User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিজ্ঞানে আস্হা রাখব না বিশ্বাসে আস্হা রাখব ? "বিশ্বাস" কিন্তু কালান্তরে "বিজ্ঞান" এর সাথে সমন্বয় করে চলেছে। তাই "বিজ্ঞান" আগে "বিশ্বাস" পরে। ত্রিভূজের তিন কোনের সমষ্টি ১৮০°। এটা বিজ্ঞান। প্রমাণিত সত্য। স্রষ্টা সাকার না নিরাকার ? কোন একক উত্তর আসবেনা।। তাই যে সাকার মনে করে সেটা তার বিশ্বাস আবার যে নিরাকার মনে করবে সেটাও তার বিশ্বাস। তাই বিজ্ঞান ও বিশ্বাস এক বিষয় নয়।
Was this review helpful to you?
or
THE BOOK IS GOOD AND ENRICHING. . ROKOMARI.COM'S HIGHER MANAGEMENT , SEEMS TO ME, IS BETTER; BUT MARGUNAL LEVEL -----ONLINE SERVUCE GIVER S ARE MOSTLIY VERY INEFFICIENT---SOME OF UR GIRLS SERVE BETTER OF COURSE.ROKOMARI’S HIGHEST ATHORITY---THE OWNER SHOULD INVESTIGATE ITO THE MATTER AND TRY TO IMPROVE IT QUALITY SERVICE.==========
Was this review helpful to you?
or
good one...but it's quite small in size
Was this review helpful to you?
or
ভাল বই
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
এই বইটি কেনা ব্যর্থ যায় নি আমার। ?
Was this review helpful to you?
or
ভাল বই। শুধু হঠাৎ করে জ্ঞানী কন্যা হতে আসার ব্যাপারটা অবৈজ্ঞানিক ।
Was this review helpful to you?
or
সহজ ভাষা+ বিস্তারিত কোন জিনিস নাই এই বইয়ে
Was this review helpful to you?
or
A good comprehensive writing.
Was this review helpful to you?
or
কোরান থেকে যে বিজ্ঞান বইটা পরে সেই অনুভুতিটা আসবে।
Was this review helpful to you?
or
মানুষ কী কখনো বানর থেকে মানুষ হয়। Number 1ফালতু লোক।
Was this review helpful to you?
or
Nice book!
Was this review helpful to you?
or
দারুন একটি বই । পৃথিবীর এবং মানব ইতিহাস খুব সহজে ছোট্ট করে জানার জন্য আদর্শ বই এটি । সব বিষয়গুলোকেই খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে বইটিতে । বইটি পড়ে খুব ভালো লাগলো ।
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দরভাবে কঠিন বিষয় সহজে ছোটদের জন্যে ব্যাখ্যা করা হয়েছে। এরকম আরো বইয়ের প্রয়োজন।
Was this review helpful to you?
or
most informative book in 57 page
Was this review helpful to you?
or
অসাধারণ বইটি, সংক্ষেপে অনেককিছুই বলেছে। ধন্যবাদ স্যার মুহাম্মদ জাফর ইকবাল।
Was this review helpful to you?
or
Better for beginning
Was this review helpful to you?
or
দারুণ বই। তবে দামটা বেশি
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
The book was awesome.
Was this review helpful to you?
or
বইটা খুবই অসাধারণ এটা পড়ে আমার কিছু বিষয়ে বিভ্রান্তি দূর হয়েছে ।
Was this review helpful to you?
or
Basic of evolution so easily explained
Was this review helpful to you?
