User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাঙালি মুসলিম নারী: রোকেয়ার নারীবাদ ও তার ধারাবাহিকতা
শাহানারা হোসেন
বইয়ের নাম অনুযায়ী যথার্থ একখানা পুস্তক, নির্ভরযোগ্য সূত্র সংকলনে লেখিকার সর্বোচ্চ চেষ্টা লক্ষ্যণীয়। তবে উল্লেখ্য, বইয়ের লেখনী মুসলমান সমাজে নিগৃহীতা নারীর উন্নয়নে বিগত ও বর্তমান নারীবাদীদের প্রয়াসই এখানে তুলে ধরা হয়েছে, অন্য কথায়, মুসলিম হিসাবে নারীদের উন্নয়নের স্থলে নারীবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে, শরীয়াহ বৈধতা না দিলেও কতিপয় স্থানে নারীবাদের এখানে বৈধতা প্রণয়ন লক্ষ্যণীয়। গোঁড়া ধর্মীয় সমাজকে যেমন প্রগতিশীলতা দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তেমনি করে ব্যুৎপত্তিগত ধর্মীয় জ্ঞান দিয়েও যে এই গোঁড়ামি দূর...See More
‘প্রতিবেশীগন’ বইটির লেখক নাওমি গুয়াতানাবে । লেখিকার জন্ম ১৯৬৬ সালের ১০ এপ্রিল জাপানের হোক্কাইডো জেলায় । প্রাথমিক স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত হোক্কাইডো জেলার সুবিশাল প্রকৃতির মাঝে তিনি বেড়ে উঠেছেন । নিইগাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ালেখা শেষ করে তিনি ভারতে চলে যান । ১৯৮৯ সালে ১ বছর ভারতের কলকাতায় রামকৃষ্ণ মিশনে গবেষনা করেন । পরবর্তীতে নিইগাতা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি পাওয়ার পরে তিনি মাস্টার্স প্রোগ্রামে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গবেষনা করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । পড়াশোনা শেষ ক...See More
সাদামাটা একটা গল্প, জীবন থেকে সরাসরি তুলে আনা এক সংক্ষিপ্ত সময়ের গল্প। যা আদৌতে একটা গল্প হলেও বাস্তবিক ভাবে প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের চারিপাশে। আমাদের সমাজে, আমাদের সংসারে, এবং আমাদের নিজেদের ঘরে! হ্যাঁ যা বলছিলাম, বইটা আসলে পরকীয়া নিয়ে লিখা আর। এই ব্যাপারটাই সবচেয়ে বেশি দায়ী কারো সংসার একেবারে ইতি টানার দিকে ধাবিত করাতে। সেটা প্রতিনিয়ত আমাদের মাঝে রোজ রোজ হচ্ছেও। রাজীব বিয়ে করেছে ভার্সিটিতে ভর্তির কয়েকদিনের মধ্যেই! তাও সেটা প্রেম করে বিয়ে। মিতু তার বউ। সহজসরল, সাদামাটা, স্বামী ভক্ত মেয়ে ...See More
‘নিশি অভিসারিনী’ বইটির লেখিকা নীলিমা সরকার । লেখিকার জন্ম ১৯৭৫ সালের ২২ ফেব্রুয়ারি । তিনি নওগা জেলার বদলগাছি থানায় জন্মগ্রহন করেন । তার পিতা একজন পুলিশ অফিসার । তিনি মাত্র ৫ বছর বয়সেই মা কে হারান । ছেলেবেলা থেকেই বই পড়ার প্রতি তার প্রচন্ড নেশা কাজ করতো । চতুর্থ শ্রেনী থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন নিজের অজান্তেই । এর পরে তিনি অষ্টম শ্রেনী থেকে সকল প্রতিযোগীতায় কবিতা লেখা ও কবিতা আবৃতি তে প্রথম স্থান অধিকার করেন । তিনি তাকে দেওয়া এক রাত্রে একশো কবিতা লেখার চ্যালেঞ্জ ভালোভাবে অতিক্রম করেন । বাংল...See More
ইসলামী ভাবগাম্ভীর্যপূর্ণ খুব সুন্দর একটি উপন্যাস। মুসলমান ভাই-বোন সকলেরই পড়া উচিত।
কোন ব্যবস্থা না থাকার চেয়ে একটি ব্যবস্থা থাকা ভালো। এটা অনেকটি নাই মামার চেয়ে কানা মামা ভালো তার মতো। আমাদের অনেকেরই অনেকভাবে সময় ব্যয় হয়। ঠিক সময়ে কাজটি করতে পারি না বলে আমরা অনেক সময় বিরক্ত হই। কীভাবে বাস্তবে সময় ব্যবস্থাপনা মেনে কাজ করা যায় ঠিক এই ব্যাপারটিই আমি শিখেছি এই বইটি থেকে। ধন্যবাদ।
একজন পর্যবেক্ষণশীল পুরুষকে আপনার বইয়ের তাক দেখান, সে বলে দিবে আপনি কেমন। আর যে লোকের জীবনে কোন শ্রেষ্ঠ বই নেই, ভালোবাসে এমন কিছু বই নেই তার সাথে সময় ব্যয় করাটা নিজের সময়ের অপচয়। পর্যবেক্ষণ নামক এই বইটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ একটি বই।
আমাদের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ। আর সময়কেই আমরা সবচেয়ে অবহেলা করি। যদিও আমরা তা চাই না। কিন্তু তারপরেও এমনটা ঘটে। সময় ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস হচ্ছে কী করতে হবে না তা জানা এবং তা না করা। এই বইয়ে এমনই সব বিষয় নিয়ে আলাপ করা হয়েছে যা আপনার বাস্তব জীবনকে আরও সুন্দর ও কর্মদক্ষ করে তুলবে।
সেই ধনী পুরুষের মতো হতভাগা আর কেউ নেই যে প্রাসাদে থাকে অথচ তার ঘরে কোন বই নেই। এই সম্পর্কে জন মিল্টন বলেছেন, ‘বইয়ের যে একটা মুখরোচক স্বাদ আছে, সেই স্বাদ থেকেই সে বঞ্চিত।’ এই বই এমনই একটি বই যা পাঠ করে আপনি অতুলনীয় তৃপ্তি লাভ করবেন।
বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে মারাত্মক দিক হচ্ছে এটা শিক্ষার্থীদের ভুল চিন্তা করতে শেখাচ্ছে। শিক্ষার্থীরা যে বিষয়ের প্রতি আগ্রহী সেই বিষয়টি সবদিক থেকে ভুল ও নেতিবাচক এটা চিন্তা করতে শেখাচ্ছে। এটা উচিত নয়। শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ে কাজ করবে এটাই সবচেয়ে ভালো জিনিস। এই ব্যাপারে তাদের সহায়তা করবে পর্যবেক্ষণ নামক এই বইটি।