User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
it all about reader...every book has his own value....I can not judge a book but a book can judge me....
Was this review helpful to you?
or
enjoyable. satisfying translation.
Was this review helpful to you?
or
interesting book
Was this review helpful to you?
or
I COULD GIVE IT FIVE STAR UNDOUBTEDLY...THE MAIN WRITER OF THIS BOOK WAS AGATHA CRISTIE... SHE IS WELL-KNOWNED ALL OVER THE WORLD FOR HIS CREATING STYLE... HE CREATED A HISTORICAL CHARACTER NAMED HERCUL POIROT... IN BANGLADESH SEBA GIVES US THE PLEASURE OF HER WRITING... THIS BOOK IS ONE OF THEM... SAYEM SOLAYMAN IS ONE OF MY FAVOURITE TRANSLATOR... HIS TRANSLATING IS VERY EASY... I HAVE ENJOYED THIS BOOK... A BRILLIANT SENSE OF AGATHA CRISTIE... WHAT HAPPENED WITH HER MIND! HOW AMAZING HER WRITING SKILLS WAS..WE MISS HER WRITING... GET AWAY THIS MATTER... I AM GIVING YHANKS TO SEBA PROKASHONI AND SAYEM SOLAYMAN... AFTER JUDGES THE WHOLE BOOK FRON DIFFERENT ANGLE I HAVE GIVEN IT FIVE STAR.
Was this review helpful to you?
or
বইয়ের নাম- কালো কফি লেখক- আগাথা ক্রিস্টি অনুবাদক-সায়েম সোলায়মান প্রকাশনী- সেবা প্রকাশনী একটি পরিপূর্ণ উপন্যাস ও চারটি গল্পের সংকলন হল এই বই। ১। হান্টার’স লজ রহস্য- নিজের রুমে খুন হয়ে গেল হ্যারিংটন। খুন হবার আগে তার সাথে তার সাথে দেখা করতে এসেছিল এক আমেরিকান। বাড়িতে ছিল শুধুমাত্র তার পুত্রবধূ। তার রুম থেকে হারিয়ে গিয়েছে এক রিভলবার ,যেটা কিনা একটা ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে। কে ছিল এই খুনের পিছনে? ২।লুকানো উইল-বাপ-মা মরা মেয়েকে নিয়ে থাকতেন চাচা এয়ন্ড্রিউ মার্স। তিনি চান না তার ভাতিজি পড়ালেখা করুক। তাই বনিবনা না হওয়ায় ভাতিজি বাসা ছেড়ে চলে যায়। কিন্তু মৃত্যুর আগে মার্স তার দলিলে সকল কিছু তার ভাতিজিকে দিয়ে যান। দলিল লুকিয়ে রেখে যান এক অভিনব উপায়ে। ভাতিজি কি দলিল খুঁজে পাবে? ৩। কালো কফি- স্যার ক্লড আবিষ্কার করলেন এক ফর্মুলা।যা দিয়ে বানানো যাবে মারণাস্ত্র। কিন্তু তার বাড়ি থেকে চুরি হল ফর্মুলা। বাড়িতে ছিলেন তার ছেলে,ছেলের বউ, ছেলের বউয়ের বন্ধু, সহকারি,বোন,ভাতিজি আর ব্যক্তিগত চিকিৎসক। কে করল এই হীন কাজ? চোরকে খুঁজে বের করতে এরকুল পোয়ারকে ডাকলেন তিনি। কিন্তু গোয়েন্দা আসার পূর্বেই ক্লড সাহেবের ভবলীলা সাঙ্গ হল। তারপর???? ৪।আশ্চর্য অন্তর্ধান - বাসা থেকে বের হবার পর আর ফিরে আসেনি ডেভেনহেইম। জ্যাপের সাথে চ্যালেঞ্জ লাগল পোয়ারো। ঘরে বসে কেস সমাধান করবেন তিনি। ৫।দেবতার চোখ- প্রায় কাছাকাছি সময় চুরি হয়ে গেল দুটি হীরে। হীরে দুটি আবার একটি অপরটির জোড়া। এর মধ্যে হুমকি আসলো হীরার মালিকদের কাছে। এবার কি করবে পোয়ারো? পাঠ পতিক্রিয়া- আগাথা ক্রিস্টির রচনা নিয়ে কি আর বলব। সবই ভালো লাগে। কিছু বেশী কিছু কম। অনুবাদও চমৎকার। কালো কফি তে সেই চিরচেনা পোয়ারোকে পেয়েছিলাম। যে কিনা জেরা করেই রহস্য সমাধান করে ফেলে। এই একই কাজ আবার আমাদের বাংলার শবর দাশ গুপ্ত ও করে থাকে।
Was this review helpful to you?
