User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
বইটা অনেক ভালো ❤️
Was this review helpful to you?
or
জঘন্য অনুবাদক। নিজের ঢোল পেটায়।
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
well
Was this review helpful to you?
or
ভালোই ছিল। এখনো পুরোটা শেষ করতে পারিনি। এক বছর যাবত পড়ে যাচ্ছি। শেষ করতে পারনি???
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বই গুলো অসাধারণ
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই
Was this review helpful to you?
or
boi ta tmn vlw na,translation kmn jno.
Was this review helpful to you?
or
such e great book for improve mental attitude
Was this review helpful to you?
or
30 pristha pore pura birokto lage gace
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
#Rokomari_Book_Club_Review_Competition নামঃইসরাত জাহান রাখি বইয়ের নাম ঃসাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট লেখক ঃনেপোলিয়ন হিল ও ডব্লিউ. ক্লেমেন্ট স্টোন অনুবাদ ঃফজলে রাব্বি ক্যাটাগরি ঃব্যক্তিগত উন্নয়ন একটি ভালো বই এর লক্ষণ হচ্ছে বইটি আপনার জীবনকে স্পর্শ করবে। এই বই তেমন একটি বই। এই বইটি কেবল ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রেই নয়, বরং আপনাকে বাস্তবিক ব্যবসায়ী ও অন্যান্য যেকোন ক্ষেত্রে সকল ধরনের সমস্যা সমাধানের আপনাকে পথ দেখাবে। এই বইয়ের উল্লেখিত একটি উক্তি, জীবনে যদি মূল্যবান কিছু পেতে চাও তবে সেটার যথাযোগ্য মূল্য পরিশোধ করতে হবে। এই বইয়ের আলোচিত ২২ টি বিষয় এর মধ্যে কিছু বিষয় ১.সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাথে পরিচিত হন ২.আপনি আপনার বিশ্ব পরিবর্তন করতে পারেন ৩.দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে স্পষ্ট চিন্তা করুন ৪.আপনি কি আপনার মনের ক্ষমতাকে বিকাশিত করার সাহস রাখেন ৫.সম্পদ অর্জন করুন দূরে ঠেলে দেবেন না ৬.যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে অপরের টাকা ব্যবহার করুন ৭.কিভাবে আপনার কর্মশক্তি বৃদ্ধি করবেন ৮.কাজ শেষ করার রহস্য ৯.ধনী হতে গেলে কি কোন শর্টকাট আছে ১০.আপনি কি আনন্দকে কাছে দেখে নিতে পারেন লেখক বলেছেন সাফল্যের পরশপাথর বহন করতে যার এক পাশে ছিল ইতিবাচক মানসিকতা আর অপর পাশে ছিল নেতিবাচক মানসিকতার ভঙ্গি। শারীরিকভাবে বিকলাঙ্গ থাকলেও কিভাবে মানসিক শক্তির সহায়তা করবে তার সম্পর্কে বলা হয়েছে। হেলেঞ্চার বলেন এগিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত সফল হব ততক্ষন পর্যন্ত কাজ করে যাও। কোন ব্যাপারই না যত সময় লাগে লাগুক। প্রথমে আপনাকে আপনার আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে হবে, এটা জানতে হবে আপনি কি করতে চান। আপনার মনের মধ্যে কেবল সেই জিনিস গুলো রাখুন আপনি চান, আর যেগুলো চান না সেগুলো কে সরিয়ে রাখুন বা তেমন কোন কাজ করা থেকে বিরত থাকুন। ★★★সাফল্যের মৌলিক সূত্র হিসেবে বইটিতে 17 টি সূএ উল্লেখ আছে, তার মধ্যে কিছু সূত্র গুলো হল ঃ ১.একটি ইতিবাচক মনোভাব ২.উদ্দেশ্যে নির্দিষ্টতা ৩.সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ৪.গভীর আগ্রহ ৫.