User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
হুমায়ুন স্যারের সেরা লেখার একটা।
#রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা_৬ বইয়ের নাম : অপরাজিত লেখকের নাম : বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায় ক্যাটাগরি : উপন্যাস প্রকাশনী : অবধূত বইঘর ব্যক্তিগত রেটিং : ৪.৭/৫ ভূমিকা ও নামকরণ : অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। ‘প্রবাসী’ মাসিকপত্রে ১৩৩৬ সালের পৌষ সংখ্যা থেকে ১৩৩৮- এর আশ্বিন সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। উপন্যাসের স্ফীতির কারনে দু খণ্ডে বিভক্ত হয়ে প্রথম বের হয়ঃ প্রথম ভাগের প্রকাশকাল মাঘ ১৩৩৮ [এপ্রিল ১৯৩২], দ্বিতীয় ভাগের প্রকাশকাল ফাল্গুন ১৩৩...See More
উপন্যাসটি পড়ে আমি মুগ্ধ হলাম।মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান। নীরজা তার সস্নেহে গড়া ফুলের তথা সংসার জীবনের বাগানে অন্য কোন আগন্তুকের অনুপ্রবেশ মেনে নিতে পারেনি। হয়ত সে শেষ মুহূর্ত পর্যন্ত তার ব্যাক্তিগত জীবন আর ঠিক করতে পারেনি । কবিগুরুর অন্যান্য সৃষ্টিকর্মের মত, এতেও প্রকৃতির সাথে মানব চরিত্রের, সম্পর্কের এক চমৎকার মেল বন্ধন রয়েছে। উপন্যাসের প্রধান চরিত্রগুলো হচ্ছে—নীরজা, আদিত্য, সরলা, রমেন, রোশনী প্রমুখ। অনেকটা ত্রিভুজ প্রেমের উপন্যাস বলা চলে। মৃত্যুশয্যাশায়িনী জীবন তৃষিত নীরজার স্বামীর ওপর অধ...See More
nice book
অসাধারণ একটি বই আমার কাছে এই বইটি রকমারী থেকে নেয়া সেরা বইদের মধ্য একটি,বইটি যেমন পড়তে ভাল লেগেছে তেমন বইটির প্রচ্ছদ মলাটা ও খুবী ভাল হয়েছে, কারণ একটি বই নিজের কাছে তখন গ্রহন করা সম্ভব সাবলিল ও র্নিভুল বানান লেখার মধ্যে প্রকাশ হলে, সাফল্য প্রকাশনী কে ধন্যবাদ,এত পরিস্কার একটি বই আমাদের কে বই উপহার দেয়ার জন্য, কিন্তু অনেক প্রকাশনী তাদের বই চলবার জন্য পৃষ্টা ছেরা কালি দিয়ে সম্পূর্ন বড়ানো,মলাট ছুটানো বইয়ের বডি মুড়ানো,বই গুলো আমারা অনলাইন থেকে বই পাই যেটা আমাদের কাম্য নয়, এই সমস্যা গুলো ছ...See More
বইটির অনুবাদ খুবী বাজে যদি পরিমার্জন করে সংস্করণ করা হয় র্নিভুল কপি সংগ্রহ করবো, সেটা অবশ্যই রিভিউ এর মাধ্যমে আমাদের কে জানাবেন।
অসাধারন একটি বই আমি মনে করি এই বই সবার হাতের কাছেই রাখা ভাল।
বাংলা সাহিত্যে সর্বৃপ্রথম সফল প্রহসন রচয়িতা মাইকেল মধূসূধন দত্ত (১৮২৪-১৮৭৩) । তিনি যখন গম্ভীর রসের নাটক লিখছিলেন তখনই আবার ফাঁকে ফাঁকে দুখানি’ প্রহসন লিখে প্রতিভার পরিচয় দেন।একখানি হলো ‘ একেই কি বলে সভ্যতা’ (১৮৬০) আর অন্যখানি হলো ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ (১৮৬০)। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ‘ প্রথমখানিতে ইংরেজী শিক্ষিত ভ্রষ্টচার তরুণ যুবকদের কদাচারকে শানিত রঙ্গব্যঙ্গ এর ভাষায় দারুণ কশাঘাত করা হয়েছে, দ্বিতীয়খানিতে তথাকথিত প্রাচীন ব্রাহ্মণ-সমাজপতিদেরক চরিত্র ও লাম্পট্য খুব রসালভাবে বর্ণিত...See More
বাংলা সাহিত্যে প্রথম পাশ্চাত্যধারা তথা ইংরেজি Farce-এর বৈশিষ্ট্য ও গুণ সমন্বিত প্রহসন রচনায় কৃতিত্বের অধিকারী হলেন মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)। মূলত তাঁর একেই কি বলে সভ্যতা (১৮৬০) ও বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) প্রহসনদ্বয়ের মধ্য দিয়েই বাংলা প্রহসন তার স্বকীয়তা লাভ করে। প্রথমটিতে মধুসূদন উনিশ শতকের ইংরেজি শিক্ষাপ্রাপ্ত ইয়ংবেঙ্গলদের অতি আধুনিকতা, জীবন উপভোগের প্রবল বাসনা, অমিতাচার ও উগ্রতাকে তীব্র পরিহাসের রূপকে তুলে ধরেছেন। আর দ্বিতীয়টিতে তিনি সুতীক্ষ্ণ ব্যঙ্গ-বিদ্রূপে রূপায়িত করেছেন...See More
রসুলুল্লাহ(সা:) এর বিবিগনের নাম জানতে পারলাম।