or
বইটি ভালো হয়েছে। জাফর ইকবাল স্যার আমার ভিষন পছন্দের একজন লেখক। বইটি অনেক তথ্য বহুল। মহাকাশ নিয়ে স্যারের কাছে আরো অনেক ভালো কিছু বই শিখার অনুরোধ করছি। যারা মাহাকাশ বিষয়ক বই পছন্দ করেন তাদের জন্য বইটি অনেক ভালো। বইটিতে মানুষ এর সভ্যতার ইতিহাস ও উঠে এসেছে।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ বইঃ বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েনস লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনী প্রকাশকালঃ ফেব্রুয়ারি, ২০১৮ গায়ের মূল্যঃ ১৭৫ টাকা। পৃষ্ঠা সংখ্যাঃ ৫৫ প্রচ্ছদঃ মেহেদী হক বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েনস ধীরে ধীরে আমাদের দেশে বিজ্ঞান এবং গণিত নিয়ে লেখালেখি, বই বের হওয়া এবং পাঠকের কাছে এসব বইয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। ছোটদের জন্য সহজ ভাষায় বিজ্ঞান বা গণিতের বই লেখা শুরুর কৃতিত্ব'টা অনেকটা জাফর ইকবাল স্যারের। তিনি নিউরণে অনুরণন, নিউরণে আবারো অনুরণন, একটুখানি গণিত, গণিতের মজা মজার গণিত, একটুখানি বিজ্ঞান, আরেকটুখানি বিজ্ঞান ইত্যাদি বইগুলো দ্বারা তিনি মুলত আমাদের দেশে "মজা/আগ্রহ নিয়ে শেখা" এই কন্সেপ্টের সূচনা করেছেন। ধীরে ধীরে পাঠকের কাছে এই ধরণের বইয়ের চাহিদা যখন বৃদ্ধি পেয়েছে, তখন অন্যান্য আরো অনেক লেখক চাহিদার যোগান দিতে এগিয়ে এসেছে। তখন জাফর ইকবাল স্যার নিজে বিজ্ঞান/গণিত বিষয়ক বই লেখা কমিয়ে দিলেন। বিজ্ঞানপ্রেমী পাঠকের "দাবি"র মুখে তিনি আবার এই জনরা'য় লেখালেখিতে ফিরে আসেন। ২০১৭ সালে সহজ ক্যালকুলাস, এবং ২০১৮ সালের বইমেলায় তাঁর "বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েনস" প্রকাশিত হয়। বইয়ের বিষয়বস্তু বইটির নামের মধ্যেই চলে এসেছে। সৃস্টির শুরু বিগ ব্যাং থেকে আজকের আমরা। এই দীর্ঘ সময় পরিক্রমনে কেমন ছিল বিশ্বব্রহ্মাণ্ড। এই ১৩.৮ বিলিয়ন বছরের ইতিহাস কেমন। কেমন করে হলো সৃষ্টির শুরু, তৈরি হলো গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, মহাকাশ, সৃষ্টি হলো প্রাণ এবং প্রাণের বিকাশ হলো পৃথিবীতে। ডায়নোসরের বিলুপ্তি, হোমো নিয়ানডারথাল প্রজাতির পৃথিবী থেকে হারিয়ে যাওয়া। (হোমো নিয়ানডারথাল প্রজাতির নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কন্সেপ্ট নিয়ে, ২০১৯ বইমেলায় লেখকের নতুন সায়েন্স ফিকশন "নিয়ান" প্রকাশিত হয়েছে।) সময়ের শুরু, বিগ ব্যাং, বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারণ, ইনফ্ল্যাশন, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, ডারউইন ও বিবর্তন, ডায়নোসরের বিলুপ্তি, হোমো ইরেক্টাস, হোমো ফ্লোরোসিয়েন্সিস, হোমো