User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট। পুরোটা পড়লে মনে হবে সিনেমা দেখছি।
বইটি খুবই আগ্রহ সৃষ্টিকারি। পড়ুয়ার মনোযোগ দাবি রাখে।যারা পড়ার সাথে সাথে প্রয়োগ করবেন তারা কিছু অবশ্যই অনুভব করবেন। অনুবাদটা আরো সহজ হতে পারতো।তবে পাঠকদের কে অনুরোধ করবো ওশো র উপলব্ধি কে সম্মান করে তবেই পড়বেন।
অনেক ভালো একটা বই। আমার এই পর্যন্ত পড়া সেরা থ্রিলার উপন্যাস। বইটি একবার হলেও পরার জন্য বলব।
প্রিয় পঠক, আমি এই রিভিউ পেইজে সেইসব পাঠকদের বার বার অনুরোধ করেছি যে, “দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল” ব্যইয়ে উল্লেখ করা ই-মেইল এ্যাড্রেসের মাধ্যমে আমাকে জানাতে তারা কোন শব্দ অথবা বাক্যের অর্থ বুঝতে পারেন নি। কিন্তু বইটি 2013 সালে প্রকাশিত হওয়ার পর আজ অবধি (2021) কোন পাঠক আমাকে ই-মেইল করে আমার কাছে কোন বিষয়ে প্রশ্ন করেন নি। বরং যারা যোগাযোগ করেছেন তার বইটির অনুবাদ মান সম্পর্কে একচেটিয়াভাবে প্রশংসা করেছেন। এখন আপনারাই বলুন আমি যদি কোন বিষয়বস্তু না বুঝি তাহলে যদি আমার সে বিষয়ে সত্যিই ...See More
This is a excellent book
তুমি হয়তো ভেবেছিলে, একজন মানুষকে ভালভাবে চেনো। তারপর যখন হঠাৎ একদিন তার ভেতর থেকে একটি অচেনা কুৎসিত প্রাণীকে বের হয়ে আসতে দেখলে, সেটা তোমাকে হতবাক করে দিয়েছিলো। তবে, এটা অন্য কারো ভেতরে দেখার চেয়ে আগে তোমার নিজের ভেতরে দেখা উচিৎ। যতটা সূক্ষ্মভাবেই থাকুক না কেন, তোমার ভেতরের অসুখী ভাবকে ঠিকভাবে পর্যবেক্ষণ করো। এটা হয়তো তোমার কষ্টসত্তাকে জাগিয়ে তুলছে। হতে পারে এটা কোনো বিরক্তি, ধৈর্যহীনতা, বিষণ্ণতা, কাউকে আক্রমণ করার ইচ্ছা, ক্রোধ, হতাশা, তোমাকে ঘিরে নাটক সৃষ্টি করার ইচ্ছা। এটা যখন জেগে উঠতে শুরু ক...See More
আমরা সবাই ভাগ্যে বিশ্বাস করি আর স্বপ্ন পূরণ করতে চাই। কিন্তু স্বপ্ন পূরণে আমাদের কি করতে হবে তার সুন্দর দিকনির্দেশনা এই বই। পর্তুগিজ ভাষায় রচিত বইয়ের মধ্যে সর্বকালের সর্বাধিক বিক্রিত বই পাওলো কয়েলহোর দ্য অ্যালকেমিস্ট। সান্তিয়াগো নামের এক স্বপ্নচারী যুবকের ভাগ্যের সন্ধনে ছোটা আর স্বপ্নকে বাস্তবরুপ দেওয়ার মাঝের করনীয় বর্জনীয় সবকিছু মিলিয়ে খুব সুন্দর গোছালো উপস্থাপনা এবং গভীর তাৎপর্যপূর্ণ সংলাপের সমন্বয় দ্য অ্যালকেমিস্ট। আশা করি বইটা পড়লে জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। চিন্তা ধারায় পরিবর্তন আসবে। ভা...See More
আমেরিকান লেখক জেফ মেসন মনে করেন, মৃত্যু চিন্তার কোনো ‘সাবজেকটিভ’ অর্থ নেই (The concept of death has no subjective meaning)। মৃত্যু হলো নিরেট শূন্যতা (absolutely empty)। কবি আলীম হায়দায়ের ‘আকণ্ঠ সরোবরে আগুন জোছনা’ পড়লাম। আমি আগেও তার কবিতা পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তখনো আমি একপ্রস্থ সমালোচনা লিখেছিলাম। সে বহুদিন আগের কথা। সেবার তার কবিতায় সুস্পষ্ট নাগরিকতার ছাপ ছিল।মনে হয়েছিল, কবি শামসুর রাহমানের পর আমাদের প্রজন্মের এক কবির চোখ দিয়ে ঢ...See More
জাপানিজ বনাম বাংলাদেশি।।।। জাপানিজ আর বাংলাদেশিদের মধ্যে কর্মপরিকল্পনার মধ্যে একটা ব্যতিক্রম আছে। জাপানীরা কোন কাজ করার পূর্বে ৩ দিন ধরে চিন্তা করে এবং কর্মকৌশল নির্ধারণ করে, আর কাজ করে ১ দিনে। অন্যদিকে, বাংলাদেশিরা কোন কাজ করার পূর্বে ১ দিন চিন্তা করে এবং কাজ করে ১০ দিনে। এখানে কর্মকৌশল-ই আসল। যারা পরিকল্পনা না করেই চাকুরীর জন্য লেখাপড়া শুরু করেছেন। বিশেষ করে "বিসিএস পরীক্ষা "। তাদের জন্য দুর্দান্ত উপকারী একটি বই "দ্যা ক্যাডার"। আগে বইটি পড়ুন, তারপর শুরু করুন জার্নি...See More
I bought this book for my son (4 yrs). I was happy to receive this book in pristine condition. Nice cover, good packaging! This book has nice list of stories from the Holy Qur'an! There are also references to the Qur'anic verses related to the stories. I find this quite helpful and gives the plot a solid sense of authenticity. This book is a good way to present the Qur'anic stories to our kids. I wish the pictures in this book were more vivid and subject oriented! :( Also, a few stories sounds l...See More