User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By 880****198

      10 Apr 2025 03:12 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্,,, রহস্যময় প্রদীপ বইটা কিছুটা শেষ করেছি অনেক আগেই, বইটার কথা কি আর বলবো সত্যিই বইটার মধ্যেকার থিওরি গুলি অসাধারণ মাশা-আল্লাহ। রাসুলুল্লাহ(সঃ) এর সুন্নাহ্ গুলো যে আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ আর সুন্নাহ গুলোর নানা ফয়দা বিজ্ঞান এর থিওরি মাধ্যমে আমরা জানতে পারবো ইংশা আল্লাহ। আর ইয়াসির বিন সাদেক স্যার এই বইটার এক একটা টপিক এতো সুন্দরভাবে উপস্থাপন করেছেন কুরআন সুন্নাহ্ ও বিজ্ঞান এর নানা বিষয় দ্বারা যা সত্যিই প্রশংসনীয়,,,, আমার মতে আমাদের সকলের একবার হলেও বইটা পড়ে দেখা উচিত। এতো সুন্দর ভাবে সবকিছু সাজানো আশা করি সবার এই বইটা ভালো লাগবে ইংশা আল্লাহ। আমি সবাইকে personally অনুরোধ করছি একবার হলেও বইটা পড়ুন সত্যিই বইটা থেকে অনেক কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ্,,,,,, Maktabatun Noor কে অনেক অনেক জাযাকাল্লাহ আমাদের কাছে এতো ভালো মান এর বইটা আনার জন্য অনেক অনেক ভালোবাসা,,, আর ইয়াসির বিন সাদেক স্যার এর এতো পরিশ্রম মহান আল্লাহ কবুল করে নিক আমিন,,,,,,, SHORIFBIN ROBI

      By Onuvutir Choa

      01 Apr 2025 10:42 AM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্,,, রহস্যময় প্রদীপ বইটা শেষ করেছি অনেক আগেই, বইটার কথা কি আর বলবো সত্যিই বইটার মধ্যেকার থিওরি গুলি অসাধারণ মাশা-আল্লাহ। রাসুলুল্লাহ(সঃ) এর সুন্নাহ্ গুলো যে আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ আর সুন্নাহ গুলোর নানা ফয়দা বিজ্ঞান এর থিওরি মাধ্যমে আমরা জানতে পারবো ইংশা আল্লাহ। আর ইয়াসির বিন সাদেক স্যার এই বইটার এক একটা টপিক এতো সুন্দরভাবে উপস্থাপন করেছেন কুরআন সুন্নাহ্ ও বিজ্ঞান এর নানা বিষয় দ্বারা যা সত্যিই প্রশংসনীয়,,,, আমার মতে আমাদের সকলের একবার হলেও বইটা পড়ে দেখা উচিত। এতো সুন্দর ভাবে সবকিছু সাজানো আশা করি সবার এই বইটা ভালো লাগবে ইংশা আল্লাহ। আমি সবাইকে personally অনুরোধ করছি একবার হলেও বইটা পড়ুন সত্যিই বইটা থেকে অনেক কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ্,,,,,, Maktabatun Noor কে অনেক অনেক জাযাকাল্লাহ আমাদের কাছে এতো ভালো মান এর বইটা আনার জন্য অনেক অনেক ভালোবাসা,,, আর ইয়াসির বিন সাদেক স্যার এর এতো পরিশ্রম মহান আল্লাহ কবুল করে নিক আমিন,,,,,,,

      By Ruponti Shahrin

      24 Mar 2025 10:46 AM

      Was this review helpful to you?

