User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Rafio Islam

      01 May 2024 11:59 PM

      Was this review helpful to you?

      or

      Read this book, it can change life.

      By Kollol Nag

      21 Apr 2024 12:43 PM

      Was this review helpful to you?

      or

      Every young person should read this book. The earlier you read it, the earliear you start investing. Awesome book. Highly recommended.

      By Tawfiq Ahmed

      01 Dec 2018 09:19 PM

      Was this review helpful to you?

      or

      A unique perspective on wealth and financial mindset. Lots of good and pertinent information. A must read book.

      By shahriar

      14 May 2018 12:39 AM

      Was this review helpful to you?

      or

      A book which surely needed for the persons want to change their future as well as the country. The book clearly elongated the perspective of economic conditions by describing the cash flow diagrams of practical life. This book is not just about money. It's about how we are taught to think; how we are programmed by schools, family, and friends to look at the rich as greedy no good bloodsuckers and opportunities as risks. It is an attempt to reprogram minds to look at why we do what we do.. why do we buy all these shoes, clothes, cars, jewelry.. have we earned it or are we just trying to maintain an image? To me the most important thing it teaches is that being educated is the key.. educated in our motives, in money, in the world around us.. educated does not always mean a degree lessons can be learned anywhere at anytime.. The book is great for people like me who think in pictures and in theory. He explains his financial theories clearly and adds diagrams to explain how money flows into and out of our wallets. I have read other financial self-help books and they were too detailed, too "do this...do that..." For me that didn't help or motivate me because, I don't do anything unless I want to do it. Other books never really gave me the why. They told me what I needed to correct.. but if I don't see anything wrong in what I am doing.. why should I take steps to correct it? This book broke down to me the whys. And now I am ready for action.

