User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ইতিহাস প্রেমীদের জন্য এই বইয়ের কোনো তুলনা হয় না। ওয়াশিংটন ডিসি এর এত কিছু জানতে পেরে চমৎকার লাগছে। বইটি চমক দেওয়ার মত এই কারণে যে এই বই এ যেই সংস্থা, ইতিহাস,সিম্বল,মেসন দের কথা বলা হয় সব সত্য। কিন্তু আমি মনে করি এতে একটু কম উত্তেজনা আর বেশি গোলক ধাঁধা রয়েছে। আমার কাছে শুধু মাঝের এক পার্ট এ উত্তেজনা লেগেছে। বাকি সব শুধু কিভাবে লেংডন আর ক্যথারিন সিম্বল ত সলভ করবে তার বর্ণনা, যা অবশ্যই মজার কিন্তু উত্তেজনা মূলক নয়। তবে আমি বলবো এটা কিনলে আপনাদের টাকা নষ্ট হবে না বলে আমি বিশ্বাস করি।
সত্যিই এরকম বই আমি জীবনে কমই পড়েছি. সূর্যের আলো পড়লে ও আপনার মনে ভৌতিক এক ভাব চলে আসবে। অক্তারিন পরে আমার মত যারা বই পাননি তারা এইটা পরে মজা পাবে বলে আমি মনে করি। যারা উত্তেজনা, রহস্য আর বিষম খেতে পছন্দ করেন তাদের জন্য এটি বেস্ট। বই এর সারমর্ম বলে প্লট এর মজা নষ্ট করতে চাই না। কিন্তু একটু তো বলতেই হয়, বইটির মেইন চরিত্র হলো জামশেদ আর শিপলু। জামশেদ হলো ধনাদ্য পরিবার এর একমাত্র ছেলে, যার পরিবার বলতে সামাদ নামের এক চাচাতো ভাই ছাড়া আর কেও নেই। আর শিপলু হলো একজন পেরানর্মাল ইনভেস্টিগেটর। জামশেদের ...See More
প্রিয় পাঠক, "শেয়ার বাজার জিজ্ঞাসা" বইটি পড়ুন এবং বিনিয়োগ করার সঠিক পথ বেঁছে নিন। বুঝে শুনে কোথায় বিনিয়োগ করবেন তার সঠিক পথটি আপনাকে জানতে হবে। তার জন্য বলবো বইটি আপনিও পড়ুন এবং আপনার পরিচিত অন্য বিনিয়োগকারীদের পড়তে উৎসাহিত করুন। আমি উপকার পেয়েছি বলে আপনাকেও বলছি। ধন্যবাদ।
‘মখমলি মাফলার’ অল্প বয়সের লেখা। খুব অল্প বয়স।কাঁচা হাতে শব্দচয়ন, একই শব্দের বহুল ব্যবহার, আবেগের বাড়াবাড়ি, অগোছালো দৃশ্যকল্প সবই আছে এই গল্পের পাতায় পাতায়। এমন সব রচনা লুকিয়ে ফেলাই যেকোনো লেখকের জন্য বুদ্ধিমানের কাজ। গোপন ছিলো, আড়ালে ছিলো তাই এইসব কচি কাজ অনেকদিন। তারপর তাড়া এলো। ‘রাজতন্ত্র’ বইটি প্রকাশের পর থেকেই প্রকাশক ফারুক ভাই তাড়া দিচ্ছিলেন নতুন বই বের করবার জন্য। বইয়ের জন্য ভালোবাসা নিয়ে তিনি রাত-দিন বিরক্ত করেন। আমি এড়িয়ে যেতে পারিনা। ‘না’ বলতে পারাটা আমার সবচেয়ে বড় দুর্বলতা আর ‘হ্যাঁ’ ব...See More
দুজন নারী পুরুষের সম্পর্কের সূত্র ধরে ফিরে দেখা একাত্তর এই উপন্যাসের প্রধান উপজীব্য। দীপুর মুক্তিযােদ্ধা বড় ভাই তপু যুদ্ধের শেষ দিকে সীমান্ত থেকে নিখোঁজ হয়ে যায়। সত্যিই সে শহীদ হয়েছিল কিনা কেউ জানে না। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় এলেও পরিবারটি কোনাে সুযােগ সুবিধা গ্রহণ করেনি বরং এগারাে বছর সরকারি চাকরি করার পরে অজ্ঞাত কারণে। তাকে শাস্তিমূলক বদলি করা হয় মেহেরপুরে। মা বিধবা বড়বােন এবং বােনের ছেলে অতনুকে প্রায় অভিভাবকহীন অবস্থায় রেখে নতুন কর্মস্থলে চলে যায় আসিফ মাহমুদ দীপু। প্রকৌশল...See More
Onk valo akta boi
অনুবাদকের বিষয়ে কিছু বলার নাই তার যে কটা বই কিনে পরলাম মনে হলো অযথা টাকা নষ্ট করলাম (ফজলে রাব্বি ভাই) আপনার মনে হয় অনুবাদ এর সমন্ধে ধারণা নাই ।
Research Methodology: A Complete Direction For Learners
ড. মো. আব্দুস সালাম আকন্দ
It is a very important and friendly book for professionals and students. The author of this book explains each stage of a study in a regular and easy way. This book is recommended to read.
এক কথায়, অসাধারণ
After long time in this age It will see again