নিয়ানডারথাল এবং হোমো সেপিয়েন্স। সবকিছুই বইটির মধ্যে রাখা হয়েছে তবে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে! বইটি মাত্র ৫৫ পেজের। সেটিও সাধারণ বইয়ের সাইজে নয়, পকেটবুক সাইজ। যেহেতু অনেক ক্ষুদ্র পরিসরে লিখা, তাই এই বইয়ে ডিটেইলসের আশা না করাই ভালো। আশাহত হতে হবে। বইটি আরো একটু বড় ক্যালিবারে আরেকটু ডিটেইলসে লেখা হলে আরো অনেক ভালো হতো। কারণ এগুলো বিষয় নিয়ে সহজ ভাষায় বড় ক্যালিবারে বই লেখার সামর্থ্য রাখেন, এমন লেখক বেশ কম আমাদের দেশে। ড. মুহম্মদ জাফর ইকবাল তাদের মধ্যে একজন। কিন্তু বইটি যেহেতু ছোটদের জন্য লেখা, বেশি ডিটেইলস বা বর্ণনায় গেলে হয়তো তাদের কাছে ব্যাপারগুলি বোধগম্য হতো না। বিগ ব্যাং থেকে এখন পর্যন্ত ১৩.৮ বিলিয়ন বছরের সাধারণ ধারণাটুকু নিতে চাইলে বেশ ভালো বই। ছোটদের বিজ্ঞান বিষয়ক বই হিসেবে ভালো সংযোজন৷ তবে যারা আরো গভীর থেকে জানতে বা শিখতে চান, এই বই পড়ে তাদের আশাহত হবার সম্ভাবনা থেকে যাবে৷ মেহেদী হকের করা বইয়ের প্রচ্ছদটি সুন্দর এবং আকর্ষণীয়। বইয়ের মাঝে প্রয়োজন অনুসারে রঙিন ছবি সংযোজন করা হয়েছে যা বিষয়গুলা বুঝতে সহায়তা করবে। পেজ কোয়ালিটি ভালো। কোনোরকম বানান ভুল চোখে পড়ে নি। আর বইয়ের মূল্য জাফর ইকবাল স্যারের বাকি সব বইয়ের মতোই "অনেক বেশি"। ৫৫ পেজের পকেটবুক সাইজ বইয়ের গায়ের মূল্য ১৭৫টাকা রাখার কোনোরকম যৌক্তিকতা জানা নেই আমার। বইয়ের মূল্য আরো কম রাখা হলে, আরো বেশি পাঠকপ্রিয়তা পেতো বইটি। তবে একটি ভালো খবর হচ্ছে, বইটির জাফর ইকবাল স্যার নিজের ওয়েবসাইটে উন্মুক্ত করে দিয়েছেন। যেকেউ চাইলে বিনামূল্যে বইটি কোনোরকম পাইরেসির ইস্যু ছাড়াই ডাউনলোড করে পড়তে পারে সেখান থেকে।
Was this review helpful to you?
or
Totally biased and ambiguous
Was this review helpful to you?
or
এরকম বই আরো অনেক বেশি বেশি দরকার।
Was this review helpful to you?
or
ছোটরা সহজেই যদি বিজ্ঞান শিখতে চায়,তাই নিঃসন্দেহে এই বইটা কাজে লাগবে।একদম সহজ ভাষায় বেসিক বিষয় সম্পর্কে ধারনা দেওয়া হইছে।
Was this review helpful to you?
or
It's a good book forever. By reading this book, we can learn more valiable things. I think everyone need to buy and read this book. The more you read the book, the more you want to read it.It increases our thirst for knowledge. So it is very helpful book for science fiction.
Was this review helpful to you?
or
এর থেকে সহজ করে বোধহয় আর লিখা যেত না। সত্যিই অসাধারণ! সববয়সী পাঠকদের জন্য এটা এক সুখকর যাত্রা।
Was this review helpful to you?
or
Amazing!