নিয়ন্ত্রিত মনোযোগ ৬.সময় ও অর্থ কি হিসাব করা ও পরিকল্পনার আওতায় আনা ***সতেরোটি সূত্র আপনার মনে খোদাই করে রাখতে হবে তবে সবচেয়ে বেশি উপকৃত হবেন। পুরো বইটি পড়লে আপনি সতেরোটি সূত্র সম্বন্ধে স্পষ্ট বুঝতে পারবেন। এমনকি বইয়ের শেষে আত্মবিশ্লেষণের জন্য কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এইগুলো আপনাকে আরো সহায়তা করবে। ★★বেশিরভাগ মানুষ নেতিবাচক মনোভাবের জন্য সাফল্য অর্জন করতে পারে না, তারা ভাবে পৃথিবী তাদের কঠিন বাধার মুখে ফেলছে,তারা তাদের ব্যর্থতার জন্য বিশ্বকে ও বাহ্যিক পরিস্থিতির দোষারোপ করছে। যদি একজন পুরুষ ঠিক হয় তবে তার বিশ্ব ঠিক হবে। আপনার মনোভাব ইতিবাচক হবে তখন বিশ্বের যেকোন সমস্যা আপনার সামনে সুযোগ হয় দেখা দিবে। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে অধ্যবসায়ী ও ঘাম ঝরাতে পারে তার সাফল্য নিশ্চিত। একজনের মানস চিওে তার যে সফল ব্যক্তিত্ব, যেরকম সফল ব্যক্তি হতে চাই তেমনি চিত্র রাখা উচিত ও দৃঢ়ভাবে সেই চিএকে সর্বদা স্মরণ করে যাওয়া উচিত। এ সাফল্যমন্ডিত চিত্র আপনার আত্মার সন্দেহ থেকে দূরে রাখবে ও পরাজয় থেকে উঠে দাঁড়ানোর শক্তি দিবে। জীবনে কিছু অর্জন করতে হয় তবে নিজের জন্য বড় লক্ষ্য নিতে হবে এবং সেই লক্ষ্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। একটি ইতিবাচক মনোভাব ও উদ্দেশ্যের নির্দিষ্টতার হচ্ছে সকল কৃতিত্বপূর্ণ অর্জনের চাবিকাঠি।আপনি যা চিন্তা করবেন আপনি তাই। দ্বিধাদ্বন্দের জাল আমাদের সৃজনশীল চিন্তা করতে বাধা দেয়। আমরা যা চাই, আমরা সেভাবে নিজেকে না তৈরি করে যেভাবে আমরা নিজেকে চাই না সেভাবে অভ্যাস গঠন করি। আমরা যে অন্যায় কাজটি করি তার জন্য আমরা অনুতপ্ত হই এবং অনুশোচনা থেকে মুক্তি পেতে চাই। খুবই কম সংখ্যক লোক আছে যারা এই ঝামেলা থেকে মুক্তি মুক্ত হয়। অবচেতন মনের শক্তিকে কাজে লাগিয়ে সচেতন মনকে নিয়ন্ত্রণ করে। বইটি আপনাকে এই শক্তি ধারন করার ও প্রয়োগ করার পথ দেখাবে।আপনি কাউকে যদি ভুল প্রমান করার চেষ্টা করেন,তার কোন ত্রুটি ধরিয়ে দিতে চান তবে তারা আপনার কাছে আসবে না,বরং দূরে চলে যাবে। আপনি কাউকে পরিবর্তন করতে চাইলে তাকে বোঝার চেষ্টা করে ও তাকে প্রভাবিত করার চেষ্টা করতে হবে। ★★★প্রয়োজনীয়তা ইতিবাচক মনোভাব, এই যোগফলই আপনাকে সাফল্য অনুপ্রানিত করবে। আপনি যদি সাফল্য অর্জন করতে চান তবে সেটাকে অবশ্যই ন্যায়ের ওপর প্রতিষ্টা করতে হবে। আপনি এই বইয়ে অসংখ্য সফল লোকজনর ঘটনা পাঠ করবেন।সবগুলোতে দেখবেন যে এরা প্রত্যেকেই প্রয়োজনীয়তা দ্বারা অনুপ্রানিত হয়েছে। আল্লাহ ন্যায়পরায়নদের সাথে আছেন। বইটি আপনকে আর্থিক অবস্থা থেকে মুক্তি দিবে না,কিন্তু বইয়ের জ্ঞান যদি আমি বাস্তবে কাজে প্রয়োগ করি তাহলে কিছু একটা হতে পারে।একটি শুধু আপনাকে নির্দিষ্ট করতে হবে।লক্ষ অনেক বড় হতে হবে।অতীতের চেয়ে অনেক বড়। তারপর কাজে নামতে হবে।স্বপরামর্শ একটি নিদিষ্ট আকাঙ্ক্ষাকে আর্ধিক সমতুল্য পরিনত করবে। ৭ টি গুন আপনার ইতিবাচক মনোভাব সহায়তা করবে পরিণামদর্শিতা,সহিষ্ণুতা, মিথ্যাচার,ন্যায়পরায়ণতা,বিশ্বাস,আশা,দানশীলতা।আসলে ইতিবাচক ফলাফল তখনি পাবেন,যখন সূএাবলি নিজের জীবনে যুক্ত করবেন।