User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আসলে হাসান আজিজুল হকের গল্পে আছে তিনটি পর্ব। এই পর্বগুলোকে বলা যায় প্রাক মুক্তিযুদ্ধ অর্থাৎ যখন তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামের বাসিন্দা। দ্বিতীয় পর্বটি তাঁর মুক্তিযুদ্ধ পর্ব, যে সময়ে হাসান চলে গেছেন ও বঙ্গে অর্থাৎ পূর্ব পাকিস্তানে এবং যেখান থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধপর্ব। আর শেষ পর্বটি তাঁর বর্তমান পর্ব বা উত্তরকাল পর্ব যে পর্বে এখন তিনি নতুন করে আবার তাঁর আখ্যানশৈলীর ঘুঁটি সাজাচ্ছেন। জীবন ঘষে আগুন তার একটি অনন্য গল্পগ্রন্থ। এই গ্রন্থে তিনটি গল্প আছে। শুরু থেকে এখন পর্যন্ত হাসান আজিজুল হকের সমস্ত গল্পই আমি নেশার মতো পড়ে ফেলেছি। হয়তো আর কোনো লেখককে এভাবে পড়িনি। কিন্তু হাসান আজিজুল হককে পড়ে ফেলার কারণ তাঁর ওই ভয়ঙ্কর কুহকি ভাষা। যে ভাষা একই সঙ্গে নিসর্গ থেকে মানুষের মনের দ্ব›দ্বকেও এমন সাবলীলভাবে প্রকাশ করতে পারে। কিন্তু পড়তে হবে মন দিয়ে। কেননা হাসান পাঠককে একটুও আলগা হওয়ার সুযোগ দেন না। সে জন্যই হাসান সাহিত্যের পাঠক তৈরি করেন। পাঠককে আমোদ বিক্রি করেন না। কেননা এ নিয়ে তিনি নিজেই তো এক সময় বলেছিলেন, ‘লেখকরা শুধু ভাড়াটে ভাঁড় নয় যে তাঁরা পাঠককে শুধু আমোদ বিক্রি করবেন!’ আমোদ তিনি বিক্রি করেননি তবে পাঠকরা নিজেরাই সে আমোদের সন্ধান পেয়েছেন তাঁর আখ্যান থেকে- সে আমোদের নাম নিশ্চয়ই সেই ভয়ঙ্কর বাঁকাচোরা ফণ্ডুস্রোতটি, যে স্রোতে পাঠক আজো বহমান।
Was this review helpful to you?
or
হাসান আজিজুল হক সমাজ-সময় সচেতন লেখক।তাঁকে ছোট গল্পের রাজপুএও বলা হয়।আর তার বইয়ের নাম তো খুবই ক্যাচি।এতকিছু বিবেচনা করে এবং এই ভেবে যে,অনেক দিনপর খুব" সিরিয়াস" একটা বই পড়ব--এই বইটা অর্ডার করেছিলাম ।কিন্তু,একি!এমন জঘন্য লেখনি এবং কাহিনী বিন্যাসের কোন বই আমি জীবনেও পড়িনি।দেশভাগের মত একটা সংবেদনশীল বিষয় এই বিশ্রী বইটিতে ফ্যাকাশে লেগেছে।মুরগালেখকদের লেখাও এর চেয়ে ফালতু হয় বলে আমার মনে হয় না।আরও দুজনকে দিয়েছিলাম পড়তে।ওদের মতামত তো আরও ভয়াবহ--"এই বই না কিনে গরীব মানুষকে দান করলেও ভালো করতে"।