User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কেন ফলেটের লেখা অত্যন্ত আকর্ষনীয়। এই উপন্যাসেও লেখক তার লেখার দক্ষতার প্রকাশ ঘটিয়েছেন। তবে গল্পের প্লট সাধারণ মানের আর সমাপ্তি পুর্ব অনুমেয়। এই উপন্যাস না পড়লে পাঠকের ক্ষতি বৃদ্ধি হবে না, পড়লেও কোন লাভ নেই।
সুন্দর প্রচ্ছদ। ভালো অনুবাদ। রহস্য আছে, থ্রিল আছে। খুবই খুবই ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে। উপন্যাসটা পড়ার চেষ্টা করবেন।
বইটিকে শুধু মোটিভেশনাল বুক বললে ভুল হবে বরং এটি একটি সুষ্ঠু জীবন গঠনের কারিগর বলা যেতে পারে। বইটির এত সুন্দর উপস্থাপনা রীতিমত বইটিকে এর বেস্ট পজিশন এ নিয়ে গিয়েছে। বইটির প্রধান চরিত্রটি হল ভার্সিটি পড়ুয়া সিনিয়র মাসুম ভাই এবং অন্য চরিত্র গুলো মূলে আবির ও তার বন্ধুরা। মাসুম ভাই একজন অনেক উদার ব্যক্তি, তিনি তার জুনিয়র দের সবসময় গাইড করেন জীবন সম্পর্কে বলেন, জীবন গড়ার সম্বন্ধে উপদেশ দেন। এজন্যই মাসুম ভাই এর উপদেশ কাজে লাগিয়ে আবির সাবির হয়ে উঠেছে। এমন অনেক আবির কে সাবির বানাতে পারে এই বইটি। বইটি...See More
বিশাল কলেবরের এই উপন্যাস পড়তে একটুও খারাপ লাগেনি। অনুবাদক সুন্দর অনুবাদ করেছেন। প্রকাশক ও অনুবাদককে ধন্যবাদ জানাই এই বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। মজবুত গাঁথুনির গল্প, সহজ উপস্থাপনা আর একেবারেই বৈচিত্রময় এবং বিচিত্র কাহিণীর ফ্যান্টাসি। আশা করি পাঠকদের ভালো লাগবে। আমার খুবই ভালো লেগেছে।
ছোট খাট উপন্যাস। একবারেই শেষ করতে পারবেন। অনুবাদক ভালো অনুবাদ করেছেন। তবে সমস্যা মূল লেখাতে। পুরোপুরি আবর্জনা থেকে আপনি হয়তো বায়োগ্যাস উৎপন্ন করতে পারবেন কিন্তু কখনই সুগন্ধি তৈরী করতে পারবেন না।
আমি মনে হয় নিল গেইম্যানের প্রেমে পড়ে গিয়েছি। সুন্দর অনুবাদ হলেও বানানে মাত্রারিক্ত ভুল। আশা করি প্রকাশক ও অনুবাদক ভবিষ্যত মুদ্রনে এ ব্যাপারে যত্নশীল হবেন। ফ্যান্টাসি ঘরনার উপন্যাসটি খুবই সুন্দর। পড়ে আনন্দ পেয়েছি।
রেটিং-১/৫ যারা ক্লাইভ কাসলারের ভক্ত হিসাবে এই বই পড়তে শুরু করবেন তারা প্রথমে যথেষ্ট আশাবাদী হলেও পরে এসে ধাক্কা খেতে পারেন। উপন্যাসে যথেষ্ট দৌড়া দৌড়ি থাকলেও সবই অনর্থক মনে হয়েছে। প্লটটা যেন এক সুতোয় গাঁথতে গিয়েও গাঁথা হয়নি। উপন্যাসের সর্বত্র আনাড়ি পনার ছাপ। মূল বই ভালো না হলে তার দায় তো আর অনুবাদকের না। অনুবাদক ভালো অনুবাদ করেছেন। উপন্যাসটি না পড়ার অনুরোধ থাকলো।
রেটিংঃ ০/৫ আপনি যখন কোন উপন্যাসকে বিশ্বের সেরা বলবেন তখন নিশ্চয় সেই বই হবে কালোত্তীর্ণ। অর্থাৎ সময় এগিয়ে যাবে কিন্তু ওই বইটা থাকবে সব সময় আধুনিক। দ্য গান উইথ উইংস যখন প্রকাশিত হয় তখন হয়তো সেরা রহস্য উপন্যাস ছিল কিন্তু এখন তা কোন মতেই সেরা নয়, বিশ্বের সেরা উপন্যাস তো নয়ই। নালন্দাকে অভিনন্দন জানাই বাংলাদেশে অনুবাদ সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টার কারণে। তবে তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা যেন পাঠকদের এভাবে বিভ্রান্ত না করেন। একদমই ভালো লাগেনি বইটা। রেটিং এ নেগেটিভ দিতে পারলে ভালো লাগতো; আপাততঃ...See More
আমার বইটি পড়ে খুবই ভাল লেগেছে । সাধারণত অন্যান্য কল্পবৈজ্ঞানিক থ্রিলারগুলো এতটা তথ্যবহুল হয় না, যতটা তথ্যবহুল এই বইটি! যদি কেউ নিছক কল্পবিজ্ঞান না পড়তে চায় এবং পদার্থ বিজ্ঞানের কিছু থিওরি সম্পর্কে ধারণা পেতে চায় তবে আমি তাকে এই বইটি পড়তে বলব। কেননা বইটিতে রয়েছে Astro-Physic & Quantum-Physics এর বেশ কিছু থিওরি ! যা আপনাকে বিজ্ঞান সম্পর্কে ভাবাবে এবং আগ্রহ বাড়াবে । লেখকের সাবলীল এবং সরল লেখনিভঙ্গির কারণে বিজ্ঞানের কঠিন কিছু বিষয় অতি সহজে বুঝতে পারবেন এই বৈজ্ঞানিক কল্পকাহিনীর মাধ্যমে । ...See More
boita je onubad korse se ekjon oshikhhito murkho. boiyer title ei bhuul korse.