User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটা সত্যি সুন্দর
Was this review helpful to you?
or
যে সব তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলোর রেফারেন্স দেওয়া থাকলে অনেক ভালো হতো।
Was this review helpful to you?
or
Obviously writer’s intention is good, but too much misinformation and inference in his writing. Not a good book at all.
Was this review helpful to you?
or
এই বইটার কিছু কিছু অংশ সত্য মনে হয়নি যেমন এলিয়েন
Was this review helpful to you?
or
A must-read book for anyone who wants to know the truth. Also after finishing this, read part 2. That's even better in my opinion.
Was this review helpful to you?
or
boi ta porar somoy shorir er poshom darie jacchilo. jara nijeke prokito musolman mone kore tader sobar pora uchit.
Was this review helpful to you?
or
খুবই গুরুত্বপূর্ণ বই, সবারই পড়া উচিৎ
Was this review helpful to you?
or
আহ,কি চমৎকার লেখা ❤️?
Was this review helpful to you?
or
অতি অসাধারন
Was this review helpful to you?
or
পড়ুন
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
দাজ্জাল বিষয়ক বই গলোর মধ্যে এটিই সবচেয়ে ভালো বলে মনে করি।বইটি পড়ে অনেক কিছু জানতে পারবেন ।রকমারি কে এরকম একটা ভালো বই দেওয়ার জন্য ধন্যবাদ ।
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
balo boi
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
MashAllah...
Was this review helpful to you?
or
bai ta khub e somoypojugi akta boi
Was this review helpful to you?
or
আমি খুবই ইচ্ছুক বইটি পড়ার জন্য।তাই অর্ডার করেছি কবে যে পাবো।আর কবে পরা বইটা পড়তে পারবো
Was this review helpful to you?
or
oshadharon laglo
Was this review helpful to you?
or
অতি মূল্যবান একটি বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ! বইটি পড়ে ভালো লাগছে। অনেক খিছু জানতে পেড়েছি.......
Was this review helpful to you?
or
আমি শুধু এতটুকু বলবো যে, বইটি আমাদের সবারই পড়া উচিত। বর্তমানে আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছি, তার উপযুক্ত ব্যাখ্যাসহ পাবেন এই বইটিতে। আলহামদুলিল্লাহ, আমি বইটি পড়েছি।
Was this review helpful to you?
or
বইটা কিনে আামার মনে হয় একটু হলেও ভাববেন..
Was this review helpful to you?
or
বুক সামারী,,,,# সাবধান দাজ্জাল আসছে ইমাম বাঁচাও,লিখক, মুফতী মাহদী আইসিক্ল পাবলিকেশন লিমিটেড Category: ঈমান, আক্বিদা ও তাওবা আখেরী যামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমণ কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবীই আপন উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)ও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে উমার (রাঃ) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেনঃ “একদা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেনঃ আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবীই তাদের উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলব যা কোন নবীই তাঁর উম্মাতকে বলেন নাই। তা হলো দাজ্জাল অন্ধ হবে। আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। বইটিতে আরও বলা আছে, ফ্লায়িং সোসার্স বা বারমুডা ট্রায়েংলের কথা ইহুদি-খ্রিস্টানদের চক্রান্তের কথা, আমাদের নিত্ত্য প্রয়োজনীয় দ্রবে যেমন মাছ- পোল্ট্রিতে রাসায়নিক মেডিসিন মেশানো, ইত্যাদি, দাজ্জালের আবির্ভাব, কিয়ামতের বড় বড় আলামত প্রকাশ পাওয়া,সমাজে অশ্লিলতা,অন্ন্যায়-অবিচার,জুলুম- নির্যাতন বৃদ্ধি পাওয়া,,,, এই বিষয়গুলি বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Was this review helpful to you?
or
the only word i can say about this book is every mumin needs to read this book plzz
Was this review helpful to you?
or
খুবই ভালো বই ঈমান রক্ষার স্বার্থে এই বই প্রত্যেক মুসলিমের পড়া জরুরী দাজ্জাল সম্পর্কিত এত ব্যতিক্রম কথা আগে কোন বইতে পড়িনি
Was this review helpful to you?