      or

      এই প্রথম মাকতাবাতুন নূরের একটি বই পড়লাম, যার বইটির বিষয়বস্তু ও ভাবগাম্ভীর্যের সাথে মিল রেখে প্রকাশকের কথা, তাদের অন্যান্য সব গ্রন্থের থেকে আলাদা মানসম্পন্ন বলে মনে হলো। বলছিলাম, ‘রহস্যময় প্রদীপ’ এর কথা। সম্প্রতি মাকতাবাতুন নূর প্রকাশনি থেকে বইটি প্রকাশিত হয়েছে। এক বৈঠকে পড়ার মতো বইটি আস্তে ধীরে, একটু সময় নিয়েই পড়লাম বলা উপন্যাস ঘরানার বইটির বিষয়বস্তু অচেনা নয়। যেখানে লেখক বিজ্ঞানের আলোকে কুরআন-সুন্নাহকে পর্যালোচনা করেছেন। লেখক এগিয়েছেন গল্পের আঙ্গিকে। মোট ১৩টি গল্পে উঠে এসেছে আমাদের জীবনে ফরয ও সুন্নাহ পালনের অপরিহার্যতার বিষয়গুলো। মানুষের মাঝে বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলের খেলায় সে সবসময় প্রমাণ নিয়ে বেঁচে থাকতে চায়। এমনকি যাচাই বাছাই করে সত্যের সর্বাপেক্ষা সন্নিকটে পৌঁছতে চায়। আমাদের কুরআনুল কারীমেও আল্লাহ পাক এই ব্যাপারে জোরারোপ করেছেন যে, কুরআন পাকে আল্লাহ পাক যা কিছু বলেছেন, তা যেন আমরা অন্ধের মতো বিশ্বাস করেই বসে না থাকি। যাচাই করে সত্যকে মানুষের সামনে তুলে ধরার প্রয়াস যেন আমাদের মাঝে থাকে। সে যাইহোক, বিজ্ঞান নিয়ে কারও মনে কোনো বিদ্বেষ না থাকলেও সুন্নাহ পালনেই যত বিপত্তি। বিজ্ঞানের পেছনে ছুটতে গিয়ে আজ ১৪০০ বছর পর মানুষ আধুনিক বিজ্ঞানের দ্বারস্থ হয়ে ‘বিয়ার্ড’কে ফ্যাশন বানিয়েছে, খতনাকে শ্রেফ সেলফ ট্রিটমেন্ট বানিয়েছে। এছাড়াও ঘুমের নিয়ম, বসে পানি পান করা, হাচির স্থাএছাড়াও ঘুমের নিয়ম, বসে পানি পান করা, হাচির স্থায়িত্ব ছাড়াও মানবদেহের জটিল বিষয়কে বিজ্ঞান দ্বারা প্রমাণ করছে কীভাবে তা আরও সচল, প্রাণবন্ত ও দীর্ঘদিন রোগমুক্ত রাখা যায়। অথচ, বিস্ময়কর ব্যাপার হলো, যুগ যুগ ধরে মুমিন মুসলমানেরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ ও অনুকরণ করতে গিয়ে নিজের অজান্তে সেইসকল সুবিধা ভোগ করে আসছে যা আজ ‘বিজ্ঞানের আশীর্বাদ’ নামে পরিচিত। অবশ্য জ্ঞান-বিজ্ঞানে ও শিক্ষাক্ষেত্রে মুসলমানেরা সর্বদায়িত্ব ছাড়াও মানবদেহের জটিল বিষয়কে বিজ্ঞান দ্বারা প্রমাণ করছে কীভাবে তা আরও সচল, প্রাণবন্ত ও দীর্ঘদিন রোগমুক্ত রাখা যায়। অথচ, বিস্ময়কর ব্যাপার হলো, যুগ যুগ ধরে মুমিন মুসলমানেরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ ও অনুকরণ করতে গিয়ে নিজের অজান্তে সেইসকল সুবিধা ভোগ করে আসছে যা আজ ‘বিজ্ঞানের আশীর্বাদ’ নামে পরিচিত। অবশ্য জ্ঞান-বিজ্ঞানে ও শিক্ষাক্ষেত্রে মুসলমানেরা সর্বদাই অগ্রে ছিল। ইন্টারনেটের কল্যাণে বইটির অধিকাংশ বিষয় সম্পর্কে আমরা জানি বলেই মনে হবে। কিন্তু উপন্যাসের চরিত্র মালিহার উত্থাপিত প্রশ্ন ও