User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
৫ পাতা পড়ে মনে হচ্ছে ভিন্ন ধর্মী একটি বই, ভালো লাগল ,,, খুব শীগ্রই কিনব,,,, ধন্যবাদ লেখক কে
আদর্শ লিপি ও সরল বর্ণ পরিচয় সীতানাথ বসাক
সানজাক-ই উসমান। ? লেখক : Muhammad Sajal নামের মধ্যেই বইটার আভিজাত্য প্রকাশ পায়। আমার পড়া সেরা বইগুলোর একটি। মাত্র দেড় দিনেই ৪৩০ পৃষ্টার বইটা পড়া শেষ করছি। হাতে পাওয়া মাত্র পড়া শুরু করে দিছিলাম। ইতিহাসের প্রতি আমার এক ধরণের টান আছে। ইতিহাসের বই ফেলেই পড়তে শুরু করে দিই। কিন্তু বইগুলোর এত এত সাল বছর দেখে বিরক্ত চলে আসতো। এ দিক থেকে সানজাক ই উসমান ভিন্ন। ইতিহাস এখানে উপন্যাস। ইতিহাস বিষয়ক বই, কিন্তু মনে হচ্ছিল উপন্যাস পড়ছিলাম। আনন্দ বেদনার নিপুণ এক উপন্যাস। যেখানে আছে জয় পরাজয়ের গল্প। এদিক দিয়ে ...See More
বইয়ের নামঃ রাত্রি শেষের নির্জনতা ধরণঃ গল্পগ্রন্থ লেখকঃ মেহেরুন নেছা রুমা প্রকাশনাঃ নালন্দা প্রকাশকঃ জুয়েল রেদোয়ানুর। প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর গ্রন্থমেলাঃ ২০১৯ মলাট মূল্যঃ ১৫০৳ খুব সাধারণ একজন মানুষ হয়ে বেঁচে থাকার চেয়ে বেশিকিছু যার জীবনে চাওয়া নেই তিনি ধীরে ধীরে হয়ে ওঠে অসাধারণ। নিভৃতে থেকে যে প্রতিভাকে বইয়ের পাতায় বহিঃপ্রকাশ করে তাকে কি আর সহজ-সাধারণ ভাবা যায়! বলছিলাম একজন শব্দকর্মী মেহেরুন নেছা রুমা'র কথা। গেলো সন্ধ্যায় হাতে নিয়েছিলাম তার গল্পগ্রন্থ 'রাত্রি শেষের নির্জনতা'। কাজের ফাঁকে...See More
মনিকা এক দৃষ্টিতে নিয়ানের দিকে তাকিয়ে রইল। গায়ের রং ককেশিয়ানদের মতো ধবধবে সাদা। মাথায় সোনালি চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। একটা পশুর চামড়া তার কোমর থেকে ঝুলছে। ওপরে কিছু নেই, খালি গা। সুঠাম পেশিবহুল দেহ। উঁচু কপাল এবং খাড়া নাক। লম্বাটে মুখ, শক্ত চোয়াল।
good
Onek valo ekta book And thnx to rokomari for quick delivery.
খুবই বাজে পেজ সেটাপ, অক্ষরবিন্যাস। কাগজের মান ও ছাপার মানও খারাপ। অসাধারণ এই উপন্যাসটি আবার কিনতে হবে অন্য প্রকাশনী থেকে।
অসংখ্য ধন্যবাদ 'টেন মিনিট স্কুল' -কে এত্ত চমৎকার একটি নোটবুক নিয়ে আসার জন্যে আমাদের কাছে।ধন্যবাদ টেন মিনিট স্কুল ও আয়মান সাদিককে...?
চমৎকার প্রোডাকশন। যত্ন আছে। সব বইই যদি এই মানের হত!