User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বেসিক বিল্ডার বই। এই বইতে গণিতের মৌলিক বিষয় গুলো সহজ করে লেখা। বই ছোট দের জন্য হলেও সবাই পড়তে পারে, গণিতের অনেক কিছু উপলব্ধি করতে পারবেন।
Was this review helpful to you?
or
boiti vlo chilo
Was this review helpful to you?
or
বইটি আমি কিছু দিন আগে হাতে পেয়েছি, বইটি আমি কিছুটা পড়েছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করতেছি তার জন্য নিয়েছি, যেহেতু আমি গণিত এ একটু দুর্বল। তবে সবচেয়ে একটা জিনিস ভালো লাগে সেটা রকমারির সত্যতা আর সঠিক সময়ে যে কোন জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে। thank you so much
Was this review helpful to you?
or
বইটাই ব্যাখ্যা গুলো আরও সহজ করে বুঝালে ভালো হত । ব্যাখ্যা গুলা বিস্তর হলে ভালো হত।
Was this review helpful to you?
or
সহজ ভাষায় গণিত এর কিছু বেসিক জিনিস আলোচনা করা হয়েছে।
Was this review helpful to you?
or
valo ekta boi
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
ভালো না
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বইটা পড়ে খুব ভালো লেগেছে
Was this review helpful to you?
or
minus er topic tai biporit sonkha dhorar beparta onek kothin lagse..and keno biporit dhorbo se bepare kichu boleo ni..
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Thanks
Was this review helpful to you?
or
all are goods
Was this review helpful to you?
or
গনিতের বেসিক ধারনা পেতে বইটা পড়া উচিত।সাথে কিছু কোডিং বইটাকে বাড়তি রূপ দিয়েছে।অসাধারণ।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই । সহজ, সরল ভাষায় প্রণিত । গণিতের ভয় কাটানোর জন্য বইটি একবার হলেও পড়তে পারেন । টাকা বিফলে যাবে না ।
Was this review helpful to you?
or
Such a good book
Was this review helpful to you?
or
Ami agya math khob voi kortam. But after reading this book. I overcome my weakness in math. Now I love math subjects. Thank you subeen sir.
Was this review helpful to you?
or
it is easy and nice .
Was this review helpful to you?
or
very good for dive in the depth of math and programming
Was this review helpful to you?
or
This is very nice book
Was this review helpful to you?
or
Very good. recommend to buy.
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
Uses both C
Was this review helpful to you?
or
Onk vlo akta boi , math ar onek problem solved hye zay
Was this review helpful to you?
or
এই বইটা কিনে কিছুটা আশাহত হয়েছি।আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গনিতে আরও ভালো জ্ঞান রাখা উচিত।অনেক বেশি ব্যাসিক জিনিস নিয়ে লেখা বইটি।
Was this review helpful to you?
or
খুব ভালো
Was this review helpful to you?
or
Good book for those who are not that good in math. At the final of this book there is also a chapter on Logarithm. And Set is described in a easy way
Was this review helpful to you?
or
আমার দেখা বইগুলোর মধ্যে খুব ভালো মানের একটি বই। তামিম এবং তাহমিদ ভাইকে ধন্যবাদ জানাই বইটি এতো সুন্দর করে লেখার জন্য ।
Was this review helpful to you?
or
????
Was this review helpful to you?
or
গণিতের জন্য ভালো একটা বই। যাদের গণিত ভীতি আছে, তাঁরা পড়ে দেখতে পারেন। ফল ভালো পাবেন আশা করি। সহজ ভাষায় গণিতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। গণিতের পেছনের গল্প বা রহস্য ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন বইয়ের এই দুজন লেখক। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়াদের খুব উপকারে আসবে। তবে বইটা আরও সহজ করা যেত, বিশেষ করে সাবলীল বর্ণনা।
Was this review helpful to you?