আরাফের বুদ্ধিবৃত্তিক উত্তর পাঠককে শেখাবে কীভাবে জীবনের সাথে কুরআন ও সুন্নাহর সম্পর্ককে আরও মজবুত করতে হয়। আর কীভাবে বিজ্ঞান ও নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অভিন্ন সবটাই জানা যাবে। বরং বলা যায়, বিজ্ঞান যা এখনো আবিষ্কার করেনি, তার সুফলও কোনো না কোনোভাবে মুসলিম উম্মাহ বহন করে চলেছে, রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে। বইটি আমার কাছে এ কারণে ভালো লেগেছে, যারা রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের সাথে আধুনিক বিজ্ঞান তথা আমাদের প্রাত্যাহিক জীবনে সুন্নাহের প্রভাব নিয়ে তেমন স্ট্যাডি করেন না, তাদের জন্য এই গ্রন্থটি মলাটবদ্ধ এক রিসার্চপেপার বা গাইডলাইন হিসেবে কাজ করবে। সাথে থাকা রেফারেন্সগুলো গল্পাকারে দেওয়াতে বরং উপন্যাসটি প্রাণ খুঁজে পেয়েছে। টীকা আকারে দিলে সেই মজাটা আর থাকে না। তবে গল্পাকারে হওয়াতে মন মগজে সহজে আত্মস্থকরণও হচ্ছে। আরও ভালো লেগেছে, মালিহার মতো কত জানা অধ্যায়ের মাঝে ছোট ছোট টিপস, ব্যাখ্যা, তথ্য নতুন করে জানলাম। দুই একটা এমন ছিল, একদমই জানতাম না এত বিশ্লেষণ ও ব্যাখ্যা সহকারে। বইটি প্রাপ্তবয়স্কদের জন্য একেবারে পার্ফেক্ট। আর শিক্ষিত জনগোষ্ঠীর মতো করে লেখা হয়েছে। প্রকাশনির দাবী মতে, সহজ সাবলীল ঠিক নয়। তবে যিনি জানেন এবং পাঠক হিসেবে যার গবেষণা করার দক্ষতা রয়েছে, তারা উপন্যাসটির প্রত্যেকটি পাতা পড়ে একটি সারমর্ম দাড় করাতে পারেন। ‘রহস্যময় প্রদীপ’-গ্রন্থটিকে উপন্যাস বলা চলে না। যদিও প্রকাশনি মারফত এই ঘরানাতেই লিপিবদ্ধ করা হয়েছে। এটি বরং গল্প সংকলন হিসেবেই ঠিক। তাছাড়া বানান প্রমাদ ও আঞ্চলিকতার ছাপ তো রয়েছেই। ‘লাটভিয়া’ ও ‘বেলারুশ’ এর মতো দেশের নামেও রয়েছে ভুল। আশা করি, পরবর্তী সংস্করণে এসব পরিমার্জন হয়ে আসবে। নামকরণ ও প্রচ্ছদ এবার যথেষ্ট রুচিশীল লেগেছে। বিশেষ করে, নামকরণটি যে অর্থে, তা একেবারেই খাপখাপ মিলে গিয়েছে। গ্রন্থের জ্যাকেট কভার, পৃষ্ঠা সাজসজ্জা ও মান প্রকাশনির পূর্বের গ্রন্থের চেয়েও ভালো হয়েছে। লেখক ইয়াসির বিন সাদেক-এর লেখা এই প্রথম পড়লাম। যদিও গ্রন্থের কোথাও লেখা নেই, তিনি নবাগত লেখক কি না। আর না হলেও পূর্বে আর কী কী লেখা তার প্রকাশ পেয়েছে, সেসবের কিছু লেখা থাকলে ভালো হতো। লেখক আরিফ আজাদের লেখনশৈলীর মতো গল্পের ছাঁচ হলেও ব্যক্তি বিশেষে পরিচয় উদ্ঘাটনের চেয়ে লেখার মুল্যায়নকেই আমি অগ্রে রাখবো। সর্বোপরি, বলতে চাই, এই গ্রন্থের সিরিজ আকারে আরও পাঁচটি গ্রন্থ প্রকাশ করার পরিকল্পনা থাকলেও প্রকাশনিকে সাধুবাদ জানাবো। বই- রহস্যময় প্রদীপ লেখক- ইয়াসির বিন সাদেক প্রকাশনি- মাকতাবাতুন নূর পৃষ্ঠা- ১৮২

