User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
সুখপাঠ্য এক উপন্যাস
ভীষণ চঞ্চল আর ভয়াবহ সুন্দরী তরুণী রেহানা। রিকশায় তার সহযাত্রী হয়েছে প্রাচ্য। অস্বস্তিই লাগছে তার। কে যে দেখে কী মনে করবে! তবে রেহানার কোন বিকার নেই। রিকশায় ওঠার পর থেকে সে একমনে বকবক করে যাচ্ছে। `জানেন ভাইয়া, আমার বন্ধুরা কী বলে? আমি সিনেমায় নামলে নাকি বাংলা সিনেমার কোন নায়িকারই আর ভাত থাকবে না। আমারও তাই মনে হয়। যারা এখন হিটলিস্টে আছে, একজনেরও ফিগার তেমন ভালো না। অথচ আপনি হিন্দি ফিল্মগুলো দ্যাখেন।'...ওর বকবকানির মধ্যেই প্রাচ্য ডুবে যায় আপন জগতে। একটা ৩৫ মিমি ক্যামেরার পেছনে সে দাঁড়িয়ে আছে। বাম ...See More
মহান লেখকের একি সৃষ্টি!---আবর্জনা!!
হাসান আজিজুল হক সমাজ-সময় সচেতন লেখক।তাঁকে ছোট গল্পের রাজপুএও বলা হয়।আর তার বইয়ের নাম তো খুবই ক্যাচি।এতকিছু বিবেচনা করে এবং এই ভেবে যে,অনেক দিনপর খুব" সিরিয়াস" একটা বই পড়ব--এই বইটা অর্ডার করেছিলাম ।কিন্তু,একি!এমন জঘন্য লেখনি এবং কাহিনী বিন্যাসের কোন বই আমি জীবনেও পড়িনি।দেশভাগের মত একটা সংবেদনশীল বিষয় এই বিশ্রী বইটিতে ফ্যাকাশে লেগেছে।মুরগালেখকদের লেখাও এর চেয়ে ফালতু হয় বলে আমার মনে হয় না।আরও দুজনকে দিয়েছিলাম পড়তে।ওদের মতামত তো আরও ভয়াবহ--"এই বই না কিনে গরীব মানুষকে দান করলেও ভালো করতে...See More
Valo laga..........
Dr. Jafar Iqbal sir er boi amar sobsomoi valo lagee.Ei boitao amar onnek valo legeche.
বাজে অনুবাদ
এত জঘন্য এবং কঠিন অনুবাদ আমি খুব কম-ই পড়েছি... দুঃখিত Mr. অনুবাদক...
রিভার গডের আগে পড়তে হবে, তাহলে ভালো লাগবে... :-)
রিভার গড না পড়া থাকলে নিশ্চই বলতাম "উপভোগ্য"... কিন্তু পড়েছি বলেই রীতিমত হতাশ হয়েছি... রিভার গডের সিক্যুয়াল হবার যোগ্য না... ভাবতে খারাপ লেগেছে যে সেই একই উইলবার স্মিথ এই দুইটা বই লিখেছেন... আসলে রিভার গড expectation এত বাড়িয়ে দিয়েছিল যে ওটা meet করতে পারা প্রায় অসম্ভব বলেই এই সিরিজের বাকি কোনো বই-ই (দ্য সেভেনথ স্ক্রৌল, ওয়ারলক এবং দ্য কোয়েস্ট ) আর তেমন টানতে পারেনি আমাকে...
হুমায়ুন সার আপনি আমাকে একটা বোতল ভূত কেন দিয়ে গেলেন না?
আজ রিভিউ লিখতে বসে কেন যেন দম বন্ধ হয়ে আসছে! আমার প্রথম কেনা বোতল ভূত বইটি চুরি গিয়েছিল (নির্ঘাত কোনো শিখ্ক্ষিত চোরের কাজ)..মনে পরছেনা যদিও কোন সালের লেখা বইটি কিন্তু আমি এই বইটি হারাবার পর খুব কেদেছিলাম তাই মা আমাকে আরেকটি বোতল ভূত কিনে দিয়েছিল পরবর্তিতে সেটাও কোনো ভাবে চুরি যায়..খুব কড়া স্কুলে পড়েছি তাই স্বাধীনতার স্বপ্ন সারাক্ষনই মাথায় ঘুর ঘুর করতো..আমার কাছে বইটি ছিল স্বপ্ন পূরণের একটি রাস্তার মত..আমি যেন যা মন চায় তাই যদি করাতে পারতাম, আমার যদি একটা বোতল ভূত থাকত, পরীক্ষার পড়া যদি ভূত করে দ...See More
সরলের বক্ররেখা
By: Farzana Zaman Date: 2/9/2012 Rating: Amazing চতুর্মাত্রিক ব্লগের বারো লেখকের উপন্যাস সরলরেখা -বক্ররেখা পড়ার দুর্লভ সৌভাগ্য হয়েছে আমার। এই লেখার শুরু করি ধন্যবাদের ডালি খুলে। আর প্রথম ধন্যবাদটা আমি দেব ডাক্তার নিয়াজকে। তার সঙ্গে আমার পরিচয় খুব বেশিদিন নয়। নিয়াজের সঙ্গে তৃতীয় দেখাতেই সে আমার হাতে তুলে দিলো এই বারোয়ারি উপন্যাসটি। মানে বারোজন লেখকের লেখা উপন্যাস। সম্ভবত বারো লেখকের লেখা একটি উপন্যাস এই প্রথম। আর এ কারণে দ্বিতীয় ধন্যবাদটি এই বারো লেখকের জন্য। সমালোচকের কাজ সমালোচনা ...See More