User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বই সম্পর্কে রাজীব হাসান, ক্রীড়া সম্পাদক, প্রথম আলো অনলাইন বলেছেন
আমার এক বড় ভাই ঠিক করলেন তিনি উপন্যাস লিখবেন। খুবই ভালো সিদ্ধান্ত। এবং তিনি আমাকে জানালেন, সেই উপন্যাস কেমন হচ্ছে পড়ে পড়ে আমাকে অভিমত জানাতে হবে। খুবই বাজে সিদ্ধান্ত। সেই বড় ভাই আমাকে একটা করে অধ্যায় পাঠায়। আমি সেটার ওপর নানামুখী জ্ঞানগর্ভ বিশ্লেষণ করে তাকে মতামত জানাই। বলাবাহুল্য, না পড়েই। বড় ভাই কিছুই টের পান না। খুব উৎসাহের সঙ্গে তিনি আমার কাছে নানা রকম পরামর্শ নেন। বড় ভাই: আচ্ছা রাজীব, সপ্তম অধ্যায়ে নায়িকাকে যে নায়ক গুলি করে ফেলল, এটা কি বেশি মেলোড্রামা হয়ে গেল? চেঞ্জ করব? আম...See More
কাগজের নৌকা সম্পর্কে রকিবুল হক রকি, কপি রাইটার, মিডিয়াকম
কোনো এক অজানা কারণে আশীফ এন্তাজ রবি ভাই বিশ্বাস করেন, পৃথিবীর সকল মুভি আমার হার্ড ডিস্কে আছে। প্রায়ই তিনি আব্দার করেন, ওই মুভিটা দাও, গত বছর যেই মুভিটা দিছিলা সেইটা আবার দাও, ওই যে একটা মুভি আছে না; যেইটায় নায়ক থাকে অমুক- এইরকম অনেক মুভি তিনি চেয়ে যান একের পর এক। নিজের প্রেস্টিজ বাঁচাতে আমি ও একের পর এক মুভি ডাউনলোড করি, ডাউনলোড হলে পেন-ড্রাইভে করে তার বাসায় দিয়ে আসি। গত ঈদের ছূটির আগে তিনি কিছু মুভি চাইলেন। আমি সেগুলো পেন ড্রাইভে নিয়ে ঘুরি। তাকে ফোন দেই, তিনি ফোন ধরেন না। দিন যায়, সপ...See More
কাগজের নৌকা সম্পর্কে কবি আখতারুজ্জামান আজাদ
এই সম্পর্কে কবি আখতারুজ্জামান আজাদ বাংলা সাহিত্যে রবি মাত্র দুজনই -- এক জন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, আরেক জন শ্রী আশীফ এন্তাজ রবি। ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, 'আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি।' ক্যাস্ট্রোর মতো করেই আজ বলতে হয় -- 'আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিনি, কিন্তু আশীফ এন্তাজ রবিকে দেখেছি।' রবীন্দ্রনাথ ছিলেন বহুগুণে গুণান্বিত; একাধারে তিনি কবি, গীতিকার, গল্পকার, ঔপন্যাসিক, দার্শনিক, অভিনেতা আরো কত কী! আশীফ এন্তাজ রবিও কম যান না; একাধারে তিনি ব্লগার, রম্যকার, স্ট্যাটাসকার, টিভি...See More
বই সম্পর্কে শরিফুল হাসান, সিনিয়র রিপোর্টার, দৈনিক প্রথম আলো
খবরটা শুনে আমি প্রথমে বিশ্বাস করিনি। কাগজের নৌকা উপন্যাস তাহলে সত্যি সত্যি আলোর মুখ দেখেছে। আমার কথাকে অনেকে বাড়াবাড়ি মনে করতে পারেন কিন্তু বিশ্বাস করুণ এটাই আমার মনের কথা। হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর যতোটা দুঃখ পেয়েছিলাম সেই দুঃখে কিছুটা প্রলেপ দিতে পেরেছে কাগজের নৌকা। আমি নিশ্চিত লেখালেখি চালিয়ে যেতে পারলে অলস এই লোকটা বাংলা সাহিত্যে নতুন এক দিকপাল হয়ে উঠবে। যারা এখনো বুঝতে পারছেন না কার কথা বলছি তাদের জানিয়ে রাখি লোকটার নাম Ashif Entaz Rabi । আমাদের প্রিয় রবি ভাই। কবিগুরু রবীন্দ্রনাথকে...See More
