User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Abdullah Al Sowad

      03 Jun 2025 03:22 PM

      Was this review helpful to you?

      or

      Best book

      By MD Moniruzzaman

      11 May 2022 07:03 PM

      Was this review helpful to you?

      or

      Excellent

      By Abm Hasan

      21 Nov 2021 12:19 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By mh saon

      21 Apr 2021 12:44 PM

      Was this review helpful to you?

      or

      excellent

      By Sanowar Hossain

      19 Aug 2021 10:22 AM

      Was this review helpful to you?

      or

      .

      By Shahriar

      17 Mar 2021 08:48 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ

      By Shapayet Showrov

      10 Aug 2020 02:54 PM

      Was this review helpful to you?

      or

      I find my product, but not in abject place. But the book is as I was watching for.

      By Abdus Sabur Lotus

      20 Jul 2020 02:25 PM

      Was this review helpful to you?

      or

      সুন্দর অনুবাদ।

      By Sagar Mallick

      30 Apr 2020 07:10 PM

      Was this review helpful to you?

      or

      " রিপাবলিক - প্লেটো " শিল্প, সাহিত্যের অাতুরঘর ছিল তৎকালীন গ্রীক নগরী। লোকমুখে শোনা যায় এথেন্সকে বলা হতো ইশ্বরের নগরী। কিন্তু এই পবিত্র নগরীতে দেখাদিল অরাজকতা, রাষ্ট্রে দেখা দিল অাদর্শ শাসকের অভাব। তখনি মহাজ্ঞানী প্লেটো এসবের সমাধান দিতে চেয়েছিলেন। তিঁনি তার গুরুর কাছ থেকে পাওয়া অপার জ্ঞান বর্ণনা করেলেন বিখ্যাত বই রিপাবলিকে। যার মধ্য অাছে শিক্ষা, সাহিত্য, দর্শন সহ রাজনৈতিক ন্যায়নৈতিকতা সম্পর্কে বিশেষ ধারনা। দুই মলাটের মধ্য প্লেটোর সৃজন সামগ্রীর অাস্বাদ পেতে হলে রিপাবলিক পাঠ হল সবথেকে সহজ উপায়। কারণ দশ খন্ডের এই বইয়ের ভেতর অাছে দর্শন, রাষ্ট্রতত্ত্ব, ধর্মতত্ত্ব, শিক্ষাতত্ত্ব, মনতত্ত্ব, শিল্পতত্ত্ব, ইহলোকে ও পরলোকের সকল জ্ঞান। মূলত বইটি প্লেটো অার সক্রেটিসের সত্যিকারের জবানবন্দি। বইয়ে যেসব বিষয়ে অলোচনা সমালোচনা করা হয়েছে তাতে রয়েছে মানবজীবনের গভীরতম সব প্রশ্ন এবং ঐ সব প্রশ্নের সমাধান। অাদর্শ রাষ্ট্রের চিন্তা লোকমুখে শোনা যায়। গণতন্ত্রিক এবং সমাজতান্ত্রিক রাষ্ট নিয়ে কত কথা। মুখে অনেক কথায় অনেকে বলে কিন্তু কেমন হবে সেই রাষ্ট্র তার সমাধান কোথায়? সবকিছুর নিবিষ্ট জ্ঞান অাছে প্লেটোর রিপাবলিক বইটিতে। এক কথায় বলতে গেলে বইটি হল জীবন দশায় উত্তম রূপে বেঁচে থাকার পন্থা। সর্বোপরি মানুষের পূর্ণাঙ্গ জীবন দর্শন। মনের কল্পনা হয়তো হাজার বছর ধরে মানব সভ্যতাকে অকৃষ্ট করে অাসছে। তাইতো অামরা মুগ্ধ হচ্ছি ইউটোপিয়ায়। হয়তো সেজন্যই রিপাবলিক পাঠে অামরা গভীরভাবে উদ্ভুদ্ধ হই বারংবার।

      By Mahfuzar Rahman

      20 Apr 2022 06:44 PM

      Was this review helpful to you?