আমার নির্দিষ্ট লক্ষ্যের তিনটি ভাগ থাকা উচিত ঃ দীর্ঘমেয়াদী,স্বল্পমেয়াদী ও প্রতিদিনকার।সাফল্য পেতে হলে প্রতিনিয়ত,প্রতিদিন অনুশীলন করতে হবে।অন্যথায় এটার পাখি আছে উড়াল দিবে একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন বইয়ের সূএাবলি অধ্যয়ন করুন এবং আপনার বাস্তব জীবনে প্রয়োগ করুন কেবল যা লেখা আছে তা পড়ে গেলে তে কাজ হবে না। আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান তবে আপনাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে।চিন্তা হচ্ছে একজন সফল পুরুষের মূল ভিওি।
Was this review helpful to you?
or
সুন্দর ছিলো বইটি
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
really nice book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
মোটামুটি
Was this review helpful to you?
or
excellent..
Was this review helpful to you?
or
ভালো বই, অনুবাদক ফজলে রাব্বির জন্য শুভকামনা রইলো ।
Was this review helpful to you?
or
mind blowing one!3?
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। ??
Was this review helpful to you?
or
অসাধারণ ? অনুবাদও অনেক ভালো হয়েছে।
Was this review helpful to you?
or
বেশ কিছু অনুবাদের বই পড়েছি কিন্তু এই বইটি আমার কাছে সবচেয়ে সাবলিল অনুবাদের বই মনে হয়েছে। বইটি আমার প্রিয় বই-এর একটি। লেখকের জন্য শুভকামনা থাকলো।
Was this review helpful to you?
or
সত্যিই বইটি মুগ্ধ করার মতো।জ্ঞ্যানের তৃষ্ণা মেটানোর জন্য বইটি যথেষ্ট উপযোগী।শুধু এই বিষয়ের ছাত্র না, সবাই এই বইটি সমানভাবে উপভোগ করতে পারবে।শিখতেও পারবে অনেক কিছু।বইটি পড়ার পর ভালো লাগা কাজ করবেই।অনেক চিন্তার খোরাক যোগাবে বইটি।আমি সবাইকে রেফার করবো বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
বই টি পরে আমার খুব ভালো লেগেসে। আমি মনে করি সকলের উচিত বইটি পরা।
Was this review helpful to you?
or
বইটি আপনার জীবনকে স্পর্শ করবে। বইটি কেবল আপনার ব্যক্তিগত সফলতা নয় আপনার বাস্তবিক, ব্যবসায়িক অন্যান্য যেকোনো ক্ষেএে সম্পূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে।বইটি বাস্তবতা কেন্দ্রিক। বিশ্বের অনেকের সাফল্য যাএা বর্ণনা হয়েছে এখানে। আপনি যদি মনে করেন আপনি পারবেন তাহলে অনেক কঠিন কাজও আপনি খুব সহজে করতে পারবেন। বইটি আপনার মধ্যে ইতিবাচক চিন্তা ধারার সৃষ্টি করবে। বইটি শুধু পড়লেই হবে না অনুসরণও করতে হবে।
Was this review helpful to you?
or
এই বইটি পুরোপুরি বাস্তবতা কেন্দ্রিক। বইটিতে বিশ্বের বড় বড় অসংখ্য লোকজনের সাফল্য যাত্রা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে; তারা কী ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে এবং কীভাবে সেগুলোর মোকাবিলা করেছে তাও বলা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন এক বই যা পাঠ করলে আপনি আপনার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবেন এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ আরম্ভ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য অর্জন করছেন। কথাটা জাদুর মতো মনে হলেও এটা পুরোপুরি সত্য।
Was this review helpful to you?