or
? বইটা অন্যান্য 'দাজ্জাল' বিষয়ক বই গুলোর চাইতে কিছুটা ব্যতিক্রম। কেননা এটা বাস্তব জীবনের সাথে হাদিসের ভাষ্যগুলো মিলিয়ে দেখানোর চেষ্টা করেছে, বাস্তব জীবনে এই ফিতনাহের প্রভাবটা বাস্তবভিত্তিক ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে...। আপনি যদি তার দাজ্জালের ফিতনাহ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে চান, এই ফিতনাহ থেকে পরিপূর্ণরূপে বাঁচার ইচ্ছা পোষণ করেন, তবে অন্যান্য বইগুলো পড়ার আগেই অনুরোধ করবো এই বইটি অবশ্যই একবার পড়ে দেখতে। এই বইটির সমালোচনা করার মতো শুধু একটিই ক্ষেত্র পেয়েছি। কিছু কিছু জায়গায় রেফারেন্সের ঘাটতি ! ব্যক্তিগত গবেষণা আর পড়ালেখা থেকে বুঝেছি কথাগুলো শতভাগ সত্য...। কিন্তু বিস্তারিত রেফারেন্সের অভাবে অনভিজ্ঞ-নবীনরা কথাগুলোকে সহজে হজম করতে পারবে না, তাই এই ক্ষেত্রে বইটির আরেকটু উন্নত হওয়া প্রয়োজন ছিল। তবে সব মিলিয়ে বইটি পড়ে দেখতেই বলবো___। বইটি লেখা হয়েছে দ্বীন প্রচারের জন্য, আসল উদ্দেশ্য কেবল 'দাওয়াহ', ব্যবসা নয়। তাই কলেবরের তুলনায় দামটা নিতান্তই নগণ্য। খুব বেশি জিততে না পারলেও কখনো ঠকবেন না বইটা কিনে... এই গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
বইটি পড়ে শুধুই মনে হচ্ছিল, হায়, আমার আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী, বন্ধুজনসহ এদেশের প্রতিটি মানুষের কাছে যদি সে কথাগুলাে, সে তথ্যগুলাে বা তার চিত্রটি তুলে ধরা যেত! বইটির ছােইরূপ বা নির্যাস হতে পারে তার অন্যতম একটি উপায়; তবে আমার অন্য মুসলিম-ভাইকে সহজেই পৌছে দিতে পারতাম কথাগুলাে। এমন আকাক্ষার কথা জানতে পারলাম আরও অনেকের কাছ থেকে। তাদের পরিকল্পনা ও ভাবনাটিও ঠিক মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় এবং শেষে এ-দেশ ও আপনজনদের কথা ভেবেই দুঃসাহস করে বসলাম! উদ্দেশ্য খানিকটা এমন, যদি তাদের ভেতর একটি অতৃপ্ত পিপাসা তৈরি করে দিতে পারি! এসব ভাবনা থেকেই শেষে বইটির নির্যাস তৈরিতে মনােযােগ দিলাম। যদিও আমাদের সমাজ ও পরিবেশ, লিখনীর জগৎ এ বিষয়ের সঙ্গে পরিচিত নয়। এ জাতীয় দৃষ্টান্ত আরবি বিভিন্ন গ্রন্থের থাকলেও, এ ধারাকে আমাদের অঙ্গনে বাঁকা চোখেই দেখা হয়। কারণও অবশ্য রয়েছে যথেষ্ট। নকল ছাপা, অনূদিত বইয়ের নামমাত্র পরিবর্তনে অথবা কোনােপ্রকার অনুমতি না নিয়েই লেখক বা অন্যপ্রকাশনীর বই একাধিকক প্রকাশনী থেকে প্রকাশ এবং পাইরেটেডের বাজারই এ জন্য দায়ী। এসব সমস্যাগুলাে এখন প্রকাশনী জগতে দুরারােগ্য ব্যাধির আকার ধারণ করেছে! তারপরও হাত দিয়েছি, কারণ, আমাদের উদ্দেশ্য ভিন্ন। তা আর কেউ না জানলেও অন্তরের ভেদ যিনি জানেন, তাঁর তাে আর অজানা নয়। আমরা তাে তার কাছে এর জন্য অপরাধের শাস্তি নয়, বরং প্রতিদানের প্রত্যাশা রাখি!