Was this review helpful to you?
or
এখনো সম্পূর্ণ বই পড়তে পারি নি।বইটি অনেক তথ্য সম্বলিত।আর যতটুকু ধর্ম বিরোধিতা আছে তা আমি বর্জন করেছি এবং অন্তর থেকে ঘৃণা জানাচ্ছি।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Valo akta boi
Was this review helpful to you?
or
বইটা অসাধারণ
Was this review helpful to you?
or
বিজ্ঞান বিষয়ে ড. মুহাম্মদ জাফর ইকবালের বেশ কিছু সুন্দর সুন্দর বই আছে। বইগুলো কিশোর তরুণদের উপযোগী করে লেখা। পদার্থ বিজ্ঞান, গণিত বা কোয়ান্টাম ফিজিক্সের বিষয়গুলো দেখলে যাদের তিতা করলার কথা মনে পড়ে, বা আমার মতো যারা স্কুল-কলেজে জোর করে এগুলো গিলেছেন স্যারের ওই বইগুলো তাদেরকে ভিন্ন স্বাদ দেয়। অত্যন্ত সহজ ভাষা ও সাবলীল উপস্থাপনা এসব বইয়ের অন্যতম প্রসাদগুণ। এবারের বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী সে ধারায় নতুন এক বই সংযোজন করেছে: ‘বিগ ব্যাং থেকে হোমো স্যাপিয়েন্স’। মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে আদিমানবের অস্তিত্ব হয়ে আজকের মানবজাতি এবং তার ভবিষ্যত—বৈঠকি ঢঙে লেখক এ বিষয়গুলো তুলে এনেছেন। রঙিন ছাপা, বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক ছবি বইটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। আদিমানবের প্রসঙ্গ এলে বিজ্ঞানমনস্ক মহলের একটি বিশেষ গোষ্ঠী ঢালাওভাবে বিবর্তনবাদ সমর্থন করেন। ড. ইকবাল তার সদ্যপ্রকাশিত এ বইটিতে মানুষের আবির্ভাব এবং তার প্রথম মানুষ হয়ে ওঠার পেছনের কাহিনি হিসেবে বিবর্তনবাদকে কিশোর ও তরুণদের সামনে অত্যন্ত স্পষ্ট ভাষায় তুলে এনেছেন। এ বিবর্তনবাদ সুমহান ও সুউচ্চ আল্লাহ তাঁর শেষ বার্তাবাহক মুহাম্মাদের মাধ্যমে মানবসৃষ্টির যে ইতিহাস জানিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাঁর নবির উপর আশীষ ও শান্তিধারা বর্ষণ করুন। স্তন্যপায়ী প্রাণীর উদ্ভবের কথা বলতে যেয়ে ড. ইকবাল বলছেন পৃথিবীজুড়ে যখন ডাইনোসরের রাজত্ব তার কোনো এক পর্যায়ে ‘নেংটি ইঁদুরের মতো’ স্তন্যপায়ী প্রাণীর জন্ম হয়েছে। ৬৫ মিলিওন বছর আগে গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলে খোয়াড় ছেড়ে বেরিয়ে আসে এই নেংটি ইঁদুরের মতো প্রজাতি। ড. ইকবাল বলছেন, “এই ছোট ইঁদুরের মতো স্তন্যপায়ী প্রাণীগুলোই হচ্ছে আমাদের পূর্বপুরুষ!” (পৃষ্ঠা ৪০) অথচ তার এই কথা আল্লাহর কথার সম্পূর্ণ বিপরীত। আমরা কুরআন খুললে দেখি আল্লাহ বলছেন, ﴾আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করব...﴿ [কুরআন, ২:৩০]। মানুষের আদি ইতিহাস বর্ণনা করে মহাপ্রতাপশালী ও মহীয়ান আল্লাহ বলছেন, ﴾...যিনি তোমাদের এক আত্মা (আদাম) থেকে সৃষ্টি করেছেন, এরপর তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে। এই দম্পত্তি থেকে দিকদিগন্তে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নর-নারী...