or
গণিতের প্রাথমিক বিষয়গুলো খুব সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যারা দীর্ঘদিন গণিত চর্চা থেকে বিরত ছিলেন তাদের জন্য প্রথম প্রথম একটু কঠিন মনে হলেও কিছুদিন বইটি অনুশীলন করার পর সহজ লাগবে।
Was this review helpful to you?
or
গণিত করব জয় বইটি সত্যি একটি অসাধারণ প্রকাশনা | ছোটবেলা থেকেই আমাদের অনেকের গণিতের প্রতি একটি ভয় কাজ করে যা পরবর্তীতে আমাদের গণিত শেখার আগ্রহটাকে নষ্ট করে দেয়| কিন্তু এ বইটি থেকে এক অন্য রকম ছন্দ আর মজা নিয়ে আমরা গণিতশিখতে পারব| সংখ্যার ধারণা থেকে শুরু করে বীজগণিত ,পাটিগণিত অর্থাৎ গণিতের মৌলিক শাখার ভিত্তিমূলক ধারণাই মূলত এ বইটির প্রতি আমাকে আকৃষ্ট করেছে|||
Was this review helpful to you?
or
খুব ভালো একটা বই
Was this review helpful to you?
or
অনেক জানা বিষয় নতুন করে শিখলাম...
Was this review helpful to you?
or
Ami math olympiad er onek boi kinchi,,,,,,,,ei boi tar price boi onosare tolanamolok bashi mone hoise,,,,
Was this review helpful to you?
or
অল্প -স্বল্প তথ্য সম্বলিত বইটির দাম ৩০০৳। One of the worst book I have ever read.
Was this review helpful to you?
or
?????????? বইটি লেখা হয়ছে তাদের জন্য যারা গনিতকে প্রচন্ড রকম ভয় পাই। যারা ভয়ের কারনে গনিত বই থেকে নিয়ম করে ১০ হাত দূরে থাকে। ক্লাসে স্যারের গনিত পড়া মাথার উপর দিয়ে যায়। ধমকের ভয়ে প্রশ্ন না করে চুপ করে থাকে। গনিত পরিক্ষার আগের রাত বন্ধু-বান্ধব থেকে সাজেশন খুজে মুখস্ত করে কোনো রকম পাস করে বেচে যায়। অনেকে তো গনিত ও বিজ্ঞানের ভয়ে নিজের স্বপ্নও পরিবর্তন করে পেলে। গনিত তাদের কাছে বিশাল রকম অ্যালার্জি। বইটি তাদের জন্যই লেখা। ?? ? যাদের উচ্ছ মাধ্যমিক শেষ তারা বইটিতে কোনো নতুন কিছু শিখতে পারবে না। তবে আগের শিখা জিনিসেই হয়তো নতুন করে শিখবে। গনিতের একেকটা বিষয়কে নতুন ভাবে দেখবে। যারা গনিত কে ভয় পায় তারা হয়তো তো সে ভয়কে জয় করতে পারবে। লেখক গনিতের বেসিক বিষয় গুলোকেই নতুন ভাবে ও সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছে। python ও c programming language এর মাধ্যমে কয়েকটা সমস্যা সমাধান করেও দেখিয়েছে। গনিতের একদম বেসিক বিষয় সংখ্যা রেখা, যোগ,বিয়োগ থেকে শুরু করে লগারিদম পর্যন্ত লেখক সহজ ভাবে তুলে ধরেছে। অনেক কিছু সংক্ষেপে, আবার অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছে। তবে advance কোনো কিছু শিখানো হয় নাই। সবগুলোই বেসিক বিষয় বস্তু যাতে যারা গনিত ভয় পায় তারা যেন সেই ভয়কে জয় করতে পারে।??