      By Mitul Rahman Ontor

      28 Mar 2019 05:40 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ McDonald's এর বার্গার কি পৃথিবী সেরা? - না হয়ত। হয়তোবা আপনার পাড়ায়ই কুদ্দুস মিয়ার দোকানে McDonald's এর থেকে ভালো বার্গার পাওয়া যায়! সেই বার্গার আপনাদের পাড়া-বিখ্যাত! McDonald's এর নাম সারা পৃথিবীর মানুষ জানে। তবে আপনার পাড়ার বাইরে কুদ্দুস মিয়াকে কেউ চিনে না কেনো? কারণটা খুব সোজা। কুদ্দুস মিয়া বার্গার বানাতে জানে, তবে পয়সা বানাতে জানে না। বিজনেস জানে না। আমাদের লাইফে আমরা টাকার জন্য কাজ করি। তবে আসলে কি হওয়া উচিত ছিল? টাকা আমাদের জন্য কাজ করবে। এই কন্সেপ্ট নিয়েই নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার "Rich Dad Poor Dad" বইটি লিখেছেন Robert T. Kiyosaki. সহলেখিকা Sharon Lechter. ৯ বছরের বালক শিখতে চায় কিভাবে অর্থ উপার্জন করা যায়। ছেলেটা দুইজন'কে Dad সম্বোধন করে। Rich Dad and Poor Dad. তবে দুইজনের আর্থিক প্রেক্ষাপট প্রায় এক! তবুও একজন সেই অর্থ দিয়েই সবকিছু সামাল দিতে হিমসিম খায়। অন্যজন সবকিছু সহজে সামলে নেয়! তারা দুইজন ছেলেটিকে দুইরকম শিক্ষা দেয়। অর্থ বা টাকাপয়সা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক৷ যতোই আমরা বলি, অর্থের পিছে আমি ছুটি না, সম্পদের প্রতি কোনো মোহ নেই! তবুও দিনশেষে বেঁচে থাকতে হলে অর্থেরই প্রয়োজন সবচেয়ে বেশি। লেখক তার বইয়ে বলেছেন, অর্থ উপার্জন প্রধান সমস্যা না।সমস্যার মূল কারণ আমরা সেই অর্থকে কাজে লাগাতে পারি না৷ Liability এর কলাম'কে ছোট রেখে, Asset এর কলাম'কে বড় করার কথা বলেছেন লেখক। ধরুন, কোনো দরিদ্র মানুষ হয়ত লটারিতে ১০ লক্ষ টাকা পেলো। এখন সে ৩ রকম কাজ করতে পারে। ১. সেই ১০ লক্ষ টাকা দিয়ে আনন্দ-ফুর্তি করে ১ বছর রাজার হালে থাকবে। ১ বছর পর সেই টাকা ফুরালে আবার সেই দরিদ্র জীবন-যাপনে ফিরে যাবে। ২. সে হয়ত ঐ ১০ লক্ষ টাকা দিয়ে নিজের একটা শখ পূরন করলো। যেমনঃ নিজের জন্য বিশাল বাড়ি বানালো বা একটা গাড়ি কিনলো। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বাড়ি/গাড়ি কেনার পর যখন তার টাকা ফুরিয়ে যাবে, তখন সেই বড় বাড়ি বা গাড়ির পিছনে যে বাড়তি খরচ, সেটা যোগান দেওয়ার সোর্স তার থাকবে কি? তখন সেই বাড়ি/গাড়ি উলটো বোঝা হয়ে দাঁড়াবে। একেই লেখক বলেছেন Liability. ৩. আর যে কাজটি করতে পারে, সেই ১০ লক্ষ টাকা এমনভাবে ব্যবহার করা যেন, সেই টাকা ৫০ লক্ষ হয়ে ফিরে আসে। অর্থাৎ সেই ১০ লক্ষ টাকাকে Asset এ পরিণত করবে। প্রথম ক্ষেত্রে রাজার হালে যে ৬ মাস কাটাইছে। সেই লাইফ স্টাইল যেন সারা জীবনের জন্য পার্মানেন্ট করতে পারে৷ তবে এই ৩য় পথ ব্যবহার করে হাতগোণা কয়েকজন মানুষ। এই ৩য় পথে চলার কন্সেপ্ট নিয়েই "Rich Dad, Poor Dad" বইটি আমাদের দেশে বেশ জনপ্রিয়৷ বইয়ের কন্সেপ্টটি বেশ ভালো লেগেছে। তবে বইয়ের একটা বড় অংশ জুড়ে আছে, রিয়েল স্টেট বিজনেস! বিজনেস'কে জেনেরালাইজ না করে একটি দিকের প্রতি বেশি ঝুকে পড়ার ব্যাপারটি দৃষ্টিকটু লেগেছে৷ তবে বইয়ের অনেক কথা যেমন সব বিজনেসের ক্ষেত্রেই সত্য আবার অনেক কথা জীবনের সর্বক্ষেত্রেই সত্য! বইটি বেশ আগের লেখা। ১৯৯৭ সালের দিকে। ২০ বছর আগের সময় এবং আমেরিকার প্রেক্ষাপটে যেহেতু লেখা, তাই বইয়ের অনেক কথাই আমাদের সমাজে কাজ করবে বলে মনে হয় না। চারটি প্রকাশন বইটির বাংলা অনুবাদ বের করেছে। ২০১৮ সালে সবুজপাতা, মুক্তদেশ প্রকাশন, গ্রন্থরাজ্য - এই ৩টি প্রকাশন বইটির বাংলা অনুবাদ করে। ২০১৯ বইমেলায় চর্চা গ্রন্থ প্রকাশ থেকে বইটির আরেকটি অনুবাদ বের হয়৷ আমি সরাসরি বইটির ইংরেজি ভার্সন'টিই পড়েছি৷ তাই উপরোক্ত কোন অনুবাদ'টি কেমন তা বলতে পারছি না৷ তবে যতদুর জানি, এইবছর চর্চাগ্রন্থ প্রকাশিত হওয়া অনুবাদ'টি বেশ ভালো। তবে যেকেউ চাইলেই সরাসরি মূল বইটি পড়তে পারেন। কেননা অল্পকিছু অপরিচিত শব্দের ব্যবহার ছাড়া বইটি অনেক সহজ ভাষায় লিখা। কারো বুঝতে তেমন অসুবিধা হওয়ার কথা না। Happy Reading!

      By maruf morshed

      16 Oct 2018 11:53 AM

      Was this review helpful to you?

