User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
"বীক্ষণ প্রান্ত" গল্পের ঘোড়াগুলি
এই লেখাটি প্রচলিত অর্থে রিভিউ নয়। আমি চেষ্টা করেছি লেখক মাহফুজ সিদ্দিকী হিমালয়ের কিছু সাহিত্যিক কৌশলকে বোঝার। লেখাটি শুরু করার আগে আমি লেখকের গল্পগুলোর (পূর্বের “প্রযত্নে হন্তা” এবং বর্তমানের “বীক্ষণ প্রান্ত” সম্পর্কে প্রযোজ্য) একটি সাধারণ বৈশিষ্ট্য নিয়ে দুটো কথা বলতে চাই। অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো আমার নিজস্ব পর্যবেক্ষণ। লেখকের অধিকাংশ গল্পের মূল ন্যারেটিভটা বিভিন্ন ডিটেইল এবং পারিপার্শ্বিক স্কেচের আড়ালে ডুবে থাকে। একজন শিল্পী (আমার মতে) একজন পারদর্শী “হাইড এন্ড সিক” খেলুড়ে হওয়া জরুরী...See More
Great work...
‘সকল প্রশংসা তাঁর’ কাব্যগ্রন্থে স্থান পেয়েছে সর্বমোট বত্রিশটি কবিতা। এই কবিতাগুলোকে তিনটি পর্বে বিভক্ত করা যায়। যেমন: ১. প্রথম পর্ব : আল্লাহ এবং তাঁর প্রশংসা। ২. দ্বিতীয় পর্ব : আদম, নবী [সা] এবং তাঁর সাহাবায়ে কেরাম। ৩. তৃতীয় পর্ব : ব্যক্তিগত অনুভূতি এবং আত্মজিজ্ঞাসা। প্রথম পর্বের অন্তর্ভুক্ত কবিতার মধ্যে আছে : ‘সকল প্রশংসা তাঁর’, ‘আল্লাহ’, ‘জ্যোতির উপরে জ্যোতি’ এবং ‘স্তরে স্তরে’। এই অংশের চারটি কবিতাতেই মহান রাব্বুল আলামীনের প্রশংসা, তাঁর সৃষ্টির মহিমা এবং তাঁর শেষ করুণার কথা বিচিত্র বাকভঙ্...See More
ধূসর-স্বপ্নের সাসান্দ্রা (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১০)
কাজী রাফি
'ধূসর স্বপ্নের সাসান্দ্রা' -একটি অনন্য, অসাধারণ উপন্যাস
আমি সাধারণ এক পাঠিকা মাত্র। 'ধূসর স্বপ্নের সাসান্দ্রা' র মতো অসাধারণ এক উপন্যাস নিয়ে মন্তব্য করা আমার জন্য সম্ভব নয়। তবে উপন্যাসটি পড়ার সময় আমি নাওয়া-খাওয়া ভুলে গিয়ে কী এক ঘোরের মাঝে ছিলাম- বোঝাতে পারব না! তারপর আরো কয়েকবার পড়লাম। এর মাঝে কী আছে জনিনা, এই উপন্যাসের জগত আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকে। একদিন, এই উপন্যাস ঘরে ঘরে প্রিয় এক বই হয়ে বাস করবে, এ ব্যপারে আমি নিশ্চিত। লেখককে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের এমন একটি জগত উপহার দেওয়ার জন্য। আমাদের শিল্পমানকে তিনি বড় এক উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ...See More
বিতংস (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১৩)
ওয়াহিদা নূর আফজা
পাঠ ভাবনা : বিতংস — ওয়াহিদা নূর আফজা
প্রচলিত অর্থে রিভিউ বলতে যা বুঝায় আমার এই লেখাটি ঠিক সেই কাতারে পড়বে না। আবার কেউ যদি একে বিজ্ঞাপনমূলক ফরমায়েশী লেখার দলে ফেলে দেন তা হলেও আমি আপত্তি করবো। কারো উপন্যাস নিয়ে যখন আলোচনা মূলক কিছু লিখবো তার উদ্দেশ্যে প্রচারণা থাকবে না এমন আশা করা যায় না। তবে এই লেখাটি আমার কাছে মোটেও ফরমায়েশী নয়। বরং ভালো লাগার জায়গা থেকে স্বপ্রণোদিত লেখা।এত কিছু শুরুতে বলে নেয়ার কারণ হলো এই বইটি আমি পুরোটা পড়ি নি। তবে এই উপন্যাস জন্ম নেয়ার সাথে খুব সামান্য জায়গা থেকে হলেও জড়িত ছিলাম বলেই হয়তো এর মধ্...See More