﴿ [কুরআন ৪:১]। মহান আল্লাহর এসব কথা থেকে কোনো দ্বিতীয় ব্যাখ্যা করার সুযোগ নেই যে মানুষ ‘নেংটি ইঁদুরের মতো’ স্তন্যপায়ী প্রাণীদের উত্তর-পুরুষ। ড. ইকবাল বলছেন মানুষ যেদিন ৬ মিলিওন বছর আগে প্রথম দু পায়ের উপর দাঁড়াতে শিখল সেদিন ছিল অনেক বড় একটি ঘটনা। (পৃষ্ঠা ৪৩) কিন্তু আমরা নবিজির কাছ থেকে পাওয়া বিশুদ্ধ বর্ণনা থেকে দেখি, নবি আদামের ভেতর আল্লাহ যখন রূহ ফুঁকে দিচ্ছিলেন সেটা পা অবধি নামার আগেই তিনি উঠে দাঁড়াতে চাচ্ছিলেন। সুমহান আল্লাহ তখন মানুষের একটি চিরাচরিত স্বভাবের উল্লেখ করে বলেছেন, «মানুষ খুব বেশি ত্বরাপ্রবণ।» [রেফারেন্স] স্যার জাফর ইকবালের ভাষায় মানুষ প্রথমে ছিল ‘বুদ্ধিমান পশু’। তার মধ্যে সৌন্দর্যের অনুভূতি ও বিমূর্ত চিন্তা শক্তি ছিল না। পরে “কোনো এক রহস্যময় কারণে হয়তো একটি হোমো স্যাপিয়েনস পরিবারে একটি কন্যার জন্ম হয়েছিল যে ছিল অন্যদের থেকে আলাদা! হঠাৎ করে সে আর পশু নয়, সে মানুষ! তার সৌন্দর্যের অনুভূতি আছে, সে বিমূর্ত চিন্তা করতে পারে, যে জিনিসটি নেই সেটাও কল্পনা করতে পারে।” ড. ইকবাল দাবি করছেন: “পৃথিবীর সব মানুষ সেই আদি মাতার সন্তান।” তার এ দাবিটিও আল্লাহর কথার সামনে টিকছে না। আমরা একটু আগেই দেখেছি আদাম-হাওয়া দম্পত্তি থেকে পরবর্তী মানবপ্রজন্মের ধারা সৃষ্টি হয়েছে। সে হিসেবে আমাদের আদিমাতা হাওয়া। আল্লাহ তাঁর প্রতি শান্তিধারা বর্ষণ করুন। বইটি মাত্র ৫৫ পৃষ্ঠার। এর শুরুতে লেখকের কোনো কথা বা কোনোরূপ ভূমিকা নেই। কিশোরদের উপযোগী করে লেখা বলে কোনো রেফারেন্সও টানা হয়নি কোথাও। মানবজাতি সৃষ্টির ইতিহাস বর্ণনা করতে গিয়ে শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক যেভাবে কুরআন-সুন্নাহ বিরোধী মতবাদ কোমল মনে চাপিয়ে দিতে চাইলেন তা অবশ্যই নিন্দনীয় একটি কাজ। অভিভাবক হিসেবে আমাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ এক ‘ডেঞ্জার’ সাইন রেখে যাচ্ছে এ বইটি। ড. মুহাম্মদ জাফর ইকবাল এ দেশের বহু মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয় একজন মানুষ। মুসলিম-অমুসলিম নির্বিশেষে অনেকের উপর তার কথার প্রভাব অনেক। একজন মুসলিম সন্তান একদিকে আল্লাহ ও তাঁর বার্তাবাহকের প্রতি বিশ্বাস নিয়ে জন্মাবে, আদাম ও হাওয়াকে নিজেদের আদিপিতা ও আদিমাতা হিসেবে জানবে, অন্যদিকে বিশেষ মতবাদ সমর্থনকারী একদল বিজ্ঞানমনস্কদের মুখে শুনবে ‘নেংটি ইঁদুরের মতো’ প্রাণী তাদের পূর্বপুরুষ, ‘বুদ্ধিমান পশু’ থেকে জন্ম নেওয়া বিমূর্ত চিন্তাকারী কোনো কন্যা তাদের ‘আদিমাতা’—এ ধরনের পরস্পরবিরোধী কথা তার কচিমনে অবশ্যই নেতিবাচকতার জন্ম দেবে। নিজ অতীতে আমার ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, এবং বর্তমান সময়ের অগণিত তরুণ-যুবাদের ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া