or
বইটি আমার কাছে অসাধারণ লেগেছে। প্রথম প্রথম ভেবেছিলাম বই পড়ে কোনো ধারণা পজিটিভ করা যাবে না।কিন্তু বইটি আমার পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে।সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট♥♥♥♥
Was this review helpful to you?
or
বই টি তে মানুষের জীবনে তার নিজের মেন্টাল ডমিনেন্স কে কিভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।প্রত্যেকের ই তার জীবনে কিছু অনুপ্রেরণা দরকার আর সেই অনুপ্রেরণা মানুষ বিভিন্ন জায়গা থেকে পেতে পারে হতে পারে সেটা সমাজ বা পরিবার বা অন্য কোনো উৎস। কিন্তু নিজের পজিটিভ মেন্টাল এটিটিউড কে কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ প্রান্তে উঠা যায় সেটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য।সকলেরই উচিত বইটি পড়া আর জীবন গঠন করা।
Was this review helpful to you?
or
"সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট" বইটি চমৎকার একটি সফল বই। একজন মানুষ কিভাবে নিজের নেগেটিভ চিন্তা দ্বারাকে পজিটিভ করে নিবে সেই বিষয়ে বিস্তারিত এখানে বলা আছে। যেকোনো কাজে সহজে সফল হওয়ার সূত্রাবলী এখানে বর্ণনা করা আছে।প্রতিটি কাজে আপনাকে সফলতা এনে দিতে পারে এমন কতগুলো সূত্র এখানে উল্লেখ করেছেন সম্মানিত লেখক নেপোলিয়ন হিল। ধন্যবাদ জানাই এমন একটি ইতিবাচক বই আমাদের উপহার দেয়ার জন্যে। আশকরি বইটি পড়ে সকলে উপকৃত হবেন।
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
এই বইটি পড়ে এতই অনুপ্রেরনা পেলাম কিনা বলার বাইরে । যে কেউ এই বইটি নিতে পারেন আশা করি আপনার জীবনের পথ আরো সুন্দর হবে । ধন্যবাদ ফজলে রাব্বি কে বইটাতে এত সুন্দর ভাবে অনুবাদ করার জন্য
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই আমার কাছে এই বইটি রকমারী থেকে নেয়া সেরা বইদের মধ্য একটি,বইটি যেমন পড়তে ভাল লেগেছে তেমন বইটির প্রচ্ছদ মলাটা ও খুবী ভাল হয়েছে, কারণ একটি বই নিজের কাছে তখন গ্রহন করা সম্ভব সাবলিল ও র্নিভুল বানান লেখার মধ্যে প্রকাশ হলে, সাফল্য প্রকাশনী কে ধন্যবাদ,এত পরিস্কার একটি বই আমাদের কে বই উপহার দেয়ার জন্য, কিন্তু অনেক প্রকাশনী তাদের বই চলবার জন্য পৃষ্টা ছেরা কালি দিয়ে সম্পূর্ন বড়ানো,মলাট ছুটানো বইয়ের বডি মুড়ানো,বই গুলো আমারা অনলাইন থেকে বই পাই যেটা আমাদের কাম্য নয়, এই সমস্যা গুলো ছাড়াতে অবশ্য রকমারী কে এগিয়ে আসতে হবে,আমাদের কাছে বই পাঠাবার পূর্বে প্রকাশনী থেকে আসা বই গুলো ভাল করে চেক করা, তারপর কাস্টমার এর কাছে বই পাঠানো।
Was this review helpful to you?
or
স্বাস্থ্য , সম্পদ , প্রিয়োজনের ভালোবাসা , আর সুখ অনাদিকাল থেকে সেরা সাফল্য বিবেচনা করা হয়। নেপোলিয়ন হিল এর অসাধারণ বইটি আমাদের মানুষিক বাধাগুলোকে জয়লাভ করে সুখ, সমৃদ্ধি ও ধনবান হওয়ার পথ দেখিয়ে দিবে। এটা অর্থবান ও সুখী হবার আধুনিক দর্শন। Health, wealth, love of loved ones, and happiness is considered to be the best success from antiquity. The remarkable book of Napoleon Hill will show the way to happiness, prosperity and prosperity by winning mental obstacles. It's the modern philosophy of being wealthy and happy.
