User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
মাহবুব মোর্শেদের দেহতত্ত্বদেহ_মাহবুব মোর্শেদ। প্রচ্ছদ : ধ্রুব এষ। প্রকাশক : ঐতিহ্য, প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১১। মূল্য : ১৫০ টাকাচঞ্চল আশরাফমাহবুব মোর্শেদের 'দেহ' গল্পগ্রন্থটিকে ভুল বোঝার কারণ যথেষ্ট রয়েছে। প্রধানত মনে হতে পারে, এটি ফ্রয়েডীয় যৌন সর্বস্বতাবাদের প্রতিনিধিত্ব করছে। মনে হতে পারে, বেশির ভাগ গল্পের বিষয় শরীর বা সে সম্পর্কিত প্রসঙ্গগুলো। আমি মনে করি, যাঁরা এই ফাঁদে পড়বেন, তাঁরা গ্রন্থটির সম্ভবত প্রকৃত পাঠক নন। কেন নন, তা পরে আলোচ্য কিংবা এই আলোচনা থেকে কিছুটা বুঝতে পারা যাবে। শরীরসংক...See More
গ্রামের নাম বিরাটনগর। এখানে কোনো ছোটখাটো ঘটনা ঘটে না। যা ঘটে তাই বিরাট আকার ধারন করে।নাহলে সামান্য ঝড়ের ঘটনা এত বিরাট হবে কেন? জি হ্যা, বিরাটনগরের উপর দিয়ে আজব ঝড় বয়ে গেলো। শতবর্ষী বটগাছ মাথার উপর দিয়ে উড়ে গেলো অথচ তার পাশে থাকা ছোট্ট কুটিরের কিছু হলো না। গল্পের পটভূমি এই গ্রামকে ঘিরেই। ডাক্তার আনিস, নবনী, মতি মিঞা, জহির উদ্দিন চেয়ারম্যান আর জুম্মাঘরের ইমামকে নিয়েই এগিয়ে গেছে গল্প। ঢাকার কলাবাগানের বাসিন্দা আনিস বিরাটনগরে ডাক্তারি করে। সাইকেল নিয়ে চলাফেরা করে বলে গ্রামে সবাই ডাকে সাইকেল ড...See More
বইয়ের নিচে চাপা পড়ে লেখকের মৃত্যু একখানা ঘটনা বটে। জীবনের সঙ্ঘারাম থেকে প্রাপ্ত যাবতীয় উপাত্তের কাহিনি বিন্যাস করে করে যে গল্পলেখক নিজের গল্পের নিচে চাপা পড়ে মারা গেলেন - তাকে উদ্ধারের কোন পথ নাই। এটাই হয়তো ট্রাজেডি। ট্রাজেডি কখনো কখনো নিছক দুর্ঘটনার মত দেখায়; আদতে তা হয়তো খুন। আর খুনের মামলা মানে একটা উত্তেজনা। সেই উত্তেজনাকে কিছুটা স্থিরভাবে বসিয়ে দিয়ে আস্তে আস্তে তার পাপড়ি খুলতে থাকলে উম্মোচিত হয় রক্তাত্ব সত্য। পুঁথিগন্ধময় ভাড়ারের সমস্ত অপমৃত্যুকে স্বাভাবিক মৃত্যুর মত দেখালেও তার আড়ালে যে কাল...See More
This is a great book.
সায়ীদ আবু বকরের এ কাজটা বাংলা সাহিত্যের অন্যতম একটা সেরা কাজ। এ বই সম্পর্কে বিশেষ কোনো আলোচনা সম্ভব নয়। আলোচনা করতে গেলে প্রতিটি কবিতা নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করতে হবে। কোন কবিতা রেখে কোন কবিতার কথা বলবো? হ্যাঁ, এক কথায় বলতে গেলে বলতে হবে : পৃথিবীর সেরা কবিদের সেরা কবিতা এক মলাটে।
আমি মনে করি না যে শুধু programming শেখার জন্ন বইটা পড়া দরকার। আসলে যারা এতদিন গনিতে ফাকি দিয়ে এসেছে তাদের জন্ন এটা একটা বড় পাওনা লেখকের কাছথেকে।
বইটা এই মাত্র পড়ে শেষ করলাম। অনেক কিছুই শিখলাম আবার নতুন করে। আসলেই বইটা পড়ার সময় বার বার মনে হচ্ছিল, যদি নবম - দশম শ্রেনিতে পড়ার সময় বইটা পাওয়া যেত। এই যূগের ওরা অনেক ভাগ্যবান, এত সহজ সরল ভাষায় গনিতের এত এত জটিল বিষয়গুলা জানতে পারবে। সুবিন ভাই এবং রাফি ভাইকে ধন্যবাদ বইটির জন্য। NB. বই শেষ করার পর, মনে হইতেছিল ত্রিকোনমিতি আর জ্যামিতি গুলাও যদি কেউ এত সহজে আবার বুঝায়া দিত।
বইটির সারকথা হল জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখা, শুধু মানুষ হিসাবেই ভালবাসা। বার্তাটি ভাল সন্দেহ নেই, কিন্তু এর উদাহরন কারা? কাদের কাছ থেকে আমরা এটি শিখব? ধর্মহীন উদার মানবতাবাদিদের কাছ থেকে নাকি নবি-রাসুল ও ধার্মিক মহাপুরুষদের কাছ থেকে? ধর্মহীন উদার মানবতাবাদি বাস্তবে অল্প-বিস্তর দৃশ্যমান হলেও প্রকৃত মানবতাবাদি নবি-রাসুলরাই। বইটির কাহিনী কেন্দ্রিভুত একজন ধর্মহীন মানবতাবাদিকে নিয়ে, যা সাধারন উদাহরন হিসাবে চালানো সম্ভব নয়, বরং তরুন সমাজকে ধর্মের ব্যপারে ভুল বার্তা দিতে পারে। তবে ভ্রমন...See More
অসাধারণ একটি বই।
গণিত করব জয়, বইটা পড়া শেষ করলাম তিন দিন হল। লেখকদ্বয় এতো সহজ এবং সুন্দরভাবে বাংলা ভাষায় গণিতকে উপস্থাপন করেছেন যে পড়ার সময় বারবার মনে হয়েছে, এরকম বই যদি নবম বা দশম শ্রেণীতে পড়ার সময় পেতাম। কোন কিছুকে যে অনেক ভাবে প্রমাণ করা যায়, বইয়ে এ ব্যাপারটা কয়েক জায়গায় বলা হয়েছে এবং সেটা করেও দেখানো হয়েছে, আসলে তো তাই হওয়ার কথা। শুরু থেকে শেষ পর্যন্ত বইটার মধ্যে একটা ছন্দ আছে, তাই শুরু করে ফেলে রাখলে বার বার মনে হবে, আবার কখন শুরু পড়া শুরু করবো? গণিত শেখার মাঝেও অনেক মজার ব্যাপার আছে এটা বুঝতে সবার বইটা পড়...See More