থেকে আমি স্পষ্টভাবে বলতে পারি, এ ধরনের মতবাদের সমর্থক বই, পত্রিকা, প্রচার মাধ্যম মুসলিম মানসদের জন্য খুবই ভয়ংকর। এর প্রধান কারণ হিসেবে বলব ‘ক্লাস টেন পাশ করা’ ইসলামি শিক্ষা। এ শিক্ষা কেবলই পুঁথিগত। এর কোনো প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে পড়ে না। আমাদের বাবা-মা’রাও কথিত প্রগতিবাদ আর পার্থিব উন্নতির প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে এসব বিষয়ে পাত্তা দেন না। ইসলামিক শূন্য কলসি নিয়ে এসব কিশোরেরা একসময় তরুণ ও যুবক হয়ে ওঠে। পরে সেই কলসিতে যখন এলিয়েন মতবাদ আর দর্শনের ঘোলাজল জমা হতে থাকে তখন সে হয়ে ওঠে ইসলাম-বিদ্বেষী, কিংবা ইসলাম-বিমুখ। সে ভুলে যায় তার স্রষ্টাকে। আপন স্রষ্টাকে ভুলে যাওয়ার চেয়ে বড় বিপর্যয় মানুষের জন্য আর কী হতে পারে? শিশু-কিশোর তো বটেই, আমরা নিজেরাও বই পড়ার বেলায় লেখকের মতাদর্শ ব্যাপারে যেন সজাগ থাকি। কাউকে নবিজির চেয়ে বেশি ভালোবাসি বলে তার সব কথা যেন অন্ধের মতো না গিলি। সবার আগে নিজের ইসলামিক জ্ঞানকে পোক্ত করে কলস ভর্তি রাখি। তা হলে নতুন যেকোনো ভাবাদর্শই আসুক না কেন তা কলস উপচে বাইরে পড়ে যাবে; ভেতরে কুল পাবে না। নীচু আদর্শ নিচেই পড়ে থাকুক।
Was this review helpful to you?
or
এখানে বেশিরভাগ কমেন্টেই বইটির প্রধান সমালোচনা হিসেবে মানুষ জন তাদের ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে অভিযোগ করেছেন।তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিজ্ঞানে বিশ্বাস না বরং প্রমাণ নির্ভর বাস্তবতাকে গুরুত্ব এর সাথে দেখা হয়। আমাদের দেশে মুসলিম প্রাধান্য বেশি, অন্তত সংখ্যার দিক থেকে।তাই আদম -হাওয়ার গল্পকে প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন যদি এটা খ্রিস্টান প্রধান দেশ হত তাহলে লোকজন বাইবেলনির্ভর কাহিনী শুরু করতেন। ধর্মের সমস্যা এখানেই, যারা যেটা বিশ্বাস করে সেটাকে কখনই সন্দেহের সাথে যাচাই করে না। এখন বই সম্পর্কে বলি। এখানে সহজবোধ্য করার উদ্দেশ্য নিয়ে অনেক রেফারেন্স এবং পিয়ার রিভিউড জার্নাল সাইট করা হইনি, তাছাড়া বিজ্ঞানের দিক থেকে বইটি সম্পূর্ণ মূলধারার। বর্তমান বিশ্বে এভুলুশন বাই ন্যাচারাল সিলেকশন মুলধারার সায়েন্টিফিক কমুনিটিতে অত্যন্ত সাদরে স্বীকৃতি পেয়েছে,সন্দেহ থাকলে একটু পড়াশোনা করে আসুন । আর যেসব স্কলাররা বিপরীতে অবস্থান নিয়েছেন, অন্তত তারা ধর্মের ভিত্তিহীন কাহিনি গুলোর উপরে নির্ভর করেন না। আমাদের মত নিম্নবিত্ত দেশের মানুষের ভিতরে উপযুক্ত প্রমান ছাড়া বিশ্বাস অত্যন্ত প্রবল। উন্নত দেশ গুলোর সাথে আমাদের পার্থক্য আসলে শুধু আয়ে নয়, চিন্তায়ও বটে। গোড়ামিটা বাদ দিয়ে, প্রযুক্তি -বিজ্ঞানে বহির্বিশ্বের সাথে কাধ না মেলালে হয়ত আমরা আমাদের অবস্থার উত্তরন করতে পারব না।
Was this review helpful to you?