      By Rani Akhter

      18 Mar 2025 02:54 PM

      Was this review helpful to you?

      or

      দৈনন্দিন জীবনের ছোট ছোট অনেক ভুল শুধরে নেওয়া যাবে বইটা পড়ে,,,আমি অলরেডি শুধরানো শুরু করে দিয়েছি,,, ঘুমানোর আগে অযু করে শোয়া, বাথরুমে বাঁ পা দিয়ে প্রবেশ করা,, আযানের জবাব দেওয়া,রোযা রাখার উপকারিতা মেসওয়াকের উপকারিতা সহ আরো অনেক কিছু, বিশেষ করে প্রত্যেকটা ব্যাখ্যার সঙ্গে আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা অভিভূত করেছে। সহজ সরল ভাষায় লেখক প্রত্যেকটা তথ্য গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। এক কথায় বইটা অসম্ভব ভালো লেগেছে, চমৎকার একটা বই??

      By Sabina Yesmin

      14 Mar 2025 09:57 AM

      Was this review helpful to you?

      or

      সবার বইটি একবার হলেও পড়া উচিত। প্রতিটি পাতা আপনাকে অনেক কিছু জানতে সাহায্য করবে। পড়া শুরু করলে শেষ না করে উঠতে চাইবেন না। এত কিছু না ভেবে একবার পড়া শুরু করে দেখুন। আশাকরি হতাশ হবেন না।

      By Shahida Akter

      29 Apr 2025 09:40 AM

      Was this review helpful to you?