Was this review helpful to you?
or
বই টা আমার জীবন অনেক টা বদলে দিয়েছে।আমার দেখা মতে সবথেকে ভাল অনুপ্রেরণারমূলক বই । আমি এই বই পড়ে অনেক কিছু শিখেছি সবথেকে বড়কথা আমি নিজে নিজেকে চিনতে শিখেছি। বইয়ের অনুবাদ ও অনেক সুন্দর ছিল।থ্যাংকস ভাই
Was this review helpful to you?
or
I am felling Proud . That's why i buy a book for my motivated thinking Everyone should think to possitive for succes.
Was this review helpful to you?
or
আমি যদি নিজে নিজেকে আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে অনুপ্রাণিত করতে পারি তবে সেটাই হবে সবচেয়ে উত্তম পন্থা। আর সেই কঠিন কাজটিই আমি শিখেছি এই বইটি পাঠ করে। দোয়া করি এই বইটি অন্য সকল পাঠককে জীবনকে আরও সুন্দরভাবে যাপন করতে সহায়তা করবে, যেমন এটি আমাকে সহায়তা করেছে।একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন বইটি এমন নয় যে অনেক মনীষীদের উক্তি ও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভরা। এমনকি এটা অনুপ্রেরণার উক্তিতেও যে ভরপুর তা নয়। অনেকের কাছে এটা সত্য নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন এক বই যা পাঠ করলে আপনি আপনার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবেন এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ আরম্ভ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য অর্জন করছেন। কথাটা জাদুর মতো মনে হলেও এটা পুরোপুরি সত্য। এই বইটি পুরোপুরি বাস্তবতা কেন্দ্রিক। বইটিতে বিশ্বের বড় বড় অসংখ্য লোকজনের সাফল্য যাত্রা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে; তারা কী ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে এবং কীভাবে সেগুলোর মোকাবিলা করেছে তাও বলা হয়েছে। এসব ঘটনাবলি থেকে নেপোলিয়ন হিল কিছু সাধারণ সূত্র আবিষ্কার করেন যা যেকোন মানুষই তার জীবনে কাজে লাগাতে পারে। আর কেউ যদি এই সূত্রগুলো তার বাস্তব জীবনে কাজে লাগায় তবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, যা অবশ্যই ইতিবাচক। বইটি থেকে আমরা অজস্র ভালো জিনিস শিখতে পারবো। আপনি যদি আপনার জীবনকে উপভোগ করতে চান বা জীবনে কিছু পেতে চান তবে এই বই আপনাকে সেই দিকেই পরিচালিত করবে। আপনি এই বইকে আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজে লাগাতে পারেন। আপনি জীবনে সুখী হন এবং সফলতা লাভ করেন এই কামনায় শেষ করছি।
Was this review helpful to you?
or
আমার জীবনের শ্রেষ্ঠ বই এইটা।
Was this review helpful to you?
or
আপনার মন, মনোযোগ ও চিন্তাকে আপনার ভবিষ্যৎ নির্দিষ্ট লক্ষ্যের ওপর নিবন্ধ করুন। আপনার আশা ভরসা সবকিছুকে আপনার লক্ষ্য পূরণের দিকে ছুঁড়ে দিন। যখন নিজের সবকিছু দিয়ে চেষ্টা করবেন তখনই তো সবচেয়ে ভালো ফলাফল অর্জন করবেন। ভালো ফলাফল অর্জন করতে দরকার ইতিবাচক মনোভাব। সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট বই থেকে আমি শিখেছি যে কীভাবে ইতিবাচক মনোভাব গঠন করতে হয়।
Was this review helpful to you?
