User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বাংলার আকাশ সমুদ্রসীমা আজ সম্পূর্ণভাবে শত্রুমুক্ত। দেশ স্বাধীন হওয়ার পরও যেন বাংলাদেশের মানুষ পরিপূর্ণভাবে বিজয়ের স্বাদ নিতে পারছে না। কি যেন নেই, যার দরুণ কেউই ঢেকুর তুলে বিজয়ের স্বাদ খুশি মনে নিতে পারছে না। কর্তা যদি বাড়ির বাহিরে থাকে, পোলাও মাংস যতই খাওয়া হোক না কেন, সেগুলো খেতে ভাল লাগবে না। দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের অভিভাবক পাকিস্তানের কারাগারে বন্দি। অভিভাবক ব্যতীত বাঙালি জাতি বিজয় উৎযাপন করে কিভাবে! সকলের প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে। অবশেষে পাকিস্তানি শাস...See More
খুবই তথ্যবহুল। লেখকের আত্মকথা তবু যেন খোলা চোখে সবই দেখতে পেলাম।
Excelent
ইসলামী চিন্তার ভিত্তিতে যে জীবন গড়ে উঠে তাই ইসলামী জীবন। ইসলামী চিন্তার মূল উৎস কোরআন ও সুন্নাহ । প্রতিটি মুসলিম চায় তারা ইসলামী বিধান মেনে চলবে যাতে কর্মের মাধামে ফুটে উঠে । অনেকেই বাস্তব ক্ষেত্রে নামাজ , রোজা, হজ্জ করেন বটে কিন্তু চিন্তার ক্ষেত্রে মুসলিম নন । সবার আগে দরকার ছিল চিন্তার ক্ষেত্রে মুসলিম হওয়া । মুসলিমরা জানে ইসলামের নিজস্ব শিক্ষা , অর্থনীতি , সমাজ ও দেশ পরিচালনার বিধান জানা সত্ত্বেও ইসলাম বিরোধী শিক্ষা ওসংস্কৃতি মেনে নিয়ে জীবন গড়েন । যা দেখা যায় শিক্ষা ব্যাবস্থা ও মিডিয়ার অঙ...See More
Good book
সুনীল গঙ্গোপাধ্যায় এর " কেউ কথা রাখেনি " - এক কাব্যিক অভিযোগ। মানবমন খুব অদ্ভুত। জীবনের এক পর্যায়ে গিয়ে হয়তো আমরা সকলেই হিসেব কষতে বসি পাওয়া - না পাওয়ার। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবি আসলেই কেউ কথা রাখেনি,কেউ কথা রাখেনা! কিন্তু চাইলেও কেউ কথা রাখতে পারেনা কি? এই বই পড়ার পর আপনি অদ্ভুতভাবে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঘোলা চোখে বলবেন, হ্যাঁ কেউ কেউ কথা রাখে! এই বইটির রিভিউ এক লাইনেই দেয়া সম্ভব। কেমন হবে তা? রিভিউ হচ্ছে - কেউ কেউ কথা রাখে!নামকরণের সার্থকতা ঠিক এখানেই। আমার দেখামতে লেখক ব...See More
বইটি পড়লে পাঠক পাবে এক মহাকাব্যিক জীবনের কথা। ব্যার্থতার ভেতর দিয়ে কিভাবে উঠে দাড়ানো যায়, কিভাবে নিজের ভুল শুধরে শোক কে শক্তি বানানো যায় তার যাবতীয় কথা। আমি মুগ্ধ ।
ভারত বর্ষের ইসলামের ইতিহাস জানার ক্ষেত্রে এই বইটা সব বইয়ের মুল বই। তাবাকাত ই নাসিরি না পড়ে ভারতের মুসলিম শাসনামলের ব্যাপারে মাতামত দিলে ঐতিহাসিক গন তা তেমন গুরুত্ব দেন না। মোট কথা তাবাকাতে নাসিরী অবিসংবাদিত ভাবে একটি মুল গ্রন্থ
আধুনিক কবিতার দোহাই দিয়ে ছন্দকে যারা গুরুত্বই দেয়না, তারা কথোপকথন থেকে শিখতে পারেন। এখানে ছন্দকে পুরোপুরি মানা হয়েছে অথচ মনেই হয়নি যে এখানে ছন্দ আছে। এতোটাই সাবলীল কবিতাগুলো
আলাওলের মহাকাব্যটি সৈয়দ আলী আহসান স্যার সম্পাদনা করেছেন। আর আহমদ পাবলিশিং এর এবং রকমারির মাধ্যমে আমাদের হাতে চলে আসছে। এটা সাহিত্যের অনেক বড় কাজ। পদ্মাবতী পড়ার পর তার অনুভুতি প্রকাশ করা সহজ কথা নয় । শুধু এটুকু বলতে পারি এক শাহানামার তাহমিনার পাশে পদ্মাবতী সমভাবে উজ্জল বিশ্ব সাহিত্যে। মালেক মুহাম্মদ জায়সীর পদুমাবতের বাইরে স্বতন্ত্র এক চরিত্র এই পদ্মাবতী। হাতে পেয়ে পড়লাম। আলাওলে যেমন মুগ্ধ তেমনি মুগদ্ধ সৈয়দ আলী আহসান স্যারের বিশ্লেষনধর্মী ভুমিকা , নোট ও সম্পাদনায়।