম করেছেন লেখার জন্য। সুন্দর প্রচ্ছদ, সাবলীল লেখনি। গল্পের গাঁথুনী মজবুত হলেও কেন জানি মনে হয়েছে লেখক গল্প বলার শেষে এসে তাড়াহুড়ো করেছেন। যেখানে কিছু লেখক শুধুমাত্র বইয়ের পাতা বাড়ানোর জন্য অহেতুক গল্প টেনে টেনে লম্বা করেন সেখানে আবুল ফাতাহ শেষে এসে কেন যে তাড়াহুড়ো করেছেন তা বোধগম্য হয়নি। উপন্যাসে পোস্টমর্টেম রিপোর্ট, পুলিশ রিপোর্ট, অস্ত্রের বর্ণনাসহ ছোট ছোট বিষয়ও যত্নের সাথে উপস্থাপন করা হয়েছে। কিন্তু গল্পে জিপিএস ট্র্যাক করে যেভাবে উদ্ধার অভিযান চালানোর বর্ণ...See More
জীবন ঘনিষ্ট ছোট গল্পের সংকলন। ভালো লেগেছে।