User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
“শেয়ার বাজার জিজ্ঞাসা "মহিউদ্দিন স্যার এর লেখা অসাধারন একটি বই,তৃতীয় সংস্করণ বইটিও আমি পরেছি,বেসিক নলেজ অর্জন করার জন্য উপযোগি একটা বই।খুব সহজ ভাষায় লেখা ছিলো বইটি।নতুন বইটিও আমি পরছি,প্রতিদিই বইটা আমি পরছি আর না জানা অনেক কিছুই জানতে পারছি।একজন স্মার্ট বিনিয়োগকারি হতে হলে এই বইটা পড়া জরুরী।আমি আসা করি আপনারাও এই বইটি পরবেন,কারন আমাদের কষ্টের অর্জিত টাকার পাহারাদার আমরা নিজেরাই হতে পারি।কোন মামা খালু বড় ভাইকে দায়ীত্ব দিতে হবে না
information কম দেয়া আছে, ক্রেতার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। রকমারির উচিত এসব বিষয় দেখা উচিত।
বুক মিভিউ ঃ Rich Dad Poor Dad একটা বই মানুষের চিন্তাভাবনাকে কতটুকু প্রভাবিত করতে পারে, তার প্রমান হতে পারে যদি আপনি এই বই, আর তার পাশাপাশি হতাশ হবেন না(ইসলামী বই), পাশাপাশি রাখেন। একজন বলবে কিভাবে টাকা কামাতে হয়, আর আরেকজন বলবে কিভাবে অল্পে তুষ্টিতে টাকা বিলিয়ে সুখী থাকা যায়। যে যেভাবে সুখ পায় আর কি। তবে একটা কথা বলাই যায়, শুধু মাত্র লেখাপড়া করে,চাকরী খুজে বড়লোক হবার চেষ্টা করা বৃথা। আপনি যত কামাবেন-তত সরকারকে ট্যাক্স দিবেন, তত আপনার খরচ বাড়বে। ফলে আপনি দিনশেষে গরীব ই থাকবেন। এই বই অনুযায়ী বড়লো...See More
#######চমৎকার বই এইটি######
আমি শেয়ার বাজারে প্রায় ২০ বছর ধরে আছি। এমন একটা বই খুজছিলাম যার মাধ্যমে এই বাজার সম্পর্কে গভীর ধারনা পাওয়া যাবে। অনেক খোজা খুজির পর রকমারিতে মহিউদ্দিন সাহেবের বইটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এই বইটি পড়ে আমার বিনিয়গের ধারনা পরিবর্তন হয়েছে। সেই সাথে আমার অতীতের বিনিয়োগের ভুল গুলো ধরতে পেরেছি। বইটি পরে মনে হয়েছে , এই বইটি যে শুধুমাত্র আমাদের মতো বিনিয়োগকারীদের জন্য তা নয়, এই বইটি বর্তমান শিক্ষানুরাগীদের জন্যও সুপাঠ্য হবে বলে বিশ্বাস করি। লেখকের দীর্ঘায়ু কামনা করছি।
This is one of best book i have ever read about the capital market of Bangladesh. This book will be very helpful for new investor as well as existing investor.Thanks to the Author Sir...
শওকত ওসমান বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী। "জাহান্নম হইতে বিদায়" উপন্যাস হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত রচনা করা প্রথম উপন্যাস । মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এদেশে যে একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছিল তা লেখক এই উপন্যাসে বর্ণনা করেছেন । এক প্রবীণ শিক্ষক মনে হাজার দুঃখ -বেদনা- অশ্রু নিয়ে ভেসে চলছে এখান থেকে সেখানে ; না সে পাকিস্তানীদের সামনে মাথা উচু করে দাড়াতে পারছে , না সে সব কিছু স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে কারণ ...See More
উপন্যাসটির মূল বক্তব্য: গ্রীষ্মের দুপুরে ডানপিটে প্রেমানল যখন ইস্কুল থেকে বেরিয়ে যায়, দেশ তখন স্বৈরাচারের কবলে- তারপর ঘটে নানান ঘটনা। প্রেমানল ও তার বন্ধুরা স্বৈরাচার-বিরোধী গণআন্দোলনে জড়িয়ে পড়ে। রাজনীতিক আন্দোলনের এক পর্যায়ে প্রেমানল গুলিবিদ্ধ হয়ে সেগুনবাগিচায় একটি বাড়িতে প্রবেশ করে; সেখানে স্রোতস্বিনী ভালোবাসা নামে এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। জনতার রোষানলে স্বৈরাচারের পতন হয়। মুক্তির স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অবরুদ্ধ মানুষ সুখী হয়। শরতের চাঁদ যেন নেমে আসে মাটিতে! স্বৈরাচারমুক্ত দেশে মেয়েটির সঙ্...See More
Osthir akta boi.....
সবার জন্য পি এইচ পি ৭ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
মোঃ কামরুজ্জামান নিটন
বইটে কেনার ইচ্ছা আছে কিন্তু " একটু পড়ে দেখুন" অংশে সম্পুন্য সুচিপত্র দিলে ভাল হতো ।