User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রেটিংঃ ০/৫ আপনি যখন কোন উপন্যাসকে বিশ্বের সেরা বলবেন তখন নিশ্চয় সেই বই হবে কালোত্তীর্ণ। অর্থাৎ সময় এগিয়ে যাবে কিন্তু ওই বইটা থাকবে সব সময় আধুনিক। দ্য গান উইথ উইংস যখন প্রকাশিত হয় তখন হয়তো সেরা রহস্য উপন্যাস ছিল কিন্তু এখন তা কোন মতেই সেরা নয়, বিশ্বের সেরা উপন্যাস তো নয়ই। নালন্দাকে অভিনন্দন জানাই বাংলাদেশে অনুবাদ সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টার কারণে। তবে তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা যেন পাঠকদের এভাবে বিভ্রান্ত না করেন। একদমই ভালো লাগেনি বইটা। রেটিং এ নেগেটিভ দিতে পারলে ভালো লাগতো; আপাততঃ ০ দিয়ে শেষ করলাম।
Was this review helpful to you?
or
‘বিশ্বের সেরা রহস্য উপন্যাসঃ ১৪ দ্য গান উইথ উইংস’ বইটি বিশ্বের সেরা রহস্য উপন্যাস সিরিজের চোদ্দ নম্বর বই । মুল বইটির লেখক রেক্স স্টাউট । রেক্স স্টাউট ১৮৮৬ সালে আমেরিকার নব লেসভিলাতে জন্মগ্রহন করেন । নৌবাহিনীতে কিছুকাল চাকরি করার পরে নিউ ইয়র্কে একটা প্রেস প্রতিষ্ঠা করেন তুলনামুলক বেশী বয়সে তিনি লেখালেখি শুরু করেন এবং রহস্য উপন্যাস লিখে তিনি অল্পদিনেই ক্ষ্যাতি অর্জন করেন। আমাদের দেশে কোন হত্যাকান্ড না বড় কোনো অপরাধ সংঘটিত হলে তা নিয়ে পুলিশ গবেষনা তে নামে । সকল কিছু তারা সমাধান করার চেষ্টা করে । কিন্তু উন্নত দেশে পুলিশের পাশাপাশি গোয়েন্দা এর বড় অবদান থাকে । তেমনি একটি ঝামেলা তে জড়ান বুদ্ধিজীবি গোয়েন্দা নেরো উলফ । অসাধারন দৃশ্যপটে এগিয়ে যায় উপন্যাসের কাহিনি । নালন্দা অনুবাদ সেল এর অনুবাদে এই সিরিজে এসেছে অসাধারন অসাধারন আন্তর্জাতিক মানের রহস্য উপন্যাস যা অত্যান্ত জনপ্রিয় হয়েছিল এবং পাঠক সমাজে আলোড়ন তুলেছিল । অসাধারন এ সিরিজের বইগুলো তে পাঠক পাবেন প্রতিটি উপন্যাসেই রোমাঞ্চকর অভিজ্ঞতা । রোমাঞ্চোপন্যাস এর পাঠক দের দেখে এই সিরিজ টি বের করেছে নালন্দা অনুবাদ সেল । বিশ্বের সেরা রহস্য উপন্যাস সিরিজের অসাধারন রোমাঞ্চকর এ বইটি অনুবাদ করে প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালে । বইটি প্রকাশিত হয় নালন্দা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল । বইটি সম্পাদনায় আছেন সোহেল মল্লিক এবং প্রচ্ছদ ডিজাইন করেছেন জাহাঙ্গীর আলম । অসাধারন এ রহস্যপোন্যাসটি যে কোন পাঠকেরই ভালো লাগবে । রেক্স স্টাউট তার এ বইটিতে তার চরিত্রগুলোকে একদম জীবন্ত ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন যার জন্য পাঠক তার বই পড়ার সময় বইতে ডুবে যেতে বাধ্য । এই বইটিও পাঠকদের নিরাশ করবেনা ।