User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘প্রতিবেশীগন’ বইটির লেখক নাওমি গুয়াতানাবে । লেখিকার জন্ম ১৯৬৬ সালের ১০ এপ্রিল জাপানের হোক্কাইডো জেলায় । প্রাথমিক স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত হোক্কাইডো জেলার সুবিশাল প্রকৃতির মাঝে তিনি বেড়ে উঠেছেন । নিইগাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ালেখা শেষ করে তিনি ভারতে চলে যান । ১৯৮৯ সালে ১ বছর ভারতের কলকাতায় রামকৃষ্ণ মিশনে গবেষনা করেন । পরবর্তীতে নিইগাতা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি পাওয়ার পরে তিনি মাস্টার্স প্রোগ্রামে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গবেষনা করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন । পড়াশোনা শেষ করে তিনি জাপানের বেসরকারী জুনিয়র কলেজে প্রশাষক হিসেবে ১৫ বছর কাজ করেন। সাথে সাথে বাংলাদেশের গ্রামের উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক হিসেবে ১০ বছর সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন । এর জন্য তিনি পেয়েছেন সন্মান ও এওয়ার্ড ।তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন । তিনি বাংলা লেখাও লিখে যাচ্ছেন , প্রতিবেশীগন তার প্রকাশিত ষষ্ঠ বাংলা গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক তোফাজ্জল হোসেন । প্রচ্ছদ করেছেন মোমিনউদ্দিন খালেদ । জাপান আর বাংলাদেশ , দুরত্ব ও যেমন অনেক , ভাষাগত আর সংস্কৃতি তে পার্থক্য ও রয়েছে অনেক । তবে মানুষ এর মনের গহীনে যে লুকিয়ে আছে যে প্রনয় তৃষ্ণা , সেই দিকে দেখতে গেলে নেই কোন পার্থক্য । লেখিকার লেখায় প্রকাশ পেয়েছে দুই দেশের মানুষের ভাবনা । তিনি মাঝে মাঝে সবকিছু দেখেছেন কখনো বাঙ্গালীর চোখে , কখনো জাপানির চোখে । বইটি তে তিনি গল্প লিখেন্নি , লিখেছেন মানুষের জীবনের কথা । অসাধারন কিছু ভিন্ন ধারার গল্পের স্বাদ পেতে চাইলে পড়তে হবে অসাধারন এ বইটি ।