User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কিছু বিষাদ হোক পাখি
'একুয়া রেজিয়া'র 'কিছু বিষাদ হোক পাখি' উপন্যাস পড়বার পর 'আমার মনে হতে লাগলো 'সঞ্জনা' নামের মেয়েটিকে আমি চিনি। মোক্তার হয়তোবা আমাদের অনেকেরই প্রতিরূপ কিংবা আমার অনেকটাই এরকম হতে চাই। নির্মোহ! স্ট্রেইট! এই বইয়ের গল্পগুলো আমার চেনা পরিসরের- একুয়া রেজিয়া 'র প্রথম উপন্যাস "কিছু বিষাদ হোক পাখি"। প্রথম উপন্যাস হিসেবে একুয়া অনেকখানি সফল। পাঠককে মোহগ্রস্থ রাখবার টেকনিক তার জানা আছে এবং তিনি সেটা পেরেছেন শব্দবন্ধন অথবা বর্ণনা কৌশলে.. "কিছু বিষাদ হোক পাখি'র জন্য শুভকামনা।
Change the Subject name
It's a Comics. So, Change the subject name from Story to Comics. Because of that People are confusing. Thanks:
ন্যানোকবি
ন্যানো ভাই এর লেখনী শক্তির কথা কি আর এই ছোট্ট পরিসরে লিখে বোঝানো যাবে ? তারপর ও সুযোগ যখন পেয়েছি দুইলাইন লেখার তবে হেলায় হারাবো কেন ! এই আসিফ মেহদী আর রকমারী'র কাছে আমার আর আমার বন্ধুদের ঋণ আসলে অনেক বেশী ফেসবুকে তার নিত্য-নতুন কাব্য পড়তে পড়তেই আমরা কবে নিজেরাও কবির খাতা নাম লিখিয়ে ফেলেছি টের ই পাইনি ;) চট্টগ্রামে থাকি সেই সুবাদে ঢাকার বইমেলায় উন্মোচিত বইগুলো পেতে অনেক বেগ পেতে হতো তবে পরে রকমারী এর সৌজন্যে সেই কষ্ট ও অনেকাংশে লাঘব হয়েছে তবে এওকটা অসুবিধা এখন ও আছে দেরীতে হাতে পাওয়া :( ...See More
লিটন আব্বাসের '' তিনটি নাটক''
লিটন আব্বাস এর ''তিনটি নাটক' গ্রন্ধটিতে তিনটি নাটক স্থান পেয়েছে। 'আরেকটি যুদ্ধ-আরেকটি শান্তির মিছিল', স্বাধীনতা আমার জন্য. ও 'খোর'। প্রমিতি প্রকাশশন, উত্তরা, ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় ২০১১ সালে।ৈ পরবতরঈতে ২০১২ একুশে বইমেলায় চিহ্ন প্রকাশনী থেকে দ্বিতীয়বারের মত প্রকাশ হয় ''তিনটি নাটক''। মুক্তিযুদ্ধভিত্তিক পথ নাটক দুটি প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৪-১৯৯৬ সালে। নাটকের বক্তব্য, ইতিহাস এখনো সার্বজনীন। নাটকি তিনটিতে লিটন আব্বাসের সুক্ষ পর্যবেক্ষণ আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সুদৃঢ় ও গেৌরবোন্বিত করে। খালেক আজিজ...See More
বইটা ভালো
সুন্দর প্রেমের উপন্যাস ।বইটা কিনে কারো আফসোস করতে হবে না ।
unpredictable!!!
unpredictable! exciting!! full of mystery!!!
গণিতের সৌন্দর্য বইটি নিয়ে অভিজিৎ রায়ের রিভিউ
ব্যাকরণ যেমন ভাষার বিশ্বস্ত প্রহরী, অঙ্ককে তেমনি বলা যায় প্রকৃতির প্রাণসখা। গ্যালিলিও যে গণিতকে বলতেন ‘প্রকৃতির ব্যাকরণ’ – তা কি আর এমনি এমনি? আমরা তো স্কুল কলেজে গণিত শিখি। বড় বড় সমীকরণ সমাধান করতে শিখি। জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন... কত কি! তারপর যখন জানি বড় বড় বিজ্ঞানীরা এই গণিতের সাহায্যেই প্রকৃতিকে এবং বিশ্বব্রহ্মাণ্ডকে ব্যাখ্যা করতে চাচ্ছেন - ইনফ্লেশন, স্ট্রিং তত্ত্ব ব্ল্যাকহোল সংক্রান্ত দূরূহ সব গণিত সমাধান করতে লেগেছেন, তখন আমরা অবাক হই। কিন্তু কজ...See More
Hassanuzzaman Tømåł
Ottanto Sundor ei boiti,,, sobaike boiti porar Jono suggest korsi...