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
গণিত করব জয় বইয়ের পাঠক রিভিউ - "গনিত করব জয়, বইটি হাতে পেয়েছি। ৩ টা অধ্যায় পড়েছি ডিপলি বাকীটুকু রিডিং। পুরো বইটি আমার কাছে অসাধারন লেগেছে। যাদের বেসিক জিনিসগুলো নিয়ে একটু ঘাটতি আছে তাদের জন্য তো বটেই, স্কুল-কলেজের ছেলে মেয়েদেরও অবশ্যই পড়া উচিৎ বইটি। বই পড়া আমি বয়সের সাথে বা ক্লাসের সাথে বেঁধে দিতে রাজি নই। বইটি যে কেউই পড়তে পারে। বিশেষ করে আমার মত অন্য সাবজেক্ট থকে এসে যারা প্রগ্রামিং করছে নতুন তাদের জন্যও ভাল ভূমিকা পালন করবে বইটি। সবশেষ সবার প্রগ্রামিং গুরু শ্রদ্ধেয় তামিম শাহরিয়ার সুবিন ভাই এবং তাহমিদ রাফি ভাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে আরও অনেক বই উপহার দেওয়ার জন্য শুভ কামনা রইল।"
Was this review helpful to you?
or
I will count the win, I got the book in my hand. I have read Chapter 5 Deeply Bikituku Reading. The whole book is wonderful to me. For those who are a little lacking in the basics, school-college boys and girls should read the book. Reading a book I do not agree with age or class. The book can be read by anyone. The book will also play a good role, especially for those who are tired of other subjects like me. Thank you so much to the late brother of Progaming Guru Tamim Shahriar and Tahmid Rafi brother from all over the country, and wishing many more books in front.
Was this review helpful to you?
or
বরাবরের মতই অসাধারণ
Was this review helpful to you?
or
আমি মনে করি না যে শুধু programming শেখার জন্ন বইটা পড়া দরকার। আসলে যারা এতদিন গনিতে ফাকি দিয়ে এসেছে তাদের জন্ন এটা একটা বড় পাওনা লেখকের কাছথেকে।
Was this review helpful to you?
or
এই বই পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি এই বইয়ের সাফল্য কামনা করছি
Was this review helpful to you?
or
বইটির নামের সাথে বইটির কনটেন্ট সম্পূর্ণ মিল রয়েছে। আমার পড়া বেষ্ট বই ছিল এটা গনিতের ভিত্তি গড়তে। আমি একজন ডিপলোমার ছাত্র। ফ্রিলান্সিং করার উদ্দেশ্যে কম্পিউটার জগতে আমার প্রবেশ 2017 সালে। কিন্তু কম্পিউটার জগতে প্রবেশের পর থেকে জানতে পারি নানা বিষয় যার মধ্যে প্রোগ্রাম অন্যতম। আর প্রোগ্রামের সাথে কখন যেন ভালবাসা তৈরি হয়ে গেল বুঝতেও পারলাম না। সম্ভবত তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের ইউটিউব ভিডিও, তার লেখা বই তার ওয়েব সাইট ব্রাউজ এসবের মাধ্যমেই হয়েছে প্রোগ্রামের সাথে ভালবাসা। আর প্রোগ্রাম শিখতে হলে বা প্রোগ্রামিং করতে হলে একটু গনিতে ভাল হতে হয়। যদিও আমার কাছে গনিত ভাল লাগে তবুও কেমন যেন একটু কাচা রয়ে গেছে আমার। সো, চিন্তা করলাম গনিতে একটু উন্নত করা দারকার। তারপর পেলাম ‘‘গনিত করবো জয়’’ বইটি যা আমার গনিত শেখার অনুপ্রেরনামূলক একটি বেষ্ট বই। আমি মনে করি বইটি তাদের জন্য বেশী ভাল যারা গনিতে খুব ভয় পায় বা খুব কাচা, এই বইটি পড়লে তারা গনিতের ভয়কে সত্যিই জয় করতে পারবে ।বইটির নামের সাথে বইটির কনটেন্ট সম্পূর্ণ মিল রয়েছে। কষ্ট করে পড়ার জন্য সকলকে ধন্যবাদ। (সংক্ষিপ্ত লেখলাম---বইটি এতই ভাল লাগছে যে লিখতে গেলে যেন কম হয়ে যায়)
Was this review helpful to you?
