User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
“ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দু'ফোঁটা চোখের জল ফেলছ, তার প্রতিদানে আমি তোমার জন্য 'জনম জনম ধরে কাঁদিব’।”
লেখকের ভিরত একটা কবি স্বত্তা আছে মনে হয়। ভূমিকাতেই লিখেছেন, “গভীর রাতে বেওয়ারিশ কুকুর যখন ডাক পাড়ে দোর পেরিয়ে দুঃখগুলো শোবার ঘরে ভিড় করে” গভীর রাতে কুকুরের ডাকের সাথে সত্যি দুঃখের কোন সম্পর্ক আছে কি না, ঠিক জানি না। তবে এটা সত্যি-হঠাৎ হঠাৎ গভীর রাতে মন খারাপ হয়। ঘুম হতে চায় না। বইটি পড়ার পর কয়েক রাত কুকুরের ডাক শুনার জন্য দেরিতে ঘুমিয়েছি। কিন্তু কুকুর মনে হয় আমার সাথে বিট্রে করেছিল-ডাকলোই না। “আততায়ী প্রেমিক” নামের গল্পের নায়িকা রূপন্তি। তবে নায়ক ফেরদৌস কারিগর না ইমরান সাদিক তা ঠিক বোঝে উঠতে প...See More
পাঠ-প্রতিক্রিয়া -- "যখন নায়ক ছিলাম" ------ ধীরাজ ভট্টাচার্য কয়েকদিন যাবত সঙ্গ দেয়া বন্ধুবেশী বইটির পাতাগুলো পড়তে পড়তে যখন ফুরিয়ে যায়,তখন মনে হয় কেউ যেন জোর করে বিষণ্ণতার চাদরে মুড়িয়ে দিচ্ছে I চোখের সামনে হেসে-খেলে বেড়ানো চরিত্রগুলো যখন হুট করে অদৃশ্য হয়ে যায়,বিচ্ছিন্ন দ্বীপের মতো একলা লাগে নিজেকে I অনেকটা ঈদ-পুজোর আনন্দ শেষে সবাইকে ছেড়ে নিজ ক্ষেত্রে চলে যাওয়ার মতো ! আত্মজৈবনিক উপন্যাসে চাইলেই ইচ্ছে মতো রং চড়ানো যায় না,কারণ এখানে কল্পনা নয়-জীবনের অর্জিত অভিজ্ঞতাগুলো কা...See More
অত্যন্ত বাজে অনুবাদ।আগে রিভিউ কিনে দেখলে ঠকতে হতো না।প্রচুর বানান ভুল,বুঝতে পারছিনা শেষ করব কীভাবে!!!!৩১ পৃষ্ঠা পর্যন্ত অতি কষ্টে পড়লাম,মনে হচ্ছে ইংরেজী পড়াটাই বেটার ছিল। আর হা, আমিও একমত অন্যদের সাথে,এরকম বই লিস্টে রাখবেন না।বইপ্রেমীরা এমন বাজে বইয়ের পিছনে টাকা ঢালতে পছন্দ করবেনা।
অচেনা এক দেশের অজানা এক গভীর জঙ্গলে আপনার সাথে আসা গাইড যদি এক পর্যায়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আপনি কি করবেন? যখন দেখবেন আপনার বাহন ল্যান্ডরোভারটাও সে সাথে নিয়ে গেছে যেখানে খাবার পানিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা ছিলো তখন আপনি কিভাবে সার্ভাইভ করবেন? যখন দেখবেন সাথে থাকা শর্টগান আর রাইফেলটার গুলি ও প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু আশেপাশের হিংস্র জানোয়ার বেড়েই চলেছে তখন আপনি কি করবেন? আপনার শেষ পরিণাম কি হবে? "গুগুনোগুম্বারের দেশে" নামক গল্পে লেখক বুদ্ধদেব গুহ, ঋজু রায়চৌধুরী ও রুদ্র বোস নাম...See More
#রিভিউ বইঃ অ্যালবিনো লেখকঃ বুদ্ধদেব গুহ প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স পৃষ্ঠাঃ ১০৪ মূল্যঃ ১৫.০০ (ভারতীয় টাকায়) রকমারি মূল্যঃ ১১০৳ লেখকের সাথে আমার প্রথম পরিচয় গুগুনোগুম্বারের দেশে উপন্যাস দিয়ে যা একি সাথে ঋজুদা সমগ্র ১ এর প্রথম উপন্যাস ছিলো। এখন পড়লাম অ্যালবিনো। একি সমগ্রের দ্বিতীয় উপন্যাস এবং লেখকের পড়া আমার দ্বিতীয় উপন্যাস। পর্যালোচনাঃ সেবার আফ্রিকার এডভেঞ্চার শেষ করে দেশে ফিরে সুস্থ হতে ঋজুদার কিছুদিন সময় লাগে। এই ফাঁকে রুদ্ররও ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। ভালোর ভালো ঋজুদার পা টা কাটা লাগে...See More
বইটি ভালো। কিন্তু এই বইটি তে খুব বেসিক self helf content আছে। যারা self help নিয়ে অন্য কোনো বই পরেছেন বা YouTube এ ভিডিও দেখেন তাদের কাছে নতুন তেমন কিছুই নেই।
নতুন লেখকদের বই খুব ভয়ে ভয়ে পড়তে হয় আশাহত হওয়ার ভয়ে । কিন্তু সানজাক-ই উসমান আমাকে চমকে দিয়েছি । সাবলীল, নাটকীয় ভঙ্গীতে লেখক যে দুর্দান্তভাবে তুলে এনেছেন ইতিহাসের এক অধ্যায় কথা, যা আমাদের অনেকেরই অজানা, তা পাঠকমাত্রই বিমোহিত করবে । অসাধারণ এ প্রথম সৃষ্টি দিয়ে লেখক তার প্রতি প্রত্যাশার পারদ আকাশচুম্বী করে দিয়েছেন । তার কাছে থেকে এমন আরও লেখা পাওয়ার অপেক্ষায় থাকলাম । Highly Recommended.
Double standard likhen or triple standard likhen jara anti islamits tara kokhno islam ke valo choke dekhbe na. Mukh bondho kore rakhle jemon onno keu khawie dite pare na thik temni mon bondho kore rakhle islam acept korte parbe na.
হিমু মানেই অন্যরকম অনুভূতি। যা আমার খুব পছন্দের একটি চরিএ। এখানে একটি ছেলেকে দওক নিয়ে একটি Couple এর কাহিনী হিমু'র সাথে। পুরোপুরি জানতে হলে অবশ্যই বইটি পড়ে ফেলা উচিৎ। বিশেষ করে হিমু প্রেমীদের