User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক অনেক সুন্দর বই।
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ রাত্রি শেষের নির্জনতা ধরনঃ গল্পগ্রন্থ লেখকঃ মেহেরুন নেছা রুমা প্রকাশনাঃ নালন্দা প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর মুদ্রিত মূল্যঃ ১৫০ টাকা। কোন বইয়ের রিভিউ লেখার যোগ্যতা আমার নেই। নিতান্তই অজ্ঞ মানুষ আমি। তবুও বই পড়ে আমার একান্ত নিজের কিছু অনুভূতি শেয়ার করছি। রাত্রি শেষের নির্জনতা গল্প গ্রন্থে লেখিকা মোট ২১টি গল্পের ক্রমান্বয়ে সাজান গ্রন্থটি। প্রতিটি গল্পই ছোট গল্প। শেষ করেছি কোন রকম বিরক্তি বোধ ছাড়াই। অনেক সময় অনেক গল্প পড়তে বসে বিরক্তি চলে আসে। কিন্তু এই গল্প গুলো যে কোন পাঠক এক নিমিষে শেষ করতে পারবেন। গল্প গুলো পড়ে মনে হয়েছে আমাদের সমাজে প্রতিদিনকার ঘটে যাওয়া লুকিয়ে থাকা ঘটনাবলী লেখিকা তার এই গ্রন্থের লিপিবদ্ধ করেছেন। গল্পগুলোতে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সমাজের ব্যাধি যৌতুক, প্রেম ভালবাসা বিরহ, অভাব অনটন, পরিবারের নানাবিধ সমস্যা সহ অসংখ্য বিষয় এই ছোট ছোট এক দুই পাতার মধ্যে লেখক খুব মুন্সিয়ানার মাধ্যমে সহজ সরল ভাষায় তুলে এনেছেন। দুই একটি গল্পের শেষটা আমার কাছে ভাল লাগেনি। লেখক হয়তো চাইলে অন্যভাবে শেষ করতে পারতেন। সর্বশেষ লেখিকার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আমাদের যাতে প্রতিনিয়ত নতুন নতুন গল্প উপহার দিতে পারেন। লেখক পরিচিতিঃ মেহেরুন নেছা রুমা জন্ম বরিশালের মেহেন্দিঞ্জ উপজেলায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। দৈনিক সমকাল সহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন এই লেখিকা।
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ রাত্রি শেষের নির্জনতা ধরণঃ গল্পগ্রন্থ লেখকঃ মেহেরুন নেছা রুমা প্রকাশনাঃ নালন্দা প্রকাশকঃ জুয়েল রেদোয়ানুর। প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর গ্রন্থমেলাঃ ২০১৯ মলাট মূল্যঃ ১৫০৳ খুব সাধারণ একজন মানুষ হয়ে বেঁচে থাকার চেয়ে বেশিকিছু যার জীবনে চাওয়া নেই তিনি ধীরে ধীরে হয়ে ওঠে অসাধারণ। নিভৃতে থেকে যে প্রতিভাকে বইয়ের পাতায় বহিঃপ্রকাশ করে তাকে কি আর সহজ-সাধারণ ভাবা যায়! বলছিলাম একজন শব্দকর্মী মেহেরুন নেছা রুমা'র কথা। গেলো সন্ধ্যায় হাতে নিয়েছিলাম তার গল্পগ্রন্থ 'রাত্রি শেষের নির্জনতা'। কাজের ফাঁকেফাঁকে একটু একটু করে পড়ছিলাম। সেটা সম্ভব হতো না, যদি গল্পের পরিধি বেশ বড় হত। এই গ্রন্থ গল্প সংখ্যা একুশটি। একুশটি গল্পকে লিপিবদ্ধ করা হয়েছে ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে। তাই পড়ার ক্ষেত্রে প্রতি গল্প কখনো দুই কখনোবা আবার তিন পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা হলো পাঠের প্রথম দিক। আর বই পাঠ শুরু সন্ধ্যায় হলেও শেষটা ছিল সত্যিকারে রাতের নির্জনেই। মেহেরুন নেছা রুমা'র গল্পগ্রন্থ 'রাত্রি শেষের নির্জনতা' প্রকাশিত হয় নালন্দা প্রকাশনা থেকে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। 