      or

      #রহস্যময়_প্রদীপ_বই_রিভিউ বইয়ের তথ্য : শিরোনাম : রহস্যময় প্রদীপ লেখক : ইয়াসির বিন সাদেক প্রকাশনী : Maktabatun Nur - মাকতাবাতুন নূর বিষয় : বিজ্ঞানের আলোকে গল্পাকারে রচিত নবীজি (স.) এর সুন্নাহসমূহ পৃষ্ঠা : ১৮২ পৃথিবীতে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল প্রমাণ রয়েছে ইসলাম নিয়েই। তারপরও ইসলাম নিয়ে বিদ্বেষের শেষ নেই। ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কুরআন ও সুন্নাহ্ আমাদের যে নির্দেশ দেয় সেটা বিজ্ঞানের দৃষ্টিতেও প্রমাণিত। তারপরও যুগ যুগ ধরে ইসলাম নিয়ে মানুষের দ্বিমত পোষণ চলমান রয়েছে। এতকিছু জানার পরও কোনো বুদ্ধিমান ব্যক্তির ক্ষেত্রে ইসলামই একমাত্র ধর্ম তা অস্বীকার করার মতো কোনো কারণ দেখিনা যদি না সে তার অহংকারের বশবর্তী হয়ে সত্যকে জেনেও জেদ ধরে তা প্রত্যাখ্যান করে। এই যে "রহস্যময় প্রদীপ" বইটা, এটিও কিন্তু আমাদের সামনে সেসব উপস্থাপন করে যা আমরা প্রতিনিয়ত করে আসছি আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা ও তাঁর রাসূলের নির্দেশে। আর সেই একই কাজগুলো অবিশ্বাসীরা করে আসছে তাদের বিজ্ঞান অনুসরণ করে। তারা ভাবে আমরা অন্ধবিশ্বাসী, ধর্মান্ধ। অথচ আমাদের কাজ গুলোই তারা করছে। এবং তারা এটাও জানে যে যেকোনো সময় তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার হেরফের হতে পারে। কে যে আতংকে থাকে সেটাতো স্পষ্ট। কী নেই বইটিতে? সাধারণ ও নিত্যদিনের প্রশ্নোত্তর থেকে শুরু করে আল্লাহর বাণী কুরআনকে নিয়েও "নিউমেরিক্যাল কুরআন" শিরোনামে গাণিতিক ব্যাখ্যা পর্যন্ত বিস্তৃত বইটি। সবার মনে প্রায়ই বিভিন্ন জটিল প্রশ্ন ঘোরে। এমনকি যিনি সম্পূর্ণ মুমিন তিনিও অনেক সময় অন্যদের বিভিন্ন পেঁচানো প্রশ্নের উত্তর দিতে হিমশিম খান। এই বিষয়টা নিয়ে কিছু স্পষ্ট জিজ্ঞাসা ও উত্তর রয়েছে বইটিতে। এটা বিশেষ করে জেনারেল পড়ুয়ার জন্য খুবই উপযোগী একটা বই। এমন অনেক জিনিস রয়েছে যা খুবই সাধারণ কিন্তু আমরা সেটার মধ্যে নিহিত নেয়ামত সম্পর্কে অবগত নই। এই যেমন দাড়ি রাখা নিয়েই দেখুন। এটা ক্যান্সার থেকে বাঁচাতে পর্যন্ত ভূমিকা রাখে। বৈজ্ঞানিকভাবেও সেটা প্রমাণিত অথচ পুরুষরা জেনেও নিজেদের কত বড় ঝুঁকিতে ফেলে দিয়েছেন। মিসওয়াক করা হার্টের গভীর রোগ থেকেও বাঁচাতে অনেক বড় ভূমিকা রাখে। অথচ ২মিনিট মিসওয়াক করতে আমাদের কত অনীহা! আমি এটা পড়ার পর আবার মেসওয়াক করার স্পৃহা পেয়েছি। ইন শা আল্লাহ্, খুব দ্রুতই আবার শুরু করবো। এই যে আমি দু-একটা বিষয় উল্লেখ করলাম এতে বুঝতে পেরেছেন নিশ্চই যে কতশত ছোট ছোট রহস্য লুকিয়ে আছে আমাদের ছোট ছোট কাজগুলোতে। আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের উপর কত দয়াশীল! কাজগুলো করলে উপকারও আমাদের আবার সওয়াবও পাওয়া যায়। বিষয়টা যেন এমন - যে খাবারও পাচ্ছি আবার খাবারের টাকাও পাচ্ছি। লাভই লাভ! বইটির ২২ পৃষ্ঠাতে লেখক পরীক্ষার নম্বর দিয়ে যেভাবে নারী-পুরুষের সমতার বিষয়টা স্পষ্টভাবে বুঝিয়েছেন এটা আমার মন কেড়েছে। অনেক সহজ একটা উদাহরণ ছিল। সবাই সহজে বুঝতে পারবেন। ইন শা আল্লাহ্। সব মিলিয়ে বইটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সবচেয়ে বড় কথা গল্পের মাধ্যমে উপস্থাপন করায় খুবই ভালো হয়েছে। এটা অনেক কাজে দিবে ও পড়তে উৎসাহ দিবে। শুধু প্রবন্ধের মতো উপস্থাপন থাকলে অনেকেই পড়তে আরাম পেতেন না। তাছাড়া প্রপার রেফারেন্স দেওয়ায় কোনো সন্দেহও থাকলো না। এতে খুব সহজে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে অনেকেই তাদের ধারণা স্পষ্ট করতে পারবেন। বইটা