User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
উপন্যাসটির মূল বক্তব্য: গ্রীষ্মের দুপুরে ডানপিটে প্রেমানল যখন ইস্কুল থেকে বেরিয়ে যায়, দেশ তখন স্বৈরাচারের কবলে- তারপর ঘটে নানান ঘটনা। প্রেমানল ও তার বন্ধুরা স্বৈরাচার-বিরোধী গণআন্দোলনে জড়িয়ে পড়ে। রাজনীতিক আন্দোলনের এক পর্যায়ে প্রেমানল গুলিবিদ্ধ হয়ে সেগুনবাগিচায় একটি বাড়িতে প্রবেশ করে; সেখানে স্রোতস্বিনী ভালোবাসা নামে এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। জনতার রোষানলে স্বৈরাচারের পতন হয়। মুক্তির স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অবরুদ্ধ মানুষ সুখী হয়। শরতের চাঁদ যেন নেমে আসে মাটিতে! স্বৈরাচারমুক্ত দেশে মেয়েটির সঙ্গে প্রেমানলের হৃদয়ের মিল হয়। তারপর সেগুনবাগিচা থেকে ইডেন, ইডেন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে-কখনো উদাস দুপুরে, কখনো নজরুলের সমাধি পাশে, কখনো আইআর বিল্ডিং-এর আড়ালে ওরা কাছে চলে আসে। কখনো কলাভবনের শিশিরসিক্ত সবুজ ঘাসে দুটি হৃদয়ের গ্রহণ লাগে। প্রেমানল ও স্রোতস্বিনী ভালোবাসা যাত্রা করে অনাগত ভবিষ্যতের দিকে। অপরাজেয় বাংলায় যেমন মহাবিভীষিকা জাগানো অন্ধকারের বিরুদ্ধে অগ্নিস্ফূলিঙ্গের মতো ঝলসে ওঠা নক্ষত্রপুঞ্জ দরকার, তেমনি প্রেমানল ও স্রোতস্বিনী ভালোবাসার মতো যুগল দরকার। দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে তো সুন্দর জীবনের জন্যই। প্রেমানল স্রোতস্বিনী ভালোবাসার মাঝে একটি লালসবুজ পতাকা খুঁজে পায়, আর স্রোতস্বিনী ভালোবাসা প্রেমানলের মাঝে এক উৎসবে ভরা বাংলাদেশ খুঁজে পায়। ওরা প্রথা পেরিয়ে আসতে থাকে। প্রেমানল স্রোতস্বিনী ভালোবাসার দু-ঠোঁটে চুমু দিয়ে চুষতে থাকে। স্রোতস্বিনী ভালোবাসা প্রেমানলকে বুকে জড়িয়ে ধরে। প্রেমানলের মুখমণ্ডল বাঁকা চাঁদের কোমলতায় ছেয়ে যায়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে। ধীরে ধীরে ওরা অন্য এক কোমলার ভেতরে ঢুকতে থাকে। ওরা বৃষ্টির মতো ঝরতে থাকে। ওরা বরফের মতো গলতে থাকে। ওরা মুক্তির আনন্দে উড়তে থাকে... ... দানবের সঙ্গে দিনরাত উপন্যাসে ধরা পড়েছে একটি আক্রান্ত দেশ, সাহসী মানুষের সংগ্রাম ও মুক্তির আনন্দ।