      or

      এককথায় মাস্টারপিস। সকলের জন্য অবশ্যপাঠ্য বই।

      By Himu

      19 Nov 2019 07:27 PM

      Was this review helpful to you?

      or

      একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে অ্যারিস্টটল আমার গুরু এবং প্লেটো হচ্ছে গুরুর গুরু। একজন রাজনৈতিক জীব হিসেবে প্লেটোর দ্যা রিপাবলিক বইটি প্রত্যেকের জন্য পাঠ করা অপরিহার্য।বাজারে যে বইটি পাওয়া যায় তার পেপারের গুনগত মান অত্যন্ত খারাপ।উল্লেখ্য রকমারি.কম এর পেপার এবং বাইন্ডি খুবই উন্নত মানের যা একজন পাঠকের চাওয়া। পুনশ্চ: আমার কাছে রকমারি.কম সময়ের শ্রেষ্ঠ পাওয়া।

      By Rahman Ferdinand

      26 Aug 2017 11:23 AM

      Was this review helpful to you?

      or

      দর্শন, রাজনীতি, ধর্ম, অমরত্ব, বিজ্ঞান, নাটক, কাব্যকলা ইত্যাদি নিয়ে প্লেটোর ভাবনা, নিজের মত করে সাজিয়ে সুন্দর করে এই বইতে তুলে ধরা সিক্রেটস এর ভাবনা ও বহু মূল্যবান রত্নখচিত এই বইটি নিঃসন্দেহে আপনার জ্ঞান ভান্ডারে এক রঙিন পালক যোগ করবে

      By Aam somik

      01 Aug 2016 04:08 PM

      Was this review helpful to you?

      or

      জীবনাদর্শ সংলাপ প্রাচীন জ্ঞান ভান্ডারের আঁতুড়ঘর নামে পরিচিত গ্রীস নগরীর বিখ্যাত দার্শনিক প্লোটো এর রচিত “রিপাবলিক” এর বাংলা অনুবাদ করেন সরদার ফজলুল করিম।অসাধারন এই বইটিতে প্লোটোর গুরু বিখ্যাত দার্শনিক সক্রেটিস এর মুখে বর্ণিত বিভিন্ন সংলাপ তিনি তুলে ধরেছেন। প্রধান চরিত্র প্লেটোর গুরু সেই সক্রেটিস যিনি এথেন্সের যুবসমাজকে বিপথগামী করার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে হ্যামলক পান করেছিলেন।সক্রেটিসের প্রত্যেক্টি কথায় সংলাপ আমাকে প্লোটো এই বইটিতে তুলে ধরেছেন।এই বইটির প্রথম অংশে একটি আইডিয়াল কমনওয়েলথ বা আদর্শ রাষ্ট্র গঠন সম্পর্কে আলোচনা করা আছে।দ্বিতীয় অংশের আলোচনার বিষয় দার্শনিক কে? কীভাবে একজন মানুষ দার্শনিক হয়? শুভ, ন্যায়পরায়ণতা, জ্ঞান, ধারণা বা অভিমত, সত্তা, অবভাস ইত্যাদি বিষয় অংশের আলোচ্য। তৃতীয় অংশে আছে বিভিন্ন নগররাষ্ট্রে প্রচলিত শাসনতন্ত্র ও শাসনব্যবস্থার তুলনামূলক আলোচনা ও সেগুলোর দোষগুণ বিচার।রিপাবলিকে প্লেটোনিক সক্রেটিসের সংলাপ চলে এথেন্স ও এথেন্সের বাইরের কজন ব্যক্তির সঙ্গে। আদর্শিক ও বাস্তবিক পরিপ্রেক্ষিতে জাস্টিস বা ন্যায়ের স্বরূপ নিয়ে তর্ক-বিতর্কের শেষে সক্রেটিসের বয়ানে প্লেটো এমন এক ন্যায়পর রাষ্ট্রের কল্পনা হাজির করেন, যার শাসকেরা হবেন দার্শনিক।প্লেটোর আদর্শ রাষ্ট্রের নাগরিকেরা বিভক্ত থাকবে তিনটি শ্রেণীতে: জনসাধারণ, সৈন্যবাহিনী ও অভিভাবকমণ্ডলী। এমন বিশ্বাস সৃষ্টি করা হবে যে ঈশ্বর তিন প্রকারের মানুষ সৃষ্টি করেছেন।এই বইটিতে একটি রাষ্ট্রের সম্পূর্ণ জীবনব্যবস্থার প্রায় সব ক্ষেত্র নিয়ে প্লেটোর প্রস্তাবনা আছে: আদর্শ রাষ্ট্রে শিক্ষার উদ্দেশ্য, পদ্ধতি ও স্বরূপ কী হবে, কেমন হবে অর্থনৈতিক ব্যবস্থা। প্রথম ভাববাদী দার্শনিক হিসেবে প্লেটোর পরিচয় যে কারণে, সেই ভাবতত্ত্ব বা থিওরি অব আইডিয়াস তিনি হাজির করেছেন এই গ্রন্থে বিশদভাবে। রাজনীতি ও জীবনকে দর্শনের সঙ্গে মেলানোর চেষ্টা ছাড়াও এই বইটিতে আছে ধর্ম, অমরত্ব, বিজ্ঞান, নাটক, কাব্যকলা ইত্যাদি নিয়ে প্লেটোর ভাবনা।সত্যিই অসাধারন লিখেছেন তিনি।সক্রেটিসের অনেক সংলাপ গুলো তিনি নিজের মত করে সাজিয়ে সুন্দর করে এই বইতে তুলে ধরেছেন।জ্ঞান ভান্ডার বাড়াতে চাইলে পাঠকদের বলব এই বইটি পড়তে।অবশ্যই অনেক ভাল লাগার মত বই এইটি।

