User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
এরকুল পোয়ারোকে নিয়ে আমরা কতটুকুই বা জানি?শার্লক হোমসকে নিয়ে বাজারে শতশত সমগ্র পেলেও এরকুল পোয়ারো নিয়ে তেমন কোনো সমগ্র নেই।তাই তার বুদ্ধির খেলও পাঠকদের কাছে অজানাই থেকে গেছে।তাই এরকুল পোয়ারোকে ভালোমতো জানতে হলে অন্তত এই বইটিই পড়ে ফেলুন।৪টি ছোট গল্প আর একটি উপন্যাস নিয়ে "কালো কফি"সংকলিত হয়েছে।"কালো কফি" নামের উপন্যাসটি মূলত একটি নাটিকা ছিল।একে নভেলাইযেশন করে প্রকাশ হয়েছে।আমার কাছে, পুরো বইয়ের মুগ্ধতা এই উপন্যাসকে ঘিরেই। পাঠ প্রতিক্রিয়াঃ এককথায় খুব ভালো লেগেছে।মগজ ধাঁধাঁনো বুদ্ধির খেলা ছিল প্রচুর...See More
informative one
লেখকের ছোটবেলার গল্প পড়তে পড়তে নিজের অনেক ঘটনা মনে পড়ে গেছে। আমিও স্কুলের দিনগুলোতে ফিরে ফিরে গিয়েছি। মনে হচ্ছিল লেখক আমার সামনে বসে তাঁর জীবনের গল্প বলে যাচ্ছেন আর আমি গোগ্রাসে তাঁর কথাগুলো গিলছি।নিজের ভুলতে বসা নানান স্মৃতি মনে পড়েছে। সবচেয়ে ভাল লাগার কয়েকটি লাইন "যার সম্মান এত্তটুকুন সে-ই সবসময় সেটুকু হারিয়ে ফেলার ভয়ে জড়োসড়ো হয়ে থাকে। তাই সে ছোট কাজ করতে ভয় পায়। কিন্তু যার সম্মান অনেক তাঁর এই ভয় নেই উল্টো ছোট কাজের ফলে তাঁর সম্মান আরও বেড়ে যায়"
প্লেটো গ্রিক সভ্যতার এক উজ্জ্বল নক্ষত্র।তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং এরিস্টটলের শিক্ষক।এই ছাত্রশিক্ষকরাই যে তাদের প্রজ্ঞা ও সৃজনক্ষমতা দিয়ে পৃথিবীর মানুষের চিন্তাভাবনাকে আজও প্রভাবিত করে চলছেন সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। মানা হয়ে থাকে,প্রচীন গ্রিসে অাড়াইহাজার বছর পূর্বে পশ্চিমা দর্শনের ভিত রচনা হয়েছিল।আর এ কৃতিত্বের বেশির ভাগই প্লেটোর হাতে।কালের যাত্রায় তার লিখা অসংখ্যা গ্রন্থের মধ্যে মাত্র গুটিকয়েক এ কাল পর্যন্ত এসেছে।তার মধ্যে 'রিপাবলিক' অন্যতম। প্লেটোর লেখা 'আইনকানুন' কে সর্ববৃহৎ সংলাপ ধর...See More
বইটি পড়ে আশাহত হয়েছি , যে চেতনা থেকে বইটা কিনেছিলাম তা পুরাপুরি ব্যার্থ হয়েছে, ফিলিস্তিনিদের কঠিন জীবনের ছবি সেভাবে ফুটে উঠেনি এর কারণ হয়তোবা লেখক একজন বামপন্থী যে ফিলিস্তিনিদের মূল আন্দোলনের অংশ না বরং ধনীশ্রেণীর সুবিধাবাদীদের একজন
বইটি মন কেড়েছে
جيد
Very good
অনন্য সাধারণ জবাব এটা
বাংলা ভাষার সর্ব উৎকৃষ্ট অভিধান