মা তোমায় সালাম
অসাধারণ একটি বই। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে একজন মায়ের গল্প অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বইটি লেখকের অন্যতম সেরা বই।
Thanks for the dvd
রকমারি থেকে এই প্রথম কোন কিছু অর্ডার করলাম। সার্র্ভিস মোটামুটি ভালোই। আর টেকটিউনস এ চোখ রাখার কারণে হাসান জোবায়ের ভাইয়ের লেখার বড় ভক্ত আমি। এই ডিভিডি দুটো আমার অনেক কাজে লাগবে। জোবায়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে তার কাছ থেকে এরকম আরো কিছু আশা করছি।
চুম্বুক অংশ
মানসী মেরাবের কথায় ভীষণ চমকে উঠল আহমদ মুসা। শয়তানরা শেষ পর্যন্ত এই ভয়াবহ ষড়যন্ত্র করেছে! আহমদ মুসার মনে পড়ল অনেক আগেকার কথা। ফ্রান্সে ইহুদি গোয়েন্দা সংস্থাকে দিয়ে ক্যামেরুনের এক জমিদার তরুণের মগজ ধোলাইয়ের চেষ্টা হয়েছিল এই পদ্ধতিতে। তারা সফল হবার আগেই আহমদ মুসা তাকে রক্ষা করেছিল। এখন আহমদ মুসার পাশে কেউ নেই আল্লাহ ছাড়া। আহমদ মুসা গভীর ভাবনায় ডুবে ছিল। শ্বেত-শুভ্র পোশাকের একজন লোক তার সামনে এসে দাঁড়াল। অপরূপ স্বর্গীয় তার চেহারা। তার দিকে চোখ তুলে চাইতেই তার দৃষ্টির স্নিগ্ধ পবিত্রতা ...See More
architect
aita to architectura+civil engineering book. tahole aitake keno shodho matro civil engineerig catagorite rakha hoyeche.....
অসাধারণ
অনেক ভ্রমণ কাহিনী আছে যেগুলো শুধু জায়গার পরিচিতি তুলে ধরে, লেখক তার নিজের চোখে জায়গাটা কেমন দেখেছেন, তার বর্ণনা ভালোভাবে পাওয়া যায় না। কিন্তু, সংক্ষিপ্ত পরিসরে লেখক এই বইটিতে কেনিয়ার ইতিহাস, কেমন বেড়িয়েছেন তার বর্ণনা, আর ছবি এমন ভাবে তুলে ধরেছেন যে বইটি পড়ার সময় মনে হয়েছে যে আমিও যেন লেখকের সাথেই বেড়িয়েছি। বইটা যতক্ষণ পড়েছি, একটুর জন্যও একঘেয়ে লাগেনি। একটা ভ্রমণ কাহিনী যেমন হওয়া প্রয়োজন, ঠিক তেমনি হয়েছে।
প্রশ্ন করতে শেখা
“চিন্তার চর্চায় বিজ্ঞান চর্চা” এই মন্ত্র নিয়ে দেশের অন্যতম বিজ্ঞান সাময়িকী সায়েন্স আস্ক এর যাত্রা। বিজ্ঞানকে আমাদের দেশের সংস্কৃতিতে অঙ্গীভূত করা, নিঃসঙ্কোচে প্রশ্ন করতে উদ্ধুদ্ধ করা ও তরুণ প্রজন্মকে বিজ্ঞান চিন্তায় আবেশিত করা যার স্বপ্ন। যদি আপনি প্রশ্ন করতে ভালবাসেন এবং নিজেকে মনে করেন বিজ্ঞান মনষ্ক, তবে হ্যা আপনাকেই বলছি; আমন্ত্রণ রইল বিজ্ঞান ভিত্তিক প্রজন্ম গঠনে, আমন্ত্রণ রইল সায়েন্স আস্ক এ।