or
অভিনব কায়দায় খুন করা হয়েছে হ্যারিংটন পেসকে। কিন্তু খুনি কি শেষপর্যন্ত নিয়তিকে এড়াতে পারল? লুকানো উইল: অদ্ভুত এক লোক অ্যাণ্ড্রিউ মার্শ। তিনি চান না পড়ালেখা করুক মেয়েরা, অথচ তাঁর উচ্চশিক্ষিত ভাতিজির ধারণা, ওকে উইলের মাধ্যমে নিজের সবকিছু দিয়ে গেছেন তিনি। ... কোথায় সেই উইল ? কালো কফিঃ এমন এক ফর্মুলা আবিষ্কার করেছেন স্যর ক্লড অ্যামোরি, যা দিয়ে বানানো যাবে ভয়ঙ্করতম বিস্ফোরক। কিন্তু তাঁর মনে হচ্ছে, কেউ একজন চুরি করতে চাইছে তাঁর ফর্মুলাটা। তাঁর বাড়িতে গেল পোয়ারো, চুরির কেস সামলাতে গিয়ে মুখোমুখি হলো হত্যারহস্যের। আশ্চর্য অন্তর্ধান: স্রেফ বাতাসে মিলিয়ে গেছেন মিস্টার ডেভেনহেইম। কোথাও কোনও ক্লু নেই। ঘরে বসে রহস্য সমাধানের চ্যালেঞ্জ নিল পোয়ারো। দেবতার চোখ: হুমকি-চিঠিতে বলা হয়েছে, হীরাটা দেবতার বাঁ চোখ, ওটা যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে দিতে হবে। ...কেসের মীমাংসা করতে গিয়ে পোয়ারো কি বোকা বনল, নাকি বোকা সাজল? - পূর্ণাঙ্গ একটি উপন্যাসসহ চারটি বড় গল্পের এই সংকলনে এরকুল পোয়ারো প্রমাণ করেছে, রহস্য সমাধানে কেন সে অপ্রতিদ্বন্দ্বী। চলুন না, আমরাও ওর সঙ্গে সমাধান করি আশ্চর্য পাঁচটি রহস্যের। বইএর গল্প গুলো কে কল্পবিজ্ঞান, ভৌতিক, আর সামাজিক এই তিন ভাগে ভাগ করতে গিয়েও পারলাম না। পড়তে গিয়ে সব বিভাগগুলো যেন মিলেমিশে গেলো। হয়ে গেলো একাকার। কল্পবিজ্ঞানের গল্পে আছে তীব্র মানবিক সত্বা। সামাজিক মূল্য বোধ। কখনো বা রোমাঞ্চ। শেষে একটা কথা বলার আছে যারা ভূত – প্রেত ভালোবাসেন অথবা সায়েন্স ফিকশান তারা অবশ্যই বইটি একবার পড়ে দেখবেন। লেখকের কাছ থেকে আর ও এরকম কিছু বা এর চেয়েও ভালো কিছু পাবো সবাই আশা রাখছি।
Was this review helpful to you?
or
এরকুল পোয়ারোকে নিয়ে আমরা কতটুকুই বা জানি?শার্লক হোমসকে নিয়ে বাজারে শতশত সমগ্র পেলেও এরকুল পোয়ারো নিয়ে তেমন কোনো সমগ্র নেই।তাই তার বুদ্ধির খেলও পাঠকদের কাছে অজানাই থেকে গেছে।তাই এরকুল পোয়ারোকে ভালোমতো জানতে হলে অন্তত এই বইটিই পড়ে ফেলুন।৪টি ছোট গল্প আর একটি উপন্যাস নিয়ে "কালো কফি"সংকলিত হয়েছে।"কালো কফি" নামের উপন্যাসটি মূলত একটি নাটিকা ছিল।একে নভেলাইযেশন করে প্রকাশ হয়েছে।আমার কাছে, পুরো বইয়ের মুগ্ধতা এই উপন্যাসকে ঘিরেই। পাঠ প্রতিক্রিয়াঃ এককথায় খুব ভালো লেগেছে।মগজ ধাঁধাঁনো বুদ্ধির খেলা ছিল প্রচুর।আশা করি, *কালো কফি*পড়ে বুঝতে পারবেন রহস্য সমাধানে কেন এরকুল পোয়ারো অপ্রতিদ্বন্দ্বী....
Was this review helpful to you?
or
পোয়ারোর তদন্তের পদ্ধতি সত্যিই অদ্ভুত। এমন বিষয়ে সে গুরুত্ব দেয় যা অন্যদের কাছে কোন গুরুত্ব বহন করেনা।শুধু মানুষের সাথে কথা বলেই কি জটিল সব সমস্যার সমাধান করে ফেলেন। কালো কফি গল্পে একেবারেই আন্দাজ করতে পারিনি নিরীহ গোবেচারা সেক্রেটারিই খুনী। অন্যান্য সব গল্প প্রতিটা দারুন। সুখপাঠ্য একটি বই।