পাঠ প্রতিক্রিয়া : বীক্ষণ প্রান্ত (১) - "কিন্তু"
বীক্ষণ প্রান্তের সব গুলো গল্প পড়া হলেও এক সাথে রিভিউ লেখার চাইতে গল্প ধরে ধরে আলোচনা সুবিধাজনক মনে করছি এই জন্য যে, ১১ টা গল্পের বেশিরভাগই তাদের মধ্যেকার স্বকীয়তা আর স্বমহিমায় উজ্জ্বল। কিছু জায়গায় সমালোচনার জায়গা থাকতে পারে, তবে বেশিরভাগ গল্প গুলোই আসলে ভাবনার অনেক খোরাক যুগিয়েছে। বইয়ের প্রথম গল্প দিয়েই ধারাবাহিক আলোচনার একটা শুরু করার চেষ্টা করা যাক। বইয়ের প্রথম গল্পের নাম 'কিন্তু' -- নামটি যেমন অনিশ্চয়তাময় তেমনি গল্পের শেষে গিয়েও আমরা সেই অনিশ্চয়তাকে খুঁজে পাই। এছাড়াও আমরা খুঁজে...See More
বুক রিভিউঃ “অন্তরালের আমি” – জুয়েল আইচ
একটু আগে পইড়া শেষ করলাম জুয়েল আইচ এর আত্মজীবনী মুলক বই “অন্তরালের আমি”। প্রথমেই বইলা রাখা ভাল এইটা জুয়েল আইচ এর জীবনের ধারাবাহিক বর্ণনা না। এইটা মূলত বিভিন্ন সময়ে উনার লেখা বিভিন্ন কলাম এর একটা সংকলন। কিন্তু কলাম লিখতে গিয়া উনি উনার ছোটবেলার কথা, বাঁশি শেখার কথা, জাদুকর হয়া উঠার কথা, জাদু দেখাইতে বিদেশ ভ্রমনের কথা লিখা গেসেন। তাই আমার মত কুয়ার ব্যাং যে কিনা খালি টিভি তে জুয়েল আইচ রে দেখসে, তার কাসে এইটা একটা আত্মজীবনী বই ই মনে হইসে। কারন বইটা পড়া শেষ করার পর তার জীবন আর জীবনের প্রতি তার এপ্র...See More
কাগজের নৌকা...
কাগজের নৌকা। উপন্যাস পড়ার সময় নামটা মনে ছিল না। পড়া যখন প্রায় শেষ, চোখের দুকোনে চিকচিক করছে পানি। উপন্যাসটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে। মিতু ভাবীর জন্য কষ্ট হচ্ছে, কোথায় গেলেন তিনি! রাজিব হাসানের সঙ্গে যে তার মুখোমুখি হওয়া দরকার। না হলে পাঠক হিসেবে আমার একটা অতৃপ্তি থেকে যাচ্ছে! এত শূন্যতা চারিদিকে কেন? আমিও কি আমার চারপাশের সম্পর্কগুলোর মধ্যে এভাবেই জড়াই না প্রতিনিয়ত? পড়তে পড়তে মনে হল, উপন্যাসটা রাজিব হাসানের শূন্যতা দিয়েই শেষ করা উচিত, পরবর্তীতে নীল অপরাজিতাও সেই শূন্যতা অনুভব করছে, কিন্তু কার...See More
মতামত
এই বইটি সত্যি অসাধারণ একটি বই । এই বই তে কিছু কিছু জায়গায় মনের ভাব এমন সুন্দর ভাবে ফুটে উঠেছে যে কথায় বোঝানো যায় না
AWESOME
ROHOSHO-PREMIKDHER JONNO AWESOME EKTA BOY...BOYTA JOTHO PORECHI,THOTHOI OBAAK HOYECHI.BISHER ONEK ONEK ROHOSHER KOTHA ACHE EKANE..PROTHEK PAGE BA 2 PAGE POR CHOBI EBONG SKETCH DIE SHOBKICHU SHUNDHOR VABE DEKANO O BUJANO HOYECHE. SHOKOLKE BOYTA PORTHE SUGGEST KORCHI