সবার জন্যই উপযোগী। একটু পরামর্শ : প্রকাশক দিলওয়ার হুসাইন 'প্রকাশকের কথা' অংশের শেষ দিকে বলেছেন যে উপস্থাপনায় যদি কোনো ভুল থাকে তাহলে যেন সেটা জানানো হয়। তাহলে পরবর্তী সংস্করণে সেটা তারা শুধরে নিতে পারবেন। সেজন্যই আমি বইটি পড়া শুরু পর ৯ পৃষ্ঠা থেকে ৩৯ পৃষ্ঠা পর্যন্ত কিছু ভুল নোট করেছি। আমার মনে হয় এটাই তাদের জন্য যথার্থ হবে পুরো বইটার সংশোধনের জন্য। সবটার ভুল লিখতে গেলে আমার আরও সময় লাগতো। আমি শুধু ধরে দিয়েছি বাকিটা আপনারাই শেষ করুন। বাক্যগঠনে তেমন সমস্যা নেই তবে অনেক বেশি বানান ভুল রয়েছে। এমনিতে মনে হবে এগুলো খুবই কম ভুল কিন্তু একত্র করলে বোঝা যায় এগুলো সামান্য ভুল নয়। তাই পরবর্তীতে সচেতন হওয়ার অনুরোধ রইল। বানান ভুল : ১। করুন স্বীকারোক্তি - করুণ স্বীকারোক্তি (পৃ.১১) ২। অ্যাগনস্টিক মাইন্ড - এখানে অ্যাগনস্টিক মাইন্ড না লিখে যদি সরাসরি বাংলা অর্থ লিখে দিতেন তাহলে সবার জন্য উপযোগী হতো। যেভাবে Polygamy শব্দটার ব্যাখ্যাসহ উল্লেখ করেছেন। পরবর্তীতে ইংরেজিটা ব্যবহার করলেও সমস্যা হতোনা। সবাই যে ইংরেজিটা জানবে এমনটাও না। (পৃ. ১১) ৩. করেছেনে - করেছেন। (পৃ. ১৩) ৪. বিষ্মিত - বিস্মিত ( পৃ. ১৫) ৫। ঘটনাটা কি - কি না হয়ে কী হবে। কেননা কি ও কী দুটোর ব্যবহার ভিন্ন। হ্যাঁ বা না তে উত্তর দেওয়া গেলে প্রশ্ন নয় 'কি' দিয়ে। আর ব্যাখ্যা দেওয়া লাগলে 'কী' দিয়ে প্রশ্ন করতে হয়। আর এই ভুল সারা বইয়ে বিদ্যমান রয়েছে। প্রায় সব প্রশ্নসূচক বাক্যেই এমন। তাই বারবার উল্লেখ করিনি। (পৃ.১৭) ৬। বাংলায় ব্যবহার করলে নাম্বার ইংরেজি শব্দকে নম্বর বলা হয়। (পৃ. ১৮) ৭। একটা কথা করি। - এখানে বলি হবে এবং প্রশ্নবোধক চিহ্ন হবে। শুধু এটা নয়। বেশিরভাগ প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে দাঁড়ি দিয়েছেন। ( পৃ. ২১) ৮। আল্লাহ্ ... করেছে - এটা না বলে করেছেন বললে সুন্দর শোনায়। (পৃ.২২) ৯। পুরুষ লিঙ্গ - এখানে কি পুরুষ লিঙ্গ হবে? বাক্য অনুসারে নারী হওয়ার কথা মনে হচ্ছে। (পৃ. ২৩) ১০। ইনশাল্লাহ - এটা ভুল উচ্চারণ। এখানে হামজা জবর এর উচ্চারণ মিসিং। ইন শা আল্লাহ্ হবে। (পৃ. ২৪) ১১। ভাগ্নির সুন্নাতে খতনা - এখানে ভাগ্নের হবে। (পৃ. ২৫) ১২। ধৌতকরন - ধৌতকরণ (পৃ. ২৬) ১৩। মানসিক পরিচ্ছন্নও দেয় - মানসিক পরিচ্ছন্নতাও দেয়। (পৃ. ২৭) ১৪। লক্ষ্য অনুসরকে - লক্ষ্য অনুসারে ( পৃ.২৭) ১৫। এয়াড়াও - এছাড়াও (পৃ.২৭) ১৬। তিনাকে - এখানে তিনাকে বেমানান। 'তাকে' লিখতে পারতেন। (পৃ.২৭) ১৭। কুরান - কুরআন (পৃ.২৮) ১৮। অজু/ উযূ এই বানানটার যেকোনো একটা রূপ লিখা উচিত। একই বইয়ের একেক জায়গায় একেকটা লিখা সঠিক ব্যবহার নয়। (পৃ. ২৯) ১৯। হার্টের দিল্লিতে পুঁজ হয়েছিল। - হার্টের ঝিল্লিতে পুঁজ হয়েছিল। (পৃ. ৩১) ২০। মুখস্তকরন - মুখস্থকরণ (পৃ. ৩৩) ২১। newborn mail - newborn male ( পৃ. ৩৫) ২২। নিরব দৃষ্টিতে- নীরব (পৃ. ৩৬) ২৩। কিছুক্ষনের মধ্যেই - কিছুক্ষণের মধ্যেই (পৃ. ৩৭) ২৪। সান্তনা - সান্ত্বনা (পৃ. ৩৮) ২৫। ইস্টোজেন - ইস্ট্রোজেন (পৃ.৩৯) শেষ কথা : বইটি ভালো ছিল। বইটির শিরোনাম ও কনটেক্সট যথার্থ হয়েছে। তবে আমার ভীষণ কষ্ট হয়েছে পড়া ও রিভিউ লিখা নিয়ে। অল্প সময়ে আমার জন্য এই জার্নিটা খুবই কষ্টের ছিল। যারা বইটি পড়বেন তারা অবশ্যই সময় নিয়ে পড়বেন। তাড়াহুড়ো করলে অনেক কিছু অনুভব করতে পারবেন না মনেও থাকবেনা। বইটিতে গুরুত্বপূর্ণ কিছু পাবেন, ইন শা আল্লাহ্। রেটিং : ৪/৫ লেখক, প্রকাশক ও যারা পরোক্ষভাবে সাহায্য করেছেন সবার জন্য দোয়া রইল। ভুল-ত্রুটি থাকলে ধরিয়ে দিয়েন। ইন শা আল্লাহ্। শুভকামনা রইল।

