User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
স্বর্ণযুগের স্বাক্ষী
এপার বাংলার আমাদের গর্বের সাহিত্যিক ও চিত্রশিল্পীদের নিবিড় সাহচর্যে কাটানো সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হকের অনবদ্য স্মৃতিকথা 'তিন পয়সার জ্যোছনা'।তাঁর কাব্যময় ভাষায় লেখা এ বই সকল বাঙালী সাহিত্যপ্রেমীদের জ্ন্য অবশ্য পাঠ্য।
আমার চোখে 'এনিম্যান'
এ বইমেলায় আমার খুব একটা প্রিয় বই সময় থেকে বের হওয়া মুহম্মদ জাফর ইকবালের বই "এনিম্যান"। এনিম্যান একটা সায়েন্স ফিকসান, কিন্তু স্যারের অন্য সায়েন্স ফিকসানের মতো এই বইটিতেও মানবিক দিক আছে। বইটি আমার কয়েকটি কারণে খুব ভাল লেগেছে। যেমন ধরুন, ১। বইয়ে সাদা চামড়াদের চালাকি করে পচানো হয়েছে, সাদা চামড়াদের পচালে আমার ভাল লাগে। ২। বইটিতে এশিয়া আর আফ্রিকার গরীব মহিলাদের কষ্টের কথা বলা হয়েছে, তাদের যে কত সহজে exploit করা যায় সেই কথাটি বলা হয়েছে। বলা হয়েছে কিছু দুষ্টু NGOর কথা যারা এসব মহিলাদের দুষ্টু কাজ...See More
পার্থিব - যুক্তিনিষ্ঠ অসামান্য একটি বই
পার্থিব নামের এই ছোট্ট বইটা আসলেই ক্ষুরধার একটা বই। আমার খুব প্রিয় বইগুলার একটি। চারটি অনন্ত এবং সৈকতের চারটি প্রবন্ধ নিয়ে বইটি সংকলিত করা হয়েছে। - 'মহাপ্লাবনের বাস্তবতা', - 'মিরাকল ১৯ এর উনিশ বিশ, - ভগবদগীতায় বিজ্ঞান অন্বেষণ এবং অন্যান্য এবং - 'ঈশ্বর ও ধর্ম প্রসঙ্গ : সংশয়বাদী দৃষ্টিকোণ থেকে' সবগুলো প্রবন্ধ যদি বাদও দেই, 'মিরাকল ১৯ এর উনিশ বিশ' প্রবন্ধটির জন্যই বইটি চিরঞ্জীব হয়ে থাকবে। রাশাদ খলিফার বানানো এই উনিশের অলৌকিকতার খণ্ডন আমরাও করেছিলাম আমাদের a href="http://www.rokomari.c...See More
Buy
HAZI BARI co/ Badsha Alomgir. house no #5 road #4 G.L ROY ROAD, MAYAMOYE SOROK , ASOD GOLI , RANGPUR.
গবেষণালব্ধ দলিল, আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ধারণকারী এক গতিময় কাব্যব্যঞ্জনা
এই উপন্যাসে পুন্ড্রসভ্যতার পাশাপাশি আছেন গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, রাণী ভবানী, অষ্টম শতাব্দীর জয়াপীড় এবং কমলা নাম্নী প্রাচীন এক নর্তকী চরিত্র! সিকরীর মান-বাঈয়ের দাসী মোহিনীর সাথে কমলার যোগসূত্র ছাড়াও গবেষকের মতো অত্যন্ত সংগতভাবে ২৫ কোটি বছর আগে থেকে ভারতবর্ষের জাতিসত্তার উত্থান প্রসংগও তুলে আনা হয়েছে জটিল বুঁনন অথচ গতিময় কাব্যিক ভাষার ‘ত্রিমোহিনী’র বিশাল ক্যানভাসে। অসংখ্য ঐতিহাসিক চরিত্রের সাথে এক ডজন শক্তিশালী প্রধান চরিত্রের কর্ম-সমারোহে কাজী রাফি এমন এক বিস্তৃত এবং মোহাচ্ছন্ন জগত তৈরী করেছেন য...See More
কিউট :D
ছোট্ট একটা বই। বাপ্পার বন্ধু খোঁজা নিয়ে। খুবই কিউট। বাচ্চাবয়সে এরকম বইগুলো খুঁজে খুঁজে বার করতাম দোকানে। আহ। পড়ে সেই সময়টার কথা মনে পড়ে গেলো। :)
Book
please i want this two book..But i dont have any credit card or master card or debit card..But i staying Dubai..If better if you give your contact nunber or your Bank account other wise contact with me this number then i will send money.. Best Regards, Md. Arshad Ullah Dubai Intl.City Contact: 00971553637176
Good read with weak translation
Awesome book and story is real good...its a sequel of River God. But I must say the translation is substandard and not as good as River God...and thus u may not find it interesting. Bought the book with great zeal after reading River God...but felt bad because of the weak translation.
bujhlam na
ami ai boi ta purchase korar jonno order diyechi kintu irder ta akhono processing dekhacche eta kokhon approved hobe?