User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
হাস্যরসে ভরা চমৎকার একটি বই। ১২/১৩ বছর আগে রূপসী বাংলা চ্যানেলে টেনিদা সিরিজ প্রচারিত হত। তখন এই সিরিজ একদিনও মিস করি নি। আর এখন টেনিদা সমগ্র পড়ে আগের আনন্দটা আবার ফিরে পেলাম।
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্,,, রহস্যময় প্রদীপ বইটা শেষ করেছি অনেক আগেই, বইটার কথা কি আর বলবো সত্যিই বইটার মধ্যেকার থিওরি গুলি অসাধারণ মাশা-আল্লাহ। রাসুলুল্লাহ(সঃ) এর সুন্নাহ্ গুলো যে আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ আর সুন্নাহ গুলোর নানা ফয়দা বিজ্ঞান এর থিওরি মাধ্যমে আমরা জানতে পারবো ইংশা আল্লাহ। আর ইয়াসির বিন সাদেক স্যার এই বইটার এক একটা টপিক এতো সুন্দরভাবে উপস্থাপন করেছেন কুরআন সুন্নাহ্ ও বিজ্ঞান এর নানা বিষয় দ্বারা যা সত্যিই প্রশংসনীয়,,,, আমার মতে আমাদের সকলের একবার হলেও ব...See More
good book
উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]
মিরাজ রহমান
অসাধারণ।
এই বইটি অনেক ছোট একটি বই, কিন্তু এর মধ্যে লেখক যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন, সেগুলো বাস্তব জীবনে অনেকটাই কার্যকর। তাই, এই বইটি সবার জন্য হালাল ব্যবসা করার একটি রোডম্যাপ।
নতুন উদ্যোক্তাদের জন্য খুব ভালো একটা গাইড লাইন। খুব সহায়ক বই।
কাহিনী টা অনেক সুন্দর। প্রেক্ষাপটও ভালো।
দারুণ একটি বই। বাংলা কবিতায় সমসাময়িককালে ধ্রুপদী ধারার আমার মতে শ্রেষ্ঠ বই এটি। ধন্যবাদ কবি আবু শাহেদ চৌধুরীকে এত সুন্দর ও অনবদ্য একটি বই উপহার দেওয়ার জন্য। আমরা তার কাছ থেকে আরো কাল ও বিশ্বজয়ী সাহিত্য প্রত্যাশা করি ভবিষ্যতে। আশা করি ও বিশ্বাস করি সেই সক্ষমতা ও সম্ভাবনা তার আছে। সাহিত্যমান হিসেবে এই বইয়ের দাম আমার মতে খুব কমই মনে হয়েছে, এটার আরো কাটতি ও পঠন, পাঠন ও আলোচনা হওয়া দরকার।
১. বড় ফন্টে লিখে অকারণে বইটির আকার, ওজন এবং দাম বৃদ্ধি করা হয়েছে, ১৬-১৮ ফন্টে না লিখে, ১২-১৪ ফন্টে লিখলে, সবদিক থেকে ভালো হত, দয়া করে পরের সংস্করণে বিষয়টি মাথায় রাখবেন, ১.৫ কেজি এবং ১৬০০ টাকা - বেশি। ২. সেন্ট্রাল থিম এবং মেজর থিম, একসাথে লেখার দরকার ছিলো। ৩. সেগমেন্ট, গতিপথ এবং ওভারভিউ - তিনটা জিনিস তো একই, আলাদা শিরোনাম দিয়ে, একি জিনিস তিনবার তিনভাবে লেখার মানে কি? ৪. বিষয়গুলোর এর বর্ণনাক্রম - জগাখিচুড়ী - একই জিনিস বারবার পড়ছি, ভিন্ন ভিন্ন বর্ণনা ভঙ্গিতে।
বইয়ের তথ্য : শিরোনাম : মধ্যরাতের পরে লেখক : এশরার লতিফ ধরন : রহস্য উপন্যাস প্রকাশনী : Aajob Prokash - আজব প্রকাশ প্রচ্ছদ : এশরার লতিফ পৃষ্ঠা : ১৩৬ প্রকাশকাল : বইমেলা ২০২৫ আপনার কি দারুণ ও ভিন্নমাত্রার এন্ডিং ভালো লাগে? গতানুগতিক ধারার রহস্য উন্মোচনে বিরক্ত হয়ে গেছেন? এবার তাহলে একটু ভিন্ন স্বাদ নিন। বলছিলাম লেখক এশরার লতিফ - এর রহস্য উপন্যাস "মধ্যরাতের পরে" নিয়ে। উপন্যাসের শুরুটা অন্যসব ক্রাইম থ্রিলারের মতোই। আর এটাই স্বাভাবিক। কারণ, প্রতিটা ক্রাইম সিনে কমন কিছু চরিত্র থাকে। তবে এটা একট...See More