or
তামিম শাহরিয়ার সুবিন ভাই ও তাহমিদ রাফির “গণিত করব জয়” বইটা পড়লাম। শুরু থেকে শেষ পর্যন্ত বইটা খুব গুছানো। বইয়ের প্রধান আকর্ষণ আমরা প্রতিটি আলোচ্য বিষয় কি এবং কেনও করতে যাচ্ছি এর ব্যাখা। তারপর রয়েছে তুলনামূলক আলোচনা যেমন বীজগণিত আর পাঠিগণিত এর ভিন্নতা খুব সুন্দর ভাবে ব্যাখা করা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে উদাহরণ চয়ন। বলা যায় প্রত্যেকটা উদাহরণ বাস্তবজীবনের সাথে মিলিয়ে দেয়া হয়েছে,যা একদম মনে গেঁথে যায়। সর্বপরি যারা প্রোগ্রামিং এ হাতেখড়ি দিয়েছে তারা এই সহজ সরল গাণিতিক সমস্যা গুলো সমাধান করলে অনেক মজা পাবে, সাথে সাথে প্রোগ্রামিং ভীতি কাটবে বলে মনে করি। বইটাকে আমাদের স্কুলের পাঠ্যবই এর সহায়ক বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করলে দেশের আনাচে কানাচে ছেলেমেয়েরা সহজে জানতে পারত এইরকম একটা এত সুন্দর বই আছে। অভিভাবকদের হাতে একটু সময় থাকলে বইটা নিজে পড়তে পারেন। এই রকম বই লেখার জন্য লেখকদের অসংখ্য ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Thanks to the author.
Was this review helpful to you?
or
বইটি আমার কাছে এতো ভাল লেগেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না । আমি অনেক দিন ধরে গণিত শেখার জন্য ভাল কোন বই খুঁজতে ছিলাম । এই বইটা পেয়ে আমার মনের আশা পুর্ণ হয়েছে । সুবিন ভাই, আশা করি আপনি আমাদের এরকম আরও অনেক বই উপহার দিবেন । যাতে করে আমরা শিক্ষার রস উপভোগ করতে পারি । সুবিন ভাই আপনি দীর্ঘজীবী হউন ।
Was this review helpful to you?
or
আপনাদের ওয়েবসাইট থেকে কেনা বই সবগুলোর অবস্থা অনেক ভালো মানের। বাহিরে অনেক সময় অনেক সময় খারাপ পাই তবে এখানে বই এর মান অনেক ভালো। বইটি অনেক ভালো লেগেছে। অনেক সহজ করে অনেক কিছুই বুঝিয়ে দেয়া হয়েছে। বিশেষ করে যারা নতুন তাদের জন্য একটি অন্যতম বই এটি। আমার ছোট ভাই যে CSE নিয়ে ভবিস্যতে ইচ্ছা আছে তাকে Suggest করেছি। আমার দেখা এক অন্যতম বই। এমন আরো কিছু বই পাবো এমন আশা করি।
Was this review helpful to you?
or
বলার মতো ভাষা নাই শুধু এইটুকু বলতে চাই খুব সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
বইটি পড়ে প্রথমত আফসোস হয়েছে - কেন ছাত্র অবস্থায় এই রকম বই তেমন একটা ছিলনা। ( আমি বলছিনা আমাদের পাঠ্যবই খারাপ ছিল- কিন্তু এ ধরনের বই সব সময়ই ছাত্র-ছাত্রীদের মনোযোগ বাড়ায় ) । কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও পড়ে দেখা উচিৎ বইটি - বিশেষ করে যারা স্কুলে গণিতে মনযোগ কম দিয়েছে তারা। এতো সহজ এবং সুন্দরভাবে বাংলা ভাষায় গণিতকে উপস্থাপন করার জন্য লেখকদ্বয় কে ধন্যবাদ । আলোচনার মাঝে মাঝে পাইথন ও সি এর কোড দিয়ে জিনিসগুলো দেখিয়ে দেয়া নিঃসন্দেহে পাঠক কে আরো নিয়মিত কোডিং এ আগ্রহী করে তুলবে । শুভ কামনা ।
Was this review helpful to you?
