User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
লাইব্রেরীতে বই ফেরত দিতে যেয়ে আটকা পরে গল্পের প্রধান চরিত্র। তাকে বন্দি করে রাখা হয়। বন্দী অবস্থায় বিভিন্ন অদ্ভুত ক্যারেক্টরের সাথে দেখা হয় তার।তারা কেউ তাকে সাহায্য করে আবার কেউ ভয় দেখায়। কিভাবে সে এই রহস্যময় লাইব্রেরী থেকে পালাবে তাই নিয়েই এই বই।
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ গল্পের নাম- দ্যা স্ট্রেঞ্জ লাইব্রেরী লেখক-হারুকি মুরাকামি (নোবেল বিজয়ী) ‘দ্যা স্ট্রেঞ্জ লাইব্রেরী’ ছোটগল্প থেকে বড় আর উপন্যাস থেকে ছোট!গল্পে লেখক দারুণ ভাবে বাস্তব আর পরাবাস্তবতা পাশাপাশি দাঁড় করিয়েছেন।এই গল্প নিঃসন্দেহে সব বয়সী পাঠকদের টানবে। লাইব্রেরীতে বই ফেরত দিতে এসে লেখক কেমন যেন অনুভব করে!অন্যদিনের তুলনায় বেশ নিরিবিলি পরিবেশ।লেখক কিছু নতুন বইয়ের খোঁজ করতেই লাইব্রেরিয়ান সিড়ি বেয়ে নিচে নেমে ১০৭ নাম্বার রুমে যেতে বলে!পরাবাস্তবতার শুরু ১০৭ নাম্বার রুম থেকেই! শহরের লাইব্রেরীর বেসমেন্টে এত বিশাল জায়গা নিয়ে লাইব্রেরী ছড়িয়ে আছে তা আগে জানতো না লেখক,হয়তো কেউই জানে না!অদ্ভুত পরিবেশে ধীরপায়ে লেখক ১০৭ নাম্বার রুমের সামনে উপস্থিত হয়!সেখানে এক বৃদ্ধের সাথে দেখা হয়!এখান থেকেই পরাবাস্তবতার যাত্রা শুরু হয়ে যায়! বন্দি হয় লেখক তারপর নানান ঘটনায় গল্প আগাতে থাকে।লেখকের সঙ্গী হয় ভেড়ামানব আর একজন সুন্দরী মেয়ে!সকল চিন্তার ভিতরও যাকে দেখে লেখক মুগ্ধ! তারপর কি হয়?লেখক মুক্ত হয়?ভেড়ামানব আর মেয়েটির কি হয়?লেখকের অপেক্ষায় থাকা তার মা আর প্রিয় পোষা পাখিটির কি হয়? সব রহস্যের জট খুলতে গল্পটি পড়ার বিকল্প নেই!অসাধারণ লেখনী,নিঃসন্দেহে শেষ অবধি পাঠক মন্ত্রমুগ্ধ হয়ে পড়বে।।
Was this review helpful to you?
or
বই ফেরত দিয়ে বই নেয়ার জন্য লাইব্রেরিতে গিয়েছি । লাইব্রেরিয়ান মেয়েটা তার বইটা দড়াম করে বন্ধ করে বই গুলো রেখে ছিল মেরে দিল । তারপর বইয়ের নাম বলে বই চাইলাম। বলে দিল ১০৭ নাম্বার রুম । কিন্তু এই লাইব্রেরিটা বেশি নিরব । তারচেয়ে আশ্চর্য জনক হচ্ছে এর লোক গুলো । আগে ভাবিনি কিন্তু এখন ভাবতে হচ্ছে । কি অপেক্ষা করতে ১০৭ নাম্বার রুমে । আদৌ কি বই গুলো পাবো । এই বইটি পড়ার সময় আমার শুধু লাইব্রেরির কথা মনে হয়েছে । যদি আসলে ই এমন লাইব্রেরি আর লাইব্রেরিয়ান থাকত তবে কেমন হতো । সেই লাইব্রেরির গোপন কথা কি কেউ জানত । কেউ কি বিশ্বাস করত । কেউ কি রহস্যের সমাধান করতে পারত । বইটি খুব ই ছোট । আধ ঘন্টাও লাগবে না শেষ করতে । ছোট রহস্য গল্প । ভালো খারাপ দুই অনুভূতি হবে । এক এত তাড়াতাড়ি কেন শেষ হলো আর দুই রহস্য শেষ হলো না । গল্পের শেষে একটু টুইষ্ট আছে । তবে হ্যা,প্রতিটি মানুষ ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে যায় । আজ, কাল, পরশু এভাবেই নিজেই নিজের সঙ্গী হয়ে ওঠে । আর থাকে অন্ধকার ।
Was this review helpful to you?
or
মুরাকামি তাঁর ‘দা স্ট্রেঞ্জ লাইব্রেরি’র পৃষ্টা জুড়ে কিশোর ভাবনার সাথে বাস্তবতা এবং পরাবাস্তবতার এক দারুণ মিশেলে শুধুমাত্র কিশোর পাঠকদের নয় সববয়েসিদের টানেন শিল্পসফলতায়। টান টান উত্তেজনায় চলে তার কাহিনিনির্মাণ এবং কথার বুনোট। এক্ষেত্রে অনুবাদকের দক্ষতাকেও আমাদের স্বীকার করে নিতে হয় বৈকি! শব্দ নির্বাচন, বাক্যগঠন এবং অনুচ্ছেদের ধারাবাহিকতায় অনুবাদকের সৃজনশীলতার প্রকাশ অর্থবহ। চর্চা গ্রন্থ প্রকাশ এরকম কিশোর ক্ল্যাসিক অনুবাদের ব্যবস্থা করে আমাদের পাঠদুনিয়া সমৃদ্ধ করার সুযোগ দিয়ে বাংলাসাহিত্যে উল্লেখযোগ্য অনুবাদ সংযোজন করেছে। গ্রন্থটির কভার, সাইজ, সবকিছুই ব্যতিক্রম এবং ভেতরের মসলাও ব্যতিক্রম... এ ব্যতিক্রম দিয়েই আমাদের সাহিত্যে আসুক নতুন দিগন্ত।