      By Menhazul Abedin

      25 Oct 2019 12:16 AM

      Was this review helpful to you?

      or

      বইটি আমার চিন্তা করার ধরন পালটিয়ে দিয়েছে । আমি সবাইকে এই বইটি পরতে বলব।

      By Anisul haque

      22 Jan 2022 04:48 PM

      Was this review helpful to you?

      or

      আমাদের দেশে নির্বাচিত সাংসদগণদের বাধ্যতামূলকভাব প্লেটোর রিপাবলিক এরিস্টটলের পলিটিক্স ও রুশোর সোশ্যাল কন্ট্রাক এই তিনটি বই ভালভাবে পড়াতে হবে এবং পড়িয়ে যথারীতি পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের সংসদে ফলাফলের ভিত্তিতে বসার আসন নির্ধারণ করে দিতে হবে। যারা ভাল ফলাফল করবেন তারা সামনে আসন নিবেন আর যারা ভাল ফল করবেন তারা পিছনে বসবেন। যারা রাষ্ট্র মানুষ আইন নিয়ে ভাবেন তাদের জন্য এই তিনটি বই অবশ্যই পঠিতব্য।

      By Md. Mahmud Alam

      27 Aug 2019 01:42 PM

      Was this review helpful to you?

      or

      প্লেটোর রিপাবলিক - সরদার ফজলুল করিম পশ্চিমের লোকেরা বলে, তাদের সমস্ত জ্ঞানভান্ডারের আঁতুড়ঘর ছিল প্রাচীন গ্রিস। পুবের লোকেরাও স্বীকার না করে পারে না, তাদের মননেও গ্রিক মনীষার প্রভাব সুগভীর। পুব-পশ্চিম উভয়ের চিন্তাজগৎকে প্রায় আড়াই হাজার বছর ধরে প্রভাবিত করে চলেছে যে গ্রিক দর্শন, তার প্রায় অর্ধেকটা রূপায়িত হয়েছে প্লেটোর হাতে। প্লেটো পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থকার, যাঁর প্রায় ৩৫টি গ্রন্থ আমাদের কাল পর্যন্ত পৌঁছেছে। সেগুলো একেকটা মণিরত্ন; সেই রত্নভান্ডারের সবচেয়ে উজ্জ্বল রত্নটির নাম দ্য রিপাবলিক। প্লেটোর সব লেখাই সংলাপ। রিপাবলিক তাঁর দ্বিতীয় বৃহত্তম সংলাপ, খ্রিষ্টপূর্ব ৩৮০-৩৮২ সালের দিকে লেখা। সক্রেটিস নামে এক ব্যক্তির মুখে বর্ণিত এ সংলাপের প্রধান চরিত্র প্লেটোর গুরু সেই সক্রেটিসই বটেন, যিনি এথেন্সের যুবসমাজকে বিপথগামী করার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে হ্যামলক পান করেছিলেন। বার্ট্রান্ড রাসেলের মতে দ্য রিপাবলিক প্লেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ। এ গ্রন্থকে রাসেল মোটা দাগে ভাগ করেন তিনটি অংশে। প্রথম অংশে আছে একটি আইডিয়াল কমনওয়েলথ বা আদর্শ রাষ্ট্র গঠন সম্পর্কে আলোচনা। সেসব আলোচনার অন্যতম উপসংহার: শাসকেরা অবশ্যই হবেন দার্শনিক। দ্বিতীয় অংশের আলোচনার বিষয় দার্শনিক কে? কীভাবে একজন মানুষ দার্শনিক হয়? শুভ, ন্যায়পরায়ণতা, জ্ঞান, ধারণা বা অভিমত, সত্তা, অবভাস ইত্যাদি বিষয় অংশের আলোচ্য। তৃতীয় অংশে আছে বিভিন্ন নগররাষ্ট্রে প্রচলিত শাসনতন্ত্র ও শাসনব্যবস্থার তুলনামূলক আলোচনা ও সেগুলোর দোষগুণ বিচার।

      By Nuzratul Haque Shaikat

      07 Dec 2018 07:23 PM

      Was this review helpful to you?

