User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই ছোট বইটিতে ১২ টি গল্প আছে। যার প্রতিটি অসাধারণ সব বার্তা বহন করে। মধ্যবিত্তের ব্যাপারগুলো এড়িয়ে গেলেও তার গল্পে গ্রামীণ জীবন, ধর্মীয় কুসংস্কার, নিম্নশ্রেণি জীবন তীব্র ভাবে ফুটে উঠেছে। সাথে আছে 'ঘুপচি গলির সুখ', 'উত্তরণের' মত মনস্তাত্ত্বিক ছোট গল্পও। বেশি কিছু গল্প যেমন 'জোঁক', 'বর্ণচোর', 'মহাপতঙ্গ' এগুলোতে প্রতীকের ব্যবহার করেছেন অত্যন্ত কুশলতার সাথে৷ ছোট গল্প যাদের প্রিয় কিন্তু এখনো পড়া হয়নি আবু ইসহাকের গল্প, তারা পড়ে দেখতে পারেন৷
Was this review helpful to you?
or
আবু ইসহাক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন কথাসাহিত্যিক । মাত্র দুটি উপন্যাস, দুটি গল্পগ্রন্থ, একটি রহস্যোপন্যাস আর একটি স্মৃতিকথা লিখেই তিনি স্থায়ী আসন গড়েছেন বাংলা সাহিত্যে। তাঁর লেখা সূর্য দীঘল বাড়ি উপন্যাস বা জোঁক গল্প যে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ততম তালিকাতেও স্থান পাবে তা বলাই বাহূল্য। বর্তমান সংকলনে স্থান পেয়েছে লেখকের দুই গল্পগ্রন্থ থেকে বাছাই করা সেরা বারোটি গল্প।মূলত গ্রামীণজীবন, সেখানকার প্রথা, সংস্কার, শোষণ, বঞ্চনার কথা লিখলেও গল্পগুলোতে পাশাপাশি উঠে এসেছে নগরজীবনের বিচ্ছিন্নতা, একাকীত্ব, লোক-দেখানো আভিজাত্যের। আর এসবই তাঁর নিজের চোখে দেখা তাইতো কোনো কিছু তাঁকে চাপিয়ে দিতে হয় নি, কেবল বর্ণনা করে গেছেন নিজের দেখা জগৎটাকে। উত্তম পুরুষে বর্ণিত ‘বনমানুষ’ গল্পটার কথাই ধরা যাক। দেশভাগের কিছু সময় পরের কলকাতার চিত্র বর্ণিত হয়েছে গল্পটিতে। কথক নতুন গড়ে ওঠা সংসারের চাহিদা মেটাতে বনবিভাগের চাকুরি ছেড়ে যোগ দেয় উচ্চ বেতনের শহুরে অফিসে। কিন্তু চাকুরির প্রথম দিনেই সে দেখতে পায় শহরের বিভৎস রূপটি। সবাইকে তার কেমন যেন বিভ্রান্ত, লোভী আর মেকি মনে হতে থাকে। সে গাড়িতে চড়তে পারে না ভীড়ের কারণে, বন্ধুর সাথে প্রাণখুলে কথা বলতে পারে না অফিসের গোলামী রাখতে হবে বলে, গায়ে লোহার শার্ট পড়ার চিন্তা করতে বাধ্য হয় দাঙ্গার লোকদের হাত থেকে বাঁচতে, নিজেকে আধুনিক প্রমাণ করতে বাধ্য হয় ঝকঝকে পোশাক পড়তে। কিন্তু সে যে গ্রামের মাটির সন্তান। তাইতো এসব তাঁর সহ্য হয় না আর শেষমেশ তো বলেই ফেলে “ মানুষ তার মনুষ্যত্ব নিয়ে শহরে থাক। আমি বনে গিয়ে আবার বনমানুষ হব। “ তখন যে কাউকেই স্বপ্নালু হয়ে যেতে হয় গ্রামের জীবনের জন্য আর ভাবতে বাধ্য হতে হয়, আরেহ! আমরাও তো কথকের মতই শহুরে জীবনে ব্রীতশ্রদ্ধ কিন্তু পেটের ধান্দায় আমরা আবদ্ধ বলেই হয়তো আমরা ওর মতো বনমানুষ হতে পারি না।
Was this review helpful to you?
or
ছোট গল্পের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে চাইলে সাহিত্যক আবু ইসহাকের গল্পগুলো অবশ্যপাঠ্য। এই লেখকের "জোঁক" আর "মহাপতংগ" গল্প দুটির কথা মোটামুটি সবারই জানা। এখনকার কথা জানিনা, তবে আমাদের সময়ে বাংলা পাঠ্য বইয়ে এই গল্প দুটো ছিল; এবং বলা বাহুল্য গল্প দুটি তখনই আমাদের কচি মনে গভীর দাগ কেটে গিয়েছিল। আহমাদ মোস্তফা কামাল সম্পাদিত এই বইয়ে লেখকের ১২টি গল্প সন্নিবিশিত হয়েছে। সবগুলো গল্পই বেশ ভালো লেগেছে। তবে এগুলোর মধ্যে "ঘুপচি গলির সুখ", "বনমানুষ", "বর্ণচোর", "প্রতিবিম্ব", এবং "বোম্বাই হাজি" আমার কাছে অসাধারণ লেগেছে। সম্পাদকীয় থেকে জানলাম আবু ইসহাকের মোট গল্পের সংখ্যা ২১। আর বাদবাকি ৯টি গল্প কেন সম্পাদক সাহেব এই সংকলনে অন্তর্ভুক্ত করলেন না, তা একটা রহস্য। যাহোক, গল্পগুলো পড়ার পর মনে হল যে, নিভৃতচারী এই সাহিত্যিকের কাছ থেকে আমাদের আরও অনেক কিছুই পাওনা ছিল। জয়তু ছোট গল্প; জয়তু আবু ইসহাক।