      or

      বুক মিভিউ ঃ Rich Dad Poor Dad একটা বই মানুষের চিন্তাভাবনাকে কতটুকু প্রভাবিত করতে পারে, তার প্রমান হতে পারে যদি আপনি এই বই, আর তার পাশাপাশি হতাশ হবেন না(ইসলামী বই), পাশাপাশি রাখেন। একজন বলবে কিভাবে টাকা কামাতে হয়, আর আরেকজন বলবে কিভাবে অল্পে তুষ্টিতে টাকা বিলিয়ে সুখী থাকা যায়। যে যেভাবে সুখ পায় আর কি। তবে একটা কথা বলাই যায়, শুধু মাত্র লেখাপড়া করে,চাকরী খুজে বড়লোক হবার চেষ্টা করা বৃথা। আপনি যত কামাবেন-তত সরকারকে ট্যাক্স দিবেন, তত আপনার খরচ বাড়বে। ফলে আপনি দিনশেষে গরীব ই থাকবেন। এই বই অনুযায়ী বড়লোক সেই-যে যদি আজই কাজ করা বন্ধ করে দেয়, তবে তার টাকা তাকে কয়দিন খাওয়াবে তার উপর নির্ভর করা উচিত। যেটা চাকুরীজীবীদের জন্য একদম অসম্ভব ই বলা যায়। বেতন দিয়ে বাড়ীভাড়া, স্কুল খরচ সামলিয়ে আমাদের সেই দিন যায় দিন যায় অবস্থা। নিজের জন্য খরচ করবেন আর কখন। বই বলছে-pay yourself. চাকরির টাকা পাবার পর প্রথমে কিছু টাকা উড়ানো নয়, বরং সেই টাকা দিয়ে বিনিয়োগ করুন-asset বাড়ান। প্রশ্ন আসতে পারে-asset আবার কি? এটাই অনেকে বুঝতে অক্ষম। অনেকে সারাজীবনের সহায় সম্বল দিয়ে একটা জাকজমক বাড়ী করে স্বস্তির নিশ্বাস ফেলে। বলে এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আসলে এটা সম্পদ ত নয়ই বরঞ্চ সবচেয়ে বড় liabilities. আপনি যদি বাড়ী ভাড়া থেকে ব্যাপক কামাতে পারেন তবে আলাদা কথা, নইলে এত খরচ করে বাড়ী করে-তা থেকে আপনার প্রতি মাসে আপনার বিভিন্ন বিল বাবদ মাইনাস ই যাবে। তাহলে আসল বড়লোক বাবা কি বলেন-উনি বলেন প্রথমে দিনে চাকুরী কর, সেই থেকে টাকা দিয়ে বিনিয়োগ কর-তা থেকে যে লাভ হবে, সেই লাভের গুড় দিয়ে তুমি বাড়ী কর। তাহলে তোমার পকেট থেকে কিছু গেল না। আমরা রিস্ক নিতে পছন্দ করিনা। আপনি শেয়ার কিনতে যান-১০০ তে ১০০ জনই আপনাকে লসের কথা বলবে, বাংলাদেশের শেয়ার নিয়ে আমি নিজেই কিছু চিন্তিত। তবে ভারতে এখন মিউচুয়াল ফান্ড বেশ লাভজনক। মধ্যবিত্তের জন্য। কিন্তু তাতেও তেমন টাকা বাড়েনা। ব্যাংকে টাকা রেখে লাখ টাকা কামাইয়ের স্বপ্ন দেখা অবান্তর। যেই ব্যাংক আপনাকে দশ বছরে দেড় লাখ টাকা লাভ দিবে ২০ লাখ জমিয়ে। দশ বছরে আপনার সেই ২০ লাখ টাকার আর্থিক মুল্য কি কমে যাবে না? তাই রিস্ক ম্যানেজ করতে শিখতে হবে। নীলক্ষেতে আজকাল গল্পের বইয়ের সাথে প্রচুর ইংরেজী মোটিভেশনাল বই বিক্রি হয়- মানুষ পড়ে বলেই ত বিক্রি হচ্ছে তাইনা। মানুষের রুচি পরিবর্তন হচ্ছে-মানুষজন হতাশ হচ্ছে। কেউ রিস্ক নিতে চায় না। আরেকটা মজার জিনিস শেয়ার করে শেষ করি।। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটা ট্রেন্ড হল-কোন কিছু কিনতে ইচ্ছে হল-আমরা দাম দেখে বলি-ধুর আমরা ত গরীব-পারবো না। আমাদের বাচ্চাদের বলা হয় তোমার বাবার অত টাকা নেই, এগুলি চেয়ো না। শেষ হল স্বপ্ন। শেষ হল নতুন কিছু করে নতুন কিছু কামানোর চিন্তা। বই বলছে আমাদের ভাষাটি হওয়া উচিত ছিল how can I afford it. এতে আপনি আরো কামানোর ধান্দা করবেন। ফিনান্স বিষয়ে জানতে হবে, বিভিন্ন সেমিনারে এটেন্ড করতে হবে, বিভিন্ন বিষয়ে পড়তে হবে। নিজের জ্ঞান নিজের দক্ষতা বাড়াতে কৃপনতা করবেন না। এই বইটি বারবার পড়ার যোগ্যতা রাখে। সংগ্রহে রাখার বই।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!