      or

      প্লেটো গ্রিক সভ্যতার এক উজ্জ্বল নক্ষত্র।তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং এরিস্টটলের শিক্ষক।এই ছাত্রশিক্ষকরাই যে তাদের প্রজ্ঞা ও সৃজনক্ষমতা দিয়ে পৃথিবীর মানুষের চিন্তাভাবনাকে আজও প্রভাবিত করে চলছেন সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। মানা হয়ে থাকে,প্রচীন গ্রিসে অাড়াইহাজার বছর পূর্বে পশ্চিমা দর্শনের ভিত রচনা হয়েছিল।আর এ কৃতিত্বের বেশির ভাগই প্লেটোর হাতে।কালের যাত্রায় তার লিখা অসংখ্যা গ্রন্থের মধ্যে মাত্র গুটিকয়েক এ কাল পর্যন্ত এসেছে।তার মধ্যে 'রিপাবলিক' অন্যতম। প্লেটোর লেখা 'আইনকানুন' কে সর্ববৃহৎ সংলাপ ধরা হলে 'রিপাবলিক' দ্বিতীয় বৃহত্তম সংলাপ।তার সব গ্রন্থই সংলাপ আকারে লিখা।এ কারনে বলা যায় প্লেটো তার কোনো ধারনা বা মতবাদই সরাসরি কারো উপর চাপিয়ে দেননি কিংবা অপ্রমাণিত রাখেননি।তিনি এ সংলাপের মাধ্যমেই তার কথাগুলোকে প্রমানের পথে নিয়ে গিয়েছেন। 'রিপাবলিক' এর ইংরেজি অনুবাদক অধ্যাপক বেনজামিন জোয়েট 'রিপাবলিক' এর মূল্যায়ন করতে যেয়ে বলেছেন,"রিপাবলিকের মধ্যে প্লেটোর দৃষ্টির যে বিস্তার দেখতে পাই এবং সংলাপরীতি উৎকর্ষের যে চরম সাফল্য রিপাবলিকে অর্জিত হয়েছে তার নিদর্শন অপর কোন সংলাপে নেই।" তিনি আরও বলেন, "রিপাবলিককে কেন্দ্র করেই অপর সব সংলাপ গ্রথিত হয়েছে।রিপাবলিকে বিশেষ করে রিপাবলিকের পঞ্চম,ষষ্ঠ এবং সপ্তম পুস্তকে প্রাচীন দর্শনের সাফল্যের চরমবিন্দু যেন অর্জিত হয়েছে।" রিপাবলিক গ্রন্থটি সাধারণত দশটি পুস্তকে বিভক্ত এবং এ দশটি পুস্তক আবার সর্বমোট পঁচিশটি অধ্যায়ে ভাগ করা হয়েছে।প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা নাম রয়েছে। 'রিপাবলিক' সংলাপের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে - ন্যায়।ন্যায় কী?মানব সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা কিভাবে করা যায়? প্লেটো ন্যায়ের এ সংজ্ঞা নির্ধারন করতে যেয়েই রাষ্ট্রীয় সংগঠনের প্রশ্নটি এনেছিলেন। কারণ তিনি মনে করতেন,রাষ্ট্রের একক হলো ব্যাক্তি,যদি রাষ্ট্রের মধ্যে ন্যায়কে অন্বেষণ করা সম্ভব হয়,তাহলেই ব্যাক্তি পর্যায়ে ন্যায়কে খুজে পাওয়া সহজ হবে।