User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
The book is awesome. It is for beginners who want to know mathematics from the root. Students should not memorize the math. everyone should understand mathematics. to understand mathematics the book will be very helpful. i wish everyone should try it.
Was this review helpful to you?
or
The book is good. Actually it does not deserve 5 star but i rate it 5 star because, Students should not memorize mathematics. everyone should understand mathematics. And its a good book for understanding some topics in mathematics. This but is actually for beginners. You can like mathematics by reading this book. I personally did not like it so because i expected something more. But it is a good book, there is no doubt of it. I wish everyone will try this book who really want to understand and love mathematics.
Was this review helpful to you?
or
ব্যাকরণ যেমন ভাষার বিশ্বস্ত প্রহরী, অঙ্ককে তেমনি বলা যায় প্রকৃতির প্রাণসখা। গ্যালিলিও যে গণিতকে বলতেন ‘প্রকৃতির ব্যাকরণ’ – তা কি আর এমনি এমনি? আমরা তো স্কুল কলেজে গণিত শিখি। বড় বড় সমীকরণ সমাধান করতে শিখি। জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন... কত কি! তারপর যখন জানি বড় বড় বিজ্ঞানীরা এই গণিতের সাহায্যেই প্রকৃতিকে এবং বিশ্বব্রহ্মাণ্ডকে ব্যাখ্যা করতে চাচ্ছেন - ইনফ্লেশন, স্ট্রিং তত্ত্ব ব্ল্যাকহোল সংক্রান্ত দূরূহ সব গণিত সমাধান করতে লেগেছেন, তখন আমরা অবাক হই। কিন্তু কজন চিন্তা করি, কেন এই হতচ্ছাড়া অঙ্ক - যা কিনা এক অর্থে মানুষেরই আবিস্কার - তা দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা যায়? আমি আপনি না করলেও আইনস্টাইন কিন্তু ব্যাপারটা নিয়ে ভেবেছিলেন। হ্যা, ‘অঙ্ক দিয়ে যে প্রকৃতিকে ব্যাখ্যা করা যায়’ এই ব্যাপারটা একইসাথে মুগ্ধ এবং বিস্মিত করেছিল প্রখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে। তিনি বলেছিলেন, ‘কীভাবে এটা সম্ভব যে, গণিতের মত একটা জিনিস – যেটা কিনা অভিজ্ঞতা অনপেক্ষ মানব মনসঞ্জাত একটা সামগ্রী বৈ আর কিছু নয় – সেটা বস্তুজগতের বাস্তবতাকে এত সুচারুভাবে উপস্থাপন করতে পারে?’ অথচ আমদের অনেকেই ভাবি দৈনন্দিন জীবনে অঙ্কের স্থান নেই। ভুল। দৈনন্দিন জীবনের প্রয়োজনেই অঙ্কের চেতনা জেগেছিল মানুষের মনে। আজ থেকে কয়েক সহস্র বছর আগে মানুষ যখন হালচাষ করে খাদ্য সংগ্রহ করতে শেখে তখনই সে ‘সংখ্যা’র কথা ভাবতে শুরু করে। তার গোয়ালে কতগুলো গরু তার হিসাব রাখার প্রয়োজন উপলব্ধি করতে শুরু করে। কত মণ ধান হল ক্ষেতে, কত বিঘা জমির মালিক সে, কতগুলো সন্তান তার সংসারে, কতগুলো মরে গেল, তারও হিসেব রাখা দরকার। হাতের আঙ্গুল ক’টি, হাতেপায়ে মিলিয়ে ক’টা আঙ্গুল, তাও এক রহস্য। এভাবেই ধীরে ধীরে মানুষের চিন্তায় ‘সংখ্যা’র বোধ সৃষ্টি হয়। মানুষ তার আপন আপন ভাষায় ‘এক’, ‘দুই’, ‘তিন’ শব্দগুলো আবিষ্কার করতে শুরু করে, যদিও সেগুলো একসাথে মিলে একটা নিয়মমাফিক সংখ্যাপ্রণালীতে পরিণত হতে আরো কয়েক হাজার বছর অপেক্ষা করতে হয় তাকে। তাই গণিত গড়ে উঠেছিল মানুষের ব্যবহারিক প্রয়োজনেই। তাই গণিতকে বোঝা চাই। গণিতকে বুঝতে হলে এর অন্তর্নিহিত সৌন্দর্যকে বোঝা চাই। গণিতের সৌন্দর্যকে বুঝতে হলে পড়তে হবে ইমতিয়াজ আহমেদের ( Imteaz Ahmed) সদ্য প্রকাশিত গ্রন্থ গণিতের সৌন্দর্য - ইমতিয়াজ আহমেদ। বইটি প্রকাশ করেছে ছায়াবীথি প্রকাশনী। মোট পনেরটি চ্যাপ্টারের ৯৪ পৃষ্ঠার ছোট বই এটি। বইটার দামও খুব বেশি নয়। মাত্র ১৩০ টাকা। কমিশনে বোধ হয় আরো কমে পাওয়া যাবে। কিন্তু এর বিনিময়ে যে আনন্দ পাঠকেরা পাবেন তা অতুলনীয়। আমি কাল থেকে পড়ছি, আর ভাবছি - আমাদের স্কুল কলেজের বোরিং অঙ্কের বইগুলো যদি এত আকর্ষণীয় কায়দায় লেখা হত! ধন্যবাদ ইমতিয়াজ ওরফে বেঙ্গলেনসিস। লং লিভ 'গণিতের সৌন্দর্য'।