'রাত্রি শেষের নির্জনতা' গ্রন্থের গল্পগুলোঃ গোধূলি বেলায়, রাত্রি শেষের নির্জনতা, আমার বর্ষা, লোভী প্রেম, একদিন বন্ধ ঘরে, শেষ বিকেলের মন, সংসার, হৃদয়ঙ্গম, মরণবাণ, মনের পরশু, ঝিনুক নীরবে সহো, জীবনে অরুচি, অন্য জীবন, প্রিয়তমেষু, ঘৃণা, দুঃস্বপ্ন, এক মুঠো জোছনা, জীবন বিলাস, বৈশাখের প্রথম দিনে, বেলা-অবেলার গল্প, মুখোমুখি। লেখক কাব্যের রসায়নে গল্পের বাক্য সাজিয়েছেন। ভাবা যায় কি সুন্দর! পড়ছি তো পড়েই চলেছি। বিরক্তির ব্যাপার দূরের কথা, ক্লান্তিও আমাকে ছুঁতে পারেনি। মাঝে কাজের জন্য যেই পাঠ-অবসর নিয়েছি তখনি গল্পের ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। গল্পের অংশ দেয়া যেতেই পারে৷ প্রতিটি গল্পের কিছু কথা বলাই যেতো। কিন্তু গল্পগুলোর পরিধি কম হওয়াতে যদি কয়েক বাক্যেও লেখি তাহলে অনেকটা বুঝে নেয়া হবে। অনেকটা স্পয়লার হয়ে যায় এমন। তবুও কয়েকটা বাক্য লেখা উচিত। কিন্তু কোন গল্প থেকে নেয়া তা উল্লেখ করবো না। "বিষণ্ণ আকাশে যখন বারীশ ঝরে, পোড়ামাটির ভেজা গন্ধে তখন হৃদয় উদ্বেলিত হয়। মানুষ সৃষ্টির সেরা জীব, তবুও কি সাধ্য আছে তার এই মাটিকে পুড়তে না দেয়ার? পুড়ে পুড়ে অঙ্গার হবার জন্যেই এই পৃথিবীতে এত মায়া। পারস্পরিক মায়া! এত মায়া তবে কেন এত পোড়ায়? সূচিতার হাতের আঙুলের সাথে মেঘদূতের আঙুলের সাথে নিবিড় আলাপন। মেঘদূতের..." "সমুদ্ররূপী এই জীবনের তলানি থেকে শত সহস্রবার অতল জলধারা ছাঁকুনি দিয়ে ছেঁকে আনলেও সুখের ছিটেফোঁটা উঠে আসবে না, এমনই এক জীবন..." "জল ছপছপ বর্ষা, ছিঁচকাঁদুনে বর্ষা, কিংবা তুমুল কলরবে তোলপাড় করা বর্ষাই হোক- সে যেন অন্যকিছু। অন্য কোনো বার্তা, অন্য কোনো অনুভূতি জাগানিয়া হৃদয় আবিষ্কারে তার মত্ততা দেখে আমি কেবলই অবাক হই..." যাক এই ক'টি বাক্যই থাকুক। আমার খুব ভালো যেটা লেখেছে তা হলো ছন্দের মতো ভাষা। ঝরঝরে লেখার নৈপূন্যতা। কি নিবিড় ভাবে গল্পগুলো আমার এই পাঠক-হৃদয়কে আগলে ধরেছে তা ব্যাখ্যা বিস্তৃত হয়ে যায়। লেখার মান ভালো। সব লেখা-ই আমাদের পড়া উচিত। ভালো মানের লেখাগুলো ছড়িয়ে দেয়া উচিত। আর যা মানের দিক থেকে পিছিয়ে তা নিয়েও ঐ উক্ত লেখার লেখককে সাহস দেয়া উচিত যেনো ভালোর দিকে এগুতে পারে। এমন কোনো মন্তব্য যেনো না করি যার কারণে লেখক ভারাক্রান্ত হয়, ছিটকে পরে। আসি 'রাত্রি শেষের নির্জনতা'র কথায়। এবছর খুব ব্যস্ত আছি। ঝামেলাও আছে কিছু। কিন্তু বই পড়া থেকে বিরত কি করে হই? তাই সবার বই পড়া হবে কি না জানি না, তবে নির্দিষ্ট কিছু বই চিহ্নিত রেখেছি যা আমি পড়বোই। পড়া শেষে পাঠ-পর্যালোচনা দেয়াটাও একজন পাঠক হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য। 'রাত্রি শেষের নির্জনতা'ও ঠিক তেমন। বইটি মনে ধরে গেছে। পাঠক মনে কোনো বই জায়গা করে নিলে তা কি আর সামলানো যায়! তাই এই উপস্থাপন। প্রানবন্ত, নির্মল, নিবিড়, সুন্দর লেখনীর গল্প দিয়ে গড়া 'রাত্রি শেষের নির্জনতা'। গল্প পড়ুয়াদের বলবো বইটি পড়ুন। ভালো লাগবে। ভালো লাগার বই পড়বেন না তা কি করে হয়! অসংগতি যা, বিরামচিহ্নের ব্যবহারের অভাব পেয়েছি কিছু। কিছু গল্পের পরিধি বেশি হলে মন্দ হতো না, তবে এটা ত্রুটি নয়। সবমিলিয়ে সুক্ষ্ম কিছু ভুল পরিলক্ষিত হয়েছে যা পরবর্তী সংষ্করণে শোধরানো যাবে বলে আশা রাখি। প্রচারবিমুখ এই লেখকের কাছে আরো গল্পের আবদার। পাঠক পড়ুক। বই ছড়িয়ে যাক সর্বত্র।