আর এ পদ্ধতিতে অগ্রসর হতে গিয়ে তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা সামনে নিয়ে আসেন।এবং এ আদর্শ রাষ্ট্রকে কল্পনায় রেখে তিনি ন্যায়ের অন্বেষণ করেন।এবং এ অাদর্শ রাষ্ট্রের মধ্য দিয়ে তিনি - রাষ্ট্রের অভিভাবকদের শিক্ষা,মেয়ে পুরুষ সমতা,যৌথ পরিবার ও বিবাহ,দার্শনিক শাসক:দার্শনিকের সংজ্ঞা,দার্শনিকের শিক্ষা,জ্ঞান-ধারণার তুলনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ বইয়ের সপ্তম পুস্তকে প্লেটো যথার্থ জ্ঞান বা উচ্চতর দর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে তার বিখ্যাত "গুহার রূপক (Allegory of the Cave)" উপস্থাপন করেন।যাতে তিনি প্রকৃত সত্যের সন্ধান পাওয়া মানুষের প্রতি অন্ধকারাচ্ছন্ন মানুষের আচরনের দিকটি তুলে ধরেন।যা আড়াইহাজার বছর পর আজও অত্যন্ত প্রাসংগিক। এ বইয়ের অষ্টম পুস্তক আরেকটি বিস্ময়! এখানে তিনি দেখিয়েছেন কিভাবে তার কল্পিত অাদর্শ রাষ্ট্রের পতন ঘটবে এবং এ পতনের মাধ্যমে কি ধরনের সরকার ব্যবস্থাগুলো আসতে পারে তার একটি সুনির্দিষ্ট মত তিনি পেশ করেছেন।এবং এ অধ্যায়ের আরেকটি আশ্চর্যের বিষয় হলো আমাদের বর্তমানের বহুল গ্রহণযোগ্য গনতান্ত্রিক সরকার ব্যবস্থাকে প্লেটো নিকৃষ্টতার দিক থেকে দ্বিতীয়তে স্থান দিয়েছেন।এবং কেন দিয়েছেন তা এই বইটি পড়লেই বুঝতে পারবেন। সর্বোপরি 'রিপাবলিক' একটি বিপুলাকার সংলাপ গ্রন্থ।যারা প্লেটোকে বুঝতে চান,তার জ্ঞান, তার আলো,তার স্বপ্ন কাছ থেকে অনুভব করতে চান তাদের জন্য এ বইটি সত্যিই গুরুত্বপূর্ণ। আর এ বই নিয়ে বলার সময়,একজন মানুষকে নিয়ে না বললে অসম্পূর্ণ রয়ে যাবে।তিনি হলেন শ্রদ্ধেয় অনুবাদক সরদার ফজলুল করিম।আমি মনে করি তিনি এ বইয়ের অনুবাদে কোন অসম্পূর্ণতা রাখেননি।তিনি অত্যন্ত সহজ ও সাবলিল ভাষায় বইটি অনুবাদ করেছেন।পৃষ্ঠার নিচে ফুটনোট এবং প্রতিটি অধ্যায়ের শুরুতে সে অধ্যায়ের উপর তার বিশ্লেষণ 'রিপাবলিক' কে বোঝা সহজ করেছে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!