User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
In a word this is an awesome book. Thanks Jhankar vai for this masterpiece...
#বই_রিভিউ #বইয়ের_নামঃ পালিয়ে যাবার পরে #লেখকঃ Ashif Entaz Rabi #মূল্যঃ ২০০(মুদ্রিত) #প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা '১৯ #ধরণঃ উপন্যাস #পৃষ্ঠা_সংখ্যাঃ ৯৩ #পাঠ_প্রতিক্রিয়াঃ "পালিয়ে যাবার পরে" নামটি শুনে আমার সর্বপ্রথম মনে হয়েছিল এটা একটা প্রেমের উপন্যাস। প্রেমিক-প্রেমিকা পালিয়ে যাবে... তারপর হয়তো রীতিমতো কোনো একদিক দিয়ে তথাকথিত "স্যাড এন্ডিং" দেয়া হবে। তবে, ধারণা সম্পূর্ণই পালটে যায় বইটা হাতে নেয়ার পর। লেখক সম্পূর্ণ নিপুনভাবে একটি পরিবারকে তুলে ধরেছেন। পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধির তালে তালে কখন যে ...See More
ছোট গল্পের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে চাইলে সাহিত্যক আবু ইসহাকের গল্পগুলো অবশ্যপাঠ্য। এই লেখকের "জোঁক" আর "মহাপতংগ" গল্প দুটির কথা মোটামুটি সবারই জানা। এখনকার কথা জানিনা, তবে আমাদের সময়ে বাংলা পাঠ্য বইয়ে এই গল্প দুটো ছিল; এবং বলা বাহুল্য গল্প দুটি তখনই আমাদের কচি মনে গভীর দাগ কেটে গিয়েছিল। আহমাদ মোস্তফা কামাল সম্পাদিত এই বইয়ে লেখকের ১২টি গল্প সন্নিবিশিত হয়েছে। সবগুলো গল্পই বেশ ভালো লেগেছে। তবে এগুলোর মধ্যে "ঘুপচি গলির সুখ", "বনমানুষ", "বর্ণচোর", "প্রতিবিম্ব", এবং "বোম্বাই হাজি" আমার কাছে অসাধার...See More
নাম আর কভারের ছবি দেখে বাচ্চাটে মনে হলেক মোটেও এটি বাচ্চাদের জন্যে নয়। যদি ভেবে থাকেন তবে মস্ত বড় ভুল করতে যাচ্ছেন, ঠিক আমারই মত। ক'বছর আগে বইমেলায় ভুল করে কিনে নিয়েছিলাম তবে পড়ার সময়টুকু বৃথা যায়নি, যাবে না আপনারো। শরীরটা শিরশির করে উঠবে ?
অসাধারণ একটা বই, না পড়লে মিস??, এত সুন্দর রম্য আগে পড়া হয়নি??, ভালবয়াসা রইল লেখকে প্রতি।
বইটি কোন বিষয়ে লেখা? অর্থাৎ কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে?জানতে চাই।
বইটা আসলে দারুণ। স্টুডেন্ট লাইফের বিভিন্ন প্যারাগুলা খুব ভালোভাবে পয়েন্ট আউট করে এই প্যারা থেকে বেরোনোর সল্যুশানগুলাও লেখক ঝংকার মাহবুব খুব সুন্দরভাবে আলোচনা করেছেন।
This is a good book! The way in which writer discussed about various scientific topics definitely boasts our interest to know more about our universe and origin.
মেঘে ঢাকা তারা: বিস্মৃতির মেঘে ঢেকে যাওয়া বাঙালি বিজ্ঞানী
অতনু চক্রবর্ত্তী
বইতে যে সকল বিজ্ঞানীদের নিয়ে লেখা আছে তাঁরা সকলে আমাদের গর্ব। তাদের বিষয়ে আমাদের সকলের জানা একান্ত প্রয়োজন। ধন্যবাদ লেখক অতনু চক্রবর্ত্তীকে।
১০/১০