or
নিঃসন্দেহে একটি ভালো বই। তবে জাফর ইকবাল স্যারের এ বই নিয়ে নানা রকম মতভেদের সৃষ্টি হয়েছে।অনেকে বলছেন,তার এ বই মহান আল্লাহ ও রসুল (স)এর কথার (কোরআন ও হাদিসের)অবমাননা করছে।আমি তাদের উদ্দ্যেশে বলতে চাই এ কথা অবশ্যই যুক্তিসংগত। তবে আমাদের খেয়াল রাখতে হবে,এর জন্য যেন জাফর ইকবাল স্যারকে দায়ী না করা হয়।অনেকে বলতে পারেন,তিনি ইসলামের বিরুদ্ধে লিখে যাবেন আর আমরা চুপ করে থাকব? "তাদের উদ্দ্যেশ্য করে বলছি,বইয়ের কথা গুলো স্যার জাফর ইকবালের কথা না,এগুলো বিজ্ঞানের কথা।তিনি শুধু সেগুলোই লিখে বই আকারে প্রকাশ করেছেন।তাহলে এখন প্রশ্ন হলো,তাহলে বিজ্ঞান কি ইসলাম বিরোধী কথা বলেছে?ইসলামের অস্তিত্ত নিয়ে প্রশ্ন তুলেছে?আসলে ব্যাপারটা সেরকম নয়।বইয়ের বিষয়গুলি বিজ্ঞান কখনোই জোর দিয়ে বলেনি,এটাই সত্য।তারা একটা ধারনা দিয়েছে মাত্র এবং এটুকু নিয়েও তাদের সংশয় রয়েছে।একেক বিজ্ঞানী একেক ভাবে বিগ ব্যাং থেকে পরবর্তী সময়কে ব্যখ্যা করেছেন।সকলের উদ্দ্যেশে বলে রাখি,বিজ্ঞান সবসময় সত্য বলেছে তা কিন্তু নয়।যেমন,বিজ্ঞান সর্বপ্রথম বলেছিল,পৃথিবীকে কেন্দ্র করেই সকল গ্রহ নক্ষত্র ঘোরে।তারপর তারা বলল,না!সূর্যকে কেন্দ্র করে সবাই ঘোরে,তবে সূর্য ঘোরে না।এরও পরে তারা বলল,সূর্যও ঘোরে তবে নিজ অক্ষের উপর।আজ আমরা জানি এটিই আসলে প্রকৃত সত্য।অর্থাত বিজ্ঞান ধীরে ধীরে সত্যকে উন্মোচন করে। এটিও ঠিক এমন।আজ হয়তো বিজ্ঞান যেরকম কথা বলছে কাল তা প্রমাণ হয়ে যাবে সত্য না।সেদিন হয়তো আমরা জানতে পারব কোরআন ও হাদিসের ব্যাখ্যাই ঠিক। তাই সকলের কাছে বিনীত অনুরোধ,এ বই নিয়ে কোন প্রকার নেতিবাচক উদ্দেশ্য খোজা থেকে বিরত থাকবেন।