User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্যে প্রথম পাশ্চাত্যধারা তথা ইংরেজি Farce-এর বৈশিষ্ট্য ও গুণ সমন্বিত প্রহসন রচনায় কৃতিত্বের অধিকারী হলেন মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)। মূলত তাঁর একেই কি বলে সভ্যতা (১৮৬০) ও বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) প্রহসনদ্বয়ের মধ্য দিয়েই বাংলা প্রহসন তার স্বকীয়তা লাভ করে। প্রথমটিতে মধুসূদন উনিশ শতকের ইংরেজি শিক্ষাপ্রাপ্ত ইয়ংবেঙ্গলদের অতি আধুনিকতা, জীবন উপভোগের প্রবল বাসনা, অমিতাচার ও উগ্রতাকে তীব্র পরিহাসের রূপকে তুলে ধরেছেন। আর দ্বিতীয়টিতে তিনি সুতীক্ষ্ণ ব্যঙ্গ-বিদ্রূপে রূপায়িত করেছেন কুলীন ব্রাহ্মণদের নারী উপভোগের বিকৃত বাসনাকে। এ প্রহসন দুটিতেই মধুসূদন তাঁর পাশ্চাত্য সাহিত্য ও জীবনচেতনা অধ্যয়নের প্রথম প্রকাশরূপে ইংরেজি Comedy of manners-এর রস ও রীতিকে গ্রহণের মাধ্যমে বাংলা প্রহসনকে আন্তর্জাতিক মাত্রা দান করেছেন। তাছাড়া প্রহসন দুটির কাহিনী যেমন তৎকালীন সমাজের অমিতাচার ও অনাচারকে হাস্য-বিদ্রূপের রূপকে ধারণ করে প্রহসনের চারিত্র্যবৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেছে, তেমনি কাহিনীর সংক্ষিপ্ত আয়তন, নকশাধর্মী বিন্যাস, সরস ও চরিত্রানুগ সংলাপ এবং চরিত্রের সামাজিক বাস্তবতা প্রতিপন্নের জন্য আঞ্চলিক তথা গ্রামীণ ভাষা প্রযুক্ত করে বাংলা প্রহসনকে সমৃদ্ধির শীর্ষভাগে উন্নীত করেছেন।