or
আমার ছোট ভাইকে বইটা কিনে দিয়েছিলাম গতবছর বইমেলা থেকে। আমি জানি না বইটি কতটা ম্যাজিকের মত কাজ করেছে! কিন্তু, যেটুকু জানি সেটা হচ্ছে; ওর কাছে গণিত এখন উপভোগ করার মত বিষয়। সে এখন ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত! ওর গণিতের প্রতি আগ্রহ দেখে আমি মুগ্ধ! আমি ধন্যবাদ দিতে চাই রাফি এবং সুবিন ভাইকে ম্যাজিকের মত সুন্দর একটি বই লেখার জন্য। রকমারিতে থেকে আমার জন্যও বইটা সংগ্রহ করেছি। গণিতের ভয় কাটিয়ে উঠতে এটা অসাধারণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
গণিত করব জয়, বইটা পড়া শেষ করলাম তিন দিন হল। লেখকদ্বয় এতো সহজ এবং সুন্দরভাবে বাংলা ভাষায় গণিতকে উপস্থাপন করেছেন যে পড়ার সময় বারবার মনে হয়েছে, এরকম বই যদি নবম বা দশম শ্রেণীতে পড়ার সময় পেতাম। কোন কিছুকে যে অনেক ভাবে প্রমাণ করা যায়, বইয়ে এ ব্যাপারটা কয়েক জায়গায় বলা হয়েছে এবং সেটা করেও দেখানো হয়েছে, আসলে তো তাই হওয়ার কথা। শুরু থেকে শেষ পর্যন্ত বইটার মধ্যে একটা ছন্দ আছে, তাই শুরু করে ফেলে রাখলে বার বার মনে হবে, আবার কখন শুরু পড়া শুরু করবো? গণিত শেখার মাঝেও অনেক মজার ব্যাপার আছে এটা বুঝতে সবার বইটা পড়া উচিৎ, বিশেষ করে যারা গণিত নিয়ে কাজ করেন কিংবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করছেন বা করতে চান তাদের জন্য বইটা বেশ কাজে দিবে। আলোচনার ফাঁকে ফাঁকে পাইথন কোড, প্রোগ্রামিং-এ আগ্রহীদের জন্য বাড়তি পাওনা বলে মনে হয়েছে। সুবিন এবং রাফিকে অনেক ধন্যবাদ।
Was this review helpful to you?
or
গনিত করব জয়, বইটি হাতে পেয়েছি। ৩ টা অধ্যায় পড়েছি ডিপলি বাকীটুকু রিডিং। পুরো বইটি আমার কাছে অসাধারন লেগেছে। যাদের বেসিক জিনিসগুলো নিয়ে একটু ঘাটতি আছে তাদের জন্য তো বটেই, স্কুল-কলেজের ছেলে মেয়েদেরও অবশ্যই পড়া উচিৎ বইটি। বই পড়া আমি বয়সের সাথে বা ক্লাসের সাথে বেঁধে দিতে রাজি নই। বইটি যে কেউই পড়তে পারে। বিশেষ করে আমার মত অন্য সাবজেক্ট থকে এসে যারা প্রগ্রামিং করছে নতুন তাদের জন্যও ভাল ভূমিকা পালন করবে বইটি। সবশেষ সবার প্রগ্রামিং গুরু শ্রদ্ধেয় তামিম শাহরিয়ার সুবিন ভাই এবং তাহমিদ রাফি ভাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে আরও অনেক বই উপহার দেওয়ার জন্য শুভ কামনা রইল।
Was this review helpful to you?