or
জর্জ বার্নাড স বলেছেন, নিজেকে খুঁজে বেড়ানোর মধ্যে জীবন নয়, জীবন হচ্ছে নিজেকে তৈরি করার মধ্যে। কেবল দিন এনে দিন খাওয়াটাই জীবন নয়। এর বাইরেও জীবন রয়েছে, একটি মহৎ জীবন। সেই মহান ও মহৎ জীবনের জন্য নিজেকে তৈরি করতে হয়। মহৎ জীবনের জন্য নিজেকে তৈরি করাটাই হচ্ছে প্রকৃত জীবন। এমন একটি মহৎ জীবন গড়তে দরকার সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউটের মতো একটি বই।
Was this review helpful to you?
or
জীবনে আপনার কর্মযাত্রা আরম্ভ করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি শেষ কোথায় গিয়ে দাঁড়াতে চান। জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্যে যখন যাত্রা করবেন তখন দেখবেন জীবন অনেক উদ্দীপনাময় ও উপভোগ্য। সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট এমনই একটি বই যা জীবনকে উপভোগ করতে শেখায়।
Was this review helpful to you?
or
চমৎকার আত্মউন্নয়নমুলক বই। তবে অনুবাদক মাঝে মধ্য ব্র্যাকেটে কিছু নিজের কথাও ঢুকিয়ে দিয়েছেন যেগুলো "অনুবাদকের বক্তব্য" বলে মার্ক করে দেয়া উচিত ছিল। কিছুদুর পড়ার পর আর বোঝা যায়না এগুলো অনুবাদকের কথা নাকি লেখকের কথা। তাছাড়া কিছু কিছু শব্দ সরাসরি অনুবাদ না করে নিজের মত করেছে যেমন Annual General Meeting = বার্ষিক মিলাদ মাহফিল। হাস্যকর
Was this review helpful to you?
or
আমি এই অনুবাদকের বই পড়েছি । ইনি বইটাকে একদম বাশ দিয়ে দিয়েছে। একগাদি নিজের মন গড়া কথাবার্তা দিয়ে ভরা এই বই। এইসব বিখ্যাত লেখকদের বইগুলো মানুষের জিবনে অনেক প্রভাব ফেলে। এগুলো অনুবাদ করতে অনেক দক্ষ এবং জ্ঞেনি লোকের প্রয়োজন। এইসমস্ত অনুবাদক দিয়ে না করানোই ভালো। ইনার লক্ষ নাকি আরো বই অনুবাদ করা। ভাই প্লিজ আর কোনো বই অনুবাদ করেন না। আর আপনারাও এই অনুবাদকের বই কিনেন না।
Was this review helpful to you?
or
একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন বইটি এমন নয় যে অনেক মনীষীদের উক্তি ও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভরা। এমনকি এটা অনুপ্রেরণার উক্তিতেও যে ভরপুর তা নয়। অনেকের কাছে এটা সত্য নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন এক বই যা পাঠ করলে আপনি আপনার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবেন এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ আরম্ভ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য অর্জন করছেন। কথাটা জাদুর মতো মনে হলেও এটা পুরোপুরি সত্য। এই বইটি পুরোপুরি বাস্তবতা কেন্দ্রিক। বইটিতে বিশ্বের বড় বড় অসংখ্য লোকজনের সাফল্য যাত্রা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে; তারা কী ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে এবং কীভাবে সেগুলোর মোকাবিলা করেছে তাও বলা হয়েছে। এসব ঘটনাবলি থেকে নেপোলিয়ন হিল কিছু সাধারণ সূত্র আবিষ্কার করেন যা যেকোন মানুষই তার জীবনে কাজে লাগাতে পারে। আর কেউ যদি এই সূত্রগুলো তার বাস্তব জীবনে কাজে লাগায় তবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, যা অবশ্যই ইতিবাচক। বইটি থেকে আমরা অজস্র ভালো জিনিস শিখতে পারবো।
Was this review helpful to you?
or
আপনি যদি চিন্তা করেন আপনি পারবেন, তবে আপনি পারবেন। আর আপনি যদি চিন্তা করেন আপনি পারবেন না, তাহলেও আপনি ঠিক, আপনি পারবেন না। তাই আজ, এখন থেকে নিজের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য নিন এবং সেই লক্ষ্য পূরণে ইতিবাচক মনোভাব নিয়ে চেষ্টা করুন। নিজেকে বারবার বলুন, 'আমি পারবো। আমি পারবো।' নিজের মধ্যে এই ইতিবাচক প্রেরণা তৈরি করতে সহায়ক একটি বই সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট।
Was this review helpful to you?