      By pus****com

      14 Mar 2025 01:22 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটা নতুন দ্বীনে প্রত্যাবর্তনকারীদের জন্য উপকারী একটা বই হবে এবং পরবর্তীতে আপনার বই পড়ার ইচ্ছা কিছুটা বাড়িয়েও দিবে। সচরাচর যারা নতুন দ্বীনে প্রত্যাবর্তন করে তারা বই পড়ার ক্ষেত্রে মনোযোগ তেমন ধরে রাখতে পারে না। তাদের এমন বই পড়তে হয় যেন ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতে পারে আবার একঘেয়েমিও বোধ না করে। দেখা যায় গল্প বলতে বলতে আপনাকে যে বুঝটা দেওয়া হয়ছে তা আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে ভাবতে চেষ্টা করেন। এভাবে আপনি আত্মশুদ্ধির জন্য ছুটে চলেন। যারা এখন আত্মশুদ্ধি করার জন্য নানান টোটকা ব্যবহার করছেন তাদের জন্য আরেকটা টোটকা হিসেবে আমি এই বইটিকে সাজেস্ট করছি।

      By Mustakim Ahmad

      09 Mar 2025 11:22 PM

      Was this review helpful to you?

      or

      ৩৮ পৃষ্ঠা পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ কিছু অজানা তথ্য পেলাম, এই বইটি না পড়লে হয়তো জানা হত না। ইন শা আল্লাহ তাড়াতাড়ি শেষ করবো। এই বই সব শ্রেণির মানুষ পড়তে পারেন, অজানা অনেক তত্ত্ব ও তথ্য পাবেন আশা করি।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!