or
স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্যপাঠ্য বই। কলেজের ছেলেমেয়েদেরও অবশ্যই পড়া উচিত, বিশেষ করে যারা স্কুলে গণিতে মনযোগ কম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা যারা কম্পিউটার বিজ্ঞান বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে (বা যারা সিএসই পড়তে চাইছে) তাদেরও এই বই পড়া উচিত (লেখকদ্বয় প্রধানত তাদের উদ্দেশ্যেই বইটি লিখেছেন)।
Was this review helpful to you?
or
যদিও অনেক আশা নিয়ে বইটা কিনেছিলাম। আশা করেছিলাম বেসিক বিষয়গুলোসহ একটু মিডিয়াম টাইপের আলোচনাও থাকবে তাতে হতাশ হয়েছি। গণিতে সবার অবস্থা সমান না। অনেক ভাল ছাত্রও অনেক সহজ বিষয় সম্পর্কে জানে না। আবার অনেক খারাপ ছাত্রও এইসব অনেক ভাল জানে। তাই একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই বইটা আমি সবার জন্য সাজেস্ট করব না। লেখকের অন্যান্য বই যেমন অনেক ভাল যেমন কম্পিউটার প্রোগ্রামিং্যের তিনটা খন্ড, ঠিক তেমনি সামনে আরো অনেক ভাল বই পাব আশা করি। এই বইটা কে প্রথম খন্ড ধরে মিডিয়াম মানের গানিতিক আলোচনায় দ্বিতীয় খন্ড আর উচু মানের আলোচনায় এভাবে বই লেখা যেতে পারে।
Was this review helpful to you?
or
বইটা এই মাত্র পড়ে শেষ করলাম। অনেক কিছুই শিখলাম আবার নতুন করে। আসলেই বইটা পড়ার সময় বার বার মনে হচ্ছিল, যদি নবম - দশম শ্রেনিতে পড়ার সময় বইটা পাওয়া যেত। এই যূগের ওরা অনেক ভাগ্যবান, এত সহজ সরল ভাষায় গনিতের এত এত জটিল বিষয়গুলা জানতে পারবে। সুবিন ভাই এবং রাফি ভাইকে ধন্যবাদ বইটির জন্য। NB. বই শেষ করার পর, মনে হইতেছিল ত্রিকোনমিতি আর জ্যামিতি গুলাও যদি কেউ এত সহজে আবার বুঝায়া দিত।
Was this review helpful to you?
or
আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিএসই পড়ছি। অনেককেই বলতে শুনি যে সিএসই পড়তে গেলে নাকি গণিত এবং পদার্থবিজ্ঞানে ভালো হতে হয়। আমি গণিত এবং পদার্থবিজ্ঞানে অতটা ভালো না। আমার মধ্যে এক প্রকার হতাশা কাজ করতো আমি কি সিএসই পড়তে পারবো ? আমি নিজেও অনেক হতাশ ছিলাম। তখন আমি http://programabad.com/questions/7619/ গিয়ে আমার সমস্যার কথা জানাই। ঠিক এই রকম সময় এই রকম একটা বইয়ের সন্ধান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আশাকরি আমার মত যারা আছে তাদের অনেক উপকার হবে বইটা পড়ে, সেই সাথে যদি কেউ ষষ্ঠ শ্রেণি থেকে নবম - দশম শ্রেণী পর্যন্ত শুধু গনিত বইটা পড়ে এবং সাথে অনুশীলণ করে তাহলে আমার মনে হয় তার গনিতে দূর্বলতা অনেকটাই কেটে যাবে। আমার মত যাদের গণিত এবং পদার্থবিজ্ঞানে দূর্বলতা রয়েছে তাদের কথা মাথায় রেখে এত সুন্দর গনিতের উপর একটা বই লেখার জন্য সুবিন ভাই এবং রাফি ভাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা রইলো, ধন্যবাদ।