User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটি পড়ে শুধুই মনে হচ্ছিল, হায়, আমার আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী, বন্ধুজনসহ এদেশের প্রতিটি মানুষের কাছে যদি সে কথাগুলাে, সে তথ্যগুলাে বা তার চিত্রটি তুলে ধরা যেত! বইটির ছােইরূপ বা নির্যাস হতে পারে তার অন্যতম একটি উপায়; তবে আমার অন্য মুসলিম-ভাইকে সহজেই পৌছে দিতে পারতাম কথাগুলাে। এমন আকাক্ষার কথা জানতে পারলাম আরও অনেকের কাছ থেকে। তাদের পরিকল্পনা ও ভাবনাটিও ঠিক মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় এবং শেষে এ-দেশ ও আপনজনদের কথা ভেবেই দুঃসাহস করে বসলাম! উদ্দেশ্য খানিকটা এমন, যদি তাদের ভেতর একটি অতৃপ্ত ...See More
xoss .... this is such a great motivational book.!
লাইফে অনেক মোটিভেশনাল গল্প + বই পড়েছি বাট এত বেশি মোটিভেটেড হইনি যতটা এই বই টা পড়ে হয়েছি । ঝংকার ভাই আপনি আসলেই awesome , আপনার লেখনীর ধরন অসাম,আপনার কথা গুলা অসাম। বইয়ের শেষের দিকে "লাইফের ব্যাটারির চার্জ মাপো" অংশ আমার খুব ভাল লেগেছে । যদিও আমার চার্জের পরিমাণ ৫০% এর মত , আশা করি আপনার দেয়া পদক্ষেপ গুলা যথাযথ ভাবে পালন করলে কয়েক মাসের মধ্যে ৮০% এর উপরে যেতে পারবো ইনশা_আল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ ভাই, বইটা এত্ত সুন্দর করে রিপ্রিজেণ্ট করার জন্য ।
এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি তরুন উদীয়মান লেখিকা জিমি হাইসন এর প্রথম বই " এ মিস্ট্রি অব ফোর্থ সেঞ্চুরি", যা প্রকাশিত হয় ২০১৭ সালে। এর পর একই প্রেক্ষাপটে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় লেখিকার দ্বিতীয় উপন্যাস " এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি"। যা প্রাচীন রোমান উপনিবেশিক আবহে রচিত। এ উপন্যাসের মাধ্যমে লেখিকা অত্যান্ত সফল ভাবে পাঠকদের স্পার্টা থেকে রোম, রোম থেকে স্পার্টা সাম্রাজ্যে, ১৬০০ বছর আগের সময়ে ঘুরিয়ে নিয়ে এসেছেন। নাম দেখে কোন ভাবেই এটাকে অনুবাদ গ্রন্থ বলে ভুল করা যাবে না। এটা সম্পূর্ন একট...See More
কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
At least all Muslim male must read it
চমৎকার একটি বই।
#বুক_রিভিউ গল্পের নাম- দ্যা স্ট্রেঞ্জ লাইব্রেরী লেখক-হারুকি মুরাকামি (নোবেল বিজয়ী) ‘দ্যা স্ট্রেঞ্জ লাইব্রেরী’ ছোটগল্প থেকে বড় আর উপন্যাস থেকে ছোট!গল্পে লেখক দারুণ ভাবে বাস্তব আর পরাবাস্তবতা পাশাপাশি দাঁড় করিয়েছেন।এই গল্প নিঃসন্দেহে সব বয়সী পাঠকদের টানবে। লাইব্রেরীতে বই ফেরত দিতে এসে লেখক কেমন যেন অনুভব করে!অন্যদিনের তুলনায় বেশ নিরিবিলি পরিবেশ।লেখক কিছু নতুন বইয়ের খোঁজ করতেই লাইব্রেরিয়ান সিড়ি বেয়ে নিচে নেমে ১০৭ নাম্বার রুমে যেতে বলে!পরাবাস্তবতার শুরু ১০৭ নাম্বার রুম থেকেই! শহরের লাইব...See More
সময়ের প্রেক্ষিতে এ পুস্তিকাটি খুবই উপকারী। ছোট হওয়াতে বহন করতে সুবিধা। রমজান মাসের সবগুলো আমল ও দোয়া একসাথে থাকায় বইটি খুবই উপকারী। আমি মনে মনে এ ধরনের একটি বই খুঁজছিলাম। ধন্যবাদ লেখক ও প্রকাশক মহোদয়কে।
এই বইটিতে দেখলাম শেষে রমজানের আমলগুলোর একটা তালিকা দিয়েছে যাতে টিক চিহ্ন দিয়ে রাখলে আমল করা সহজ হবে। বইয়ের পেছনের পাতায় রমজানের সময়সূচী দিয়েছে এটিও একটি ভালো দিক। তবে কাগজটা নিউজপ্রিন্ট না হয়ে হোয়াইট হলে ভালো হতো।
মাহে রমজানের আমল ও দোয়া বইটি খুবই ভালো লেগেছে।