or
আসলেই একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করা যায়। জীবনে সমস্যা ঘটবেই। কিন্তু তাই বলে কখনো আশাহত হওয়া যাবে না। একটি নির্দিষ্ট লক্ষ্যে চিন্তা ভাবনা করা, পরিকল্পনা করা ও সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা এবং আশা রাখা যে কাজটি আমার পক্ষে সম্ভব, এটাই হচ্ছে ইতিবাচক মনোভাব। আর এই মনোভাব কীভাবে গঠন করতে হয় তা আমি এই বইটি থেকেই শিখেছি। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন বইটি এমন নয় যে অনেক মনীষীদের উক্তি ও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভরা। এমনকি এটা অনুপ্রেরণার উক্তিতেও যে ভরপুর তা নয়। অনেকের কাছে এটা সত্য নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন এক বই যা পাঠ করলে আপনি আপনার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবেন এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ আরম্ভ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য অর্জন করছেন। কথাটা জাদুর মতো মনে হলেও এটা পুরোপুরি সত্য। এই বইটি পুরোপুরি বাস্তবতা কেন্দ্রিক। বইটিতে বিশ্বের বড় বড় অসংখ্য লোকজনের সাফল্য যাত্রা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে; তারা কী ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে এবং কীভাবে সেগুলোর মোকাবিলা করেছে তাও বলা হয়েছে। এসব ঘটনাবলি থেকে নেপোলিয়ন হিল কিছু সাধারণ সূত্র আবিষ্কার করেন যা যেকোন মানুষই তার জীবনে কাজে লাগাতে পারে। আর কেউ যদি এই সূত্রগুলো তার বাস্তব জীবনে কাজে লাগায় তবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, যা অবশ্যই ইতিবাচক। বইটি থেকে আমরা অজস্র ভালো জিনিস শিখতে পারবো। কীভাবে =অধ্যবসায় গঠন করতে হয় =নিজের ভেতরের ভীতি দূর করতে হয় =নিজের জীবনে যা চাই তা অর্জন করতে হয় =নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা করতে হয় =প্রতিটি বাধার সামনে দৃঢ় পদে দাঁড়াতে হয় =অলসতাকে পরাস্ত করতে হয় (আপনি যদি অলস হয়েও থাকেন তবে বইটি পাঠের পর আর কখনো পূর্বের ন্যায় অলসতা দেখাতে পারবেন না) =জীবনের প্রতিটি মুহূর্তে চেষ্টা করবেন =আপনার কাজকে উপভোগ করবেন =ইতিবাচক মনোভাব দ্বারা ব্যর্থতার মুখোমুখি হবেন =জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে নিজেকে চ্যালেঞ্জ জানাবেন =খারাপ কিছুর সম্মুখীন হলে ইতিবাচক মনোভাব বজায় রাখবেন =নিজেকে সৎভাবে বিচার করবেন =বেঁচে থাকার আসল মানে খুঁজে পাবেন . . . . এবং আরও অনেক কিছু আপনি যদি আপনার জীবনকে উপভোগ করতে চান বা জীবনে কিছু পেতে চান তবে এই বই আপনাকে সেই দিকেই পরিচালিত করবে। আপনি এই বইকে আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজে লাগাতে পারেন। আপনি জীবনে সুখী হন এবং সফলতা লাভ করেন এই কামনায় শেষ করছি।
Was this review helpful to you?
or
আমার সবচেয়ে ভালো লেগেছে নিজেকে ও অন্যকে অনুপ্রাণিত করার উপায়গুলো। আমি যদি নিজে নিজেকে আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে অনুপ্রাণিত করতে পারি তবে সেটাই হবে সবচেয়ে উত্তম পন্থা। আর সেই কঠিন কাজটিই আমি শিখেছি এই বইটি পাঠ করে। দোয়া করি এই বইটি অন্য সকল পাঠককে জীবনকে আরও সুন্দরভাবে যাপন করতে সহায়তা করবে, যেমন এটি আমাকে সহায়তা করেছে। ধন্যবাদ।